![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা
০
___
বিশ্বরোড রেলক্রসিং এ মস্তক থ্যাতলানো দেহ পড়ে আছে
নিথর
আত্মা খাঁচা ছেড়ে চলে যাবার পরও
রক্তগুলো গড়িয়ে গড়িয়ে টঙ্গি গাজিপুর টাঙ্গাইল পেরিয়ে
যমুনামূখী
ক'ফোটা জলে পড়ে স্রোতের টানে
আরও কতদূর গেলো
কে জানে!
১
___
সেইসব দাবদাহে পুড়ে গেছে অসংখ্য বালিকার দেহ
যুবকের চোখ
কোমলতা রুপান্তরিত হয়ে জলন্ত কয়লা
পিপাসু মজ্জা
আজ এই বর্ষায় তারা ভিজেছে, ভিজেছে নির্মমভাবে
আর শুষে নিয়েছে জলজ রস
ঠিক এভাবেই প্রতি দাবদাহ পর পর
তারা হয়ে যায় কামুক
অথবা
পিয়াসি দীঘি।।
______________
_____ বাকী অরিন্দম
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো বলে... কাজের ঝামেলায় নেটের বাহিরে ছিলাম বলেই এমনটা হলো... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যে অনেক খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। শেষ লাইনগুলো পছন্দ হয়েছে।
আপনার পারমিশন নিয়ে একদিন স্ট্যাটাস দিব।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১১
অদৃশ্য বলেছেন:
দেরি হবার জন্য দুঃখিত... আপনার ভালো লাগা সবসময়ই আমাকে আনন্দিত করে... খুবই খুশি হই...আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
আপনি স্ট্যাটাস দিলে আমি খুশিই হবো...
শুভকামনা...
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !
বরাবরের মতই মুগ্ধ হলাম !
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুঃখিত অভি... এভাবেই বলেন সবসময় যা কিনা খুবই ভালোলাগার... আপনার আন্তরিক পাঠে ও মন্তব্যে অনেক খুশি হই...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... আপনার আগমন ও পাঠের জন্য খুব খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমতকার।।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৭
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুঃখিত... এইসব চমৎকার সবসময়ই অনেক ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
ইমিনা বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৫
অদৃশ্য বলেছেন:
ধন্যবাদ আপনাকে...
আমার মন্তব্যটা ডিলিট করলেন কেন ?
শুভকামনা...
৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫
অদৃশ্য বলেছেন:
বেশ কিছুদিনবাদে সেলিম ভাইকে দেখে খুবই খুশি হলাম... সময়করে আসবার জন্য ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
টুম্পা মনি বলেছেন: সেইসব দাবদাহে পুড়ে গেছে অসংখ্য বালিকার দেহ
যুবকের চোখ
সত্যিই তাই! খুব গভীর কবিতা। একেবারে বৈশাখের কড়া রোদের সাথে মানুষের জীবন মিলেমিশে একাকার। অনেক ভালো লাগল। শুভকামনা।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৯
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুঃখিত টুম্পামনি... এলেন আন্তরিক পাঠ করলেন আন্তরিক মন্তব্য করলেন যা খুবই ভালোলাগার... মাঝে মাঝে সমালোচনা করলেও সমস্যা নেই...
শুভকামনা...
৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬
গোর্কি বলেছেন:
কথার সাথে ভাবের সমন্বয় এর অসাধারণ প্রকাশ! আপনার কবিতার সহজ ভাষা গভীরভাবে চিত্তকে উদ্বেলিত করে। বরাবরের মতই মুগ্ধপাঠ সুপ্রিয়। সর্বোপরি বলতে হয়, পীড়াদায়ক এই জগৎ থেকে মুক্তি চাই।
শুভকামনা এবং ভাল থাকা হোক সারাবেলা।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুখিত শ্রদ্ধেয়... আপনার কথাগুলো আমাকে দারুনভাবেই স্পর্শ করে সবসময়... আপনার অভিজ্ঞ পাঠ আমাকে প্রাণিত করে... পার্থিবটা আমার কাছেও পীড়াদায়কই মনে হয় আপনার মতো... শুধু মাঝে মাঝে ভাবি যে এর থেকে মুক্তির আগে আমাকে কি কি করতে হবে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: কবিতা দুইটা পড়ে স্থানু হয়ে গেছি । বিশেষ করে প্রথমটা ।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৭
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুখিত মামুন ভাই... আপনার সময় ও আন্তরিক পাঠ আমাকে আনন্দ দেয় এবং অনেক প্রাণিত করে... আপনার ভালোলাগায় খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১১| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম কবিতায় ঘাতকের নির্মমতা আর সন্তানহারা মা বাবার কিংবা আত্মীয়স্বজনের আহাজারি ফুটে উঠেছে আর দ্বিতীয়টায় দর্শনে ধর্ষণ, যা অনেকটা আমার অণুগল্পটার মতো, যেটাতে আপনি মন্তব্য করে এসেছেন।
দুটো কবিতাই ভালো লাগলো। সহজ ভাষায় রচিত অথচ দৃঢ় বক্তব্যে ভাবনার গভীরে নিয়ে গেছেন। দুটোকেই সফল অণুগল্প হিসাবেও চালিয়ে দেয়া যাবে। ধন্যবাদ অদৃশ্য।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুঃখিত... আপনার আগমন ও আন্তরিক পাঠ আমাকে আনন্দ দিয়েছে... মন্তব্যে আপনি যা লিখলেন সেটা আমি পড়লাম আর ভাবলাম... পাঠক যা বলে তাই ঠিক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৪
মোঃ শিলন রেজা বলেছেন: অনেক ভাল লাগলো।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... পাঠের জন্য আন্তরি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অদৃশ্য, আপনার কবিতাগুলো অন্যরকম আবহ তৈরি করে। যথারীতি সুন্দর দু’টো কবিতা পড়লাম। মুগ্ধতা
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
অদৃশ্য বলেছেন:
দেরির জন্য দুঃখিত মইনুল ভাই... আপনি এখন নিয়মিত আমার লিখাগুলো পড়েন বলে খুবই ভালোলাগে... অনুপ্রেরণা পাই... আপনার ভালোলাগা আমাকে চলতে সাহায্য করবে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬
জমরাজ বলেছেন: অন্যরকম দুটি কবিতা পড়লাম।
ভালোলাগা রইল।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪
এম.কে.চয়েস বলেছেন: ভাল লাগলো, তাই পড়লাম
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: রক্তগুলো গড়িয়ে গড়িয়ে টঙ্গি গাজিপুর টাঙ্গাইল পেরিয়ে
যমুনামূখী
ক'ফোটা জলে পড়ে স্রোতের টানে
আরও কতদূর গেলো
কে জানে!
অনেক অনেক ভালো লাগা
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই সময়করে লিখাটি পড়বার জন্য... খুবই খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন... দেরির জন্য দুঃখিত...
শুভকামনা...
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ঠিক এভাবেই প্রতি দাবদাহ পর পর
তারা হয়ে যায় কামুক
অথবা
পিয়াসি দীঘি।।
দারূন লাগলো প্রিয় অদৃশ্য !
ভালো থাকুন ।
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে আমার লিখাগুলো পড়ছেন বলে... আর আপনার প্রিয়তে আছি জেনে আরও খুশি হলাম... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ,ধন্যবাদ ।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪০
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে, যতদূর মনে পড়ছে এর আগে আপনাকে আমার এদিকটাতে দেখিনি... এজন্য বললাম যে আমি মাঝে মাঝেই ভুল করে থাকি... ধন্যবাদ অনেক লিখাটি পাঠের জন্য...
শুভকামনা...
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আগে বলেন বাকী অরিন্দম কে?
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪
অদৃশ্য বলেছেন:
বাকী ___ চিরন্তন
অরিন্দম ___ শত্রু দমন কারী
শুভকামনা...
