নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
অনেক দিন ধরেই বরিশাল বিভাগে শিক্ষার হার বেশী অথচ দারিদ্র্যের হার বেশী। পক্ষান্তরে সিলেট বিভাগে শিক্ষার হার কম অথচ দারিদ্র্যের হার কম।এর মুল কারন, সিলেট বিভাগের মানুষ একে অপরকে সাহায্য করে। আর সেটা ভিক্ষা দানের মাধ্যমে নয়, একে অপরকে নানাভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে। সেটা হতে পারে নিজের টাকায় অন্যকে বিদেশে পাঠিয়ে, হতে পারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে। এরা পরম কৃতজ্ঞও বটে। যা একজন পরোপকারীকে উৎসাহিত করে আরও বেশী মানুষের জন্য কাজ করতে।
পক্ষান্তরে বরিশালের মানুষ একে অপরকে দাবিয়ে রাখতে এহেন কোন কাজ নেই যা তাঁরা করে না। তাদের আরেকটি ভয়ংকর দোষ হল এরা শুধুমাত্র যে চরম অকৃতজ্ঞ তাই নয়। উপকারীর ক্ষতি করাটা তাদের মজ্জাগত। যার ফলে একজন পরোপকারী ভয়েই এলাকার মানুষের উপকার করে না বরং অন্য এলাকার মানুষের জন্য কাজ করে।
সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, বিক্রমপুরসহ দেশের বেশ কয়েকটি জেলার মানুষ একদিকে পরোপকারী অন্যদিকে পরম কৃতজ্ঞ । যা এই সব জেলার মানুষ গুলোকে দেশের সব থেকে সমৃদ্ধ শালি করে তুলেছে।
আর এই স্বভাব দোষেই বরিশালের ইন্ডাষ্ট্রিয়ালিষ্টরা অনেক বেশী সুযোগ থাকা স্বত্বেও বরিশাল বিভাগে ইন্ডাস্ট্রি গড়ে তোলে না। এরা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে। এখানকার বিসিকের প্লটগুলো খালি পরে থাকে।
এই মানুষগুলোর নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই তাদের মানবিক ত্রুটিগুলো দূর করা জরুরী। নয়ত শত সম্ভাবনার এই বিভাগটি এভাবে পিছিয়েই থাকবে।
৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এরা নোয়াখাইল্লা বা অন্যদের মতো জ্ঞ্যাতী গুষ্টী সবাই কে নিয়া ওঠে না । আমি এটাই বলতে চেয়েছি।
২| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত নই।
কিছুদিন আগে আমি বরিশাল গিয়েছি।
৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হতে পারে আমি ভুল তবে আপনি বরিশালে গিয়েছেন আর আমি বরিশালের মানুষ!
৩| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: ওসব কোন কারণ হতে পারে না। মূল কারণ হচ্ছে সিলেটের মানুষ লন্ডন কেন্দ্রিক, প্রচুর রেমিটেন্স আসে সিলেটে, তাছাড়া চা বাগান এবং শিল্পকারখানা আছে সিলেটে। সিলেটে প্রকৃতিক দূর্যোগও কম এবং পর্যটন নগরী হিসেবে পরিচিত, ইত্যাদি কারণে সিলেটে দরিদ্রতার হার কম।
৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ওসবই কারন ভাই। শুধু সিলেট নয় আমি দেশের আরও কয়েকটি জেলার কথা বলেছি। একটু মিলিয়েই দেখুন।
৪| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৬
ধুলো মেঘ বলেছেন: মোটেও না। সিলেটের মুদ্রা হল পাউন্ড। একজনের উপার্জনে দশজন বসে বসে খায়।
বরিশালের মুদ্রা হল ধান। বেশির ভাগ ট্রেড বিনিময় প্রথায় চলে। তাই লোক ঠকানোর নানান উপায় আছে।
৩১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: শুধু সিলেট নয় আমি দেশের আরও কয়েকটি জেলার কথা বলেছি। একটু মিলিয়ে দেখুন। তাদের সমৃদ্ধির পেছনের কারনগুলো খুজে দেখুন।
৫| ৩১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
কামাল১৮ বলেছেন: ভাটি অঞ্চল হওয়ার কারনে বর্ষায় বেশির ভাগ এলাকা পানিতে ডুবে থাকে।যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারনে শিল্প কারখানা গড়ে উঠে নাই।পদ্মা ব্রীজ হয়ে গেছে,রেল যোগাযোগের আওতায় আসলে দ্রুত উন্নত হবে।
০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যদিও দুরাশা, তথাপিও আপনার সাথে আমিও অপেক্ষায় থাকছি।
৬| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১১:০১
জ্যাক স্মিথ বলেছেন: পক্ষান্তরে বরিশালের মানুষ একে অপরকে দাবিয়ে রাখতে এহেন কোন কাজ নেই যা তাঁরা করে না।
এগুলো হচ্ছে সামাজিক সমস্যা, আর এটা শুধু বরিশালের সমস্যা না ভ্রাতা এটা পুরো বাংলাদেশের সমস্যা।
০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হয়ত তাই, তবে যে এলাকার মানুষ এ দোষে যতটা কম দুষ্ট সে এলাকা তত বেশী সমৃদ্ধ এটাও ঠিক।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৬
রানার ব্লগ বলেছেন: দরিদ্র ও নদী ভাঙ্গার দেশ বলেই শিক্ষার হার বেশি । কারন বেঁচে ও টিকে থাকার অবল্মবন ওটাই । বরিশালের লোক অন্যান্যদের মতো এতোটা পড়া প্রতিবেশি প্রেমী না । এরা নোয়াখাইল্লা বা অন্যদের মতো জ্ঞ্যাতী গুষ্টী সবাই কে নিয়া ওঠে না ।