নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে হলেই তুমি আত্মহত্যা করতে পার না

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫


যে পরাজয়ের ফলে আজ তুমি আত্মহত্যা করতে চাইছ বেঁচে থেকে কাল তুমি তার থেকে অনেক বড় কিছু অর্জন করতে পারবে। যদি সন্দেহ থাকে তাহলে এমন অসংখ্য সফলতার গল্প তুমি তোমার আশে পাশের মানুষের কাছেই শুনে নিতে পার। তুমি কি জান টি-টোয়েন্টি ক্রিকেটে এ মুহূর্তে ভারতের অন্যতম ভরসা যে সুরেশ রায়না। সেই রায়নাই এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন! ভারতের লক্ষ্ণৌর স্পোর্টস হোস্টেলে অনেক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল রায়নাকে। ওই সময়টাতে তিনি আত্মহত্যার কথা ভাবতেন।
মাত্র সতেরো বছর বয়সে কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে লর্ড ক্লাইভ দুবার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। অথচ সেই ক্লাইভের হাতেই শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে।
এমন অজস্র গল্প আছে যা তোমাকে আত্মহত্যায় নিরুতসাহিত করবে। তুমি নিশ্চিত থাক বেচে থাকলে তুমি অবশ্যই সুখী হতে পারবে।

আত্মহত্যার মত এমন মৃত্যু, শুধু পরাজয়ই নয় এটা এক ধরনের অবিচারও বটে। যা তুমি তোমার স্বজনদের সাথে করতে পার না। প্রতিটি মানুষকে নিয়ে তাদের স্বজনদের থাকে অজস্র স্বপ্ন, অজস্র ভালবাসা আর আকাঙ্ক্ষা। একজন মানুষ চাইলেই তা অস্বীকার করতে পারেন না।
তার জীবনে এ পর্যন্ত পৌঁছুনর পেছনেও থাকে তার স্বজনদের ত্যাগ, ভালবাসা আর ঐকান্তিক প্রচেষ্টার অসংখ্য গল্প। যার প্রতিদান জীবন থেকে এভাবে পালিয়ে যাওয়া নয়। বরং স্বজনদের সময়ে অসময়ে পাশে গিয়ে দাঁড়ানো। তাদেরকে সেই ভালবাসা ফিরিয়ে দেয়া।

সবাইকে নিয়ে বাচাই তো মানুষের জীবন। একা ভাল থাকা যায় না। একা কোন অর্জনেও উদযাপন সম্ভব নয়। সবাইকে নিয়ে বেঁচে থাকাই জীবনের লক্ষ হওয়া উচিৎ। আর সেটা করতে গেলেই নিজের জীবনকে নিজে শেষ করে দেয়ার আকাঙ্ক্ষা উবে যাবে। মানুষ তুমি সকলের, তুমি শুধুই নিজের নও। তোমার উপরে যতটা অধিকার তোমার বোধ করি তারও বেশি অন্যের।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: উচ্চ শিক্ষিত মেয়েরা আত্মহত্যাকে ফ্যাশানে নিয়ে গেছে..... X((

ভালো লিখেছেন।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ @ সুমন কর আপনাকে।

২| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩

শফিক আলম বলেছেন: সংক্ষেপে সুন্দর করে লিখেছেন। ভাল লাগলো।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ শফিক ভাই ভাল থাকুন।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১

জ্যোৎস্না আক্তার বলেছেন: ভাল লাগলো।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

করুণাধারা বলেছেন: দোয়া করি, যাদের মনে নিজেকে শেয করে দেবার ভাবনা আছে তারা যেন এটি পড়ে, বোধোদয় হয় আর ধ্বংসের পথ থেকে জীবনের পথে ফিরে আসে।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ করুণাধারা। যাদের মনে নিজেকে শেয করে দেবার ভাবনা আছে তারা যেন এটি পড়ে, বোধোদয় হয় আর ধ্বংসের পথ থেকে জীবনের পথে ফিরে আসে। এটাই কাম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.