নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

আপকামিং মুভিজ অব ক্রিশ্চিয়ান বেল

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ক্রিশ্চিয়ান বেল বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন (যদি সেরা না হয়ে থাকেন) । আমার প্রিয় অভিনেতা এবং আমার মত অনেকেরই প্রিয় অভিনেতা । তার সর্বশেষ মুক্তি পাওয়া মুভি হলো ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট রাইজেস । এই মুভিতে তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান (ব্রুস ওয়েন) চরিত্রে অভিনয় করেছেন । তারপর আমারা তার আর কোনো মুভি দেখতে পারিনি । তার হাতে বর্তমানে বেশ কিছু ভালো মুভি রয়েছে ।







প্রথমেই বলি Knight of Cups মুভির কথা । ড্রামা-রোমান্স মুভি । এতে তার সাথে রয়েছেন Teresa Palmer , Natalie Portman , Cate Blanchett , Freida Pinto এবং Antonio Banderas ।



বুঝতেই পারছেন মুভিটির কাস্টিং অনেক বিশাল । অনেক নামী নামী তারকারা আছেন । পরিচালক Terrence Malick ।



মুভিটি মুক্তি পাবে এই বছরেই । ফাইনাল ডেট এখনও কনফার্ম করা হয় নি ।



IMDB : http://www.imdb.com/title/tt2101383/







তারপর Out of the Furnace । মিস্ট্রি থ্রিলার মুভি । বেল ছাড়া আরো আছেন Zoe Saldana , Willem Dafoe , Casey Affleck এবং Woody Harrelson ।



পরিচালক Scott Cooper । কাস্টিং দেখে আশাবাদী ।



মুভিটি মুক্তি পাবে 4 October 2013 (USA)।



IMDB : http://www.imdb.com/title/tt1206543/







তারপর যেটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না । মুভির নাম American Hustle । ড্রামা-হিস্টোরি-থ্রিলার মুভি । বেলের পাশাপাশি আছেন Robert De Niro , Bradley Cooper , Amy Adams , Jennifer Lawrence এবং Jeremy Renner ।



মাথা নষ্ট কাস্টিং । ভেরি মাচ এক্সাইটেড । পরিচালক দ্য ফাইটার মুভির David O. Russell ।



মুক্তি পাবে 25 December 2013 (USA) ।



IMDB : http://www.imdb.com/title/tt1800241



বেলের হাতে এখন এই ৩ টি বিগ বাজেটের মুভি আছে । আশা করি মুভি ৩ টি অনেক ভালো হবে & বেল বরাবরের মত অসাধারণ অভিনয় করবেন

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

হাসান মাহবুব বলেছেন: বেলরে ভালা পাই। সবচেয়ে ভালা পাইসিলাম ম্যাশিনিস্ট মুভিটায়।

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

তন্দ্রা বিলাস বলেছেন: বেলকে ভালই লাগে।

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

টাইলার ডারডেন বলেছেন: আমারও

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫০

আমিনুর রহমান বলেছেন:

+++

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

টাইলার ডারডেন বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৩

বোকামন বলেছেন:
Knight of Cups বেশ ভালো হবে মনে হচ্ছে !
টেরেন্স মালিকের সাম্প্রতিক - দ্যা ট্রি অফ লাইফ মুভিটি দারুণ হয়েছে ...।
বেলের পারফরমেন্স বরাবরই চমৎকার ....।
পোস্টে ভালোলাগা :-)

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

টাইলার ডারডেন বলেছেন: থ্যাংকু :প

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বেল আমার খুবই প্রিয় একজন অভিনেতা। মেশিনিস্ট, আমেরিকান সাইকো, ফাইটার থেকে শুরু করে তার সব মুভিই আমি দেখেছি। তার পরবর্তী মুভিগুলো দেখার অপেক্ষায়.....

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

টাইলার ডারডেন বলেছেন: waiting পর্ব প্রায় শেষের পথে :)

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

টাইলার ডারডেন বলেছেন: হাসান ভাই , দ্য ফাইটারেও ভাল পাইছিলাম বেলরে , মানে এইরাম চিকনা । আর বাকী সবগুলাতেই

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সবগুলাই দেখমু...............আসুক।

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

টাইলার ডারডেন বলেছেন: :)

৮| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

আমি আমার চেয়ে বড় হতে চাই বলেছেন: দ্যা ডার্ক নাইট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.