২০| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুগ্ধ অনুভূতির উপলব্দিতে বলার অবকাশ কম ৷
লাইনগুলোই আলাদাভাবে এক একটা কবিতা ৷
ভিন্ন প্রসঙ্গ আপনার প্রায় কবিতায়ই যতিচিহ্নের প্রায় নেই বললেই চলে ৷ প্রতিটি লাইনের মাঝেই খানিকটা স্পেস থাকে ৷ ইহা কি ইচ্ছাকৃত না প্রয়োজনে ৷ উত্তর না দিয়ে এড়িয়ে যেতে পারেন ৷ সুন্দর থাকবেন কবি ৷
-------------------------------------------
রক্তকরবীর মালা পরে বধ্যভূমিতে গমন
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
অদৃশ্য বলেছেন:
শর্টকাটে বললে ইচ্ছাকৃত... এইটা আসলে একটি/কিছু প্রয়োজনকে বুঝানোর জন্য নিজের ইচ্ছার প্রকাশ বলতে পারেন... বলতে পারেন দুইটা স্পসের মধ্যবর্তী যে কথা তাতে আপনার মনযোগ আরও গভীর করবার একটা প্রচেষ্টা
আমি যেমন বলেছি শব্দের মাঝে শূন্যতা... ঠিক তেমনি বাক্যের মাঝে শূন্যতা বা কথার মাঝে শূন্যতা... এই শূন্যতা অনুভব করবার জন্য, কিছুটা সময় দেবার জন্যই আসলে এই স্পেস ব্যাবহার করি বলেই আমার মনে হয়... এই স্পেসটা আসলে শূন্যতা ভরপুর একটি জায়গা, সেখানে পাঠক পাঠত্তর তার ভাবনা নিয়ে খেলা করতে পারেন ইচ্ছামতো...
''রক্তকরবীর মালা পরে বধ্যভূমিতে গমন''____ অপূর্ব কথা বলে গেলেন...
আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই অনুপ্রাণিত হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
জাহাঙ্গীর.আলম বলেছেন: যতিচিহ্নের ব্যবহার হবে
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩১
অদৃশ্য বলেছেন:
বুঝে নিয়েছিলাম...
শুভকামনা...
২২| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: রক্ত... মৃত্যুর পরেও প্রবাহিত হয়, গড়িয়ে যেতে চায় নতুন গন্তব্যে
বর্ষা... আমাদের রক্তে নাচন যোগায়, সজীব করে, যমুনা চেনায়
আর তাই হয়তো মৃত্যুর পরেও রক্তকণিকাদের তৃষ্ণা মেটে না।
খুব ভালো লাগলো।
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩
অদৃশ্য বলেছেন:
দারুন বললেন হাসান ভাই... আপনার কাছ থেকেতো কথা তেমন একটা বের করতে পারিনা মন্তব্যের জায়গাগুলোতে... মাঝে মাঝে একটু বেশি কথা বলেগেলে কারনা ভালোলাগে বলুন... খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ সবসময়ের...
শুভকামনা...
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৬
অন্ধবিন্দু বলেছেন:
প্রথমে ফিজিক্স তারপর বায়োলজি
বালিকার দেহ যুবকের চোখ জলজ রসে টলমল।
খাঁচাও হয়েছে কামুক; অথচ নির্মম বলছেন দীঘিকে !
২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০
অদৃশ্য বলেছেন:
হাহ হাহ হাহ... ভালো বললেন... ঠিক, ফিজিক্স এর পরে বায়োলজি এসে গ্যাছে... আমি দীঘিতে নির্মমতার ছাপ রাখতে চাইনি... আপনার চোখে এখন দেখছি... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন... খুশি হয়েছি
শুভকামনা...
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় ভালোলাগা কবি
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭
অদৃশ্য বলেছেন:
মনে হচ্ছে অনেকদিন পর আপনাকে দেখলাম... অনেক খুশি হলাম এই সময় করে আসবার জন্য ও লিখাটির আন্তরিক পাঠের জন্য... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২১
এহসান সাবির বলেছেন: ক'ফোটা জলে পড়ে স্রোতের টানে
আরও কতদূর গেলো
কে জানে!
আহ্!!!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫
অদৃশ্য বলেছেন:
বুঝে নিলাম যে আপনি লিখাটি গভীরভাবে অনুভব করতে পেরেছেন... যা আমার লিখাটির জন্য অনেক পাওয়া... খুবই খুশি হয়েছি... আপনার এইসব উপস্থিতি, আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... লিখাগুলোর আন্তরিক পাঠ ও আপনার মন্তব্যে অনেক খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৭| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত কবি ! সহজ, সুন্দর ও গভীর !!
