নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তমালের ব্লগ

সব সময় প্রো-একটিভ থাকার চেষ্টা করি

মারূফ চৌধুরী তমাল

আমি সবার মতই একজন সাধারন মানুষ।

মারূফ চৌধুরী তমাল › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্র একটি শিল্প

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

বেশ কিছুদিন ধরে একটি চলচ্চিত্র তৈরীর চেষ্টা করছি। কিন্তু অর্থাভাবে এখনো প্রাথমিক পর্যায়েই থেমে আছে। যাহোক সেই বিষয়ে আজকে আমি লিখছি না। আমি শুধু চলচ্চিত্র সম্পর্কে আমার মতামত তুলে ধরতে চাই।

যে কাউকে চলচ্চিত্র বানাবো একথা বলার সাথে সাথে যে প্রশ্নটা আমাকে প্রথমেই শুনতে হয় তাহলো - "কি ছবি বানাবা ? আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম ?"

আজকের দিন থেকে প্রায় ১১৮ বছর আগে অর্থাৎ ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্যারিসে লুমিয়ের ভ্রাতৃদ্বয় ১ মিনিট দৈর্ঘ্যের প্রথম যে চলচ্চিত্রটি (A Train Reaches the Station) দেখিয়েছিল তার উদ্দেশ্যছিল বাণিজ্যিক। অর্থাৎ তারা অর্থ উপার্জনের জন্যই চলচ্চিত্রটি বানিয়েছিল এবং তা প্রদর্শনীর ব্যবস্থা করেছিল। আর এর থেকেই আমরা বুঝতে পারি নবীনতম এই শিল্প তার জন্ম থেকেই বাণিজ্যিক উদ্দেশ্যে সৃষ্টি হতে থাকে। অবশ্য তখনকার সময় অনেকে একে শিল্প বলতে নারাজ। কারণ তখন এতে শিল্পের কোন ছোঁয়া ছিল না বা শিল্প সৃষ্টি এর উদ্দেশ্য ছিল না।

এদিকে জর্জ মেলিয়েঁ (George Melies) কিছুটা ভিন্ন ধারায় চলচ্চিত্র তৈরী করতে থাকেন। তার চলচ্চিত্রে ফ্যান্টাসি ও পুরো গল্প বলার চেষ্টা দেখা যায়।

অর্থাৎ চলচ্চিত্র তার জন্মলগ্ন থেকেই দুটি ভিন্ন ধারায় বিকশিত হতে থাকে। এক হচ্ছে লুমিয়েরদের বাস্তববাদী ধারা যার ধারক আইজেনস্টাইন, সত্যজিৎ রায় সহ সকল বাস্তববাদী চলচ্চিত্রকার। আরেক দিকে মেলিয়েঁ ধাঁচের ফ্যান্টাসিধর্মী ধারা।

অন্যান্য শিল্প মাধ্যম গুলো দিকে দেখলে আমরা দেখবো অধিকাংশ শিল্পই একক শিল্প অর্থাৎ একজন ব্যক্তি শিল্প সৃষ্টি করতে পারেন। কিন্তু চলচ্চিত্র তৈরীতে অনেক মানুষের মেধা ও শ্রম প্রয়োজন। তাছাড়া অর্থও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্র তৈরীতে মোটা অংকের অর্থও প্রয়োজন। এই অর্থ ফেরত আসার জন্য দর্শনীর বিনিময়ে প্রদর্শণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বর্তমান সময়ে চলচ্চিত্র একটি সর্বজন স্বীকৃত শিল্প। এবিষয়ে কেউ দ্বিমত পোষন করবেন না বলে আমার বিশ্বাস। যেহেতু চলচ্চিত্র তৈরীতে মোটা অংকের অর্থের প্রয়োজন সেহেতু এটি বাণিজ্যিকিকরনও আবশ্যক। আবার অর্থ উপার্যনই যদি এর প্রধান উদ্দেশ্য হয়ে থাকে তারপরও আমি বলবো সেটা শুধুমাত্র একজন প্রযোজকের কাছে। তার কাছে - Film is a product and investment is a business. প্রযোজক শুধুমাত্র অর্থ লগ্নি করেন ব্যবসার জন্য, শিল্প সৃষ্টি তার উদ্দেশ্য নয়। কিন্তু একজন চলচ্চিত্রকার বা চলচ্চিত্রকর্মীর কাছে চলচ্চিত্র একটি শিল্প কারণ তার বা তাদের মাধ্যমে শিল্পটি সৃষ্টি বা নির্মিত হয়। অনেক সময় নির্মাতা নিজেই নিজের অর্থে চলচ্চিত্র নির্মান করেন। সেক্ষেত্রেও পরিচালক ও প্রযোজক দুটি আলাদা স্বত্তা হিসেবে আমার কাছে বিবেচিত হবে।

তাই আমার কাছে চলচ্চিত্রকর্মী হিসেবে চলচ্চিত্র একটি শিল্প। আমার কাছে - Film itself an art. So why should we say "ART FILM"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩

মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: আর্ট= বিউটি সো বিউটিফুল ফিল্ম= আর্টফিল্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.