নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

তিলন বসু

আমি একজন ছাত্র

তিলন বসু › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আমার প্রথম কবিতা

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আমার প্রথম কবিতা)
ফাগুন এলো ফিরে
-তিলন বসু
- - - - - - - - - - - - - -
ফাগুন এলো ফিরে
এক আগুন লাগা ভোরে
কৃষ্ণচূড়ার আগুন নয় এ দেখতে হবে লাল
জনমনের ক্ষোভের আগুন ভীষণ করাল।
চারিদিক বড় অস্থির উত্তেজনা বাজে
কারোরই আর মন বসে না কাজে
কান পেতে সব বসে আছে শুনতে গরম খবর
কোন বিকালে শেষ হবে এই আম নেতাদের রগর।
এমনি একদিনে জনতার ময়দানে
ফাগুন এলো নেমে স্বপ্নের জাল বুনে
সে কি ভীষণ ভাষণ তাতেই রাজ্য শাসন
সে ভাষণেই ভেঙে গেল শত্রুর সিংহাসন।
কতো ছল চাতুরি করলো তারা লাগাতে তায় জোরা
তবু আড়াই লাফে বেরিয়ে এলো ফাগুনে লালের ঘোড়া।
বায়ান্নতে শিখেছিল ভাষার যুদ্ধে গিয়ে
ফাগুন তখন লাল হয়েছে ভাষার রক্তে নেয়ে।
শত্রুরা বসে নেই ধরে নিয়ে গেল তাকে
ফাগুন মুক্তির বার্তা দিল তারই ফাকে
ঝাপিয়ে পরলো কৃষ্ণচূড়া পলাশ গাঁদার দল
প্রাণপনে সব ছিনিয়ে আনলো স্বাধীনতা ফল।
শত্রুর সাধ্য কি আর আটকে রাখে তারে
রক্তরাঙা সোনার দেশে ফাগুন এলো ফিরে।
(৩০-০৮-২০১৮)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:

তিনি মরেও অমর হয়ে আছেন।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন, মুগ্ধতা রইল কথামালায়।

তবে কোন এক জায়গায় বঙ্গবন্ধুর নামটা জুড়ে দিলে আরও বেশি ভালো হতো আমার মতে,

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

তিলন বসু বলেছেন: বঙ্গবন্ধুর রূপক হিসেবে এখানে ফাগুন ব্যবহার করা হয়েছে। তাই বঙ্গবন্ধু বা তার নামটি ব্যবহার করা হয়নি।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
আপনার আবেগ দুর্দান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.