প্রতিটি লাইনই যেন আর্তনাদ করছে !!!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৬
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে পেয়ে আমিনুর ভাই... লিখাটি চমৎকারভাবেই ফিল করলেন তা আপনার কথাতে বুঝা যায়... আমিও আপনার মতো করেই অনুভব করতে চাই... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৮| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯
আজীব ০০৭ বলেছেন: ভালো লাগল।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০০
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লাগলো আপনাকে দেখে... লিখাটির আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৯| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর লেখা কবি
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুব খুশি হলাম... সময়করে এই আগমন ভালোলাগার... লিখাটি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা....
৩০| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ কটি লাইন। মুগ্ধ হলাম পড়ে, সুপ্রিয়।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬
অদৃশ্য বলেছেন:
ইদানিংকালে একটি লিখা পোষ্টকরবার পর আশা রাখি যেন লিখাটি আপনি পাঠ করেন আর ভালোমন্দ কিছু বলেন... যদিও মন্তব্য সবসময় জরুরি নয়... তবে মাঝে মাঝে হলে তা কিন্তু ভালো... আপনাকে নিয়মিত পাই যা আমার জন্য অনেক... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ক'ফোটা জলে পড়ে স্রোতের টানে
আরও কতদূর গেলো
কে জানে!
নাহ ! আর রক্ত চাইনা।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম কান্ডারী ভাই আপনাকে পেয়ে... আপনার নিয়মিত উপস্থিতি খুবই আনন্দদায়ক... অপেক্ষাতে থাকি
ঠিক, ওমন রক্ত আর চাইনা... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ব্যাস্ততার কারণে ইদানীং পোস্ট পড়তে দেরী হয়ে যায় এইজন্য ক্ষমা প্রার্থী।
২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১
অদৃশ্য বলেছেন:
সেটা আর বলতে কান্ডারী ভাই... আমি নিজেওতো পোষ্ট দিয়ে দুইতিন দিন হাওয়া হয়ে গেছি বা যাই... আমরা খেটে খাওয়া পাবলিকরা বুঝি যে অনেক সমস্যার মাঝেই আমাদের সময় বের করতে হয়...
দুঃখ প্রকাশের কোন কারণ নেই ভাইজান... এটাই স্বাভাবিক অবস্থা, এমনটাই থাকুক... নিয়মিত ব্লগে আছেন, লিখছেন, পড়ছেন, মন্তব্য করছেন... সবাইকে অনুপ্রাণিত করছেন... এটা অনেক বড় কথা... এর জন্যই আমরা আপনার কাছে ঋণী... ওভাবে বলে লজ্জা দেবেন না প্লিজ...
ভালো থাকুন সর্বদা...
শুভকামনা...
৩৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
আরজু পনি বলেছেন:
লেখাটা আগেই পড়ে ছোটবেলায় দেখা ট্রেনে কাটা পড়া এক থ্যাতলানো নারী দেহের কথঅ মনে পড়ে গেছে !
লেখায় কেমন যেন অস্থিরতা !
তাই কী ?
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮
অদৃশ্য বলেছেন:
আরে, প্রিয় আরজুপনি যে আমার ঘরে... কোথায় বসতে দিই! কি খেতে দিই! ...
অনেকদিনবাদে আপনাকে আমার এখানে দেখে খুব ভালো লাগছে... খুশি হয়েছি অবশ্যই... তবে আমি কিন্তু মনে করি যে সময় পেলে আপনি আমার লিখাগুলো পাঠ করেন... ওটুকুই যথেষ্ট... আর এই যে এলেন মন্তব্য করে অনুপ্রাণিত করলেন এটা হলো বোনাস... আর বোনাস সবসময়ই আনন্দের...
হ্যাঁ, এমন ঘটনাতো প্রায়ই ঘটে... এমন কিছু দৃশ্য আমার চোখেও আটকে আছে...
