নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ

_________________________









সারিবদ্ধ তৃণের চিকন ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে অথবা সুদূর শূন্য থেকে ঈগল যখন বিক্ষিপ্ত উল্কা



আমি আসবো



কম্পমান তৃণের আগা ছুয়ে উড়ে যাবার অথবা শূন্য কেটে

নিম্নমূখী হবার কালে আমি তাদের পিঠে জিন চাপবো

লাগাম ও চাবুক ছাড়াই



তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস



তোমার সৌরভে প্রান্তরে কাঠগোলাপের অরণ্যে যৌবনোদয়

তোমার নিঃশ্বাসে বৃক্ষ ও বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ



সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া

আমি আসবো

তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে



তুমি হৃদপিন্ডের দরজা খোলা রেখো দু'হাত বাড়িয়ে থেকো

মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ

আর জল রেখো দেহচোখের



অতঃপর

মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর



তখন পার্থিব আকার

সুগন্ধ

বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।







__________________

_________ বাকী অরিন্দম

মন্তব্য ৯৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

অদৃশ্য বলেছেন:
ছায়া

আপনাকে দেখে খুবই খুশি হলাম... সময়করে এসে লিখাটি পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন...

যদি সুন্দর হয় তবে তা আমার মনেও হোক...

শুভকামনা...

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

অদৃশ্য বলেছেন:
মামুন ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন... এভাবে নিয়মিত লিখাগুলোতে সময় দেন বলে ভালোলাগার শেষ থাকেনা... খুবই খুশি হই

সুন্দরগুলো ছড়িয়ে পড়ুক ...

শুভকামনা...

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: প্রত্যাশার কথা পড়তে ভালো লাগছিলো কবিতায়।

খুব চমৎকার একটা কবিতা পড়লাম। শুভকামনা রইলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে পেয়ে... এভাবে লিখাগুলো পাঠ করে গেলে ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনার ভালোলাগা মনে প্রশান্তি তৈরী করে... আশা আকাঙ্খা স্বপ্নের সংমিশ্রনেই লিখাটি...

শুভকামনা...

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

ভবগুরে ছেলেটা বলেছেন: ভাল লাগলো... B-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

অদৃশ্য বলেছেন:
সুস্বাগতম... আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...

ভালোলাগা আনন্দের...

শুভকামনা...

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

গোর্কি বলেছেন:
-অতি সুপাঠ্য কবিতাটি পাঠোত্তর খুব প্রিয় নজরুলের একটি গানের কথা মনে পড়ে গেল। কেন জানি দুটির ভাবের মধ্যে একটা মিল খুঁজে পেলাম।

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।


-খুব ভালো থাকুন। শুভকামনা সতত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় গোর্কি

আমি আনন্দিত এই জন্য যে আপনি আমার লিখাটি পাঠের পর জাতীয় কবির লিখা স্মরণ করলেন বলে... আর ভাবের সাদৃশ্য আসতেই পারে...

আপনার পাঠ ও মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা যোগায়...

শুভকামনা...

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
সাঁঙ্কানী কি?

মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর ভালা পাইলাম এই লাইনটা। :)

চমৎকার হইছে কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় দৌলা

খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন... যা কিছু ভালো তা আপনার হোক...

সাঁঙ্কানী আঞ্চলিক ভাষা... একটি সাপের নাম যা কিনা বিষাক্ত ( কোবরা শ্রেণীভুক্ত )...

শুভকামনা...

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: কবি মন কি বাসনায় বিভোর, কামাতুর, রোমান্টিক সংগলিপ্সুতার সন্ধানে বাঁক পরিবর্তন করছে ? এ হয়ত সময়ই বলে দেবে । তবে এই নিটোল ভাবালু কবিতা জমিয়ে উপভোগ করলাম ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

অনেকেই ইমো ব্যবহার করে কিন্তু আমি মন্তব্যে বা লিখায় ইমো ব্যবহার করতে পছন্দ করিনা... নাছাড়া আপনার এই প্রশ্নের সহজ উত্তর দেওয়া যেত ইমোতে...

কবিরা কি শুধুই নিজেদের মন নিয়ে নাড়াচাড়া করে... তারা সবার মনের ভেতরে ঢুকে তার খবর নিতে চায় আর সেইসব খবরের পাতায় বাসনা, কামনা বা রোমান্টিক সংগলিপ্সুতার শব্দ বা দৃশ্যগুলোতো থাকতেই পারে...
বাঁক পরিবর্তন করতে হয়না... হঠাৎই এসে যায়...

আপনি লিখাটির কোন এক ছায়ায় গভীরভাবেই প্রবেশ করে ফেলেছেন... আগেও দেখেছি আপনি লিখার কোন এক দিক দারুনভাবেই উন্মোচন করে ফেলেন... এভাবে কথা বললে ভালো লাগে... কথা বাড়ে...

শুভকামনা...

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

রাইসুল নয়ন বলেছেন:
কবি!! অসাধারণ সৃষ্টি,প্রেমময়!

তুমি হৃদপিন্ডের দরজা খোলা রেখো দু'হাত বাড়িয়ে থেকো
মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ


ভালোবাসার অভাব বোধ করছি নিজের ভিতর!!


আপনার আশারা সত্যি হোক।


ভালো থাকুন প্রিয় শ্রদ্ধেয় কবি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় নয়ন

আপনার মতো আমি নিজেও ভালোবাসার অভাববোধ করছি... ভালোবাসা হলো অনন্তের ক্ষুধা... শূন্যতা... তাই এর কোন শেষ থাকেনা... অভাবও যায় না...

