নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

যেখানে ভূতের ভয় ...

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ভূত কয় প্রকার ও কী কী ? ছোটবেলায় পড়তাম কারক , সমাস , পদ ইত্যাদি কয় প্রকার ও কী কী ? এখন দেখি ভূতেরও প্রকারভেদ হয় !!! অবাক হওয়ার মতোই ব্যাপার । মুভিতে দেখলাম মুভির ন্যারেটর বললেন ভূত চার প্রকার - ১) অশরীরী আত্মা, যাঁদের চোখে দেখা যায় না , ২) ছায়ামূর্তি, ৩) নিরেট ভূত এবং ৪) কঙ্কাল







বলছি ‘যেখানে ভূতের ভয়’ মুভির কথা । এইতো কিছুদিন আগেই মুক্তি পেলো মুভিটি । ট্রেইলার দেখেই বেশ প্রত্যাশা জমেছিলো মনে । মুভি দেখে সেই প্রত্যাশা পূরণ না হলেও হতাশ হতে হয় নি ।



সত্যজিৎ রায়ের `অনাথ বাবুর ভয়` আর `ব্রাউন সাহেবের বাড়ি` এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের `ভূত ভবিষ্যৎ`, এই তিনটে গল্প নিয়ে তৈরি হয়েছে মুভি । গল্পগুলো আগে থেকে জানা ছিলো না বলে মজা একটু বেশী পেয়েছি । ভূতের গল্পের শেষটা যদি আপনি আগেই জেনে বসে থাকেন , তাহলে তো সমস্যা ! অনেকে হয়তো গল্পগুলো আগেই পড়েছেন । তারা তাদের কল্পনার সাথে মুভিকে মিলিয়ে নিতে পারেন ।



কাহিনী : তারিণীখুড়ো (পরাণ বন্দ্যোপাধ্যায়) মাঝে মাঝেই তার ফ্যানদের (ছোট বাচ্চাদের) গল্প শোনান । তো এবার তিনি শোনাবেন ৩ টি ভূতের গল্প ।



কাহিনী বলবো না । আমি জাস্ট আমার অনুভূতি এবং ভালোলাগা, মন্দলাগা শেয়ার করছি ।



১ম গল্প : অনাথবাবুর ভয় (সত্যজিৎ রায়)



কাহিনীটা যথেষ্ট আকর্ষণীয় । উপস্থাপনাও প্রশংসার যোগ্য । মুভির উল্লেখযোগ্য চরিত্র ২ টি । অনাথ বাবু এবং লেখক । অনাথ বাবুর চরিত্রে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এক্কেবারে পারফেক্ট। লেখকের ভূমিকায় শুভ্রজিৎ দত্ত যথাসাধ্য চেষ্টা করেছেন । কিন্তু , চিত্রনাট্য তাকে বিশেষ সুযোগ দেয়নি ।



২য় গল্প : ব্রাউন সাহেবের বাড়ি (সত্যজিৎ রায়)



কাহিনী ভালো । কিন্ত , পরিচালক এই অংশে ক্ষমার অযোগ্য এক অপরাধ করে ফেলেছেন । সোজা কথায় কাহিনীর ক্লাইম্যাক্স ঠিকমত পর্দায় ফুটিয়ে তুলতে পরিচালক সম্পূর্ণ ব্যর্থ ।

ব্রাউনের গল্পেও আবির চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী সবাই ভালো অভিনয় করেছেন । কিন্তু, চরিত্রগুলোর মাঝে রসায়ন অনুপস্থিত ছিলো । মানে , চরিত্রগুলোকে কেমন জানি আলাদা আলাদা লেগেছে ।



৩য় গল্প : ভূত ভবিষ্যৎ (শরদিন্দু বন্দ্যোপাধ্যায়)



কাহিনী অসাধারণ । ভয়ের মাধ্যমে নয় , হাস্যরসের মাধ্যমেই উপস্থাপন করা হয়েছে । ৩ টি গল্পের মাঝে আমার ফেভারিট । পরিচালনা অসাধারণ । শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দোপাধ্যায় এই দুইজনে মিলে ফাটিয়েছেন । দুইজনের কমিক টাইমিং দেখে আপনি তাদের প্রতি সম্মান না জানিয়ে পারবেন না । শাশ্বত , এই লোকটাকে দেখি আর অবাক হই । এত ভালো অভিনয় কীভাবে করে কেউ ? আর , পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে কোনো কথাই হবে না । এই বয়সেও তিনি সেরাদের একজন







পরিচালক ছিলেন সন্দীপ রায় । ভালোই করেছেন । তবে, প্রত্যাশা অনেক বেশী ছিলো । মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এতো অস্থির হয়েছে যে বলার কিছু নাই ।



‘ভূতের ভবিষ্যৎ’ এর পর ভূতদের নিয়ে আরো একটা ভালো বাংলা মুভি দেখলাম । না দেখলে দেখে ফেলুন । সময়টা ভালোই কাটবে ।



নামঃ যেখানে ভূতের ভয় / Jekhane Bhooter Bhoy (2012)

পরিচালকঃ সন্দীপ রায়

অভিনয়ঃ পরাণ বন্দোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী ।



IMDB Rating : ৬.৭

My Rating : ৭.৫



IMDB : http://www.imdb.com/title/tt2551650/



Download Link : Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখি নাই........দেখা দরকার

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৬

টাইলার ডারডেন বলেছেন: দেখে ফেলুন

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০০

সুস্ময় পাল বলেছেন:

এক-দুই মাস আগে দেখেছি। মেইন জিনিস মাথায় আছে, বাট ছোটখাট জিনিস ভুলে গেছি। কি সমস্যা! দেখি কিছু বলতে পারি কিনা। /:)


অনাথবাবুর ভয় - গল্পটা আমার জানা ছিল। সে কারণে বলা যায় যে এই পার্টটা পরিচালক ভালভাবে ফুটাতে পারেননি। স্পেশালি এণ্ডিংটা দেখে আমি হতাশ হয়েছি ... :|

দ্বিতীয়টা ভালই ছিল। আবীর দিনদিন পাক্কা অভিনেতা হচ্ছে। ওভারঅল ভাল। তাদের মধ্যকার রসায়নের ব্যাপারটা এখন মাথায় নেই। :( :(

আর তৃতীয়টা পুরো সিনেমার মধ্যে সবচেয়ে জমজমাট কাহিনি। এজন্যই সম্ভবত একে শেষে রাখা হয়েছে। শাশ্বতকে আমার সর্বদাই ভাল লাগে তার ন্যাচরাল অভিনয়ের জন্য। আর পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে কিছু বলার নেই। বুড়ো হাড়ে ভালই ভেল্কি আছে! :)

যাই হোক। 'যেখানে ভূতের ভয়' ভাল সিনেমা। পারফেক্ট ফ্যামিলি মুভি! :)

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

টাইলার ডারডেন বলেছেন: যেখানে ভূতের ভয়' ভাল সিনেমা। পারফেক্ট ফ্যামিলি মুভি! < সহমত

আর বাকী পয়েন্টগুলাও ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.