![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
কবি নেই, পৃথিবীতে নাকি কবি নেই
______________________
অনেকেই বলেন, কবি নেই
পৃথিবীতে নাকি কবি নেই
বিবেকের সাথে লড়াই করে নিজের ভেতরে পালিয়ে যাওয়া মানুষ ছাড়া কবি নেই
স্বার্থের টানে বোধের পতনে মিথ্যা ছাঁয়ায় বেড়ে ওঠা আগাছা ছাড়া কিছু নেই
মুক্তমঞ্চে চিৎকার করে সত্য বলার মতো কেউ নেই
তারপর বলেন, আছেন কবি
কবি আছেন
কলকির দমে পাকানো ধুঁয়ার কুন্ডলীতে তাকানো কবি আছেন
আঙ্গুর আপেল বেদেনা আর ঝাঁঝালো তরলের গ্লাসের পাশে
চোখ ছলছলে ভাবধরা কবি আছেন
হাজারো মনিবের জুতা চেটে দেবার মতো অনেক কবি আছেন
মাখনের স্তুপে ডুবে যাবার আশায় অনেকেই বসে আছেন
অতঃপর বলেন, নেই কবি
কবি নেই
সত্য, বিবেক, মনুষ্যত্যকে প্রতিকুলতায় প্রচার করে চলবার মতো কবি নেই
জীবন ও মৃত্যুকে ঝোলায় পুরে পুরো একটি কবিতা লিখবার মতো কবি নেই।।
____
অদৃশ্য
____
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন বিজন দা... শুরু কিমবা শেষ, আমার ঘরে আসলে সবসময়ই একই রকম ভালোলাগা কাজ করে... আপনার আরও মন্তব্য দেখেছি... সম্ভবত আজকে আর কোন জবাব দিতে পারবোনা, রাতে চেষ্টা করবো... না হলে কাল বা পরশু কথা হবে... এতো সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ...
শুভকামনা...
২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: কবি নেই!! তাহলে কবি কি রকম??
এখানে যাদের বর্ণনা দিয়েছেন তারা বাদে আর কোন কবি নেই?
শব্দের ভিতর বিচরন রত কোন দেবশিশু কি কবি হতে পারে না?
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯
অদৃশ্য বলেছেন:
আমার কাছে কবি হলেন মুক্ত বাতাস... প্রতিকুলতায়ও যে তার প্রবাহ বন্ধ করেনা... মহাসাগরের ঢেউ, প্রতিটি সময় যে ছন্দে থাকে... আমার কাছে সে হলো সত্যবাদী, ভয়ডরহীন, ভালোবাসাপূর্ণ, বিবেক ও মনুষ্যত্যকে জাগ্রত করা একজন সৈনিক... সঠিক পথের দিশারি...
যদি তরবারীর থেকেও কলম শক্তিশালী হয়ে থাকে তবে কবিদের কলম আজ কালিহীন... অথবা সেই শক্তিশালী কবিই আজ নেই...
শব্দের ভেতর বিচরণ করা কোন দেবশিশুকে কি আপনি খুঁজে পেয়েছেন... যে কবিতার মাধ্যমে দিশা দিচ্ছে, অথবা তার বিচরনের মাধ্যমে দিশা দিচ্ছে আজকের সময়ে...
আপনার তিন লাইনের প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন... অনেক আলোচনার প্রয়োজন... লিখাটিতে যেমন শর্টকাটে অনেক কিছু বুঝাতে চেয়েছি তেমনি জবাবটিও শর্টকাটে দিবার চেষ্টা করলাম...
শুভকামনা...
৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: কবি কি এত অজস্র প্রশ্নের আবহে শৃংখলাবদ্ধ, নাকি আত্মবিলীন শূণ্যতা?
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৪
অদৃশ্য বলেছেন:
কবি যদি মানুষ হয়ে থাকেন, সামাজিক জীব হয়ে থাকেন তবে অবশ্যই... কবিতা যদি সত্য প্রকাশ করতে না পারে, স্বপ্ন না দেখাতে পারে, না ভাবাতে পারে তবে তা কোন কবিতা নয়... যারা তেমন করতে পারেননা তারা কবিও নন...
আত্মবিলীন শূন্যতা আসলে কি? এটাকে কি আপনি আরেকটু ভেঙ্গে প্রকাশ করবেন...
কথা হবে
শুভকামনা...
৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: নাকি আত্মবিলীন শূণ্যতা?
দুঃখিত........ শূন্যতা হবে।
তবে হ্যাঁ, পৃথিবীতে কবি না থাকলেও কাক আছে অনেক।
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪১
অদৃশ্য বলেছেন:
আমার কাছে বানানভুল ব্যাপারনা... আমি ভুল বানানের নিয়মিত যাত্রী...
শুনেছি কাকেদের ইউনিটি নাকি খুবই ভালো !... আরও শুনেছি কাকেরা কাকেদের মাংস নাকি খায়না !... সুতরাং কাকেদেরও সম্মানের চোখে দেখতে হবে...
