![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজের বেশির ভাগ
লোকই নিজের বাস্তবতাকে মেনে নিতে
রাজি নয়।
এর উত্তম উদাহরন হয়তো আপনি নিজেই।
ভাবছেন কিভাবে?
আপনি একটু ভেবে দেখুন তো,
আপনি কি আপনার বাস্তবতাকে
পুরোপুরি মেনে নিতে পারছেন?
আপনি যখন আপনার কোন ধনী
বন্ধুকে বাইক নিয়ে ঘুরতে দেখেন
তখন আপনার খারাপ লাগতে পারে।
আপনি হয়তো তখন ভাববেন ইশ!
আমার ও যদি সামর্থ্য থাকতো,
তাহলে আমিও আজকে বাইক কিনতে
পারতাম।
অবশেষে বলি, অন্যের দিকে না তাকিয়ে
নিজের বাস্তবতা মেনে নিয়ে কঠোর
পরিশ্রম
করে নিজেকে প্রতিষ্ঠা করা উচিত।
বিঃদ্রঃ আমার কথাগুলো ভুল হতে পারে।
দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
লেখা : বাস্তবতার সন্ধানে ( gentle breeze)
©somewhere in net ltd.