আপনি খেয়াল করলেন... তাহলে ঠিকই খেয়াল করেছেন... মনে অস্থিরতা থাকলে তার প্রভাবতো লিখাতে পড়বেই... মানুষতো আজন্মই অস্থির... মৃত্যুই শুধুমাত্র স্থিরতা দেয়, দৃশ্যত...
আপনার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আউলা ঝাউলা কতো কথাই না বলে ফেললাম...
ভালো থাকবেন সবসময়...
শুভকামনা...
৩৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
আরজু পনি বলেছেন:
স্বভাব কবি, লেখকরা এভাবেই লেখে...যখন তখন ।
লিখে ফেলুন ।
শুভেচ্ছা রইল ।।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩
অদৃশ্য বলেছেন:
আপনার এই স্বভাব কবি নামটা শুনে মনে পড়লো আমাদের এলাকার এক মৎস ব্যাবসায়ীর কথা... অনেক পরিশ্রমী একজন মানুষ... ভালো মানুষও বটে... প্রথমের দিকে তাকে যখন দেখি তখন তিনি খেজুরের রস কাটতেন, শীতের সময়... ওনার কাছ থেকে অনেক রস খেয়েছি মাঙনা মাঙনা... আর চুরি করে ওনার কাটা গাছ থেকেও অনেক রস খেয়েছি... হ্যাঁ, টাকা দিয়েও খেয়েছি... বাড়িতে খুব সকালে পৌছে দিয়ে যেতেন ১ম কাটা টাটকা রস... আর অন্য সময় তাকে রিকসা বা ভ্যান চালাতে দেখেছি... এর অনেকদিন পর তাকে দেখি মাছের চাষ করতে, সেটা তিনি অনেকদিন করেছিলেন... সম্ভবত সেখান থেকেই তার অর্থনৈতিক স্বচ্ছলতা চলে আসে... সাথে হয়ে যান একজন নামাজী ও তাবলিগী ব্যক্তি... এর পর দেখলাম/শুনলাম তিনি বিভিন্ন ধর্মীও সভাগুলোতে গিয়ে পরিচিত মানুষদের ধরে ধরে কিছুটা ওয়াজ বা আলোচনা করবার চেষ্টা করছেন... সে এলাকার পরিচিত মুখ হবার কারনে লোকজন তাকে সেই সুযোগ দেওয়াও শুরু করলো... এভাবে একদিন দেখা গেলো তিনি মোটামোটি হুজুর টাইপের হয়ে গ্যাছেন, বিভিন্ন জায়গা থেকে তাকে লোকজন ওয়াজ মাহফিলের জন্য ভাড়া করতে আসেন... তিনিও যান... এখন তিনি সবসময় পাঞ্জাবি পাজামা টুপি পড়ে ঘুরে বেড়ান... সবসময় ধর্মীয় আলাপ করেন... সব ওয়াক্ত নামাজ পড়েন...
এতো কথা বললাম!! যা হোক, এই লোক হলেন স্বভাব কবি... ততকালীন( আমার ছোটবেলাতে) সময়ে তাকেই আমার অন্তমিলের সম্রাট মনে হতো... তাকে যে কোন একটি শব্দ বা বাক্য বলার সাথে সাথেই তিনি তার জোড়া বানিয়ে দিতেন চমৎকার অন্তমিলের সাথে... আমরা পোলাপানরা সারাদিন যখনই তাকে চোখে পড়তো, জ্বালাতন করতাম... বলতাম মকবুল কাকা/চাচা এটা মেলাওতো... এটা... এটা... সেও খুব আনন্দের সাথেই সেই কাজ করতেন... এভাবে বলতে বলতে তিনি চলে যেতেন... আমরা চেঁচিয়ে চেঁচিয়ে আরেকটা বলতাম, উনিও চেঁচিয়ে চেঁচিয়ে তা মিলাতে মিলাতে চলে যেতেন, এভাবে কতোবারই না, কতো দিনই না তাকে জ্বালাতন করেছি... এখন আমি বিশ্বাস করি উনি প্রতিভাধর, নাছাড়া এভাবে এতো দ্রুত এটা কেউ করতে পারবেনা... শুনেছি ওনার ওয়াজেও উনি নিজের কথাগুলো অন্তমিলের সাথেই করেন... লোকজন সেটা বেশ পছন্দও করে...
