নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামার অামি"

অামার অামি

শাকিল অারাফাত

ভালোবাসি দেশকে

শাকিল অারাফাত › বিস্তারিত পোস্টঃ

৩৫০ জন লোকের কাছে ৩ লক্ষ ৫০হাজার শিক্ষার্থী বন্দি কেন??????

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

******* ৩৫০ লোকের কাছে সাড়ে তিন লক্ষ ছেলেমেয়ে বন্দি কেন জবাব চাই।******

আসুন দেখি একটা ২৫০০ থেকে ৩০০০ সিসি লাক্সারী কার কিনতে বাংলাদেশে কত টাকা ট্যাক্স দিতে হয়

25% import duty
5% regulatory duty
15% value added tax
5­vance income tax
3% advance trade tax.

total 53% of main price of car
১ কোটি টাকার গাড়িতে ৫৩ লাখ টাকা ট্যাক্স দিতে হবে আপনি আমি যদি গাড়িটি কিনতে চাই।(সপ্নে হলে আলাদা।যদিওবা স্বপ্নের উপরও না ট্যাক্স বসায়)
এখন দেশের ৩৫০ জন সংসদ সদস্য, মন্ত্রীপরিষদ এর সদস্যদের বেশিরভাগেরই লাক্সারী কার আছে।মজার হলেও সত্য তারা কেউ ই ওই ৫৩% ট্যাক্স দেয় না।
যদি তারা ওই টাকাটা দিত তবে দেশের বাড়তি আয় হত
৩৫০x৫৩০০০০০=১৮৫৫০০০০০০ টাকা বা ১৮৫ কোটি ৫০ লক্ষ টাকা।

এবার আসি টোটাল প্রাইভেট ভার্সিটি ম+মেডিকেল+ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী সাড়ে তিন লক্ষ।
আমার মাসিক টিউসন ফি ৭.৫% ভ্যাট বাড়ায় ৫০০ টাকার মত বেড়েছে।

তিনলক্ষ ৫০ হাজারের এরকম বেড়েছে।

তাহলে ৩৫০০০০x৫০০=১৭৫০০০০০০ টাকা সরকার মান্থলি পাবে সাড়ে তিনলক্ষ স্টুডেন্টদের কাছ থেকে
বছরে ১৭৫০০০০০০x১২=২১০০০০০০০০ টাক বা ২১০ কোটি টাকা
ও হ্যাঁ বাকি ২৫ কোটি। ভাই ৩৫০ জনের মধ্যে অনেকেরই ২ বা ততোধিক গাড়িও আছে।এবার হিসাব করেন।

দেখেন তাহলে ৩৫০ মন্ত্রী এমপিরা যদি শুধু গাড়ি কেনার জন্য ন্যায্য ট্যাক্সটাই দিত তাহলেই এই ১ বছরের সাড়ে তিন লক্ষ ছেলেমেয়ের বাবামায়ের কস্টের টাকা বিলিয়ে দেওয়া লাগতো না।

#no_vat_on_education

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমপিদের থ্রি হুইলার সিএনজি ফ্রি দেয়া হোক!!!উইদ ড্রাইভার ;)

২৫০০ সিসি গাড়ী ফেরত নিয়ে নিলামে বিক্রি করে সেই টাকা সরকারের কোষাগারে জমা দেয়া হোক!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩

শাকিল অারাফাত বলেছেন: তখন ঠিকই ত্রি হুইলারও মহাসড়কে চলবে।ভাবেন তো। একটা ত্রি হুইলার যাচ্ছে আর সব রাস্তা বন্ধ।মন্ত্রীর নিরাপত্তার খাতিরে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

শাকিল অারাফাত বলেছেন: আমি তো বলছিই একবছরের হিসাব অনলি।ভাই শুধু গাড়ির টাকাটার কথা বললাম।আর হাজার হাজার কোটি টাকার দূর্নীতি তো পড়েই আছে

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

রাখালছেলে বলেছেন: সহমত । সম্পুর্ন সহমত ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

শাকিল অারাফাত বলেছেন: অবশ্যই

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

জাহাঙ্গীর জান বলেছেন: আপনার হিসাবে যুক্তি আছে সহমত না হয়ে পারলাম না ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

শাকিল অারাফাত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.