ঠিক, লিখাটিতে যথেষ্ট রোমান্টিকতার ছাপ রাখতে চেষ্টা করেছি... আপনি তার স্বাদ পেলেন বলে খুব ভালোলাগলো...

শুভকামনা...

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

একজন আরমান বলেছেন:
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস

তোমার সৌরভে প্রান্তরে কাঠগোলাপের অরণ্যে যৌবনোদয়
তোমার নিঃশ্বাসে বৃক্ষ ও বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ


বেশ সুন্দরল লাগলো প্রিয় কবি। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরমান ভাই

লিখাটি আপনার মন ছুয়ে থাকলেই আমার চেষ্টা কিছুটা স্বার্থক... আপনাকে বা আপনাদের যেন ভালো লাগে সেভাবেই চেষ্টা করি...

নিয়মিত পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...

শুভকামনা...

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: তা ভাইজান বাকিটা অরিন্দম কেন ?:)


অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর

তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।


ফিনিশিংটা দারুণ !

ভাল থাকবেন অদৃশ্য ভাই ।
শুভকামনা রইল অনেক ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই

খুব ভালো লাগলো আপনাকে দেখে... সময়করে আসা পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

এভাবে এলে ভালো লাগে... খুশি হলাম

শুভকামনা...

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সুন্দর -

তোমার সৌরভে প্রান্তরে > তোমার সৌরভের প্রান্তরে
আর জল রেখো দেহচোখের > আর জল রেখো দুচোখে
-
উপরের লাইন এরকম পড়লাম

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

অদৃশ্য বলেছেন:
প্রিয় মাসুম ভাই

আপনাকে পেলে সবসময়ই ভালোলাগে... আপনার পাঠ ও মন্তব্য সবসময়ই আনন্দদায়ক...

ঠিক আছে আপনার ওভাবে পড়তে ভালো লাগলে কোন অসুবিধে নেই... খুবই খুশি হলাম

শুভকামনা...

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

হৃদয় রিয়াজ বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন:
"সাঁঙ্কানী কি?

মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর ভালা পাইলাম এই লাইনটা। :)

চমৎকার হইছে কবিতা।"

:) :) :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

অদৃশ্য বলেছেন:
রিয়াজ

আপনাকে কষ্ট করে প্রিয় দৌলার মন্তব্যের জবাবটা দেখে নিতে হবে...



শুভকামনা...

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল অদৃশ্য!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

অদৃশ্য বলেছেন:
প্রোফেসর

এভাবে নিয়মিত আপনাকে পেয়ে খুবই খুশি হই... খুবই ভালোলাগার ব্যপার...

অনুপ্রাণিত হই

শুভকামনা...

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা!! মুগ্ধপাঠ।
তবে একটা অনুরোধ ছিল, লেখার মাঝের গ্যাপগুলো কি কিছুটা কমানো যায়? আমার কাছে কেন যেন মনে হলো, গ্যাপ আরো কিছুটা কম হলে পড়তে আরো বেশি ভালো লাগত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় কাল্পনিক ভাই

আসলে সামুর দু'টি লাইনের মাঝের স্পেসিংটা একটু বেশি যার কারনে দেখতে এমনটা লাগে... যদিও আমি একটি বা দু'টি বা তিনটি লাইলের পর সিঙ্গেল স্পেস ব্যবহার করেছি... এটা আসলে আমার স্টাইল... এভাবে লিখতে স্বাচ্ছন্দ বোধ করি... আপনি লিখাটি একটি কাগজে এভাবেই লিখুন দেখবেন ততটা খারাপ লাগছে না...

একটি জিনিস খেয়াল করে দেখুন... এডিট করবার সময় স্পেসিংটা অনেক কম থাকে দু'লাইনের মাঝে অথচ আপনি পোষ্ট করলেই এর ভেতরের গ্যাপটা কিছুটা বেশি লাগে...

এই সিঙ্গেল স্পেসের জায়গাগুলো শুধুমাত্র একটি ফাঁকা জায়গা নয় ( আমার কাছে )... যারা এভাবে পাঠে অভ্যস্ত তাদের জন্যও এমনটা ভাবতে পারি... আমার ভাবনায় এর ভেতরে আশা হতাশা ও শূন্যতা বিরাজমান ( ভাবের কথা,... আমার ধৃষ্টতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )...

আপনার আন্তরিক পাঠ ও লিখাটির সৌন্দর্য নিয়ে খোলামেলা আলোচনায় খুবই খুশি হলাম... আমি জানি অনেকেই এভাবে দেখতে ভালোবাসেন না... তারপরেও দেখবেন স্টাইলের কোন শেষ নেই... আপনার কথাগুলো আমার মাথায় খুব ভালোভাবেই থাকবে...

শুভকামনা...

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন:
সাঁঙ্কানী কি?


আমারও জানা নেই, অবশ্যই জানাবেন, শব্দটা মনে ধরেছে :)

সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া
আমি আসবো
তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে


দিকভ্রান্ত পথিকের জন্যই যেন লেখা! অনেক ভালো লেগেছে !

++++++++++++ রেখে যাই সাথে অনেক অনেক শুভকামনা রইলো কবি! :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

অদৃশ্য বলেছেন:
পথিক

প্রথমেই বলে নিই... সাঁঙ্কানী আঞ্চলিক ভাষা... একটি সাপের নাম যা কিনা বিষাক্ত ( কোবরা শ্রেণীভুক্ত )...

আপনার জন্যই লিখটি... এভাবে কেউ অনুভব করলে ভালোলাগায় মনটা ভরে যায়...

