নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

তিলন বসু

আমি একজন ছাত্র

তিলন বসু › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৮

আমি এক কুনো ব্যাঙ
তিলন বসু
-----------------------------------------
আমি এক কুনো ব্যাঙ।
গৃহকোনে আবদ্ধ থাকতেই আমার স্বাচ্ছন্দ্য।
সহস্র ভীরের মাঝেও আমি একা
খোলস ছেড়ে যে বেরোতে পারি না।
তবে কুয়োর ব্যাঙের মতো আমার পৃথিবীটা ছোট নয়।
যে আমৃত্যু কুয়োর থেকে বড় কিছু চিন্তা করতে নারাজ।
আমার চিন্তাজগৎ আকাশের মতো।
বিশালতা ও উন্মুক্ততাই যার বৈশিষ্ট্য।
আমি এক কুনো ব্যাঙ।
গৃহকোনে কটর কটর করি
আমার অস্তিত্ব প্রকাশ পায়।
সহস্র ভীরে যদিও একা তবু আমি স্বতন্ত্র।
ভীরের নিরব কোনে আমি দাড়িয়ে থাকি
দেখি, মানুষ কোথায় ?
যারা চলেছে সব তো দুপেয়ে কালসাপ।
অসংখ্য মস্তকে লোলুপ লেলিহান জিহ্বা
স্বার্থের করাল বিষদাঁতে এইবুঝি ছোবল মারে।
আমি ফিরে আসি প্রিয় গৃহকোনে।
আকাশ জুড়ে ভাবতে থাকি
আর কটর কটর করি।
আমি এক কুনোব্যাঙ।
(০১-০৫-২০১৮)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

হা হা হা... নিরীহ কবিতায় কঠিন বাস্তবতা...

২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতার মারপ্যাঁচ বুঝি কম।

কবিতাখানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল।। ;)

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.