| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#পরিবর্তন
- তিলন বসু
যে-ই ভেঙে পরে সে-ই জানে পুনরায় জেগে উঠতে
যে-ই উড়ে যায় বাতাসে সে-ই জানে বাতাসের বেগে ছুটতে।
যে হারিয়েছে সব তার নাই কোন কলরব
সব হারিয়ে সে হয়েছে সবার এই তার অনুভব।
জীবন শুধু নয় আর্থিক, শারীরিক মানসিকও বটে
তবু সব ভুলিয়া মানুষ শুধুই অর্থের পিছে ছোটে।
বিত্তশালী গরীব ভিখু সমাজের ভেদাভেদ
আসন নিয়ে যন্ত্রণা বড়, দূর হল না এই খেদ!
চেহারায় মানুষ সবে, ভিতরে বহুরূপী স্বত্ত্বা
যেন জল মাছ বালুচরে শান্ত-সর্বগ্রাসী পদ্মা প্রমত্তা।
ভাঙা গড়া জাগা মরা সবই রয়েছে হাতে
নতুন আলোয় নতুন মানুষ জাগবে কোন প্রভাতে।
(১৫ জুলাই ২০১৮)
২|
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২১
তিলন বসু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।