শুভকামনা...
৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গে একজন কবির নাম মনে পড়ছে, তিনি হলেন , কবি সুবোধ সরকার
১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... লিখাটিতে আপনার উপস্থিতি ও মন্তব্যের জন্য খুবই খুশি হয়েছি... আপনার মন্তব্য ধরে সুবোধ সরকারকে খুঁজে বের করলাম... তার কয়েকটি লিখাও পড়ে ফেলেছি... চমৎকার লিখেন তিনি... তার সন্ধান দেবার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি... মিথ্যাকে মিথ্যা আর সত্যকে সত্য বলবার ক্ষমতা একজন কবির থাকা উচিৎ... কবি কি বিবেকের আয়না নয় ?
শুভকামনা...
৬| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবি একটি বৃত্তে বন্দি হতে পারেন আবার শত বৃত্তে।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আমার সবসময়ই মনে হয় কবি কোন বৃত্তের মাঝে বন্দি থাকতে পারেননা... মুক্তিই কবির চলার পথের প্রথম শপথ...
শুভকামনা...
৭| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
জেন রসি বলেছেন: ভোগের নেশায় কবিরাও আসক্ত আজ! আসলে সমস্যাটা ভোগ কিংবা ত্যাগেও না! সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিকে সময়ের আলোকে যাচাই করতে না পারার অক্ষমতায়! যারা তা পারেনা, তারা আশাবাদকে যেমন ভয় পায়, ঠিক তেমনি ভয় পায় নৈরাশ্যের উত্তাপকে। তারা তখন শুধুই আশ্রয়ের জন্য কবিতা লেখেন!
উপস্থাপনা খুব চমৎকার হয়েছে!
++
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭
অদৃশ্য বলেছেন:
আপনার আগমন ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনার কথাগুলো চমৎকার... আমরা এসব দৃশ্য ইদানিং সবখানে দেখতে পাচ্ছি... ওরা লজ্জা সরমের মাথা খেয়েছে অনেক আগেই... যদিও এই সময়েই এসবের শুরু নয়, অতীত আমাদের অনেক আগে থেকেই এমন কবিদের কথা জানিয়েছে, তারা আছে, তারা থাকবেও... তবে কথা হলো তাদের সংখ্যা দিন দিন এতোটাই বেড়ে যাচ্ছে যে আত্মমর্যাদা সম্পন্ন, বিবেকবান, সত্যনিষ্ঠ, সৎ সাহসসম্পন্ন কবিদের অস্তিত্ব বিলীনের পথে...
হয়তো কোন একদিন এদের ভেতর থেকেই কেউ কেউ তেড়ে ফুড়ে বেড়িয়ে আসবে ভয়, লোভ, লালসা, সুবিধাবাদিতাকে জয় করে... তারা নিজেরাই জাগবেন নাকি তাদেরকে জাগাতে হবে সেটাই কথা... অবশ্য আমি মনে করি তারা নিজেরাই জাগবেন... একদিন তারা বা অনেকেই সত্যের কন্টক দ্বারা বিদ্ধ হবেন... ততদিনে তাদের পথে চলবার মতো সময়/সুযোগ থাকলেই হয়...
শুভকামনা...
৮| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। ভালো লাগা রইলো।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনাকে লিখাটিতে পেয়ে খুশি হয়েছি... আপনাদের ভালোলাগা আমার পথ চলার অনুপ্রেরণা...
শুভকামনা...
৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩
ইমন তোফাজ্জল বলেছেন: সময়টা আসলেই খুব খারাপ। মানবতা রাজনৈতিক , ধর্মীয় , সাংস্কৃতিক , গৌষ্ঠিক , নানারকম তান্ত্রিক সাম্প্রদায়িকতায় দুষ্ট । কেউ কারো জন্য কাঁদে না । নিজেরাই নিজেদের জন্য কাঁদে । সংকীর্ণতা গ্রাস করে ফেলছে সবকিছু ।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩
অদৃশ্য বলেছেন:
চমৎকার কথা... আপনার আগমন ও মন্তব্যে খুবই খুশি হলাম এবং খুবই ভালো লাগলো আপনার কথাগুলো... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১০| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: একটি আত্ম বিশ্লেষণী প্রচেষ্টা। ধারালো।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬
অদৃশ্য বলেছেন:
ঠিকই বলেছেন... এটা না করলে চলে না... বলতে পারেন আমি নিজেকে দিয়ে অন্যকে দেখবার চেষ্টা করছি... অথবা অন্যের ভেতর দিয়ে নিজেকে দেখবার চেষ্টা করছি...
আসলেই কি ধারালো... আমার যথেষ্ট সন্ধেহ আছে...
কবি ও গল্পাকার হাসান মাহবুবের জন্য
শুভকামনা...
