![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো বুঝতে পারছি না । কারণ আমি নিজেই বুঝিনা । কোন দোষ নেই, কোন গুণ ও নেই । এইতো লিখলাম। এতেই চালাও ।
বাতাস ডাকে ফিসফিসিয়ে
আকাশ ডাকে জোরে
তবু তুমি আছ বসে
তোমার মনের ডোরে ।
তোমায় নিয়ে ভাবার সময়
খুব বেশি তো পাই না
তবু তুমি বল শুধু
আমি ছাড়া কিছু চাই না ।
তোমার বল কি লাভ আছে
এমন ভালো বাসার
আমায় ছাড়া চেষ্টা করো
একটু খানি হাসার ।
আমায় ছাড়া চলতে শিখো
জ্বেলো মনের দিপ
সময় নিয়ে সেজো তুমি
কপালে নীল টিপ ।
হাসতে হবে , বাঁচতে হবে
এটাই প্রেমের মূলনীতি
ওপার থেকে শান্তি দেবে
আমার প্রতি তোমার প্রীতি ।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৮
তিরোহিত ধানিকা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা ।
২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ২:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ছন্দ লেখা
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৯
তিরোহিত ধানিকা বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:০২
হাসান বিন নজরুল বলেছেন: ভালো ছন্দের প্রেমের কবিতা ভালো লাগলো
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০০
তিরোহিত ধানিকা বলেছেন: আবার ও আমন্ত্রণ ভাই আপনাকে । ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ২:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো। শুভকামনা রইলো।