নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাধীন স্বাধীনতা

তিমু

আমি স্বাধীনতা পছন্দ করি । মুক্ত পৃথিবীর মুক্ত পরিবেশে নিজেকে মুক্তির আনন্দ দিতে চাই । পৃথিবীকে বানাতে চাই এক সীমারেখা ছাড়া বৈষম্যবিহীন রাজ্যের মত । যেখানে সবাই রাজা সবাই প্রজা ।।।

তিমু › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু

১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে কিছু হিন্দু সংঘ । তাদের সকল দাবির মাঝে একটি দাবি হল, পৃথক নির্বাচন । বাংলাদেশে অবস্থান করে, এই দেশের নাগরিক হয়ে, দাবি তুলছে পৃথক নির্বাচনের । কোন মহাজ্ঞানীর মাথা থেকে এই বুদ্ধি আসছে কে জানে । পৃথক নির্বাচনের অন্তর্ভুক্ত হওয়া মানেই হিন্দু সমাজ এই দেশের সকল স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বাইরে চলে যাওয়া ।

আর যারা ভাবছে পৃথক নির্বাচন হলেই হামলা থেকে বেঁচে যাবে ঐসব পাগল কি জানে না নির্বাচন আলাদা হলে ফলাফলও আলাদা হবে । আলদা ফলাফলে আর স্পষ্ট হয়ে উঠবে হিন্দুরা কোন দলকে ভুট দিয়েছে । তখন যে দল কম ভুট পাবে ঐদল তো আর হামলা করবে না সম্পুর্ন দেশছাড়া করে ছাড়বে ।

নিজের সমান অধিকার চাইছ আবার এইটাও চাইছ নিজেদের আলাদা করে নিতে । দুই নৌকায় পা রেখে খেয়া পার হওয়া সম্ভব না । এক হলে দাবি করো তোমরা নিজেদের আলাদা গুষ্টি হিসেবে আলাদা করে নিতে অর্থাৎ নিজেদের ভুটাধিকার সরিয়ে নিতে তাহলে কেউ তোমাদের মারবেও না আবার তোমাদের উন্নতি নিয়ে মাথাও ঘামাবে না তখন নিজেরা নিজেরা একঘরে হয়ে মরতে পারবে অথবা দাবি করো মুসলিম , ক্রিস্টান , বৌদ্ধ , হিন্দু সকলের সমান অধিকারের । কোথাও কোন প্রধান অথবা গৌণ ব্যাপার উল্লেখ না থাকতে ।।।।।

বিঃদ্রঃ আর যেসব ইন্দিয়া প্রেমি আছে এবং যারা মনে করে এইটা তাদের দেশ না , তারা দাবি করুক তাদের যেন লাথি দিয়ে ওপারে পাঠিয়ে দেয়া হয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

HHH বলেছেন: হিন্দুদের ব্যর্থতা হল তারা বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের বিশ্বস্ত হিসেবে নিওজেদের পরিচিত করে ফেলেছে। অথচ তারা বাংলাদেশের অন্যান্য সবার মতই হবার কথা ছিল। আমাদের ভিতরে বাবা আওয়ামীলীগ করলে ছেলে করে বিএনপি, চাচা করে জাতীয়পার্টি, পাশের বাড়ির কেউ জাসদ, কেউ জামাত, কেউ জাকের পার্টি।

কিন্তু হিন্দুরা সবাই সিল লাগানো। এরকম কেন হতে হল?
আজ তাদের প্রভূরাই যখন তাদের উপর হামলা দিচ্ছে, তখন তারা দিশেহারা। বাকিরা মনে মনে হাসছে আর বলছে "শিক্ষা হয়েছে?"

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

তিমু বলেছেন: সকল হিন্দু কিন্তু এক নয় । অনেক ব্যতিক্রমী হিন্দু রয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.