১১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: ক্ষমতা আর ক্ষ্যাতির লোভে কবি নিজের কলমকে বিক্রি করছে পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক প্রতিষ্ঠানের। হারিয়ে যাচ্ছে কবিত্ব। অনন্য বিশ্লেষণ। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন:
আপনার নিকটা দেখে পুরনো সেই কালপুরুষ দা কে মনে পড়ে গেলো... তিনিও কবি এবং ভার্চুয়ালে আমার দেখা একজন চমৎকার মানুষ... অনেকদিন তার দেখা নাই, তার লিখাও পড়া হয়না...
এই যে আপনি লিখাটিকে ফিল করলেন এটাই আমি করতে চেয়েছিলাম... আমি চেয়েছি যে লিখাটি আমার বন্ধুরা অনুভব করুন... আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হয়েছি...
শুভকামনা...
১২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯
নীলাঞ্জনানীলা বলেছেন: অন্যরকম কবিতা। আত্মোপলব্ধি এভাবেই হয় হয়তো।
কবি আছে, কিন্তু আজকাল কবিতা নেই।
ভালো লাগা কবিতায়।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন আপনার উপস্থিতি ও চমৎকার মন্তব্যের জন্য... আপনি যা বললেন তাই হয়তো ঠিক... আত্মোপলব্ধি করবার জন্য মানুষের কিছু জিনিস থাকাটা খুবই জরুরি... আমরা সম্ভবত সেগুলি দিনকে দিন হারিয়ে ফেলছি...
কবি আছেন, যিনি নিজেকে প্রকাশ করবার অপেক্ষায় বসে আছেন... আর যা প্রকাশিত তা সব কবিতা না হলেও হবে হয়তো কিছু কিছু কবিতা, অবশ্য তা হয়তো কোন জান বাঁচানো কবির গা বাঁচানো কবিতা...
প্রেরণা পেলাম...
শুভকামনা...
১৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
জুন বলেছেন: কলকির দমে পাকানো ধুঁয়ার কুন্ডলীতে তাকানো কবি আছেন
আঙ্গুর আপেল বেদেনা আর ঝাঁঝালো তরলের গ্লাসের পাশে
চোখ ছলছলে ভাবধরা কবি আছেন
জুতা চেটে দেয়া কবি
একারনেই আমার হয়তো কবি হওয়া হলো না অদৃশ্য
খুবই ধারালো কবিতা ।
+
১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন:
জুনাপুকে দেখে খুবই খুশি হলাম... তবে দুঃখের বিষয় হলো আপনি কেন কবি হলেননা তাই ভাবছি... ট্রাভেলারদের সাথে কবিতার একটা সরাসরি সম্পর্ক থাকাটাকে আমার জরুরি মনে হয়... একজন ট্রাভেলার অথচ কবিতা ভালোবাসেননা এমন শুনলে কেমন যেন অস্বস্তি বোধ হয়... আমি বলছিনা যে আপনি কবিতাও পছন্দ করেননা তবে এমন অনেক ট্রাভেলার আছেন যারা কবিতা বোঝেনওনা আর পছন্দও করেননা... খুব মন খারাপ হয়ে যায় শুনলেই...
আমার ধারণা আপনি চেষ্টা করলেই সুন্দর কবিতা লিখতে পারবেন... সত্যই পারবেন... চেষ্টাতেই সবকিছু, সাথেতো একটি অসাধারণ মন আছেই...
শুভকামনা...
১৪| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: কে বলেছে কবি নেই ভাইয়া!!!!!!!
কবি আছে সবখানে।
লেখায় বা অলেখায় না বলা কথাতেও।
১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮
অদৃশ্য বলেছেন:
কে যে বললো কবি নেই?... এখনতো দেখি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদেই পড়ে যাব... ঠিক আছে আপনার সাথেই থাকলাম... সবখানেই কবি আছেন... তবে গুরুত্বপূর্ণ আর কার্যকর জায়গাগুলোতেই কবি নাই... তারা আয়েশি আর খায়েশি দুনিয়ায় গ্যাছেন...
সম্ভবত তারাই কবি হবেন একদিন যারা অলেখায় বা না বলা কথাতে কবি হবার আশায় বসে আছেন... তাদের জন্য শুভকামনা...
আর আপনার উপস্থিতি সবসময়ই প্ররণাদায়ক...
শুভকামনা...
১৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩
শায়মা বলেছেন: ঠিক তাই এখন দরকার বিদ্রোহী কবি!!!!!!
কিন্তু ..... কে শুনবে তাদের কবিতা আর কে করবে তার মূল্যায়ন বলো ভাইয়া!
১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩
অদৃশ্য বলেছেন:
শুধুমাত্র ''বিদ্রোহী কবি'' হয়ে সুফল পাবার দিন সম্ভবত শেষ হয়ে গ্যাছে... এখন এর সাথে আরও কিছু যোগ করতে হবে... সময়ের পরিবর্তন, মানুষ নতুনত্বে বিশ্বাসি...