আপনার এই সময়করে আসা আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর

তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।

খুব ভালো লাগলো !

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি

সবসময়ই খুশি হই আপনাকে পেয়ে... ক'দিন ব্লগে কম দেখছি বলেই মনে হচ্ছে আপনাকে...

আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রইলো... ভালোলাগাগুলো স্পর্শ করুক...

শুভকামনা...

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

অদৃশ্য বলেছেন:
হাসান ভাই


আপনার মুগ্ধপাঠ আমাকে আলোড়িত করে... অনুপ্রাণিত করে...সবসময়ই...


কবি হাসান মাহবুবের জন্য
শুভকামনা...

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: অসাধারণ!!!

+++++++++

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। কেমন আছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

অদৃশ্য বলেছেন:
প্রিয় শোভন

আপনাকে এই যে সময় করে পাই এটা খুবই ভালোলাগার... এই আগমন ও আন্তরিক পাঠের জন্য ধন্যবাদ জানবেন...কিছু লিখলে আপনার জন্য অপেক্ষায় থাকি...

এভাবেই অনুপ্রেরণা পাই...

আল্লাহর ইচ্ছাই ভালো চলছে সময়... দোয়া করবেন
শুভকামনা...

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: ভাল হইছে লেখা।

ফিনিশিংটা সুন্দর।

আরো লিখুন ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

অদৃশ্য বলেছেন:
০০৯

আবারো আপনাকে পেয়ে আনন্দিত... এলেন আন্তরিক পাঠ করলেন আবার মন্তব্যও করে গেলেন বলে খুবই খুশি হলাম...

ভালোলাগায় ভালোলাগা...

শুভকামনা...

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

লাবনী আক্তার বলেছেন: চমৎকার!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

অদৃশ্য বলেছেন:
এটা বলার অপেক্ষা রাখেনা যে খুবই খুশি হয়েছি... এই লিখাটি আপনাকেই আশাকরছিলাম প্রথম থেকে... যেহেতু আপনি এর সাথে পূর্ব পরিচিত...
ভেবেছিলাম আগের লিখাটির সাথে এর পার্থক্য নিয়ে কিছু বলবেন কিনা... কিছুই বললেন না... কোন অসুবিধা নেই... আগমনই আর পাঠই যথেষ্ট...

ভালোলাগা মানেই হলো ভালো লাগা...

শুভকামনা...
শুভকামনা...

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো। মুগ্ধপাঠ!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই

আপনি এলে পাঠ করলে কথা বললে সবসময় খুবই খুশি হই... সে অনেক ভালোলাগার ব্যপার...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার +++

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... এটা আনন্দের... পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

যা কিছু চমৎকার আপনার হোক...

শুভকামনা...

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

জুন বলেছেন: অদৃশ্য, আপনার লেখাগুলো ক্রমশই দৃশ্যমান হয়ে উঠছে ইদানিং। চেষ্টা করেও চোখের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়া যাচ্ছে না মসলিন আঁচলে জমিয়ে রাখা মখমলি মেঘ । অসাধারণ
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

অদৃশ্য বলেছেন:
জুনাপু

আপনাকে নিয়মিত পাচ্ছি... এটা খুবই ভালোলাগার

কেউ আন্তরিক পাঠ করলে তার কাছে বাজে জিনিসও মাঝে মাঝে ভালো লাগবার মতো হয়ে যায়... এখানে তাই আসল কথা হলো আন্তরিক পাঠ, সেজন্য খুবই খুশি হলাম... অবশ্য দোষ ত্রুটির কথা বললেও খুশি হতাম...

এভাবে কথা বললে পথের শেষেও পথ তৈরি হয়ে যায়...

শুভকামনা...

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

লাবনী আক্তার বলেছেন: সে আসবে
বিস্তৃত তৃণের ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে
অথবা সুদূর শূন্য থেকে শকুন যখন পতিত উল্কা

হিশহিশিয়ে ডগা ছুয়ে উড়ে যাবার অথবা শূন্য কেটে নিম্নমূখী হবার কালে
সে তাদের পিঠে চাপবে লাগাম ও চাবুক ছাড়াই
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়
তোমার কৃতদাশ

তোমার সৌরভে
প্রান্তরে কাঠগোলাপের বিস্তির্ন বাগান

তোমার নিঃশ্বাসে
বৃক্ষ ও বাতাসের বুকে সমান্তরাল কস্তুরীপথ

সে আসবে, সেই পথে
তৃষ্ণার্ত
ক্লান্ত

তুমি হাত বাড়িয়ে থেকো,মসলিন আঁচলে উড়িয়ে দিও মখমল মেঘ আর জল দিও দেহচোখের

অতঃপর
মেঘের কোলে মাথা রেখে সে শুনে যাবে অপার্থিব গান

তখন পার্থিব আকার
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।



তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস

সুন্দরের কৃতদাস এই কথাটার চেয়ে বরং তোমার কৃতদাশ কথাটা বেশি ভালো লেগেছিল। আর নতুন কবিতায় 'সে আসবে' এর জায়গায় 'আমি আসব' কথাটা দারুন লেগেছে। সব মিলিয়ে চমৎকার হয়েছে কবিতা।

তবে দুটিই দু'জায়গা থেকে সুন্দর!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অদৃশ্য বলেছেন:
হায় হায়... বললাম বলে এভাবেই ঝেড়ে দিয়ে গেলেন...

