| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ
- তিলন বসু
----------------------------------
কিছু শব্দ কখনো থমকে দাঁড়ায়
কিছু শব্দ ছুটে চলে রকেট গতিতে,
কিছু শব্দ না বললেই নয়
কিছু শব্দ নিয়ে যায় স্মৃতির অতীতে।
কিছু শব্দ হয়ে ওঠে কবিতা
ছন্দবদ্ধ কিংবা ভাব ব্যাঞ্জনায়,
কিছু শব্দ হয়ে উঠে গান
সুরের যাদুতে প্রাণ ভরে মুর্ছনায়।
কিছু শব্দ তৈরি করে গল্প উপন্যাস
ফুটে উঠে জীবনের দোলাচল,
কিছু শব্দে ফুটে উঠে সভ্যতার ইতিহাস
স্মরণের পথে কথা বলে যায় অনর্গল।
কিছু শব্দ হয়ে উঠে কিংবদন্তী
জয় বাংলা এবং অন্যান্য অনবদ্য,
কিছু শব্দের সৌন্দর্য্য অপার
যেন কাননে পুষ্প প্রস্ফুটিত সদ্য।
কিছু শব্দ জুড়ায় প্রাণ
স্নেহ প্রেম ভালবাসা উল্লাসে,
কিছু শব্দ শুধায় সে তান
যার পরশে সৃষ্টি প্রকাশে।
(০৬-০৭-২০১৮)
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬
তিলন বসু বলেছেন: ধন্যবাদ
২|
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
বাকপ্রবাস বলেছেন: সুন্দর।
(দাড়ায় এ চন্দ্রবিন্দু হতে পারে বোধয়)
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫১
তিলন বসু বলেছেন: অভ্র দিয়ে লিখেছি তো। লেখার সময় খেয়াল করা হয় নি। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩|
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা ।
কিছু শব্দ না বলে হয় ভুল বুঝে
কিছু শব্দের থাকে না কূল কিনারা
ভালোবাসা প্রকাশে ।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭
তিলন বসু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতা সুখপাঠ্য +++