চাঁদ উঠলে সবাই দেখতে না পেলেও কোন না কোন ভাবে তার আলো প্রায় সবাই দেখে ফেলে, বুঝে ফেলে... যখন নতুন ও আকর্ষনীয় কিছু সৃষ্টি হয়ে যাবে তখন অটমেটিক্যালি(কেউ না কেউ তা ছড়াবেই) তা ছড়িয়ে পড়বে... মূল্যায়ন করবে সাহসীরা, পরবর্তীতে ভীররাও সে পথে এগোবে... কি সব বলছি তাই না !...
আবারো এলেন বলে খুব ভালো লাগলো... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...
শুভকামনা...
১৬| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১
জুন বলেছেন: কি বলেন অদৃশ্য!! কবিতা পছন্দ করি না কে বল্লো!! বতুতা হয়েও এই ব্লগে আমার লেখা বেশ কিছু কবিতা গল্প ফিচার অনুবাদ উপকথা আছে , একদিন একটু কষ্ট করে খুজলেই পেয়ে যাবেন
জানি না আপনার দৃষ্টিতে কবিতার মান কতটুকু হবে তবে আমার কাছে অনেক ভালোলাগে ।
সমুদ্রের শ্বাস
এমনটি চাইনি সুস্মিতা মাত্র দুটোর লিংক দিয়ে গেলাম। হয়তো আপনার এক অসাধারন মন্তব্যও খুজে পাবেন কবিতা পছন্দ করিনা অভিযোগের জবাব
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪
অদৃশ্য বলেছেন:
আমি যখন জবাবটা দিচ্ছিলাম তখন আমার মাথায় ঠিক টোকা দিচ্ছিলো যে আপু সম্ভবত কবিতা লিখে... তবে ঠিকঠাক মনে পড়ছিলোনা যে আমি আপনার লিখা কোন কবিতা পড়েছিলাম কিনা... আমি বড়ই ভুলোমনা, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি... আপনার চমৎকার কবিতা পাঠের পরও ঠিকভাবে মনে রাখতে পারিনি... সত্যই দুঃখিত জুনাপু...
তবে কবিতা পছন্দ না করা ট্রাভেলার বলতে আপনাকে কিন্তু মিন করিনি... কয়েকদিন আগে আরেক জনের সাথে কথা হয়েছিলো, যিনি একজন ট্রাভেলার কিন্তু তিনি কবিতা পছন্দ করেননা, শুনে খুব হতাশ হয়েছিলাম... আমার কাছে প্রত্যকে ট্রাভেলারই এক কবি মন থাকা চাই...
কালকেই আপনার লিংকে গিয়ে কবিতা দু'টি পড়ে এসেছিলাম... সেই সাথে লজ্জাও পেয়েছিলাম... নিশ্চয় জুন আপু আমাকে এ ভুলের জন্য ক্ষমা করবে...
আর কবি হলেননা কেন বলতে বুঝাতে চেয়েছি যে আপনি কেন নিয়মিত কবিতা চর্চা করেননা... আমার ধরনা আপনি নিয়মিত লিখতে থাকলে চমৎকার কিছুই সৃষ্টি করতে পারবেন...
শুভকামনা...
১৭| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: কবি মন না থাকলে সে জগত আর প্রকৃতিকে কি ভাবে অনুভব করবে অদৃশ্য !! শুধু ঘুরে বেড়ালেই কি হয় ?? মন থাকা চাই, এক কাব্যিক মন
না আমি তেমন লিখতে পারি না তবে খুব ইচ্ছে করে লিখতে ।
যেমন পরশু পেপারে পড়লাম কোথায় জানি শুকনো গাছ কাটতে গিয়ে দুটো অপরূপ মিষ্টি সবুজ বসন্ত বৌরির ছানা খুজে পেয়েছে কাঠুরে। সে কবেই নাকি তারা দল বেধে হারিয়ে গিয়েছে এদেশ থেকে , এখন আমরা কেউ তাদের গান শুনিনা।তাদের ঘর বাধার গাছগুলো একের পর এক নির্বিচারে কেটেছি। তাড়িয়ে দিয়েছি ভিটে মাটি থেকে । হারিয়ে গেছে এক দশক আগেই ।
এটা নিয়ে কবিতা লিখতে খুব ইচ্ছে করছিল , কিন্ত সময় বা শব্দ দুটোরই বড্ড অভাব বোধ করছিলাম।
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৫
অদৃশ্য বলেছেন:
ঠিক বলেছেন আপু... এক কাব্যিক মন থাকা চাইই চাই... বসন্ত বৌরির সাথে মাছরাঙার বেশ মিল, ঠোটটুকু কাছকাছি হলেই এদের সাধারন চোখে কেউ আলাদা করতে পারতো না... বসন্ত বৌরি খুবই সুন্দর পাখি...
অনেক সময়ই এমন হয় যে আপনি পারেন এমন কিছু একটা আপনি কোনভাবেই করতে পারছেন না বা তার প্রতি মনযোগি হতে পারছেন না... আবার হঠাৎ দেখবেন কোন এক সময় তারই একটা সুর আপনার কন্ঠে দানা বাধছে...
আপনার মন্তব্যে সবসময়ই অনুপ্রাণিত হই... খুবই খুশি হলাম...