এখানে আপনার আন্তরিকতার শেষ থাকলোনা... খুব খুশি হয়েছি... প্রথম লিখাটিতে কিছু প্রশ্ন এসে সামনে দাড়ালে আমি তাতে আবারো কিছুটা সংযোজন ও বিয়োজন করেছিলাম... আগেই বলেছি যে প্রথম লিখাটি আপনার ওখানে বসেই লিখা... কিছু দ্বাধা ছিলো, পরে তার কিছুটা পরিবর্তন করবার চেষ্টা করেছি...

দাস/ দাশ হয়তো দু'টোও লিখা যায়... মনে থাকবে... আর ''সে আসবে'' টা ছিলো আপনার জন্য... শেষমেষ ভালো লেগেছে আপনার সেইটাই বড় কথা...

শুভকামনা...

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

ভিয়েনাস বলেছেন: সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া
আমি আসবো
তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে .......

প্রতীক্ষা শেষে শোনা হবে অপার্থিব সুর .......কবিতায় ভালো লাগা রইলো :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

অদৃশ্য বলেছেন:

চমৎকার করে বললেন প্রিয় ভিয়েনাস... এভাবে শুনতে ভালোলাগে... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা...

প্রতীক্ষা শেষে শোনা হবে অপার্থিব সুর

শুভকামনা...

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

সমুদ্র কন্যা বলেছেন: চমৎকার!

অনেক ভাল লাগা রইল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হয়েছি... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই ভালোলাগার... ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

এইসব কথা সবসময়ই অনুপ্রাণিত করে...


শুভকামনা...

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগা ডিয়ার অদৃশ্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

অদৃশ্য বলেছেন:
টুম্পামনিকে দেখতে পেয়ে খুবই ভালোলাগলো... এই যে হুট করে এসে লিখাগুলো পড়ে যান বলে ভালোলাগার শেষ থাকেনা...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

রেজোওয়ানা বলেছেন: সাঁঙ্কানী' মানে কি?


কবিতা পড়তে ভাল লাগছিল------

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

অদৃশ্য বলেছেন:
আপুকে দেখে খুবই খুশি হলাম... আমি জানি যে আপনি আসেন বা আসবেন কখনো লিখাগুলো পাঠের জন্য... এটা সবসময়ই ভালোলাগার... অনুপ্রেরণার...

সাঁঙ্কানী এক ধরনের বিষধর সাপ যা কিনা কোবরা শ্রেনীভুক্ত... ভাষাটা আঞ্চলিক বা অতি আঞ্চলিকও বলা যেতে পারে... সাঁঙ্কানী অথবা সাঁঙ্কনী... কোবরা, যার পুরোটা দেহ জুড়েই পরপর সাদা কালো রিং থাকে...

শুধু পড়তেই ভালো লাগলো আপু... কোন ফিলিংস তৈরী হলোনা?!

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস


মুগ্ধ পাঠ্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই

আপনার আগমন ও পাঠ সবসময়ই আনন্দের হয়ে থাকে... খুব খুশি হই...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

কবিতা নিয়ে পরে বলবো ।

তবে সাঁঙ্কানী মানে কী শিশির বিন্দু ?








আমার পোস্টে মন্তব্যের জবাব অনুগ্রহ করে দেখে আসবেন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি

না, সাঁঙ্কানী আসলে শিশির বিন্দু নয়... এখন ভাবছি তা শিশির বিন্দু হলে খারাপ হতো না চমৎকার হতো...

সাঁঙ্কানী এক ধরনের বিষধর সাপ যা কিনা কোবরা শ্রেনীভুক্ত... ভাষাটা আঞ্চলিক বা অতি আঞ্চলিকও বলা যেতে পারে... সাঁঙ্কানী অথবা সাঁঙ্কনী... কোবরা, যার পুরোটা দেহ জুড়েই পরপর সাদা কালো ছোপ থাকে যা রিং এর মতো... দেখতে খুবই সুন্দর

এলেন, পাঠ করলেন, ভাবলেন, প্রশ্ন করলেন বলে খুবই খুশি হলাম... অথবা সবসময়ই খুশি হই...

শুভকামনা...

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

আরেক মন্তব্যে জবাবটা খেয়াল করি নি ।

তাহলে সাঁঙ্কানী কি গেছো সাপ ? যে উড়তে পারে ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, আগের দু'মন্তব্যে লিখেছিলাম... আর আপনার মন্তব্যের জবাবেও ক্লিয়ার করবার চেষ্টা করেছি... আরো ক্লিয়ার করবার চেষ্টা করছি...

দ্রুতগামী সাপ... কিছু সাপ অত্যন্ত দ্রুত চলতে পারে, এরা ছোট ছোট ঝোপঝাড় বা কিছুটা বড় ঘাস জাতীয় গাছের চূঁড়া ছুয়েও চলতে পারে... দেখলে মনে হবে উড়ে যাচ্ছে... আমার বাস্তব দেখা এমন একটি ঘটনাকেই লিখাটির একটি প্রয়োজনীয় অংশে আটকে দিতে চেয়েছি...

এর পরো ভাবনায় কোন প্রশ্ন থাকলে জানিয়ে যেতে পারেন... এভাবে শুনতে ভালো লাগে...

শুভকামনা...

