![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ঘন্টা ধরে চেষ্টা করে সব মিলিয়ে ১৭টি জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাটির একটা আলোচনা, রিভিউ, প্রিভিউ কিংবা ক্রিটিক্স খুঁজে পেলাম না।
এমন কি মৃত্তিকা মায়া'র কোন উইকিপৃষ্ঠা নেই। ওয়েব সাইট নেই। কাদের কাদের সাথে টক্কর দিয়ে মৃত্তিকা মায়া পুরস্কার জিতলো তাদের তথ্যও নেই তথ্য মন্ত্রলানয়ের ওয়েবসাইটে।
১৭টি ক্যাটাগরি নিশ্চিত মাইলফলক। সেই মাইলফলক নিয়ে কোথাও কোন আলোচনা হয়নি, জুরিবোর্ড; তাত্ত্বিক রিভিউ, ক্রিটিক্স কোন কিছুর সাহায্য ছাড়া দিয়ে দিলেন!
জনাব ফরিদুর রেজা সাগর কোন ক্যাটাগরিতে পুরস্কার জিতলেন কেউ জানেন কি?
তারপর একটা প্রশ্ন মাথায় ঘুরছে এতগুলো ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার মতন সিনেমাটি কেন অস্কারে যায়নি ?
তারপর ভাবলাম গুগোলে ইংরাজীতে মৃত্তিকা মায়া মুভি নাম দিয়ে খুঁজে দেখি দেশের বাইরে কিছু পেয়েছিলো কি না। ইমপ্রেসের সিনেমা অদ্ভুত অদ্ভুত পুরস্কার পায়! তার নিউজ হয়। রোমানিয়া, আলজেরিয়া, আজারবাইজান কোথা কোথা থেকে যে পুরস্কার আসে! মৃত্তিকামায়া'র তেমন কোন কিছুই খুঁজে পেলাম না।
আমি বেহুদা সমালোচনা করছি না, ২০১৩ সালে সারা পৃথিবীতে কয়টা সিনেমা একসাথে ১৭ ক্যাটাগরিতে পুরস্কার পাবে? সম্ভাবত একটাও না। ১৭টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাটি অন্তর্রজাতিক গ্রহনযোগ্যতা কি কিছু ছিলো তা জানতে চেয়েছি।
আমাদের শিল্পের 'মাইলফলক' হিন্দুস্থান টাইমসের নজরেই পরেনি। তাহলে শিল্পের মান ও মূল্যায়ন কি অভ্যান্তরীন মুলা মাপার মতন বিষয়?
জাতীয় পুরস্কার এখন ইমপ্রেসের ইন্ট্যারনাল ইস্যু।
২| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
সোহানী বলেছেন:
৩| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫
মাঘের নীল আকাশ বলেছেন: এই নামে যে সিনেমা আছে, তাই তো এখন জানলাম!
৪| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
হাসান মাহবুব বলেছেন: নামই তো শুনি নাই ইহার। এটা কি কোনো হলে চলসিলো, নাকি আজারবাইজান জাতীয় দেশে গিয়ে প্রদর্শন করেই ত্যাল শেষ!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
ঢাকাবাসী বলেছেন: আম্লী সাপোর্ট করা গুনগান করাটাই মেইন ক্রাইটেরিয়া!