শুভকামনা...
১৮| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা কবিতা!
জীবনের। অনুভবের বিশ্বাসের!
খড়গ কৃপানের ভয় এড়িয়ে লিখা আর হলো কই?
লিখতে না পারি পড়ব বলে কত কাল অপেক্ষায়
আপনি দিলেন আরও হতাশ করে। সত্য ন্যর্টটো। তাই সত্যকে সবাই ভয় পায়!
আপনি সত্য বলেছেন।
ভীরুতায় বারবার মরা মানুষে ভরে গেছে বিশ্ব!
একবার মরা বীরের অপেক্ষায় ধরনী!
সত্য বহুমাত্রিক হয়ে গেছে স্বার্থ আর প্রয়োজনের দানব চাকায়!
অথচ সত্যতো এমন নয়?
সত্যতো একটাই- যা সত্য। ন্যায় সুন্দর।
বিশ্বায়নের আপেক্ষিকতায়
কবিরাও কি বিভ্রান্ত
সমসাময়িকতা ছাড়িয়ে চিরন্তনে
তো কোন ভ্রান্তি নেই। তা উজ্জ্বল
তা নিরাভরন তা তর্কাতীত।
একজন কবি আর একটা প্রকৃত জীবনের কাব্য -এই স্বপ্ন বুকে।
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন বিদৃোহী ভৃগু... আপনার প্রাণবন্ত উপস্থিতি আনন্দদায়ক... খুব সুন্দর কিছু কথা বললেন যা আমাকে স্পর্শ করেছে...
আমি আসলে কাউকে হতাশ করতে চাইনি... শুধু নিজের হাতাশাটুকু অন্যকে দেখাতে চেয়েছিলাম... সম্ভবত হতাশা ছোঁয়াচে আর তা না হলে আমরা সবাই হতাশার মাঝেই বসবাস করছি...
আজকের কবিরা অনেক বেশি সৃষ্টিশীল... অথচ আজকের দিনের তেমন কোন কবি বা কবিতা নেই যা মানুষের কাছে পৌছেছে আশার আলো নিয়ে... সেটাই হতাশা... কি সৃষ্টি করছেন তারা... কার জন্য তারা সৃষ্টি করছেন... কতোটুকু দায়িত্ব নিয়ে তারা সৃষ্টি করছেন... আরও অনেক কথাতো এসেই যায়... আমি ছোট মুখে বড় কথা আর না বলি...
আপনার মনের ইচ্ছা পূরণ হোক
শুভকামনা...
আপনার জন্য শুভকামনা...
১৯| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিরা সব ঘুমিয়ে আছে, সময়ের প্রয়োজনে আবারও জেগে উঠবে ।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ সাধু... কবিরা ঘুমালে শতবছর পেরিয়ে যায় জানেনতো নাকি... তবুও উঠুক, শতবছর পরে হলেও উঠুক...
শুভকামনা...
২০| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৬
অরুনি মায়া অনু বলেছেন: হুম ঠিক বলেছেন।
কবি আছেন, যারা শুধুই ব্যর্থ প্রেমের কাব্য গড়েন। নয়তে প্রেমের ভেলায় সাগর পাড়ি দেন। এর বাইরে আর কবি নেই।
২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
এই লিখাটিতে আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... আমার তেমন মনে হচ্ছিলো বলেই এভাবে লিখা... ইদানিংকালের কবি, সাহিত্যিক, কলামিস্টরা খুবই স্বার্থপর ও গা'বাঁচানো টাইপের হয়ে গ্যাছেন বা বলতে পারেন পা চাটা টাইপের হয়ে গ্যাছেন... সময়ের সাথে সাথে তারা আরও জড় বস্তুতে পরিণত হবেন এতে কোন সন্দেহ নাই... তারাই মূলতো অলিখিত দাসত্বের পথ তৈরী করে দিচ্ছেন... আর আমরা সেই দাসত্বের পথে চলা শুরু করেছি... বাঙালি জাতীকে মেরুদন্ডহীন করবার সব ব্যবস্থা অনেক আগেই নেওয়া হয়েছে... বাস্তবায়নও শু হয়ে গ্যাছে...
তাতেও আপত্তি ছিলোনা যদি সেইসব ব্যর্থতা প্রকাশের মাধ্যমে তারা পাঠকের মনে নতুন আশার/শক্তির সঞ্চার করতে পারতেন... সেইসব ভেলায় সাগর পাড়ি দিতে দিতে তারা নতুন মানচিত্র আঁকতে পারতেন... একটি সুন্দর স্বপ্ন তৈরী করাটাও যেমন কঠিন ঠিক তার বাস্তবায়ন করাটাও কঠিন...
তবে নিরাশ হচ্ছিনা, ধৈর্যের প্রয়োজন... কোন এক সময়ের কোন এক দিন কোন এক কবি ঠিকই সঠিক পথের দৃশ্য তৈরি করা শুরু করবেন... প্রতীক্ষায় আছি...
