নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তমালের ব্লগ

সব সময় প্রো-একটিভ থাকার চেষ্টা করি

মারূফ চৌধুরী তমাল

আমি সবার মতই একজন সাধারন মানুষ।

মারূফ চৌধুরী তমাল › বিস্তারিত পোস্টঃ

"জীবন সুন্দর"

২১ শে জুন, ২০১৩ সকাল ৮:১৮

কোন এক বড় ভাই আমার হাত দেখে বলেছিল আমার পশু-পাখিদের প্রতি অনেক ভালবাসা আছে। ছোটবেলা থেকেই আমি পশু-পাখি পুষি।

নানার কাছ থেকে আবদার করে প্রথম খরগোশ পাওয়া। সেগুলো অনেক বংশবিস্তার করেছিল। এর মাঝে এক বার কবুতর পালার শখ হল। বাবা কবুতর কিনে দিবেন না। এক দিন কলোনির মাঠে খেলতে গিয়ে মাঠের পাশের পরিতাক্ত বিল্ডিং এর চার তলায় বল উঠে গেল। পরিতাক্ত হওয়ার কারণে সিঁড়ি বন্ধ ছিল। পাইপ বেয়ে বেয়ে চার তলায় উঠে বল নিতেই দেখলাম রান্নাঘরের তাক থেকে একটা কবুতর উড়ে গেল। তাক এর কাছে গিয়ে উঁকি দিতেই দেখি কবুতরের বাসায় ডিম। শুরু হয়ে গেল আমার নিয়মিত পাহারা দেওয়া। প্রায় প্রতিদিনই একবার দেখতাম। দেখতে দেখতে একদিন একটা বাচ্চা ফুটল। বাচ্চাটা একটু বড় হতেই বাসায় নিয়ে আসলাম। বাজার থেকে গম কিনে এনে পানিতে ভিজিয়ে নরম করে মুখে তুলে খাইয়ে দিতাম। আস্তে আস্তে বাচ্চাটি বড় হয়ে গেল উড়তে শিখলো। কবুতর পালতে গিয়ে আমার পরীক্ষা খারাপ হয়ে ছিল। বাসায় বকাও খেতে হয়ে ছিল। যাহোক কবুতরটি ছিল জালালি কবুতর। জালালি কবুতর সাধারণত পোষ মানে না। আমার কবুতরটিও কিছুদিন পর চলে গেল। এর পর দশ বছর কবুতর পালা হয়নি। ছয় মাস আগে এক জোড়া কবুতর কিনে আনলাম। বারান্দায় থাকার সুব্যবস্থা করে দিলাম। এর পর দিন যায় কিন্তু কবুতর আর ডিম পাড়ে না। তিন মাস পর প্রথম একটা ডিম পাড়লো তাও ভেঙে গেল। আর কিছুদিন পর আবার ডিম পাড়লো এবার দুইটা। এবারও যথারীতি ডিম ভেঙে গেল। আমার দুঃখ আমি কাকে দেখাই। কিছুদিন যেতেই আবার ডিম পাড়লো। এবার কোন অবহেলা নয়, একমাস পর গতকাল ডিম থেকে ফুটফুটে দুটো বাচ্চা ফুটেছে। সবার শেষে............"জীবন সুন্দর"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: আসলেই "জীবন সুন্দর" ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.