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তোমার সৌরভে প্রান্তরে কাঠগোলাপের অরণ্যে যৌবনোদয়
তোমার নিঃশ্বাসে বৃক্ষ ও বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ

সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া
আমি আসবো
তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে



খুব ভালো লাগলো।


সারিবদ্ধ তৃণের চিকন ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে অথবা সুদূর শূন্য থেকে ঈগল যখন বিক্ষিপ্ত উল্কা

আমি আসবো


আমি এ কটা লাইনকে পড়লাম এভাবে- একটা সুগন্ধি ফুল- তার ডগায় একটা সাপ, আর সাপকে ছোঁ মেরে থাবাবন্দি করে নিল একটা চিল- অমন সময়ে ওখানে আমার উপস্থিতি। কিন্তু সাপ বা চিল কোনোটাই ক্ষুধার্ত বা বিষাক্ত নয়- তারা সুন্দরের পিয়াসী।

এবার এ রূপকে সুগন্ধি ফুলকে একজন লাবণ্যময়ী প্রেমিকা দ্বারা প্রতিস্থাপন করা যাক, আর সাপ ও চিলের জায়গায় রূপ-পিপাসু অপর কোনো যুবা।

পাঠক কবিতাকে নিজের মত অনুবাদ করে- আমি তাই করলাম।

শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

অদৃশ্য বলেছেন:
কবি

এই লিখাটিতে ধুলো বালি ছাই হতে সোনাবীজের অঙ্কুরোদ্‌-গমে স্রেফ মুগ্ধ হয়ে গেলাম ( এভাবে বললাম বলে মনে কিছু নিলেননাতো... নিলে আর কখনোই এভাবে বলবোনা )... অতঃপর যে ফুল ফোঁটালেন তার গন্ধে বিভোর হলাম... এমন চমৎকার একটি দৃশ্য চোখের সামনে এনে দিলেন যাতে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় ছিলোনা...

এই টাইপের লিখায় আমি কখনোই ভাবিনা যে আমার ভাবনা ও কল্পনার দৃশ্যের সাথে পাঠকের কল্পনাদৃশ্য হুবহু মিলে যাবে... একটি দৃশ্যের ভেতরে অনেক দৃশ্য যেমন থাকে তেমনি একটি কথার মাঝেও অনেক কথা থাকতে পারে... এখানে আপনার কল্পনা দৃশ্য খুবই সুদৃশ্য... যা কিনা আমার কল্পনার দৃশ্যের সাথে অনেকাংশে সাদৃশ্য...

কবি
আপনার মতো অন্তর চক্ষু খোলা পাঠকের জন্য বহুসময় অপেক্ষায় থাকা যায়... আর পাঠক অবশ্যই নিজের মতো করেই ভাববেন...তার অর্থ এই না যে আপনি আবার অনেকদিন বাদে এদিকে ঢুঁ মারবেন... আপনার সময়করে নিয়মিত আগমন ও পাঠ আমার জন্য উপকারি হবে...

আপনার এই প্রাণবন্ত উপস্থিতি ও নিবিড় পাঠ আমাকে প্রবলভাবেই অনুপ্রেরণা যোগাল...

শুভকামনা...

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

আরজু পনি বলেছেন:

প্রথমত শিরোনামটা অসাধারণ !

যদিও মসলিন আচঁল তবু্ও কেন যেন জামদানি শাড়িতেই কল্পনা করলাম ...কিন্তু আধো আলো আধো অন্ধকারে সে এক দারুণ রূপ !

কোট করতে যেয়ে বিপদেই পড়ে গেলাম !
সবই নিতে ইচ্ছে করছে !

অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর
.......কী দারুণ !




..........
আব্বাস সাহেবের লেখা , সেদিন আপনার প্রিয় লিস্ট থেকে দেখলাম ...সত্যিই দিনগুলো মনে হচ্ছে খুবই চমৎকার ছিল !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি

আবারো আপনাকে এখানে পেয়ে খুবই খুশি হলাম... এই যে বার বার এসে কথা বলে যান এটা অত্যন্ত ভালোলাগার একটি ব্যপার, যা কখনোই বলে বুঝানো সম্ভব নয়...

বিষয়টা এমন নয় যে লিখাটি মন্তব্যের পরিমান বাড়ছে বলে খুশি হচ্ছি... বিষয়টা এমন যে কেউ একজন আমাকে নিজের ভেবে খুব আন্তরিক কথা বলছেন বা শেয়ার করছেন... এইসব ব্যপারগুলো সবসময় সাধারণ মানুষদের অনুপ্রাণিত করে...

ঠিক আছে আপনার যদি জামদানিতেই ভালো লাগে তবে তাই সই... আপনার ভালোলাগাটাই মুখ্য... কোট না করলে কোন অসুবিধা নেই তো...

_____

প্রিয়কবির কথা বলে গেলেন... আপনি খেলায় করেছেন নিশ্চয়, যে আমার এখানে প্রিয়পোষ্টের জায়গাটিতে আর কারো প্রিয় পোষ্ট নেই... এটা শুধুমাত্র প্রিয়কবির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্যই করেছি...
হয়তো অনেকেই অনেক কিছুই ভাবেন এটা নিয়ে বা তার মন্তব্য নিয়ে... তাতে অবশ্য আমার কিছু যায় আসেনা... প্রিয়কবি তার অল্প অল্প কথাতেই আমাকে শূন্যতা দেখতে শিখিয়ে গ্যাছেন... এই সামহোয়ারে তার সান্নিধ্য ছিলো আমার জন্য পরম পাওয়া... তার প্রতি আমার অনুভূতিগুলো কাউকে কোনদিনই বুঝানো সম্ভব হবেনা... প্রিয়কবি দেলোয়ার হোসেন মন্জু প্রতি কৃতজ্ঞতার কোন শেষ নেই...