দেখছেন কত কথা বলি... এর চে মকবুল কাকাকে নিয়ে একটা পোষ্ট দিলেও পারতাম... যা হোক, একজন স্বভাব কবির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবার ইচ্ছা হলো তাই তার মোটামোটি ডিটেইল আপনাকে জানালাম...
কবিতা লিখাটা আমার কাছে অনেক কঠিন একটা কাজ বলেই মনে হয়... তারপরো আমি চেষ্টা করি... কেননা এটা করতে আমার ভালো লাগে... মনে হয় আমি ফিল করতে পারি কবিতার অনুভূতিকে...
শুভকামনা...
৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩১
আহসান জামান বলেছেন:
চমৎকার নির্মাণ! শ্রদ্ধা কবি। ভালো থাকবেন।
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আহসান ভাই লিখাটিতে আপনাকে পেয়ে... এভাবে নিয়মিত আসাটা খুবই ভালোলাগার... আপনার আন্টরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে প্রেরণা যোগায়... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৫
আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর কবিতা। তবে প্রথমটা বলব ভয়ংকর ।
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
প্রথমটা কবিতাটিতে আপনার চোখ যা দেখলো তা যথার্থ...
শুভকামনা...
৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সোমহেপি বলেছেন: অনেক সুন্দর কথ্মালা।
ভাল থাকবেন।
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম আপনাকে দেখে... লিখাটির আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৩৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯
পেন আর্নার বলেছেন: যথার্থ একটা লেখা, অথবা কবিতা।
ভাল লেগেছে। খুব।
শুভকামনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে লিখাটিতে পেয়ে... সময়করে আসা ও লিখাটির আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার অনুভবের স্পর্শ যেন আমিও পেলাম...
শুভকামনা...
৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯
নমিতা নায়ান বলেছেন: ভাবনার সুন্দর প্রকাশ
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... এমন উপস্থিতি সবসময়ই আনন্দের... এলেন, পাঠ করলেন আর আন্তরিক মন্তব্য করলেন বলে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৪০| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৮
রাইসুল নয়ন বলেছেন:
সাত সকালে এত বিষ গ্রহণে নেশা ধরে গেল ,শ্রদ্ধেয় কবি !!
বিষের পরিমান কম হলে নাস্তা করতে যেতাম , আজ আর হবেনা !!
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
অদৃশ্য বলেছেন:
আরেহ্ নয়ন যে... কি ব্যাপার স্যাপার হ্যাঁ, ইদানিং ব্লগেই দেখিনা আপনাকে... একটা লিখা দিয়ে হাওয়া হয়ে গেলে ব্লগ চলবে কি করে...
বিষাক্তই বটে... তবে আমিতো কখনোই চাইনি যে এই বিষে আপনার নাস্তার রুচি নষ্ট হয়ে যাক... সম্ভবত আমাদের পার্থিব জীবনটাই বিষে ভরপুর... খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন বুঝলেন, ওটা না করলে শরীর খারাপ হয়ে যাবে আর বান্ধবিরাও লিকলিকে আপনাকে দেখে নাক সিটকাবে, সাবধান...
খুব খুশি হয়েছি অনেকদিন পর আপনাকে এদিকে দেখে... সবসময়ই খুশি হই... লিখালিখি চালিয়ে যান আর ভালো থাকেন সবসময়...
শুভকামনা...
৪১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
অন্ধবিন্দু বলেছেন:
অদৃশ্য,
হ্যাঁ ! আমি দেখেছি
রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যখন যমুনামূখী
আমি দেখেছি দীঘির বদ্ধ পানিতেও সেই রক্ত-মানুষের নির্মমতা ...
যদি কবিতা পড়ার সাথে সাথে, কবিতাকে দেখার চেষ্টা করি। কবির আপত্তি নেই তো ! (আপনার উত্তরটি অনেক দেরীতে দেখলাম, দুঃখিত)
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪
অদৃশ্য বলেছেন:
দারুন আপনার চোখ... আমিতো নিজেকে বলি অন্ধ... আমি যেন কিছুই দেখতে পাইনা এমনই মনে হয় প্রায় সময়ই... আবারো কথা বলে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন...
