নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

দায়িত্বপ্রাপ্তদের কান্ডজ্ঞান হীন হলে চলে না

০৯ ই মে, ২০২১ বিকাল ৫:১৬


বাড়ী যেতে বারণ করছেন আবার ঢাকা থেকে বেরুতে দিচ্ছেন। মানুষকে যদি যাত্রাবাড়ী এবং গাবতলিতে আঁটকে দিতেন তাহলে ফেরিঘাটে ভীর জমত না। আর বন্ধ ঘোষণার পরেও নতুন করে ফেরি ছাড়তে হত না।
"এ যেন চোরকে চুরি করতে বলে গৃহস্থকে পাহাড়া দিতে বলা"। যদিও এ ধরনের ফাজলামো মোটেই শোভা পায় না তথাপি দায়িত্বপ্রাপ্ত গন বারবার একই ফাজলামো করে যাচ্ছেন।
জানেনই তো এ দেশের মানুষের সাথে গরু-ছাগলের তুলনাটা খুব যায় তাহলে এদেরকে এভাবে সুযোগ করে দিয়ে দায়িত্ববান হতে বলাটার মানেটা কি।
মার্কেটে ভিড় দেখে মনে হয়, সবাই যেন জীবনের শেষ মার্কেটটা করতে এসেছেন। বাড়ী যাওয়ার তাড়া দেখে মনে হয় পেছনে মহিষের তাড়া খেয়েছে। জীবন পণ যুদ্ধে নেমেছে সবাই। অথচ আমরা জানি প্রত্যেকেই এক একটি জীবাণু বোমা হয়ে বা হতে ছুটে চলেছে। এদেরকে সুযোগ করে দেয়া কোন দায়িত্ববানের কাজ হতে পারে না।
দয়া করে দায়িত্ববান হোন, এই নির্বোধ জাতটাকে বাচাতে হলে কঠোর হতেই হবে। নয়ত এরাই আবার বলে বসবে আমরা না হয় বেআক্কেল
ছিলাম আপনাদের আক্কেল কই গেছিলো!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



মানুষের সাথে আমাদের প্রেসিডেন্ট, বা প্রাইম মিনিষ্টারের কি সম্পর্ক আছে যে, মানুষ তাদের কথা শুনবেন?

এছাড়া, যারা বিএনপি-জামাত-শিবির, হেফাজত করে, তো ইচ্ছাপুর্বক শেখ হাসিনার ঘোষণা অমান্য করার কথা, উনি ব্যবস্হা না নিয়ে, বেকুবের মতো অর্ডার দিচ্ছেন!

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৩৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কখনো কখনো অমানবিকতাই মানবিক হওয়ার একমাত্র উপায়। শিক্ষক ছাত্রকে বেত্রাঘাত করেন ঘাড় ত্যাড়া ছাত্রটিকে সুবোধ করে গড়ে তুলতে। যদিও শিক্ষকের সেই বেত্রাঘাত সহ্য করে বড়(সফল) হওয়া মানুষেরাই এখন আবার সেই বেত্রাঘাতের বিরুদ্ধে কথা বলেন। আর কিশোর গ্যাং থেকে শুরু করে চরম বেয়াদব একটা প্রজন্ম গড়ে তুলছেন। যাই হোক সেটা ভিন্ন আলোচনা। কিন্তু প্রসঙ্গটা এলো এই জন্য যে, এই মানুষগুলোকেও আমার সেই ঘাড় ত্যাড়া ছাত্র বলেই মনে হল। আর তাদেরকে শাসন না করে বোঝাতে গিয়ে কিশোর গ্যাং মানসিকতার বানিয়ে ফেলা হয়েছে বলেই মনে হয়েছে।
এর আগে শুনেছি জীবন না জীবিকা কোনটা আগে সেই তর্ক এবার বুঝি শুনতে হবে জীবন না স্ফূর্তি কোনটা আগে সেই বিতর্ক। মোদ্দা কথা হল, দায়িত্বপ্রাপ্তদের কাণ্ডজ্ঞান হীন হলে চলে না। যেখানে যতটা কঠোর হওয়া প্রয়োজন, যেখানে যতটা সম্ভব নরম হওয়া সেটাই দায়িত্বপ্রাপ্তদের কাজ হওয়া উচিৎ।

২| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৫২

কামাল১৮ বলেছেন: সরকার জনগন থেকে সম্পুর্ন বিচ্ছন্ন হয়ে গেছে।কেউ কারো কথা শুনছে না।

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৩৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন:
এর আগে শুনেছি জীবন না জীবিকা কোনটা আগে সেই তর্ক এবার বুঝি শুনতে হবে জীবন না স্ফূর্তি কোনটা আগে সেই বিতর্ক। মোদ্দা কথা হল, দায়িত্বপ্রাপ্তদের কাণ্ডজ্ঞান হীন হলে চলে না। যেখানে যতটা কঠোর হওয়া প্রয়োজন, যেখানে যতটা সম্ভব নরম হওয়া সেটাই দায়িত্বপ্রাপ্তদের কাজ হওয়া উচিৎ।