অনেক কথা বললাম... কিছু মনে নিয়েন না... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি...
শুভকামনা...
২১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮
অরুনি মায়া অনু বলেছেন: আমাকে এক কবি একবার বলেছিলেন, কবিতাই কেন লিখতে হবে। কবিতা ছাড়াও তো একান্ত অনুভূতির প্রকাশ সম্ভব। সবাই তো কবি হতে পারেনা। শুধু ছন্দ যোগ করলেই কিন্তু ছড়া বা কবিতা হয়ে যায়না। আমি তাঁর সে সব পরামর্শ সম্মানের সাথেই গ্রহণ করেছি। লেখায়ও পরিবর্তন আনার চেষ্টা করেছি। ভাল লিখতে পারিনা জানি। সীমাবদ্ধতা সবার মাঝেই আছে। তবুও মনের প্রশান্তির জন্য লিখে যাই। তা যেমনই হোকনা কেন।
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১১
অদৃশ্য বলেছেন:
অনেকগুলো কথা লিখেছিলাম, আর হঠাৎ করেই ল্যাপটা শাটডাউন হয়ে গেলো... যা হোক, বলতে চেয়েছিলাম যে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তবে আপনাকে আগে জানতে হবে আপনি কেমন, বিভিন্ন দিক থেকে... সেটা যদি আপনি ঠিকঠাক ধরতে পারেন তবে কোন কিছু পরিবর্তন করাটা সহজ হবে আপনার জন্য...
অবশ্যই সীমাবদ্ধতা সবার আছে... মানুষ তা ধৈর্য, শ্রম, আবেগ, অনুভূতি, অভিগ্যতা এমন আরও অনেক কিছুর সু-ব্যবহার করে অতিক্রমের চেষ্টা করে থাকে... অনেকেই পারে...
অবশ্যই আপনি লিখে যাবেন প্রশান্তির জন্য... সবাই তাই করে... কেউই রবীন্দ্র, নজরুল, হুমায়ুন হয়ে জন্মায় না... সময়ের সাথে সাথে ও চেষ্টায় সে নিজের আলোটা ছড়াতে থাকে... আপনার ইচ্ছাশক্তিই আপনার পছন্দের চলার পথের সহায়ক হবে সবসময়...
আবার এলেন বলে খুশি হয়েছি...
শুভকামনা...
২২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: তারপর বলেন, আছেন কবি
কবি আছেন
তারা মানুষের কথা বলে, পথ দেখায়, প্রতিবাদ করে, অধিকারের কথা বলে।
আছেন কবি
কবি আছেন
তারা পিছিয়ে পড়া মানুষের সাথে আছে, অন্যায়ের বিরুদ্ধে আছে, সত্যের সাথে আছে।
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪
অদৃশ্য বলেছেন:
এমন কথা শুনতে কার না ভালো লাগে... এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে... শুধু তাদেরই ভালোলাগবার কথা না যারা কিনা শয়তানের মদদপুষ্ট ও তার ছায়ায় বেড়ে ওঠে... আপনি চমৎকারভাবেই আশার কথা বলে গেলেন... আমিও চাই কবি থাকুক তার প্রতিবাদী শব্দ ও সুরত নিয়ে, শোষিত মানুষের পাশে... মৃত্যুর আগে, মৃত্যুর পরেও...
স্বাগতম আমার ঘরে... আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হলাম খুব...
শুভকামনা...
২৩| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮
অনর্থদর্শী বলেছেন: কবি তো থাকবার কথা নয়। পৃথিবীর সবই যদি সুন্দর হতো, মানুষকে যদি বারবার মনে না করাতে হতো, তুমি কে? কী জন্য তুমি এসেছো? তাহলে তো কবির আর কোনো প্রয়োজনই থাকতো না। আর কবির কাজ যদি শুধুই ললিতকলা আর নন্দনতত্ত্বের আনন্দ দেওয়া হয়, তাহলে কবির কবিতা লেখা ছেড়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মুজরো করাই উচিত।
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪
অদৃশ্য বলেছেন:
চমৎকার করেই বললেন কথাগুলো, যা কিনা খুবই সত্য... আমাদের কবিরা বেলা শেষে পত্রিকায় দু'খানা কবিতা ও ছবি সহ একখানা সাক্ষাৎকারের আশায় সম্ভবত কবিতা লিখেন... এর চাইতে যারা উপরে বিচরণ করছেন তাদের ওসবের সাথে একখানা পুরষ্কারের জন্য কবিতা লিখেন... যিনি পুরষ্কার দেবেন তাকে তৈলমালিশ করতে থাকেন বুঝে উঠবার পর থেকেই... আপনার সাথে আমিও একমত, কবির কবিতা যদি সত্যের পাশে দাড়াতে না পারে তবে সে কবিতা দুষ্ট কবিতা, সে কবি দুষ্ট কবি...
