নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
আমাদের একজন অর্থমন্ত্রী আছেন যিনি-
* ব্যাংক লুটেরাদের ধরেন না বা ধরার যোগ্যতা রাখেন না!
* শেয়ার মার্কেটের শেয়ার কারসাজি নিয়ে কুটোটি পর্যন্ত ছিড়তে পারেন না!
* এনবিআরকে দিয়ে কর আদায়ের ক্ষমতা রাখেন না কিন্তু কর দাতাদের উপর করের বোঝা চাপাতে সিদ্ধ হস্ত।
* সাধারন মানুষ ব্যংকে টাকা গচ্ছিত রেখে একটা সময় ভাল মুনাফা লাভ করত এখন সেই মুনাফা এক তৃতীয়াংশে এসে নেমেছে। আর সেই অবস্থায় আমাদের অর্থমন্ত্রী
চশমার ফাক দিয়ে চেয়ে বলেন, ব্যাংকে রাখলে এক হাজার আবার উঠালেও লাখে এক হাজার কেটে নেব?
এ যেন রবি ঠাকুরের “দুই বিঘে জমি’র সেই বাবু’র(!) মত কথা- “বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।” বাবু তো তাও কিনেই লইতে চাইছিলেন তবে আমাদের অর্থমন্ত্রী মহোদয় ও সব বেচা কেনার ধার ধারেন নি মুফতেই লইবেন বলে ঠিক করিয়াছেন। পাছে আওয়ামীলীগের গদি খানা উল্টে গেলেই বা তাহার কি? এরশাদের সময় ছিলেন আওয়ামীলীগের সময় আছেন, প্রয়োজনে বিএনপিতেও ঠাই লইবেন, তাহাতে সমস্যা কি?
আওয়ামী লীগ অর্থ মন্ত্রলায়ের দায়িত্ব দেয়ার মত মুহিত সাহেবের চেয়ে যোগ্য লোক খুঁজে পাচ্ছে না এটাই সত্য(!) আর সে কারনেই যে মন্ত্রী মহোদয় চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন তা সহজেই অনুমেয়।
প্রসঙ্গত বাজেট প্রণয়নের অঙ্কটা বড় হলেই যে তা আদর্শ বা জনবান্ধব বাজেট হিসাবে পরিগণিত হবে বাজেটের ইতিহাস কিন্তু সে কথা বলে না। বাজেট হতে হবে সাধারণ মানুষের কল্যাণে। বাজেট ঘোষণার পর যদি মানুষের ভোগান্তি বেড়ে যায় তাকে জনবান্ধব বাজেট হিসাবে গণ্য করা যায় না। অথচ মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই বাজেটই তাঁর জীবনের শ্রেষ্ট বাজেট। শ্রেষ্ট বাজেট বুঝি সাধারন মানুষের সাথে শ্রেষ্ট উপহাস করা?
হবে হয় তো। তবে অর্থমন্ত্রী মহোদয়ের চোখ দুখানা যে সর্বদাই সর্বহারা ‘উপেনদের’ দিকেই তাক করে আছে সে তো একটু আগেই বল্লাম।
এই সরকার যে আর এখন গন মানুষের নয় মাননীয় এবার সেটাও বুঝিয়ে দিলেন জোরে সোরে। এক লাখ টাকার মালিকেরা যথেষ্ট সম্পদশালী(!) মনে করে তিনি হুকুম জারী করে বসলেন, যে সব সম্পদ হীনেরা(কোটি পতি) সম্পদের অভাবে ব্যাংক লুট করে চলেছে তাদের লুটের ক্ষত সারাতেই কি না? সম্পদশালীদের (এক লাখ টাকার মালিক) গচ্ছিত সম্পদ থেকে ব্যাংকের মুলধন ঘাটতি মেটানোর ব্যবস্থা করতে হবে!
তার কোন গুণমুগ্ধ হয়ত এক্ষুনি এই বলে আমার দিকে তেড়ে আসবেন যে, তিনি এই ভাবে কথাটি বলেন নি। হ্যাঁ তা ঠিক, সরাসরি তিনি এমন কথা বলেন নি। তবে তিনি এটাও বলেন নি যে, ব্যংকের মুলধন ঘাটতির টাকা আর কতবার দিবেন বা ঘাটতি রোধ কল্পে তিনি কি করবেন? টাকাটা কিন্তু সাধারন মানুষের যা এভাবে দেয়ার ক্ষমতা জনগন সরকারকে দেয় নি।
আবগারী সুল্ক ধার্য্য করা হয় সেই পন্যের উপর। সরকার যে কোন কারনেই হোক যার বিস্তার রোধ করতে চান অর্থাৎ যা ব্যবহারে জনসাধারনকে নিরুতসাহিত করতে চায়। মাননীয় অর্থমন্ত্রী এটাও বলেন নি ব্যংকে টাকা গচ্ছিত রাখতে কি কারনে সরকার নিরুৎসাহিত করছে।
মাননীয় অর্থমন্ত্রী ব্যাংক লুটেরাদের দুর্বৃত্ত বলছেন না। তাদের শাস্তির ব্যাপারে কথা বলছেন না। কিন্তু যারা খেয়ে না খেয়ে এক লাখ টাকা বা তার বেশি আপদ কালীন সময়ের জন্য জমিয়ে রেখেছেন তাদেরকে সম্পদশালী বলে ঠিকই ঘোষণা দিয়ে দিলেন! সাধারন মানুষ টাকা যদি গচ্ছিতই না রাখে তাহলে তার অসুখবিসুখে বা যে কোন আপদে বিপদে সে কোথায় হাত পাতবে? কে তাকে সাহায্য করবে?