৩| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার মনে হয় প্রতিটি নাগরিকেরও দায়িত্ব আছে।
জেনে শুনে নদীতে ঝাপ দিচ্ছে নাগরিক রা।

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৩৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বরং প্রতিটি নাগরিকেরই সচেষ্ট হওয়া প্রয়োজন।

৪| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই জাতি ফুর্তিবাজ জাতি, নিজের আনন্দের জন্য অন্যকে কষ্ট দিয়ে হলেও বা অন্যের প্রাপ্য ভাগের সম্পদ লুট করেও নিজে আনন্দ-ফুর্তি করবে। যে জাতি মানুষকে অমানুষিক কষ্ট দিয়ে হত্যা করে, জীবন্ত বাবুই পাখির বাচ্চাদের পুড়িয়ে ফেলে - সেই জাতির প্রতি কি প্রকৃতি কোনো সহানুভূতি দেখাবে নিষ্ঠুর প্রতিশোধ নেবে?

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: স্বার্থান্ধ আর বেকুব বললে বোধ হয় খুব একটা ভুল হবে না।

৫| ০৯ ই মে, ২০২১ রাত ১১:৩২

ফকির আবদুল মালেক বলেছেন: এ যাত্রাটা ভয়াবহ রূপ না নেয়। আল্লাহ হেফাজত করুন।

আচ্ছা, আমরা এত বেকুব কেন?

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভয়াবহ রুপ নিতে বাধ্য!

৬| ০৯ ই মে, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমাদের কপালে দুঃখ আছে।

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কখনো কখনো অমানবিকতাই মানবিক হওয়ার একমাত্র উপায়। শিক্ষক ছাত্রকে বেত্রাঘাত করেন ঘাড় ত্যাড়া ছাত্রটিকে সুবোধ করে গড়ে তুলতে। যদিও শিক্ষকের সেই বেত্রাঘাত সহ্য করে বড়(সফল) হওয়া মানুষেরাই এখন আবার সেই বেত্রাঘাতের বিরুদ্ধে কথা বলেন। আর কিশোর গ্যাং থেকে শুরু করে চরম বেয়াদব একটা প্রজন্ম গড়ে তুলছেন। যাই হোক সেটা ভিন্ন আলোচনা। কিন্তু প্রসঙ্গটা এলো এই জন্য যে, এই মানুষগুলোকেও আমার সেই ঘাড় ত্যাড়া ছাত্র বলেই মনে হল। আর তাদেরকে শাসন না করে বোঝাতে গিয়ে কিশোর গ্যাং মানসিকতার বানিয়ে ফেলা হয়েছে বলেই মনে হয়েছে।
এর আগে শুনেছি জীবন না জীবিকা কোনটা আগে সেই তর্ক এবার বুঝি শুনতে হবে জীবন না স্ফূর্তি কোনটা আগে সেই বিতর্ক। মোদ্দা কথা হল, দায়িত্বপ্রাপ্তদের কাণ্ডজ্ঞান হীন হলে চলে না। যেখানে যতটা কঠোর হওয়া প্রয়োজন, যেখানে যতটা সম্ভব নরম হওয়া সেটাই দায়িত্বপ্রাপ্তদের কাজ হওয়া উচিৎ।

৭| ১০ ই মে, ২০২১ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন করে করোনার বাংলা ভার্সন আসার জন্য যা যা করার দরকার বাঙ্গালি সব করবে।

৮| ১০ ই মে, ২০২১ সকাল ৮:২৪

ইনদোজ বলেছেন: সব নষ্টের গোঁড়া হল গার্মেন্টস ইন্ডাস্ট্রি। লকডাউনে ক্রয় আদেশ বাতিল হবার অজুহাতে গার্মেন্টস খোলা রাখল। সেই সাথে অন্য সব শিল্প কারখানাও খোলা রাখতে হল। ঈদের অজুহাতে মার্কেট খোলা রাখতে গিয়ে স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙ্গুল দেখানো হল। এখন আবার বাড়ি যাওয়া নিয়ে সেই পুরনো নাটক। আরো কত কি যে দেখার বাকী!

৯| ০৫ ই জুন, ২০২১ রাত ২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আগেও বলেছি এখনো বলছি বাঙালীর জন্য মাইরের উপর কোন ভাইটামিন নাই। বাংলাদেশ যেখানে লোকজন এমন কান্ডজ্ঞানহীন সেখানে মিলিটারি কায়দায় পেটানো ছাড়া এই্ ভেড়ার পাল নিয়ন্ত্রন করা যাবে না। ভদ্র ভাষা কেবল তাদের জন্যই হওয়া উচিত যারা সেটা বোঝেন বা বোঝার চেষ্টা করেন।

০৫ ই জুন, ২০২১ সকাল ১১:৫১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভদ্র ভাষা কেবল তাদের জন্যই হওয়া উচিত যারা সেটা বোঝেন বা বোঝার চেষ্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.