হ্যাঁ... সেই সময়টা ছিলো দুর্দান্ত... ভালোবসা, মায়া,মমতা, মারামারি, কাটাকাটি সবই চলতো একই ঘূর্ণির ভেতরে... তবে এটা ঠিক যে সেই সময়ে যারা নিয়মিত লিখালিখি করতেন এখানে তারা অধিকাংশই ছিলেন প্রেরণা যোগানোর মানুষ...

কথায় কথা বাড়ে... তাই আপনার সাথে অনেক কথা হয়ে যাচ্ছে... কথায় অনুভূতি বাড়ে তাই এভাবে কথা বলতে ভালো না লাগার কোন কারন খুঁজে পাইনা...

শুভকামনা...

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

নেক্সাস বলেছেন: সাঁঙ্কানী শব্দটা দারুন। আমাদের অঞ্চলে বলে উড়া উড়া সাপ।


কবিতায় মুগ্ধ পাঠ..

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় নেক্সাস

আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... আশাকরছি আপনার স্বাস্থ আগের চেয়ে অনেকটা ভালো আছে... এই আসাটা আমার জন্য সবসময়ই ভালোলাগার... সত্যই অনেক ভালোলাগার...

সাঁঙ্কানী শব্দটা আমারো অনেক ভালো লাগে বিধায় কবিতাটিতে একে আটকে দিয়েছি... পছন্দ হওয়ায় আনন্দ পেলাম...

আপনাদের ওদিকের উড়া উড়া সাপটি কি এই কোবরা শ্রেণীর ভেতরেই পড়ে নাকি সেই উড়া সাপের কথা বলছেন যেটা অনেকটা পর্যন্ত সত্যই উড়তে পারে... দেখতে সবুজ, মাথা কিছুটা চোখা, দেহটা বেশ চিকনা ( আমাদের ওদিকে এই সাপটিকে বাঁশপাতারী সাপ বলে থাকে )...

সবসময়ই অনুপ্রাণিত হই...

শুভকামনা...

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন: না আমাদের এই সাপটা উড়তে পারেনা.... যেটা উড়তে পারে সেটা পঙখিরাজ সাপ বলেই লোকে বলে থাকে। উড়াউড়ি সাপটা কোবরা শ্রেণী কি জানিনা। তবে আমি ফনা তুলতে দেখেছি। বেশ দ্রুতগামী এবং সরু। চোখের পলকে গাছের ডালপালা, গুল্ম, তৃণের উপর দিয়ে হারিয়ে যায় বলে লোকে একে উড়াউড়া সাপ বলে। গায়ের রং মেটে ধুসর সাদার মিশ্রন। সচরাচর কাউকে কাটেনা। তবে কাটলে বাঁচানো দায়। বিষাক্ত বেশ এবং কাটে মাথার তালুতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় নেক্সাস

আবার আপনাকে দেখে খুশি হলাম... ঠিক, আমি যে বাঁশপাতারী সাপের কথা বলেছি আসলে সেইটা পঙখিরাজ হিসেবেই সব জায়গাতে পরিচিত...

আপনার বর্ণনার এই সাপটি সম্ভবত কোবরা শ্রণীরই হবে... ফণা তোলা সাপেরা বিষাক্ত হয়...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

বোকামন বলেছেন:




সুদূর শূন্য থেকে ঈগল যখন বিক্ষিপ্ত উল্কা
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস
বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ
পার্থিব আকারে অপার্থিব সুরের সুগন্ধ

যদি ভিতরে ঢুকে খোঁজাখুঁজি করি তবে মিস করবো গোধূলি লগনের অপূর্ব নয়নাভিরাম দৃশ্য।
তাই আমাকে অনুরোধ করবেন না ভিতের আসার; আমি বাইরে থেকেই দেখতে চাই পুরো ক্যানভাসটি।
হতে পারে বিবিধ রঙের সরল/বক্র চলন আমার মূর্খ ভাবনায় দৃশ্যত হবেনা/ যোগ্যতা রাখিনা
তবে নিশ্চিত বলতে পারি অন্তত বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার হয়ে যাওয়ার দৃশ্য দেখতে না পারলেও
জল এবং বৃষ্টিকে ঠিকই দেখতে পারবো ...

আপনার দৃশ্যমান পাঠক সবসময় না হতে পারলেও আছি সাথেই অদৃশ্য পাঠক হয়ে।
আকাশের ঠিকানায় ভালোলাগা বুঝে নিবেন ... যদি ইচ্ছে হয় ....


১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

আমি এজন্যইতো আপনাকে বলে আসিনি যে একটি লিখা দিয়েছি দেখে আসবেন... আপনিতো বলেইছিলেন ব্যস্ততার কথা অনেক কষ্ট করে ব্লগে সময় দেবার কথা... আমার মনে আছে এবং ভেবেই নিয়েছিলাম যে আপনি কোন কোন সময় এসে লিখাটি পাঠ করে গ্যাছেন বা যাবেন...

অনেক সময় বাইরের দৃশ্যগুলোই সুন্দর হয়ে থাকে... ভেতরে ঢুকলে প্রত্যাশা মতো সবকিছু পাওয়া যায় না... তাই যেখানেই সুন্দর সেখানেই থাকুন... আপনি যেখান থেকেই সুন্দর দেখবেন সেটাই হবে আনন্দের...

শুভকামনা...

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

শ্রাবণ জল বলেছেন: মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর অনেক ভাল লাগছিল পড়তে।

সাঁঙ্কানী বলে কি শঙ্খচূড় সাপ বোঝালেন? নাকি এই নামে আলাদা কোনো সাপ আছে??

