নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবছর আগের কথা চিন্তা করেন, আপনার প্রিয় গায়কের একটা নতুন গান রিলিজ হয়েছে। আপনাকে গান টা শুনতে হলে যেতে হবে দোকানে, গিয়ে আগে দেখতে হবে সেখানে গান টা আছে কিনা , পেলে সেটার জন্য পুরো ক্যাসেট বা সিডিটা কিনতে হবে। বাসায় আসবেন, প্লেয়ারে লাগাবেন , তারপর শুনতে পাবেন।
আজকে আমার দিকে তাকান, একটা সুধু মিউজিক সার্চ ইঞ্জিন যেমন TopFreeSongs এ যান, সার্চ করেন , পেয়ে যাবেন, ডাউনলোড করে নিলেই হলো।
আবার পেছন দিকে তাকান , একটা সিনেমা দেখতে হল এ যাওয়া, বা শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকার দিন এখন আছে ? নাই তো ভাই, আমরা এখন ঘোলা কিছু দেখি না, হাই কোয়ালিটি এর মুভি ডাউনলোড করে নিজের ইচ্ছেমত যখন খুশি সেভাবে দেখি।
সেদিন প্র্যাকটিক্যাল করতে বসছি, একটা কোড মনে নাই। আমি কি করলাম ? কোন এক অজানা প্রভাইডারের সার্ভার থেকে কোড টা নিলাম, হুট করেই মনে হলো আমার পেছনের তাকে বই টা আছে। সেখান থেকেই খুজে নিতে পারতাম।বাট নেট আসক্ত হয়ে পড়ছি কোনভাবে।
আসলে এগুলো উদাহারন ছিলো। আমরা এখন দরকারি বই টা কিনি না , পিডি এর আকারে ডাউনলোড করে নেই নেট থেকেই, বন্ধুদের সাথে যোগাযোগ ও রাখি অনলাইনে।
আমার আজকের টিউন করার উদ্দ্যেশ্য অন্যরকম।
ধরা যাক আপনি একজন গায়ক কি একজন লেখক। অনেক কষ্ট করে একটা মিউজিক এ্যালবাম কি বই বের করলেন। দেখা গেলো খুব কম মানুষ ই বই টা কিনলো। বাকিরা সবাই ডাঊনলোড করেই নিলো সেটা।
এতে ভালো দিক একটা, আপনার পরিচিতি, যারা দুরত্ব বা টাকার কারনে গান বা বই টা পেতেন না তারাও পেলেন । অর্থাৎ আপনার ক্রিয়েশন টা ছরিয়ে গেলো অনেক বেশীদুর।
আর খারাপ দিক হলো আপনার খরচের একভাগ ও উঠবে না, আপনার মনোবল নষ্ট হয়ে যাবে। এমন কি চিরতরে আপনার প্রতিভা ও হারিয়ে যেতে পারে।
এবার আরেক যুক্তি, সবকিছুতেই সবার স্বাধীনতা থাকা উচিত, আর অনলাইনে কোন কিছুকেই প্রাইভেট প্রপার্টি করে রাখার কোন উপায় নাই। মানে এ পাশ ওপাশ দুপাশের যুক্তি ই আছে।
সো,সামু ইউজার ব্লগার দের কাছে আমি মতামত চাই, কারন আমি নিজেও ফাজলামী ডট কম চালাই। যেখানে কপিরাইট কে প্রায় সারাক্ষন ই বুড়ো আঙ্গুল দেখানো হয়। আসলে কি করা উচিত।
ফ্রি কন্টেন্ট দিয়ে ভোক্তা অধিকার দেয়া উচিত না , না দিয়ে আর্টিস্ট দের বাচানো উচিত ?
©somewhere in net ltd.