![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুক্তমনা লেখক। আমার লেখা কারও ভালো লাগবে, আবার কারও খারাপ লাগবে এটাই স্বাভাবিক।
আমাদের দেশে একসময় মুনমুন, ময়ূরীর বেশ নামডাক ছিল। সিনেমায় অশ্লীল দৃশ্য বা যৌন আবেদনময়ী দৃশ্যে অভিনয়ের জন্য তাঁদের বেশ খ্যাতি ছিল। সিনেমা থেকে অশ্লীলতা বাদ দেওয়ার জন্য তাঁদের বর্জন করা হয়। তো তাঁদের নিয়ে কি ভারত স্টেজ শো করছে? সানির অভিনীত সিনেমা বা গান যতটুকু দেখেছি, তাতে সানির অভিনয়ের চেয়ে তাঁর দেহভঙ্গি ও কথাবার্তাতে শুধু যৌন আবেগেই প্রাধান্য দিতে দেখেছি। তো আমরা কেন এমন যৌনতায় ভরা কাউকে আমাদের এখানে স্টেজ শো করতে নিয়ে আসব। এটা কি আমাদের সমাজ বা সংস্কৃতির সঙ্গে যায় কোনোভাবে?
ভারতীয় সিরিয়াল নিয়ে যখন আমাদের এত অ্যালার্জি, তখন সানির মতো যৌনতায় ভরপুর একটা ক্যারেক্টারকে দেশে আনলে দেশের মানুষ কোন জাতে উঠবে? নিঃসন্দেহে সানির অনুষ্ঠানের দর্শক থাকবে তরুণরা। তো তারা সানিকে দেখে কোন জাতে উঠবে? ভারতীয় সিরিয়াল, সংস্কৃতি বা অন্য যা আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে তাকে আগ্রাসী বলে ধুয়া তুলছেন তথাকথিত সচেতন বা সুশীলসমাজ এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন। তো তাদের কাছে কি একবারও মনে হচ্ছে না, সানিকে আনা আমাদের সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী? যাঁরা সাংস্কৃতিক আগ্রসন নিয়ে কথা বলছেন, ডিশ বন্ধ করার দাবি তুলছেন, তাঁরা এখন কোথায়?
বাচ্চারা হিন্দি কথা শিখছে বলে ডোরেমন বন্ধ করে দেওয়া হলো। তো সানির যৌনতায় ভরা নাচ-গান দেখে আমরা কী শিখব? এটা কি আমাদের মূল্যবোধ বা সংস্কৃতিতে আঘাত হানছে না? সেই সব মূল্যবোধওয়ালা মানুষগুলো এখন কোথায়?
২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০
সত্য প্রতীক বলেছেন: ঠিক বলেছেন বিদ্রোহী ভৃগু ভাই
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
জিয়া শামস সাকিব বলেছেন: অবশ্যই চিনি ৷ চিনি তো ৷৷ আর তারে চিনি বলেই আমি চাইনা সে আসুক ৷৷ এই কথাটা বলা যায় কি ??
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতীয় সিরিয়াল, সংস্কৃতি বা অন্য যা আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে তাকে আগ্রাসী বলে ধুয়া তুলছেন তথাকথিত সচেতন বা সুশীলসমাজ এবং সংস্কৃতি অঙ্গনের লোকজন। তো তাদের কাছে কি একবারও মনে হচ্ছে না, সানিকে আনা আমাদের সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী? যাঁরা সাংস্কৃতিক আগ্রসন নিয়ে কথা বলছেন, ডিশ বন্ধ করার দাবি তুলছেন, তাঁরা এখন কোথায়?
বাচ্চারা হিন্দি কথা শিখছে বলে ডোরেমন বন্ধ করে দেওয়া হলো। তো সানির যৌনতায় ভরা নাচ-গান দেখে আমরা কী শিখব? এটা কি আমাদের মূল্যবোধ বা সংস্কৃতিতে আঘাত হানছে না? সেই সব মূল্যবোধওয়ালা মানুষগুলো এখন কোথায়?
সম্ভবত সানির টিকেটের জন্য লাইন দিতে গেছে!!!
আসলেই সবকিছূতেই হিপোক্রেসিতে ভরা!!!
এখানে্ই সামুতেই দেখুন না সানি নিয়ে কিছূ বলতে গেলেই সুস্থ আলচোনা বাদ দিয়ে ট্যাগিং শুরু হয়ে যায়- আপনি সানিরে চিনেন কেম্নে! ও আপনিও দেখেছেন.. ব্লা ব্লা ব্লা অবশেষে আপনাকেই বলির পাঠা বানিয়ে তারা তৃপ্তির ঢেকুল তোলে! তারাও কিন্তু এই দেশেরই নাগরিক। সুশীলতো বটেই!!!