শুভ কামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

অদৃশ্য বলেছেন:
এটা খুবই আনন্দর বিষয়... নিজে আর লিখাটিখা দেন না অথচ নিয়মিত আমার বা আমাদের লিখগুলোতে সময় দেন... এটা যে কাউকে অনুপ্রাণিত করবার জন্য যথেষ্ট...

আসলে লিখাটিতে একটি বা অনেকগুলো রোমান্টিক দৃশ্য তৈরীর চেষ্টা করেছি... হওয়া না হওয়া পাঠক বলতে পারবে... আপনার আন্তরিক পাঠ সবসময়ই ভালোলাগার...

সাঁঙ্কানী/ সাঁঙ্কনী / শঙ্খনী ... এরকমই ডাক চল আছে এই সাপটার, গোখরাশ্রণী... সম্ভবত এটাকে শঙ্খচূড় বলে না... আমি যদিও উপরের মন্তব্যে বলেছি এর গায়ে সাদাকালো রিং এর ছাপ আছে... আসলে ঠিক সাদা নয়, সাদার জায়গায় রংটা সম্ভবত হলুদাভ হবে... আবার সাদাও থাকতে পারে...
শঙ্খচূড়ের রিংগুলো চিকন চিকন... এদের রিংগুলো কিছুটা মোটা মোটা টাইপের...

নতুন লিখা দিন... অপেক্ষায় আছি

শ্রবণজলের জন্য
শুভকামনা...

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অদৃশ্য
লেখায় দৃশ্যমান দেখে ভালো লাগে খুব..............

ভালো থেকো ,অজানা দেশের না জানি কি....
শুভেচ্ছা সারাবেলার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

অদৃশ্য বলেছেন:
আমি অনেকদিন থেকেই আপনার জন্য অপেক্ষা করছি... ভাবছিলাম কবে আপনি আবার লিখালিখি শুরু করবেন ব্লগে... আশা ছিলো আবারো আপনাকে ফিরে পাবার...

মাঝে মাঝে হঠাৎই আপনাকে দেখেছি, আর নিজের ঘরে ঢুকে আপনার ছায়া না দেখে কেন জানি মনটা খারাপ হয়ে গ্যাছে... এমনটা এমনিতেই হয় আসলে... সাজি আপাকে সাজি আপাই ভাবি এজন্য...

আশা থাকবে আবারো নিয়মিত হবেন... আপনার লিখাগুলো আমাদের পাঠ করবার সুযোগ করে দেবেন...

সাজি আপুর জন্য
শুভকামনা...

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর

তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।

খুব খুব খুব সুন্দর
:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

অদৃশ্য বলেছেন:
সুস্বাগতম আমার ঘরে... এটা খুবই আনন্দের ব্যপার... আপনার এই উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই খুশি হলাম...

এসবই আমার চলার পথের পাথেয়... সময়পেলে মাঝে মাঝে ঘুরে যেয়েন... কথা হবে

শুভকামনা...

৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

প্রত্যাবর্তন@ বলেছেন: আবারো পড়লাম । আবারো প্লাস ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

সকাল বেলা এসেই আপনার পোষ্টটি আগে দেখলাম... যে বিষয়টা নিয়ে পোষ্ট দিয়েছেন সেটা নিয়ে যে কি বলি ভেবেই পেলাম না বা পাচ্ছি না...

লিখাটি আবারো পাঠ করলেন ও লিখাটির গভীরে আবারো প্রবেশ করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... আপানর প্রতিটি কথাই আমার কাছে মূল্যবান...

শুভকামনা...

৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নস্টালজিক বলেছেন: সুন্দর!

কবিতার নামটা দুর্দান্ত!


শুভেচ্ছা, বাকী!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় নস্টালজিক

সকাল বেলাতেই ঘরের দরজা খুলে আপনার চেহারা দেখে খুবই খুশি হলাম... এই সময়করে আসাটা আসলে অনেক কিছু... অতঃপর আন্তরিক পাঠ ও মন্তব্য, এসবের কথা না হয় বাদই থাকলো...

আপনি জানেন নিশ্চয় প্রিয়জনকে কিছু ভালো লাগাতে পারাটা প্রশান্তি আনে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

অনেকদিন আপনার নতুন কোন লিখাই পাচ্ছিনা... মনে হচ্ছে ব্লগ থেকে ইচ্ছা করেই দূরে থাকছেন... নতুন লিখা দিন, অপেক্ষায় আছি

শুভকামনা...

৪২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

শাহেদ খান বলেছেন:




অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর

তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।



শুরু থেকেই সুন্দর শব্দের বুনটে ঘোর তো তৈরি হয়ই, আপনার কবিতায় শেষে এসে কেমন যেন আরও আক্রান্ত হয়ে পড়ি !

পড়তে ভাল লাগছে। তাই পৃষ্ঠা উল্টে যাচ্ছি আপনার বই'টার...

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই

আমিও খেয়াল করছি যে কিভাবে আপনি আমাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলছেন... আপনার মূল্যবান সময়গুলো ব্যয় করে আপনি আমার লিখাগুলো এভাবে পাঠ করছেন ... কৃতজ্ঞতা

আপনার ভালো লাগছে লিখাগুলো সেটাই আমার জন্য আনন্দের এবং প্রেরণার... এটা আমার সৌভাগ্য

শুভকামনা...

৪৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

বৃষ্টিধারা বলেছেন: মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ

এটা ই কবিতা । আর কিছু বলার দরকার পড়ে না ।

অসম্ভব সুন্দর......

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১৬

অদৃশ্য বলেছেন:
ঘুরে ঘুরে আমার লিখাগুলো পড়ছেন আবার যথেষ্ট অনুপ্রাণিত করবার মতো মন্তব্যও করছেন... পয়সা ছাড়া কারা করে এমন কাজ... প্রিয়জনেরা...

