![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকী এই রাতে
আমি বসে আছি পথে
তোমার স্মৃতি বুকে
কাঁদায় শুধু আমাকে
আমি চাই ভুলে যেতে
পারি না কিছুতে
মনে পড়ে যায় শুধু তোমাকে
তুমি হবে কি আমার এই রাতে?
রাতের এই আঁধার চিড়ে
আসবে কি তুমি ফিরে
আমার বুকের মাঝে যে বিরহের সুর বাজে
ভুলতে পারি না তা কিছুতে
মনে পড়ে যায় শুধু তোমাকে
তুমি হবে কি আমার এই রাতে?
২০ শে জুন, ২০১৩ রাত ২:৪৬
মারূফ চৌধুরী তমাল বলেছেন: একটি বাহঃ মন্তব্য।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৬
খেয়া ঘাট বলেছেন: একটা আহঃ কবিতা।
+