স্বাগতম আমার ঘরে... আপনার আগমন, পাঠ ও মন্তব্যে খুবই খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
পেন আর্নার বলেছেন: কিছু প্রিয় কথা আপন ভাষায় লিখে দেই-
মাধ্যম তুমি, মাধ্যম আমি
আর কৃপা তাঁর দরিয়া দরিয়া
নির্মল যদি চোখ
নির্মল পৃথিবী
হোক ভাষা যেটাই
কথা বলো মন থেকে
কি চিনির মতো, কি মধুর মতো
মাধ্যম তুমি, মাধ্যম আমি
আর কৃপা তাঁর দরিয়া দরিয়া
নির্মল যদি চোখ
নির্মল পৃথিবী।
-----------------------------------
আর কবির কবিতা পড়ে মনে হলো- যেন দরজার ভেতর বাহির। নিজেকেই বলা, প্রকাশ করতে চাওয়া। স্বয়ং লুকিয়ে নেওয়া। একবার প্রত্যাশাকে ধরছেন, একবার হতাশাকে, আক্ষেপকে।
ভালো লাগলো। আমার কাছে মনে হয়, কিছু বলার আনন্দ এখানেই যে তা হবে স্পষ্ট, সদা সহজ আর মনের। পড়বার আনন্দও এখানেই যে, পাঠক লেখকের অনুভূতিবোধের সাথে নামবে উঠবে।
শুভকামনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
অদৃশ্য বলেছেন:
নির্মল যদি হয় চোখ তবে নির্মল পৃথিবী
মাধ্যম তুমি
মাধ্যম আমি
আর কৃপা তার দরিয়া দরিয়া
অপূর্ব... আপনার ভাষায় আপনার এই প্রিয় কথাগুলো আমার বহুদিন মনে থাকবে... ভাষা হোক যেটাই, কথা বলো মন থেকে... কি চিনি, কি মধু, কি লবন... কথা বলো মন থেকে...
লিখাটিতে আসলে প্রত্যাশাকে খুঁজছি... হতাশা আর আক্ষেপকে ধরে আছি... লিখাটিতে কবির নিজেকে প্রকাশ করবার অক্ষমতাকেই বুঝাবার চেষ্টা করেছি... হ্যাঁ, ঠিকই বলেছেন, যা আমি বুঝি তা-ই আমাকে বুঝানোর জন্য প্রয়োজন... আপনার আগমনে খুশি হয়েছি খুব... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যে মুগ্ধ হয়েছি... আলোচনা সমালোচনা দুটোই আনন্দের সাথে হতে পারে... লেখক অন্তত এতে অখুশি হবেন না...
সর্বদা মঙ্গলে থাকুন
শুভকামনা...
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,
কবি থাকেন অদৃশ্যে । তাকে দেখা যায়না , ছোঁয়া যায়না । অনুভব করা যায় শুধু গোলপাতার ঘ্রানে , তার কবিতার ছলাৎ ছলাৎ শব্দে , ত্যাদর শব্দের ঢং ঢং বেজে ওঠা সুরে ।
আর তার বিবেকের সাথে লড়াই করে নিজের ভেতরে পালিয়ে যাওয়া পথে রেখে যাওয়া পদচিহ্নে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আহমেদ জী এস ভাই... আপনার উপস্থিতিতে খুশি হয়েছি আর লিখাটির আন্তরিক পাঠ ও মন্তব্য বরাবরের মতোই চমৎকার... আপনার মন্তব্যের স্বাদ আলাদা...
আমাদের বিবেকবোধ সক্রিয় হোক... সত্যকে অসত্য হিসেবে প্রমান করবার মাঝে অসত্যের সাথে সাথ দেওয়ার মাঝে কোন বীরত্ব নেই... বরং সত্যের সাথে থেকে যাওয়াতেই বীরত্ব... সময় ও সমসাময়িক বোধ আমাদের কোনদিকে নিয়ে যাচ্ছে তা ভাবনার বিষয়... ভাবছি, তবে কুলকিনারা পাচ্ছিনা...
ভালো থাকুন প্রতিটি সময়
শুভকামনা...
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
অদৃশ্য বলেছেন:
মন্তব্য করলাম কোথায় গেলো...
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কবি তার বিবেকের সাথে লড়াই করে নিজের ভেতরে পালিয়ে যায় .. তখনই , যখন সে সত্যকে মিথ্যের খোলসে ঢাকতে চায়না কিছুতেই । অথচ বিবিধ কারনে সে সত্যের পক্ষে দাঁড়াতেও পারেনা । এটা ব্যক্তি কবির পরাজয় । বর্তমান সমাজের অনেক কিছুতেই তাকে মূক ও বধির হয়ে থাকতে হয় ।
সত্যের সাথে থেকে যাওয়াতেই যে বীরত্ব, সে বীর হওয়া তার হয়ে ওঠেনা ।
সুন্দর বলেছেন - সময় ও সমসাময়িক বোধ আমাদের কোনদিকে নিয়ে যাচ্ছে তা ভাবনার বিষয়...
