নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
দশ বছর সময়টা খুব একটা কম নয়। এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় সামহোয়্যার ইনকেও হয়ত কম ঝক্কি সামলাতে হয়নি। আমি যতদূর বুঝি এই সাইটটি শুরু থেকে কখনোই অর্থের পেছনে ছোটেনি। তারা যেমন বলেন,
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। কথাটিকে আক্ষরিক অর্থেই সঠিক বলে মনে করি। যদিও আমার ব্লগিং এর বয়স মাত্র তিন বছর সাত মাস তথাপিও এরই মধ্যে কম তো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হই নি। কাজেই এ ক্ষেত্রে সামহোয়্যার ইন কে আমি দ্বিধাহীন ভাবেই সবার ঊর্ধ্বে স্থান দেব।
যার প্রধান কারণ হল সামহোয়্যার ইন সুস্থ লেখার স্বাধীনতা দেয়। উৎসাহিত করে নতুন লেখকদের। সর্বোপরি একজন লেখকের কাছে তার লেখা যেমন এক একটি সন্তানের মত ঠিক তেমনি একটি সাইটও একটি তার পরিবারের মত একটি সম্পর্কের মত। যেখানে সে স্বাধীন প্রবেশে-বেড়িয়ে যেতে, যেখানে সে স্বাধীন কথা বলায়। পড়ায়-জানায়।
এমন একটি সাইট যখন বন্ধ করে দেয়া হয় তখন ঐ সব সাইটের সদস্যরা যারপরনাই কষ্টে নিপতিত হয়। ক্ষমার অযোগ্য সেই অন্যায় করেছিল প্রথম আলোর বদলে যাও বদলে দাও ব্লগ। একই ধারাবাহিকতায় প্রথম আলো ব্লগ। সামহোয়্যার ইন আসা করি কখনোই সে পথে হাঁটবে না।
লেখা তো মনের ভাব প্রকাশের মাধ্যম মাত্র। আমি তাই, লেখাকে বলি মনের প্রতিবিম্ব। যিনি যেমন তার লেখনীতে তিনি তেমনি মূর্ত হয়ে ওঠেন। আর তার প্রকাশভঙ্গীটাও তেমন। তবে হ্যাঁ বাক্য গঠন, সুন্দর শব্দ চয়ন এসব নির্ভর করে লেখকের লেখার অভ্যাস এবং জ্ঞানের পরিধির উপর। তবে আমি বিশ্বাস করি লেখকের একটি অদ্ভুত আধ্যাত্মিক শক্তি আছে। যার সে শক্তি যত প্রবল তার লেখনীও তত চমকপ্রদ তত চিত্তাকর্ষক। সামহোয়্যার এর সব থেকে বড় গুন সকলকে স্থান করে দেয়া।
লেখকের লেখার ক্ষুধাটি তার জঠরের ক্ষুধার থেকেও তীব্র। আর তাই তিনি লেখেন। একের পর এক, পাতার পর পাতা, পাণ্ডুলিপির পর পাণ্ডুলিপি। তিনি লিখেই চলেন। কেউ পড়ল কিনা বা কেউ প্রশংসা করল কিনা সে সবে তার কোন ভ্রূক্ষেপ নেই। তিনি মাথা নিচু করে এক মনে লিখেই চলেন। তার উনুন জ্বলছে না। সন্তান অসুস্থ অথচ পথ্য নেই তার সে কথা মাথায়ই থাকে না। এমনকি প্রকাশক অবজ্ঞা ভড়ে তার পাণ্ডুলিপি ফিরিয়ে দিয়েছেন তাতে তার লেখায় বিন্দুমাত্র ছেদ পড়েনি।
অর্থাভাব স্বাভাবিক ভাবেই পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো কি হল? লেখক ডুবে আছেন তার লেখায়। তিনি তখন ঘুরে বেড়ান তার আলাদা জগতে। সেখানে তার সাজানো জগত। সব দুঃখ কষ্টকে এক পাশে ঠেলে রেখে লেখনীর স্বর্ণ তোরণ দিয়ে তিনি প্রবেশ করেন এক ইনভিজ্যিবল জগতে। বাংলা সাহিত্যের যুগ শ্রেষ্ট কবি জীবনানন্দ দাশ জীবদ্দশায় একটি পান্ডুলিপিও প্রকাশ করে যেতে পারেন নি। আজকের সময় হলে হয়ত তার লেখা প্রকাশের জন্য প্রকাশকদের লাইন পরে যেত।
