![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চাইলেই বৃষ্টি হব,মেঘ হব আকাশে,
তুমি চাইলেই নামবো আমি,অঝোর ধারায়
মাটিতে।
♪
তুমি চাইলেই পাখী হব,উড়ে যাবো
আকাশে,
তুমি চাইলেই পাড়ি দেব,সাত সমুদ্রের
উপাড়ে।
♪
তুমি চাইলেই কষ্ট হব,হব তোমার সুখ,
তুমি চাইলেই মিটিয়ে দিব,তোমার যত দুখ।
♪
তুমি চাইলেই মরবো আমি,রাখবো জীবন
বাজি,
তুমি চাইলেই হয়ে যাবো,আকাশের
তারকারাজি।
♪
তুমি চাইলেই করবো আমি,বিদ্রোহ আর যুদ্ধ,
তুমি চাইলেই বানিয়ে দিবো,দুনিয়াটা
রণক্ষেত্র।
♪
তুমি চাইলেই হাসবো আমি,কাঁদবো তোমার
দুখে,
তুমি চাইলেই বিলিয়ে দেব,জীবন হাসি
মুখে।
একটু ভালবাসবে আমায়?
©somewhere in net ltd.