![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকে দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারতাছি না । জ্যাক নিকোলসন কে দিয়েই শুরু করি । চায়নাটাউন দেখার পর থেকেই আমি জ্যাকের ভক্ত । খুব বেশি মুভি দেখা হয় নি জ্যাকের । কিন্তু , কেনো জানি জ্যাকের কঠিন ভক্ত হয়ে গেছি । কেনো হয়েছি , কীভাবে হয়েছি সেটা জানি না । সেটা খুব গুরুত্বপূর্ণ কিছুও না । আপনি আগে থেকে চিন্তা করে কার ভক্ত হবেন সেটা ঠিক করতে পারবেন না । এটা এমনি এমনি কীভাবে জানি হয়ে যায় ।
এবার আসি স্ট্যানলি কুবরিক এর কথায় । নাম বহু শুনেছি । প্রথমে শুনি ক্রিস্টোফার নোলানের মাধ্যমে । নোলানের প্রিয় পরিচালক কুবরিক । ব্যাপারটা এমন আমরা যাকে বস মানি , সে কুবরিককে বস মানে । বসের বস । কুবরিকের মুভি দেখার ইচ্ছা ছিলো অনেকদিন থেকেই । সেই ইচ্ছা পূরণ হলো অসাধারণ এক মুভির মাধ্যমে । প্রথমেই যেটা দেখলাম তাতে মনে হচ্ছে , যা শুনেছি , কম শুনেছি ।
এবার আসি মুভির কথায় । মুভির নাম দ্য শাইনিং । নাম শুনেছেন নিশ্চয়ই । ১৯৮০ সালের সাইকোলজিক্যাল হরর মুভি । অনেকের মতে সর্বকালের সেরা হরর মুভি । সর্বকালের সেরা না হয় মানলেন না , সর্বকালের সেরা ১০ টি হরর মুভির লিস্ট করতে যান । এই মুভি সেই লিস্টে থাকবেই বলতে গেলে ।
কী আছে মুভিতে ? আসছি , কাহিনী বলে নেই আগে ।
কাহিনী : শহর থেকে বহু দূরে পাহাড়ের নিকটে এক হোটেল ‘ওভারলুক হোটেল’ । হোটেলের ইতিহাস আবার খুব খারাপ । এই হোটেলের কেয়ারটেকার নাকী মানুষিক বিকারগ্রস্থ হয়ে তার ফ্যামিলিকে খুন করার পর নিজে সুইসাইড করেছে । সেই হোটেলের কেয়ারটেকারের চাকরি পায় জ্যাক টোরেন্স (জ্যাক নিকোলসন) । তার সাথে সেখানে থাকবে তার স্ত্রী ওয়েন্ডি টোরেন্স (শেলি ডুভাল) এবং ছেলে ড্যানি টোরেন্স (ড্যানি লয়েড) । হোটেলে তারা তিনজন ছাড়া আর কেউ থাকবে না । পুরা উইন্টার তাদেরকেই থাকতে হবে । আস্তে আস্তে জ্যাকের মানুষিক অবস্থাও তার আগের কেয়ারটেকারের মত হতে থাকে । সে তার পরিবারকে তার পথের কাঁটা মনে করতে থাকে ।
তারপর ...........................