আত্মভোলা এই মানুষগুলোর সব সৃষ্টিই যে মান সম্মত হবে তা নয়। তবে প্রতিটি লেখক তার লেখার মানের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাটি করেন এতে সন্দেহ নেই। অনলাইনের এই সময়ে যখন সুযোগ আছে এই লেখকদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়ার তখন সামহোয়্যার ইন এগিয়ে এসেছিল পথ প্রদর্শকের মত।
একজন ক্ষুদ্র ব্লগার হিসেবে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকু কৃতজ্ঞতা জানাই সামহোয়্যার এর কর্তৃপক্ষকে। সামহোয়্যার ইন তো আমার সম্পর্কের সুতো। আমার নিজ ভুবনের সংসার। এই সুতোটা হোক আর মজবুত। টিকে থাক সম্পর্ক। সামহোয়্যার তৈরি করুক অজস্র তরুণ লেখক। সামহোয়্যারের প্লাটফর্মে এসে ধসে পরুক অজস্র অসঙ্গতি।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এই শুভ দিনে প্রিয় সামহোয়্যার ইন কর্তৃপক্ষকে আরো একবার প্রান ঢালা অভিনন্দন।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//এমন একটি সাইট যখন বন্ধ করে দেয়া হয় তখন ঐ সব সাইটের সদস্যরা যারপরনাই কষ্টে নিপতিত হয়। ক্ষমার অযোগ্য সেই অন্যায় করেছিল প্রথম আলোর বদলে যাও বদলে দাও ব্লগ। একই ধারাবাহিকতায় প্রথম আলো ব্লগ। সামহোয়্যার ইন আসা করি কখনোই সে পথে হাঁটবে না।//
-বেদনার কথা মনে করিয়ে দিলেন, গালিব মেহেদী ভাই!
তবে যারা অগ্রপথিক তাদের দায় একটু বেশি হয়। সামুর কথা বলছি!
শুভেচ্ছা থাকলো... শুভ ব্লগিং!!!
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: মইনুল ভাই বেদনার কথা মনে করিয়ে দেয়ায় দুঃক্ষিত। তবে এটা তো সত্য সে ক্ষত অনেকের জন্যই শুকাবার নয়। তবু তো আমরা এগিয়েই চলেছি সামু তার প্রধান অবলম্বন। স্বাভাবিকভাবেই সামুর প্রতি বাংলা ব্লগারদের আবেগের স্থানটিও বেশি।
শুভেচ্ছা থাকলো... শুভ ব্লগিং!!!
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
ফেরদৌসা রুহী বলেছেন: শুভ দিনে সামহোয়্যার ইন এর প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা।
সেই সাথে শুভেচ্ছা সকল ব্লগারকে। আমি এই ব্লগে ব্লগার হিসাবে নতুন কিন্তু পাঠক হিসাবে নতুন না।
এই ব্লগে আসার পর ভাল লাগছে সব কিছু মিলে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শুভেচ্ছা থাকলো... শুভ ব্লগিং!!!
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
কালনী নদী বলেছেন: আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই ।।
অ্যালবাম : আড়ি [ ঈদ অ্যালবাম ]
কথা : মিনার
সুর ও কন্ঠ : তাহসান ও মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন কান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরা গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুণে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভূলেন অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফরিং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহারা বাতাস ডাকবেই ।।
অ্যালবাম : আড়ি [ ঈদ অ্যালবাম ]
কথা : মিনার
সুর ও কন্ঠ : তাহসান ও মিনার
সঙ্গীতায়োজন : তাহসান
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
জানা বলেছেন: অভিনন্দন আজকের দিনটির জন্যে।
কৃতজ্ঞতা এবং ভালবাসা আপনাদের সকলের জন্যে।
ধন্যবাদ।