আপনি লিখাটি অনুভব করলেন বলে খুশি হলাম খুব... সম্ভবত আপনাদের মতো মানুষদের জন্যই আমি ব্লগ কামড়ে পড়ে থাকি সামনের পথ তৈরির জন্য... দৃশ্য তৈরির জন্য...

কৃতজ্ঞতা...

বৃষ্টিধারার জন্য
শুভকামনা...

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৪

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

মজা পেলাম । আসলেই তো আমি বিনে পয়সায় মন্তব্য করছি ।

কি লাভ বলেন ? টাকা ছাড়া কি আছে জীবনে ? ;)

এ হতে পারে না । এখন থেকে আপনি আমাকে পেম্যান্ট দিলেই কেবল আমি মন্তব্য করব । এন্ড এতদিন যা মন্তব্য করেছি তার বিল পাঠই দিব,শোধ করে দেবেন মনে করে । :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

অদৃশ্য বলেছেন:
আপনি চাইলে তো আমাকে চেষ্টা করতে হবে, পারা না পারাটা পরের কথা... ইচ্ছাটা আসল...

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অনেকেই আছেন যারা নিজেদের মন্তব্যকে অত্যন্ত দামী মনে করেন... সেটা শুনতে খারাপ লাগলেও কথাটা ঠিক, প্রত্যেকের মন্তব্যই তার কাছে বা যাকে করা হচ্ছে তার কাছে অত্যন্ত মূল্যবান... টাকা ছাড়া যে এমনি এমনি তা আমরা পাই এটা ভাগ্যের ব্যপার বটে...

আপনাদের প্রতিটা মন্তব্যে আমি প্রতিবারই নতুন করে ঋণী হয়ে যাই... সত্য কথা এমন যে আপনার বা আপনাদের একটি মন্তব্যের প্রতিদান শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া অন্য কোন ভাবেই দেওয়া অসম্ভব... এটার মূল্য নির্ধারণ অসম্ভব...

আপনার সাথে কথা বলে বলে বেশ কিছুদিনের অনুপস্থিতির জড়তা গুলো সম্ভবত কাটিয়ে উঠলাম... অনেক হেল্প করলেন যা কিনা আপনি বুঝতেই পারলেন না...

বৃষ্টিধারার জন্য
শুভকামনা...

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

বৃষ্টিধারা বলেছেন: এসব বল্লে হবে না । কথায় চিড়া ভিজে না । :-P :-P

তা,কতগুলো কৃতজ্ঞতা জমা হয়েছে হিসেব করে না হয় তা ই শোধ দিন । B-)) B-)) B-))

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০০

অদৃশ্য বলেছেন:
একটি মন্তব্যের ভেতরেই অগণিত... কি করে সবটা হিসেব করবার সাহস দেখাই বলুনতো...

জানি কথায় চিড়া ভিজে না... তবে শুনেছি কথায় মন ভিজে... ভরে... সেই অনুভূতি থেকে ছাড় দিলেই মনে হয় মুক্ত হওয়া সম্ভব... নয়তো এটা আমাকে খুবই ভাবনার মধ্যে ফেলে দেবে যে কি করে আমি এর প্রতিদান দিতে পারি !...

এখনো পর্যন্ত এর তেমন কোন সমাধান পাইনি... আপনার উপর কিছুটা ভার দিলাম যে ''শোধ'' কিভাবে করা যায় তা আমাকে জানাবার জন্য... দেখি এক্ষেত্রে আপনার আইডিয়া কেমন হয়...

প্রিয়জনের জন্য
শুভকামনা...

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর এবং ঝটপট আইডিয়া - চকলেট আর খেলনা নিয়ে আমার বাসায় চলে আসেন । আমি খুশি হব আর ফ্রি ফ্রি মন্তব্য করব । :#) :#)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

অদৃশ্য বলেছেন:
আইডিয়াটা একেবারেই মন্দ না... খুবই পছন্দ হয়েছে আমার... এখন আপনার ঠিকানাটা পেলেই হয়...

আমার উপস্থিতির সম্ভাবনা না থাকলেও চকোলেটের উপস্থিতি আপনি অবশ্যই টের পাবেন... পৃথিবীতে একজন মানুষকেও খুশি করতে পারাটা কিন্তু অনেক বড় ব্যাপার...

আপনার এমন আন্তরিক সব মন্তব্যে আমি যেমন অনেক আনন্দ পাচ্ছি তেমনি শিখছি অনেক কিছু...

তাহলে আপনার বাসার লেটার এড্রেসটার অপেক্ষাতে রইলাম...

প্রিয়জনের জন্য
শুভকামনা...

৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

বৃষ্টিধারা বলেছেন: আপনার এফ বি আই ডি দেন । ঠিকানা দিচ্ছি । :D :D

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১

অদৃশ্য বলেছেন:
Baki Arindam... এই নামেই আমার ফেবুতে আইডি আছে ( আমি ফেবুতে খুব কম যাই, তবে যাই ) আর সাথে আমার মেইল এড্রেসটাও দিলাম ( the.unseen.rose@জিমেইল.কম )...

আপনি পাঠালে পেয়ে যাব আশাকরি...

ভালো থাকুন সর্বদা
শুভকামনা...

৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

বৃষ্টিধারা বলেছেন: সেন্ট :#> :#>

এড মি ।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১৮

অদৃশ্য বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে... এড করে নিচ্ছি কিছুক্ষনের মধ্যেই...


ভালো থাকুন
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.