![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনতা পছন্দ করি । মুক্ত পৃথিবীর মুক্ত পরিবেশে নিজেকে মুক্তির আনন্দ দিতে চাই । পৃথিবীকে বানাতে চাই এক সীমারেখা ছাড়া বৈষম্যবিহীন রাজ্যের মত । যেখানে সবাই রাজা সবাই প্রজা ।।।
আমারা জানি আলোর বেগের গতি হচ্ছে পরম গতি । কাল দির্ঘায়নের মাধ্যমে আমরা নিজের বয়স কমাতে পারি কিন্তু বয়স কমার পরিমান কম । কিন্তু আলোর বেগের থেকে বেশি বেগে যদি যাওয়া সম্ভব হয় তাহলে শুধু বয়স কমা নয় বরং অমরত্ব লাভ করা সম্ভব ।।। আপেক্ষিক তত্ত্ব অনুসারে আলোর বেগের চেয়ে বেশি বেগ প্রাপ্ত হওয়া সম্ভব নয় ।
কিন্তু আমার মতে সম্ভব , যদি একটি বস্তু কণার দুটি মাধ্যমে প্রতিসরনাংক জানা যায় । বিষয়টি ভালভাবে খুলে বলি ,
1 . প্রতিসরণাঙ্কের সূত্রানুসারেঃ আলো হাল্কা মাধ্যমে দ্রুত এবং ঘন মাধ্যমে ধির গতিতে চলে ।তাহলে ঘন মাদ্ধম থেকে হাল্কা মাধ্যমের দিকে একটি ধ্রুব বেগ নিয়ে ছুটে গেলে হাল্কা মাধ্যমে বেগের মান বৃদ্ধি পাবে ।
যদি , হাল্কা মাধ্যমে ( l ) আলোর বেগ = Cl
ঘনমাদ্ধমে ( h ) আলোর বেগ = Ch
তাহলে হাল্কা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারনাংক = lµh = Cl / Ch
অর্থাৎ ,
হাল্কা মাধ্যমে আলোর বেগ , Cl = ( ঘন মাধ্যমে আলোর বেগ Ch ) X ( ওই হাল্কা মাদ্ধমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারনাংক lµh )
2 . এখন মনে করি , আলোর বদলে একটি কণা বিবেচনা করা হল । তাহলে কণাটি ঘন মাদ্ধম থেকে হাল্কা মাধ্যমের দিকে একটি ধ্রুব বেগ নিয়ে ছুটে গেলে হাল্কা মাধ্যমে পৌছার পর বেগের মান বৃদ্ধি পাবে ।
এখন ,
হাল্কা মাধ্যমে কণার বেগ , Vl = ( ঘন মাধ্যমে কণার বেগ Vh ) X ( কনাটির প্রতিসারনাংক lµh )
যদি কণাটির প্রতিসারনাংক lµh = N হয় , সূত্রটি দাড়ায় Vl = Vh x N
এখানে N = 1 থেকে n .
প্রমান : মনে করি ,
কণাটির প্রতিসারনাংক , N = 1.643
কনাটীর ঘন মাধ্যমের বেগ যদি , Vl = 2.2 x 10^8 ms-1 হয়
তাহলে , হাল্কা মাধ্যমে বেগ , Vl = (2.2 x 10^8 ) x ( 1.643 ) = ( 3.6x10^8 ) ms-1 > আলোর বেগ ( 3 x 10^8 ms-1 )
এখন আমি শুধু সমস্যায় আছি কণাটির প্রতিসারনাংক বের করা নিয়ে । কোন নির্দিস্ট কণার দুটি ভিন্ন মাদ্দমের সাপেক্ষে প্রতিসারনাংক বের করতে পারলেই আলোর বেগ থেকেও বেশি বেগে যাওয়া সম্ভব । অর্থাৎ কাল দির্ঘায়নের মাধ্যমে অমর হওয়া সম্ভব ।।। কেউ কি আমাকে কণাটির প্রতিসারনাংক বের করার সুত্র খুজে দিতে পারবেন ???
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫
niamul_hasan বলেছেন: আলোর বেগ শূন্য মাধ্যমে সরর্বচ্চ (৩.১০^৮). তাহলে আপনার কথা অনুসারে (আলো ঘন মাধ্যমে- হালকা মাধ্যমের চেয়ে ধীরে চলে) বলাযায় আলো কোনো ঘন মাধ্যমেই সরর্বচ্চ বেগে যেতে পারে না। তাহলে আলো কখনওয় c বেগের চেউয়ে বেশি বেগে চলতে পারে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
সুস্মিতা শ্যামা বলেছেন: কিছুই বুঝি নি। মাথার উপর দিয়ে গেল। তবে তথ্যটা দেখে চমৎকৃত হলাম। এবং কখনো যদি প্রতিসরণাংক বের করার সূত্র বের করতে পারেন, তবে বড়ই পুলকিত হব।