![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
দেশ বড় না দল বড়? অবশ্যই দল। দলের জিদে দেশ আজ দিশেহারা। বিশ্ব বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিক তাতে কোনো আপত্তি নাই- আমাদেরই ক্ষমতায় থাকতে হবে। বিদেশী ক্রেতা ফিরে যাক তাতে কোনো অসুবিধা নাই- আমাদের নেতাদের ছেড়ে দিতে হবে। ওরা রেপ করুক, ধর্ষণ করুক, আগুণ দিক, মানুষ মারুক তাতে তোমার কি? ওরা পাকিস্তানের লোক মেরেছে বাংলাদেশের নয়- কারণ বাংলাদেশ তখন স্বাধীন হয় নাই। যুদ্ধের সময় মালে গণিমতের মালকে যে ভাবে খুশি লুণ্ঠন করা যায়। কারো কোনো আপত্তি আমরা মানবো কেন?
এই দেশ আমরা স্বাধীণ করেছি- অতএব এর লুণ্ঠনের অধিকার একা আমাদের। নেত্রী যা বলবেন তাই হবে। আমরা ছাগলের ৪ থেকে ১০ নম্বর বাচ্চা- খালি লাফাবো।
প্রধানমন্ত্রী বলেছেন- প্রার্থী নয় মার্কা দেখে ভোট দিতে হবে। বিরোধী নেত্রী বলেছেন- নির্বাচন করতে দেওয়া হবে না- জামাত বলেছে- আগুন জালানো হবে।
আর এই বাংলাদেশের মানুয়ের বুড়ো আঙুল ক্রমেই ছোট হয়ে আসবে। কারণ অত চূষলে আঙুল কি ঠিক থাকে?
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা ঠিক। ওনারাই তো দেশের সোল এজেন্ট। আর আমরা তো ----- ফালানো নাপিত।
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
এম আর ইকবাল বলেছেন:
দেশের চেয়ে দল বড়,
দলের চেয়ে নেতা বড় ।
সবার চেয়ে বড় আমার নেতার অহংকার ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তার চেয়ে বড় লুণ্ঠনের অধিকার
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: দলের চেয়ে ব্যক্তি।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: গণতন্ত্রের নতুন সংজ্ঞা
৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
হৃদয় রিয়াজ বলেছেন: ওদের মাঝে আমরাই আসলে বেমানান। ভাল লিখেছেন।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসুন আমাদের মাঝে ওদের বেমানান করে ফেলি।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
এসএমফারুক৮৮ বলেছেন: মানসিকতার পরিবর্তন জরুরি।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মন থাকলেই মানসিকতা থাকে
৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ ভাই এখন আমাদের মানসিকতার এতই পতন হয়েছে যে মনে হয়, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা/নেত্রী বড়।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আর নেতা নেত্রীর মধ্যে তিনিই বড়।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতার জন্য সংবিধানের ১৫তম সংশোধনীকে দায়ী করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিলউল আলম মজুমদার। তিনি বলেছেন, “১৫তম সংশোধনী সংসদীয় বিশেষ কমিটির সুপারিশে হয়নি। এটি হয়েছে প্রধানমন্ত্রী মনগড়া সিদ্ধান্তে। তাই এই সংশোধনী অসাংবিধানিক ও অবৈধ।”
আর তার ভিত্তিতে একগো ধরে থেকে সরকারের ইগোর বলি হচ্ছে সারা দেশৈর ১৬ কোটি মানুষ!!!!!!!!
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বৈধতার বিষয়টি আপেক্ষিক। আসলে মানুষের সুস্থ আকাঙ্খাটাই বৈধ এটাই ভাবা উচিত সবার।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০
অনিকেত রহমান বলেছেন: রাজ্য আমার বাবার/ স্বামীর
কি আছে কার কবার ?
খাব আমি একা
মাঠে হবে দেখা ।।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হম
৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
তামিম ইবনে আমান বলেছেন: দলের চেয়েও পেট বড়
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫
পোয়েট ট্রি বলেছেন: ২০৩০ সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী থাকবেন বলে পণ করেছেন, তাকে বিনা নির্বাচনেই দেশ ছেড়ে দেয়া উচিত। পরে, অন্যরাও প্রধানমন্ত্রী হতে পারবে। অযথা নির্বাচন/ আন্দোলন করার দরকারটা কী?
২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা ঠিক। আবার জনমত যখন বলছে সবই তেনার পক্ষে তাহলে নির্বাচনের দরকাটাই বুঝি না।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৭
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: পুরাই কনফিউশান। তবে বর্তমান পরিস্থিতিতে বলতে হয়, সবার উপরে নেত্রী বড় তাহার উপরে নাই।
২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আর আমার কাছে- আম্ি বড়, আর কেউ নাই।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আইনসিদ্ধ সমীকরণ: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
প্রচলিত সমীকরণ: ব্যক্তি দলের ঊর্ধ্বে, দল দেশের ঊর্ধ্বে।
অতএব.....
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
জাগতিক ভালবাসা বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,তিনি প্রধানমন্ত্রিত্ব চান না।শান্তি চান।
আর বিরোধী দলীয় নেত্রী দেশের মানুষের জন্য আন্দোলন করছেন।