![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পোর্টস জেনরের মুভি খুব বেশি দেখা হয় না । কেনো জানি এই জেনরের মুভি দেখতে ইচ্ছা করে না । এই জেনরে অনেক ভালো ভালো মাস্টারপিস আছে । যেগুলো না দেখা মানে অনেক বড় কিছু মিস করা । তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই জেনরের সব মাস্টারপিস একে একে দেখে ফেলবো । শুরু করলাম প্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের ‘দ্য ফাইটার’ দিয়ে । দ্য ফাইটার অবশ্য বেলের একার মুভি না । মুভির প্রধান চরিত্র মার্ক ওয়ালবার্গ । তবে অভিনয়ের দিক দিয়ে বেল অবশ্যই মার্কে ছাড়িয়ে গেছে । আরেকজনের কথা না বলয়েই নয় । তিনি হচ্ছেন মেলিসা লিও । আরও রয়েছেন আ্যমি আ্যডামস ।
কাহিনী : ডিকি এক্লান্ড (ক্রিশ্চিয়ান বেল) সাবেক বক্সার । একসময় তিনি নামকরা বক্সার ছিলেন । কিন্তু , অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য তার ক্যারিয়ার আজ শেষ । তার ছোট ভাই মিকি ওয়ার্ড (মার্ক ওয়ালবার্গ) একজন উঠতি বক্সার । মিকির ট্রেইনার হলো ডিকি । কিন্তু , ডিকির খাপছাড়া কাজকর্মের জন্য মিকির গার্ল ফ্রেন্ড ক্যারেলিন (আ্যমি আ্যডামস) এবং মিকি এবং ডিকির বাবা মিকিকে নতুন এক ট্রেইনার নিতে বলে । কিন্তু , মিকি এবং ডিকির মা অ্যালিস (মেলিসা লিও) ডিকিকেই মিকির ট্রেইনার হিসেবে দেখতে চায় । এই ব্যাপার নিয়ে তাদের পারিবারিক কলহ দেখা দেয় ।
তারপর কিছু ঘটনা ঘটে যা মিকি , ডিকি এবং অ্যালিসের উপর প্রভাব ফেলে ।
মুভির প্রধান চরিত্রে মার্ক ভালোই অভিনয় করেছেন । বক্সিং ম্যাচের সময় তার অভিনয় একটু অন্যরকম লেগেছে আমার কাছে । ক্রিশ্চিয়ান বেলকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই , চরিত্রের প্রয়োজনে তিনি নিজের শরীরের উপর দিয়ে কী পরিমাণ অত্যাচার চালাতে পারেন তা আপনারা দ্য ম্যাশিনিস্ট মুভিতেই দেখেছেন । এই মুভিতে আবার সেই অবস্থা । এছাড়া অভিনয়ের ক্ষেত্রেও ১০০ তে ১০০ পাওয়ার মতোই । অসাধারণ বডি ল্যাংগুয়েজ , ডায়লগ ডেলেভারি , এক্সপ্রেশন , শুধুমাত্র এবং শুধুমাত্র বেলের পক্ষেই সম্ভব । আ্যমি আ্যডামস ভালো অভিনয় করেছেন । তবে , মেলিসা লিও ছিলেন বেলের পরে এই মুভির সেরা চমক ।
এই মুভিতে অভিনয় করে অস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল এবং মেলিসা লিও । বেল পেয়েছে সেরা পার্শ্ব অভিনেতার পুরষ্কার এবং মেলিসা পেয়েছে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার ।
পরিচালক ডেভিড ও রাসেল দিন দিন আমার প্রিয় পরিচালক হয়ে উঠছেন । তার মুভিতে অভিনয় করেই বেল , মেলিসা এবং জেনিফার অস্কার জয় করেছে । সামনে আসছে তার অ্যামেরিকান হাসল । মজার ব্যাপার আগের দুই মুভির প্রায় সবাই তার নতুন মুভিতে থাকছে । সামনে তার কাছ থেকে আরো ভালো ভালো মুভির প্রত্যাশা রইলো ।
মুভিতে বেল মার্কের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু মার্ক বেলের চেয়ে বয়সে বড় ।
না দেখে থাকলে দেখে ফেলতে পারেন । ওহ ! বলতে ভুলে গেছি , মুভিটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ।
নামঃ The Fighter (2010)
পরিচালকঃ David O. Russell
অভিনয়ঃ Mark Wahlberg, Christian Bale, Amy Adams & Melissa Leo.
IMDB : http://www.imdb.com/title/tt0964517/
IMDB Rating : 7.9
My Rating : 8.6
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
টাইলার ডারডেন বলেছেন: আমার কাছে রাগবি আর বেসবল ছাড়া অন্যগুলা ভালোই লাগে < সেইম হেয়ার আপু ।
২| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
কাফের বলেছেন: ক্রিশ্চিয়ান বেলে মামা আমার কাছে হালের সেরা অভিনেতাদের একজন।
এই মুভিতে মুগ্ধ হয়ে গেছি বেলের অভিনয় দেইখা।
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
টাইলার ডারডেন বলেছেন: আমিও মুগ্ধ হয়ে গেছি বেলের অভিনয় দেখে । ক্যামনে পারেন বস ?
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
নৈঋত বলেছেন: ভালা মুপি। ক্রিস্টিয়ানরে ভালা পাই ।Goal! সিরিজের মুভ্যি চারটা দেখে ফেলাও। আশা করি স্পোর্টস জেনর ভালোই লাগবে। আমার কাছে রাগবি আর বেসবল ছাড়া অন্যগুলা ভালোই লাগে