সময় ও সমসাময়িক বোধ আমাদেরকে হয়তো হতাশাগ্রস্থ করছে । তবুও কুহকিনী আশা , মুক্তমঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে সত্য বলার মতো কোনও কবি একদিন বাস্তবের সম্ভাবনা সঞ্জাত হয়ে উঠবে ।
চিরদিন থাকুন ভালো ............
০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০
অদৃশ্য বলেছেন:
আপনাকে আবারো দেখে অনেক খুশি হয়েছি... দুঃখিত যে জবাব দিতে দেরি হয়ে গেলো... হ্যাঁ ঠিকই বলেছেন, আমি এই পালানোর আরেকটা দিকও দেখি তা হলো তারা সত্যের সাথে বসবাস করতে স্বস্তিবোধ করেননা, সত্য বলতেও স্বস্তিবোধ করেননা... মিথ্যার প্রতাপ ও রংচং তাদেরকে বেশি মোহিত করে... এতে সম্ভবত ক্ষনিকের জন্য তাদের বন্ধুর সংখ্যা বেড়ে যায়... বৃহৎ বক্ষের ছায়ায় বসে ক্ষনিকের আরাম নেওয়া যায়...
আপনার মতো আমিও অন্তর থেকে তেমনটা চাই... নাহলে বিবেকবান ও সত্যানুসন্ধানী মানুষরা যুগে যুগে কবিদের স্রেফ গালাগালি করে যাবে... থুথু ছিটিয়ে যাবে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
ভালো থাকুন প্রতিটি সময়
শুভকামনা...
২৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার এ কবিতাটা পড়তে আবারো এলাম। অনেক আগে একবার পড়ে "লাইক" দিয়ে গিয়েছিলাম, তখন মন্তব্য করা হয়নি।
সত্য, বিবেক, মনুষ্যত্যকে প্রতিকুলতায় প্রচার করে চলবার মতো কবি নেই
জীবন ও মৃত্যুকে ঝোলায় পুরে পুরো একটি কবিতা লিখবার মতো কবি নেই। -- হয়তো এখন তাই, তবে ভবিষ্যতে আসতেও পারে।
মুক্তমঞ্চে চিৎকার করে সত্য বলার মতো কেউ নেই -- কবির কাজ অবশ্য সেটা নয়। কবি নিভৃতে সত্য বলে গেলেও সেটা, আপনি একটা প্রতিমন্তব্যে যেমনটি বলেছেন (১৫ নং), চাঁদের আলোর মতই ছড়িয়ে পড়বে, আকাশে চাঁদ দেখা না গেলেও।
প্রায় প্রতিটি মন্তব্য আর প্রতিমন্তব্যই ভাল লেগেছে। সেগুলোতে "লাইক" দিয়ে গেলাম।
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন খায়রুল ভাই... আপনি প্রথমবার পাঠের পর লাইক দিয়ে গিয়েছিলেন এবং আবারো লিখাটি পাঠের জন্য এসেছিলেন এবং দু'কথা যা কিনা অত্যন্ত চমৎকার তা বলে গেলেন বলে খুবই খুশি হয়েছি... এটা আমার সৌভাগ্য... আপনার মন্তব্য কয়েকদিন আগেই দেখেছি, একটু ব্যস্ত থাকবার জন্য ভাবছিলাম ফ্রি হয়েই আপনার সাথে কথা বলি... কিন্ত ঝামেলাতো কাটতে চায়না, আড় আমিও সময়নিয়ে সামুতে বসতে পারিনা...
শুধু একী কথা নিয়েইআজকে আলাপ করি, আপনি আমার একটি কথার বিপরীতে বলেছেন যে '' কবির কাজ অবশ্য সেটা নয় ''... ঠিক এমন কথা আমার একজন প্রিয়কবিও বলেছেন অন্যের সাথে এমন বিষয় নিয়ে আলাপের সময় যা প্রকাশিত... সেটা পাঠের পর আমার মনের কোনে প্রশ্নের সংখ্যা আরও বেড়ে গ্যাছে, কোনটা কবিদের কাজ আর কোনটা কবিদের কাজ নয় এই বিষয়টা নিয়ে... আমি এই প্রশ্নটা কবিকে অবশ্যই কোন না কোন দিন করবো যদি তার সাথে আমার দেখা হয়ে যায়... লিখিতভাবে আমি তাকে পাঠাতে পারি কিন্তু তাতেতো আমার তৃপ্তি হবেনা তাই প্রশ্নটা করবার জন্য আমি অপেক্ষা করবো... আর অন্য
আর আপনার মন্তব্যেও একই কথা দেখবার পর স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে আপনার সাথেও কথা বলার ইচ্ছা তৈরি হয়েছে... সাথে অন্য অনেক কথাও... কিন্তু আমিইতো সময় করে আপনার সাথে কথা বলতে পারছিনা... যাহোক কথা হবে পরে ইনশাল্লাহ্... দেরিতে জবাব দেবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত...
ভালো থাকবেন
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি দিয়ে রাখলাম।
এটি নিয়ে অনেক কথা হবে।