আমি ইদানিং বলি প্লিজ অনুভব করুন... আমার শব্দগুলো অনুভূতি অনুভব করবার চেষ্টা করুন... আপনি যদি দৃশ্যের সাথে অনুভব করতে চানতো কে আপনাকে বাধা দেয়... ব্যাপারটা কি দৃশ্যে অনুভব নাকি অনুভবে দৃশ্য, কোনটা হলে ভালো হয়... পরে কখনো জানিয়ে যেয়েন...
শুভকামনা...
৪২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২
অন্ধবিন্দু বলেছেন:
দৃশ্যে অনুভব করতে চাইলে অনুভবে দৃশ্যটি ধরা দিবে।
মনোবিজ্ঞান তেমনটাই বলে ...
এখনই জানিয়ে গেলাম
ভালো থাকবেন। কবিতায় থাকবেন।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪
অদৃশ্য বলেছেন:
আমার মনে হয় ক্ষেত্রবিশেষে আগে অনুভব পরে দৃশ্য... কেননা আপনি দৃশ্য সাথে সাথেই তৈরী করতে পারবেন না বা পারছেন না, তবে ঠিকই অনুভব করতে পারবেন/ পারছেন... আধুনিক/উত্তরাধুনিক কবিতাগুলোতো এমনই... আর কিছু লিখাতো আছেই যাদের দৃশ্য সাথে সাথেই তৈরী হয়ে যায়...
এখনই বলে গেলেন বলে খুব খুশি হলাম... অনেকেতো কমেন্ট বেশি হয়ে যাবার ভয়ে কথাই বলতে চাননা... হাহ হাহ হাহ
ভালো থাকুন... প্রেরণা যোগান... কবিতাতেই থাকতে চাই, যেন তা পারি
শুভকামনা...
৪৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
মাহমুদ০০৭ বলেছেন: প্রথম টা পড়ে থমকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য । । আর গোরকি ভাইয়ের কথাই আমার কথা ।
কবিতায় বরাবরের মতই ভাল লাগা / মুগ্ধতা রইল কবি ।
ভাল থাকুন প্রিয় অদৃশ্য ভাই ।
শুভকামনা রইল ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
অদৃশ্য বলেছেন:
আপনাকে লিখাটিতে পেয়ে অত্যন্ত খুশি হলাম... শ্রদ্ধেয় গোর্কি সবসময়ই অসাধারণ বলেন... তার কথা আমার খুবই পছন্দ... আপনার টাও তেমন হওয়ায় আবারো খুশি হলাম... এই সময় আন্তরিক পাঠ ও মন্তব্য খুবই প্রেরণা যোগায়... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের প্রিয় মাহমুদ ভাই...
আপনি লিখা দিচ্ছেন না কেন? অনেকদিনতো হয়ে গেলো, লিখা দিন...
শুভকামনা...
৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার।
বিশেষ করে প্রথমটা। ভায়োলেন্সের অপূর্ব কাব্যায়ন।
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১
অদৃশ্য বলেছেন:
অনেকদিন পর আপনার চেহারাটা দেখতে পেলাম এবং খুবই খুশি হলাম... এমন মাঝে মাঝে আসাটাওতো অনেক অনেক আনন্দের তাইনা... এই সময় আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আমাকে প্রেরণা যুগিয়েছে, যোগাবেও সবসময়... আমার সৌভাগ্য যে অন্তত একটি আপনার বিশেষভাবে ভালো লেগেছে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৪৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কি বলা যায়.....তীব্র হয়েছে.......... .....
অনেক অনেক শুভেচ্ছা কবি
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আবারো... কিছু না বললেও আমি খুশি হতাম... আর এই বলাতে অনেক অনেক খুশি হয়েছি... কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৪৬| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫৩
সুলতানা রহমান বলেছেন: প্রথমটা একদম দৃশ্যের মতো চোখের সামনে … আঁকতে পারলে একটা ছবি এঁকে ফেলতাম।
দ্বিতীয়টায় বালিকার দেহ আর যুবকের চোখ … পিয়াসী দিঘি … এটাও ভালো লেগেছে।
এসব লেখালেখি নাকি সময়ের সাথে সাথে গভীরতা পায়। আপনার এখনকার লেখা কেমন?
