![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো বুঝতে পারছি না । কারণ আমি নিজেই বুঝিনা । কোন দোষ নেই, কোন গুণ ও নেই । এইতো লিখলাম। এতেই চালাও ।
একটি নয় , দুটি নয় , তিনটি ভূত এসে
ঘুমের মধ্যে হঠাৎ করে ধরলো আমায় ঠেসে ,
ভয়ে কেঁপে রেগেমেগে উঠতে যাবো যেই
খড়গ হাতে দাঁড়ানো ভূত লক্ষ্য করলাম সেই ।
এই ভূতটার কুলোকান ,আমার দিকে চেয়ে
জিব নাড়িয়ে নিচ্ছে ভাব ফেলবে আমায় খেয়ে ;
চোখ দুটো তার অগ্নিসম খনে খনে জ্বলে
খোদার কসম ,আমি বোধয় পারবো না আজ বলে ।
পিটপিটিয়ে তবু দেখি কোথায় আরও দুই
একটি দেখি বলছে কারে , "কি যে করিস তুই,
আমি খাবো চোখ কলিজা হাড়ের ভাগটা তোর
এক্ষুনি তুই করনা শুরু হোল বুঝি ভোর । "
দরদরিয়ে ঘামছে গা কান্না পেলো জোরে ,
সেই স্বরেতে ভূতগুলো সব গেলো কোথায় সরে ;
এমনি সময় ঘুম ভাঙলো ,বুঝছি হাবভাবে
আবার দেখি প্যান্ট ভেজা মোর নতুন প্রস্রাবে ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৩
সংগ্রামী বালক বলেছেন: সকাল সকাল হাসলাম।তারাতারি গোসল করে নিন,প্রস্রাব বেশী সময় থাকতে নেই।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
তিরোহিত ধানিকা বলেছেন: ধন্যবাদ আপেক্ষিক
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
তিরোহিত ধানিকা বলেছেন: ভাই , আর বইলেন না , লজ্জা পাচ্ছি @সংগ্রামী বালক
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৪
আপেক্ষিক বলেছেন: হা হা হা.........সুন্দর হইসে। দারুণ