![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনতা পছন্দ করি । মুক্ত পৃথিবীর মুক্ত পরিবেশে নিজেকে মুক্তির আনন্দ দিতে চাই । পৃথিবীকে বানাতে চাই এক সীমারেখা ছাড়া বৈষম্যবিহীন রাজ্যের মত । যেখানে সবাই রাজা সবাই প্রজা ।।।
১১ দিয়ে গুন করার বিষয়টা খুব সহজ একটা বিষয় । একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি ১১ দিয়ে গুন করার ।
মনে করেন কেউ আপনাকে জিজ্ঞেস করল , ৫৪x১১=? তাহলে দুই তিন সেকন্ডের মাঝেই বলে দিতে পারবেন ৫৯৪ । এজন্য আপনাকে প্রডিজি হতে হবে না । পদ্ধতিটা হচ্ছে ,
প্রথমে ধরে নিবেন আপানার কাছে তিনটা ঘর আছে , _ _ _ এখন এইখানের বাম পাশের ঘরে ৫ বসান , ডান পাসের ঘরে ৪ আর মাঝের ঘরে (৫+৪) বসান । অর্থাৎ ৫৯৪ ।
একই ভাবে , ৪৫x১১= ৪ (৪+৫) ৫ = ৪৯৫
৩৩x১১= ৩ (৩+৩) ৩ = ৩৬৩ ......... খুবই সহজ । তাই না ??
এখন যদি ৭৫x১১ হয় তাহলে কি হবে ?? ৭+৫=১২ কিন্তু মাঝে ঘর আছে একটা । কিন্তু চিন্তার কারন নেই , ১ টাকে বাম পাশের অংকের সাথে যোগ করে দিলেই হবে । যেমন , ৭৫x১১= ৭ (৭+৫) ৫ = ৭ (১২) ৫ = ৮২৫ ...
এমন কেন হয় ?? আসলে আমারা যে গুন করি এইটাই আসলে এইটা ।
৪৫
x১১
______
৪৫
৪৫০
----
৪৯৫ এইখানেও ৫ আর ৪ যোগ হচ্ছে । এই হল , ১১ দিয়ে গুন করার পদ্ধতি ...
এবার ৫ বা ৫০ দিয়ে ভাগ করার পদ্ধতি ......
মনে করলাম , ৫ টী কলমের দাম ৪৮ টাকা তাহলে প্রতিটা কলমের দাম কত হবে বের করার জন্য ৪৮ কে ৫ দিয়ে ভাগ করলেই হয়ে যাবে ।
পদ্ধতিটা হচ্ছে , ৪৮ কে ৫ দিয়ে ভাগ করা মানে কি ? মানে হল , ১/৫ দিয়ে গুন করা বা ২/১০ দিয়ে গুন করা । আর দশ দিয়ে ভাগ করা তো খুবই সহজ ।
তাই , ৪৮/৫ = ৪৮x২/১০ = ৯৬/১০ = ৯.৬ । অর্থাৎ যাকে ৫ দিয়ে ভাগ করতে হবে তাকে ২ দিয়ে গুন করে এক ঘর বাম পাশে একটা দশমিক বসিয়ে দিলেই হয়ে গেল ।।
এখানে অনেকেই তো ক্রিকেট ভালবাসে , তখন আবার ৫০ অভারে রান রেট বের করতে হয় । আমরা জানি যে রান রেট বের করার নিয়ম হচ্ছে মোট রান ভাগ অভারের সংখ্যা । ধরে নিলাম ওয়ান ডে চলছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝে ।
অস্ট্রেলিয়া ৫০ অভারে করেছে ৩৩৩ রান । এখন ইংল্যান্ড জিততে হলে লাগবে ৩৩৪ রান । এখন প্রতি অভারে রান রেট বের করতে হলে ৩৩৪ কে ৫০ দিয়ে ভাগ করতে হবে ।
ঐ আগের মতই ৫০ দিয়ে ভাগ করা মানে ১/৫০ দিয়ে গুন বা ২/১০০ দিয়ে গুন।
অর্থাৎ যাকে ৫০ দিয়ে ভাগ করতে হবে তাকে ২ দিয়ে গুন করে গুনফলের দুই ঘর বাম পাশে দশমিক বসিয়ে দিলেই হয়ে গেল ...
যেমন ইংল্যান্ডের রান রেট হবে , ৬.৬৮ । ৩৩৪x২=৬৬৮ এখন ১০০ দিয়ে ভাগ অর্থাৎ দুই ঘর বামে দশমিক বসাতে হবে । ৬.৬৮ ।।
এই পদ্ধতিটি ৫০০-৫০০০০০০০০০০০...... পর্যন্ত কাজ করবে ।।
কৃতজ্ঞতা : চমক হাসান
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৫
তিমু বলেছেন: আমাদের সমস্যা হচ্ছে আমরা শিক্ষাকে এখন অনুভব করতে পারিনি।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জানার আছে কত্ত কিছু
গণিতকে এমন মজার করে দিলেই শিশুতোষ ভীতিটা কেটে যায়!!
কিন্তু এখন যা চলছে!! সৃজনশীল অংকের নামে রীতিমত সিন্দাবাদের ভুত চাপানো হয়েছে।
ছাত্ররা বুঝবে কি? শিক্ষকরাই হিমশি খাচ্ছে! রেজাল্ট গড়ে ফেল-- স্কুলের নাম বাঁচাতে চলছে-গড়ে পাস নাম্বার দেয়ার খেলা....!!!!!!!!!!!!!!!!!