আগের পোস্টে বললেন অনুরাগ /অভিমান … নাহ্, এরকম কিছু নয়। কার সাথে অভিমান করবো! সামহোয়ারইন ব্লগ অর্থাৎ সামুর সাথে?
একটা দড়ির মাথায় ইদুর বেঁধে কিছু দুষ্ট ছেলে ইদুরের দৌড় দেখে মজা পায় … অথবা পাড়ায় চুপচাপ পাগলটাকে খুঁচিয়ে
ওরা মজা পায়। ব্যাপারটা ওইসব ছেলেদের জন্য মজা হলেও কষ্টকর। ব্লগে এরকম কিছু চলতে থাকে … মজা দেখা, খেলিয়ে বেড়ানো … এসব ভালো লাগে না। এটা বলার সময় নিজেকেই প্রশ্ন করলাম, আমার মধ্যেও কি নিষ্ঠুরতা নেই?
আছে তো অবশ্যেই …
আমি তেমন কিছু লিখতেও পারি না।
ভালো থাকবেন
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৯
অদৃশ্য বলেছেন:
এভাবে ভেতরে ভেতরে ঘুরছেন দেখে খুবই মজা পাচ্ছি... কেউ আমার পুরনো লিখা পাঠ করলে আমার ভালো লাগে, খুব... আবারো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... আপনার বক্তব্যে এটুকু আন্দাজ করতে পারছি যে প্রথম লিখাটি আপনি ফিল করতে পেরেছেন! ... আর ২য় টার সবটা না হলেও কিছুটা!... এটা আরও ভালোলাগার, কাউকে আমার নিজস্ব কিছু অনুভব করাতে পারানোটা...
অবশ্যই সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুরই পরিবর্তন ঘটে... কিছু জেনেটিক্যাল/ক্রনিকাল আচরণ বা সমস্যা ছাড়া... বয়সের সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ে, সেটারও অবশ্য লিমিট আছে... একটা সময়ের পর মানুষের সব কিছুই বিলীন হতে শুরু করে... তবে কথা হলো লিখালিখি সম্পূর্ণ চর্চার ব্যাপার, নিয়মিত লিখতে থাকলে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন ও পরিপক্কতা লক্ষ্য করা যায়... আর চর্চা না করলে তা কঠিন ব্যাপার...
বুঝলাম কিছু আপনার কথা থেকে আর শিখলামও... আপনার কথার সাথে কথা রেখেই বলছি, ইন্টারটেইনমেন্ট ভালো সেটা যদি তার লিমিট ক্রস না করে... লিমিট ক্রস করলেই তা অন্যদিকে মোড় নিতে থাকে... কিছু নির্বোধ থাকে যারা সব সময়ই লিমিট ক্রস করে...
প্রত্যেক মানুষের ভেতরেই সরলতা ও নিষ্ঠুরতা আছে... এগুলো তার সংযমের/ধৈর্যের মাত্রার ভিত্তিতে প্রকাশ পেতে থাকে...
ঠিক আছে কিছু লিখতে না পারলে আর কি করা, থাক তবে... কোন এক দিন হয়তো কিছু একটা হয়ে যাবে...
শুভকামনা...
৪৭| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... অনেক পুরনো এই লিখাটিতে সময় দিলেন বলে অনেক খুশি হলাম... আপনার ভালোলাগা আার জন্য সবমসয় আনন্দের...
শুভকামনা...
৪৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালই লাগল।
অনেকদিন হয়ে গেল লিখেন না যে !
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
অদৃশ্য বলেছেন:
ভালো না লাগাই এর কারন... আন্তরিক ধন্যবাদ আপনাকে...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
সেইসব দাবদাহে পুড়ে গেছে অসংখ্য বালিকার দেহ
যুবকের চোখ
কোমলতা রুপান্তরিত হয়ে জলন্ত কয়লা
পিপাসু মজ্জা
আজ এই বর্ষায় তারা ভিজেছে, ভিজেছে নির্মমভাবে
আর শুষে নিয়েছে জলজ রস
ভালো লাগছে ।