মন্ত্রী মশাই জানেন না, আধ পেটা খেয়েও সাধারন মানুষকে টাকা জমাতে হয়। আর আধ পেটা খেয়ে টাকা জমাতে কতটা কষ্ট সেটা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া মন্ত্রী মহোদয় কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না। আর পারবেন না বলেই এমন হুকুম জারী করতে পারছেন। আপনি সাধারন মানুষের সামান্য সঞ্চিত অর্থ থেকে যে হারে টাকা কেটে রাখতে চাইছেন ওটাকে মহাজনী সুদের থেকেও ভয়ঙ্কর তান্ডব বলে মনে হচ্ছে।
আপনি যদি বলতেন দশ লাখ টাকা বা তার থেকে বেশির কথা; আমরা ভাবতাম আপনি প্রকারান্তরে আভ্যন্তরিন বিনিয়োগকে উতসাহিত করতে চাইছেন। আপনি সেটা বললেন নি। আপনি চোখ রাখলেন বেশি সংখ্যক সাধারন মানুষের দিকে। তার মানে হল আওয়ামী সরকার এখন সাধারনের থেকে উর্ধে উঠে অসাধারন দের সরকারে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে সেই অসাধারনগন আওয়ামীলীগের বৈতরণী পার করে দেবে তো?
আবার এই মন্ত্রী মশায়ই একদা বলেছিলেন, “হলমার্ক কেলেঙ্কারি নিয়ে হইচই করার কিছু নেই। এমনকি তিন বা চার হাজার কোটি টাকা বড় অঙ্কের অর্থ নয়” প্রথম আলো ৩১ আগষ্ট২০১৩ তাহলে বিষয়টা কি দাঁড়াল?
গ্রামের অনেক ভাল মানুষদের দেখেছি নিজে যদি কখনো আপন জন কর্তৃক আক্রান্ত হতেন তাহলে বলতেন, ইয়া আল্লাহ্ তুমি এমন স্বজন শত্রুকেও দিও না। এখন আমাদেরও তেমনি ভাল মানুষদের মত বলতে ইচ্ছে করছে, ইয়া আল্লাহ্ বাংলাদেশের শত্রু রাষ্ট্রকেও তুমি এমন স্বজন দিও না!
০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:১৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমরা বেসামাল!
২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৬
ধ্রুবক আলো বলেছেন: উনার নূন্যতম যোগ্যতা নাই অর্থমন্ত্রী হওয়ার জন্য। একটা রাবিশ আরকি
৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: বাজেট একটি দেশের অনেক বড় ব্যাপার। এর উপর অনেক কিছু নির্ভর করে। কাজেই মুহিত সাহেব- আপনার বাজেটে- আমি খুশি নই।
০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আতঙ্কিত বললে কি খুব ভুল হবে?
৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২০
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বিকালের আড্ডায় আমার কলিগবন্ধু চমৎকার একটা কথা বলল - সরকারের অর্থনীতি নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা একসময় বউদের গৃহিণী বানিয়ে রাখার চিন্তা করতো তারাই এখন বউদের হাতপায়ে ধরছে একটা চাকরি নেয়ার জন্য। সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণেও অবদান রাখছে। যারা বাচ্চাকাচ্চা নিয়ে ফুটবল টিম বানানোর স্বপ্ন দেখত তারা এখন একটার বেশি বাচ্চা নেয়ার কথা ভাবতেও পারছে না। এজন্য অর্থ ও জ্বালানি মন্ত্রণালয়কে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিৎ।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আপনার কলিগবন্ধু সত্যিই চমৎকার বলেছেন।
৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ বেশি বুড়ো হয়ে গেলে তার কাছ থেকে মল মূত্র ছাড়া আর কিছু পাওয়া যায় না।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সমস্যা তার নয় যিনি পারছেন না, সমস্যাটা তাদের যারা তাকে দিয়ে করাচ্ছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ১:০৭
বিজন রয় বলেছেন: আমাদের "মাল" বটে!!