কাহিনী শুনেই বুঝতে পারছেন মুভিটা কেমন । পার্সোনাল অনুভূতি শেয়ার করি । হরর মুভি একদমই দেখি না । কারণ , ম্যাক্সিমাম সময়েই হতাশ হতে হয় । হরর মুভি মূলত দুই প্রকার । ভূতের মুভি এবং ভয়ের মুভি । এর মাঝে ভূত ওয়ালা মুভিগুলা যথেষ্ট বিরক্তির জন্ম দেয় । ভয়ের মানে , যে মুভিগুলা আপনাকে মনস্তাত্ত্বিক ভাবে একটা নাড়া দিবে সেই মুভিগুলার প্রতি তুলনামূলক আগ্রহ বেশী । আর এই মুভিটা আপনাকে একটুখানি নাড়া দিবে না, যথেষ্ট জোরেই নাড়া দিবে (বিল্ডিংও ভেঙ্গে যেতে পারে ) । মুভিটা দেখার সময় খুব চাপ অনুভব করছিলাম । মুভিটা একটু স্লো । তাই, ধীরে ধীরে চাপটা আরো বাড়ছিলো । আর , ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কী বলবো । আপনি যতোই সাহসী হোন না কেনো , ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে ভয় পাইয়ে দিবেই । তার সাথে , মানুষিক চাপ আরো প্রকট করে তুলবে । এতো ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো মুভিতে শুনি নাই ।
জ্যাক নিকোলসন অনবদ্য অভিনয় করেছেন । সাথে শেলি ডুভাল এবং ড্যানি লয়েড চমৎকার অভিনয় করেছেন । কুবরিকের সাথে পরিচিত হলাম । যা মনে হলো , লোকটা মানুষকে সাইকোলজিক্যালি ভালোই আঘাত করতে পারেন ।
একটা কথা বলে রাখি , এই মুভি সবার জন্য না । এমনিতেই স্লো , আর হররটা সাইকোলজিক্যাল । খুব সম্ভবত মুভিটা অনেকে বুঝতে পারবেন না । তাছাড়া , সবচেয়ে যেটা বিরক্তি/আগ্রহ সৃষ্টি করবে সেটা হলো এন্ডিং । কুবরিকের এই মুভির এন্ডিং বুঝতে পারা মহান এক সাফল্য । আমি নিজেও এন্ডিং প্রথমে বুঝি নাই । গুগলের সাহায্য নিয়ে বুঝতে হয়েছে ।
হরর যারা পছন্দ করেন , তারা ট্রাই দিতে পারেন । আশা করি মুভিটা ভালো লাগবে ।
মুভি দেখার পর কিছু প্রশ্ন আসবে আপনার মনে । সেগুলোর উত্তর পাবেন নিচের লিংকগুলাতে :
Click This Link
Click This Link
Click This Link
নামঃ The Shining (1980)
পরিচালকঃ Stanley Kubrick
অভিনয়ঃ Jack Nicholson, Shelley Duvall, Danny Lloyd.
IMDB : http://www.imdb.com/title/tt0081505/
IMDB Rating : 8.5
My Rating : 8.8
Download Link : Click This Link
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
টাইলার ডারডেন বলেছেন: ধন্যবাদ । জ্যাককে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই । আমার মনে হয় জ্যাক আরো কয়েকটা অস্কার ডিজারভ করতো । আর , কুবরিকের সাথে জাস্ট পরিচিত হলাম । বাকীগুলাও দেখে ফেলার ইচ্ছা আছে ।
২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
কাফের বলেছেন: দেখছি দ্য শাইনিং
ভয়ংকর কিছু কিছু দৃশ্য এখনো চোখে লেগে আছে!
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
টাইলার ডারডেন বলেছেন: অনেক দৃশ্য তো এক্সট্রিম লেভেলের ভয়াবহ । জান বেরিয়ে যায় প্রায় ।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
নৈঋত বলেছেন: ভুতের সিনেমায় ডর লাগে
আম্মুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
টাইলার ডারডেন বলেছেন: এইটা একটু অন্যরকম ভুতের সিনেমা আপু । আসলে, এইটা ভুতের সিনেমা না, ভয়ের সিনেমা । ডেভিড সিল্ভা কী সিটিতেই থাকবে নাকী এইবার ???
৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
দূর্যোধন বলেছেন: গুড ওয়ান ।
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬
টাইলার ডারডেন বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
হাসান মাহবুব বলেছেন: কুবরিকের আরেকটা মাস্টারপিস। +++++
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২
টাইলার ডারডেন বলেছেন: ৫ স্টার ধন্যবাদ
৬| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ই ম ন বলেছেন: Clockwork of orange কুবরিক যে মুনশিয়ানা দেখিয়েছেন তা খুব কম ছবিতেই দেখতে পেরেছেন......অন্য ছবিগুলোর পটভূমি কেমন যেমন silly silly লাগে :-&
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪
টাইলার ডারডেন বলেছেন: ঐ মুভিটা দেখার সাহস করে উঠতে পারলাম না এখনো । দেখে ফেলবো আশা রাখি ।
৭| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আশিকুর রহমান অমিত বলেছেন: এর গল্পটা পড়েই সেরকম মজা লাগছিলো
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪
টাইলার ডারডেন বলেছেন: গল্পটা পড়া হয়নি । পড়ার ইচ্ছা আছে
৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার রিভিউ চমৎকার হৈসে।
এ ধরণের মুভি দেখিনা, আমার ভয় বেশী ||
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
টাইলার ডারডেন বলেছেন: ধন্যবাদ । বেশী ভয় লাগলে দিনে দেখতে পারেন ।
৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩
পড়শী বলেছেন: আমার ভয় লাগে না। কিন্তু মানসিক চাপ সহ্য করার ক্ষমতা কম। পাগল-টাগল হয়ে যাবার সম্ভাবনা থাকলে, না দেখাই ভাল। কি বলেন?
