নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র... https://www.facebook.com/gazi.turzo

আরেফীন তূর্য

Any fool can know, it takes genius to understand

আরেফীন তূর্য › বিস্তারিত পোস্টঃ

নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পন...

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

দেখেন ভাই এমনিতেই শীতকাল তার উপর সকাল ৮ টা থেকে নির্বাচন। এই সরকারের আমলে জনগণ চান্দিতে তেল দিয়ে শান্তিতে না ঘুমালে আর কবে ঘুমাবে?! আজ যদি ভোট দিতে গিয়ে কোন সহৃদয় ব্যাক্তি হৃদয় আটকে মারা যায় সেই দায়িত্ব কে নিবে?!

তাই সোনার দেশের সোনার ছেলেরা জনগনের সুবিধার কথা চিন্তা করেই সেই মধ্যরাত থেকে উৎসবমুখর পরিবেশে নিজ দায়িত্বে ভোট দেয়া শুরু করেছিল! আর মিডিয়া কিনা ষড়যন্ত্রমূলক ভাবে তাদের এই মহৎ উদ্যোগকে 'ভোট কারচুপি' বলে চালিয়ে দিল!!

নাহ, এ দেশে কারো উপকারও করা যাবে না দেখছি...

বিএনপি, জামাত, জঙ্গি, ফঙ্গিরা খড়কুটা জ্বালালে কিছুনা আর মুজিবসেনারা শীতের প্রকোপ থেকে বাঁচতে ব্যালট বাক্স জ্বালালেই দোষ?!

গোলাবারুদ ঠিক আছে কিনা সেইটা পরীক্ষা করার জন্য নাহয় কয়েকটা ফাঁকা আওয়াজ তারা করেছে, ভুল বশত সেই ফাঁকা আওয়াজ নাহয় কয়েকজনের দেহ ভেদ করে গিয়েছে তাই বলে কি তারা সন্ত্রাসী হয়ে গেল?! দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধারা কি স্বাধীন দেশে শান্তিমত বোমাবাজিও করতে পারবে না?! শীতকালীন মহড়ারও তো একটা ব্যপার স্যাপার আছে তাই না...

তাছাড়া দশ হাজার কোটি টাকা দিয়ে রাশিয়া থেকে যে অস্ত্র কেনা হয়েছিল সেগুলো আসল নাকি চায়না মাল তা পরীক্ষা করার দায়িত্ব সবাই এড়িয়ে গেলেও দেশপ্রেমিক লীগের ভাইয়েরা তো এড়িয়ে যেতে পারেন না। কিন্তু তাদের এই পরীক্ষাও নাকি সন্দেহজনক জাতীর পছন্দ হয় না!!

এদিকে কোন এক কবি নাকি বলেছেন, 'আমাকে একটি অনির্বাচিত সরকার দাও, আমি তোমাদের শত শত অনির্বাচিত এমপি, মেয়র- কাউন্সিলর দিব!!' আমরা চাই দেশের আপামর জনগণ এক হয়ে একটিমাত্র দলে থাকুক, কিন্তু দুষ্ট লোকে বলে সেইটা নাকি 'স্বৈরাচারী মনোভাব'!! এভাবে কি আর চলা যায় বলুন?!

তাই জয় বাংলা বলে আগে বাড়ুন... ভাল না লাগলে পাকিস্তান চলে যান!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

ইসু বলেছেন: জয় বাংলা

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

আরেফীন তূর্য বলেছেন: এই কে কোথায় আছিস, ইসুদার জন্য একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর ব্যবস্থা কর!!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

ভুলুয়া বলেছেন: :P :P চলেন সবাই ঘুমাই।আগামিকাল হয়তো রাত জাগতে হতে পারে। |-) |-)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

আরেফীন তূর্য বলেছেন: অনেক তো ঘুমালেন, তো এখনো কি জাগার সময় হয় নি???

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.