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১
টাইলার ডারডেন বলেছেন: মানসিক চাপ একটু পড়বেই । তাই বলে পাগল হবেন না আশা করি । এই রকম মাস্টারপিস মিস দেয়া কী ঠিক হবে ?
১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ওহ দ্য শাইনিং! অসাধারণ একটা ছবি রে ভাই! কতবার যে দেখসি! জ্যাক নিকলসন দ্য গ্রেট! পরিচালক সম্পর্কে জানা ছিল না! হরর এর থেকে ভয় পাওয়ার মত অনেক ছবি আছে, কিন্তু শাইনিং এর মত দুর্দান্ত গল্প আমি তেমন একটা পাইনি। আর মেকিং তো মাস্টারপিস! লম্বা করিডরের মাথায় যখন বাচ্চা মেয়ে দুটো এসে দাঁড়ায়!
আপনাকে ধন্যবাদ আমার প্রিয় একটা ছবির রিভিউ করার জন্য!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
টাইলার ডারডেন বলেছেন: ইটস মাই প্লেজার ।
জ্যাক তো জ্যাক ই । পুরা আলাদা একটা স্টাইল আছে ওর । মেকিং তো মাস্টারপিস হবেই । কে বানিয়েছে দেখতে হবে না ?
১১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪
লেজকাটা বান্দর বলেছেন: ওভাররেটেড মুভি বোঝেন? এইটা একটা ওভাররেটেড মুভি। ফিনিশিং নিয়ে আমার ধারণা কুব্রিক নিজেও শিওর ছিলেন না। পুরা সিনেমার কোন বেজ আছে বলে মনে হয় নি। ক্লকওয়ার্ক অরেঞ্জ দেখে এতই ভালো লেগেছে যে এইটা ঐটার কাছে কিছুই না।
ব্যক্তিগত মতামত।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
টাইলার ডারডেন বলেছেন: হুম । তবে , আরেকবার দেখার অনুরোধ জানাচ্ছি । মুভি দেকার পরে অনেক আর্টিকেল পড়ে মুভিটার ব্যাপারে অনেক কিছু নতুন করে জেনেছি এবং জানা এখনো অনেক বাকী আছে মনে করি ।
১২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:২২
নৈঋত বলেছেন: আশা করছি সিটিতেই থাকবে
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
টাইলার ডারডেন বলেছেন: ভালোই হলো যদিও সিটি সাপোর্ট করি না
১৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা মুভি! একা বাসায় দেখেছিলাম।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০
টাইলার ডারডেন বলেছেন: একা একা !!!! বলেন কী ?????
১৪| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
এহসান সাবির বলেছেন: বই টা পড়ছি প্রথমে তারপর মুভি টা দেখেছিলাম। মুভি আর বই এর সংগে অল্প কিছু অমিল আছে।
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
টাইলার ডারডেন বলেছেন: বুক আর মুভির মাঝে অনেক ডিফারেন্স আছে । সেজন্য লেখক খুব খুশী ছিলেন না কুবরিকের প্রতি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: স্ট্যানলি কুবরিক সম্পর্কে একটা কথাই বলতে পারি। তিনি একজন ম্যাজিশিয়ান। পারলে তার সবগুলা মুভি দেখে ফেলেন।
আর জ্যাক নিকোলসন আমার অন্যতম প্রিয় অভিনেতা। তিনি দারুন দারুন সব চরিত্রে বরাবরই অসাধারন অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন।
পোষ্টে +++++