![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো মৃদু বাতাসে শোনা যায়
কখনোবা ঝড় বাতাসে কান পেতে শুনতে পাই
আর্তনাদ।।
লুকিয়ে কান্নার শব্দ,বিচ্ছিরি এক অট্রাহাসি
তারই মাঝে আসে ক্লান্তি
অন্ধকার হয়ে আসে চারদিক
বিষন্নতার শোক ছায়া
এই আকাশ জুড়ে কত বেদনা
এই বাতাসে কত কান্নার সুর
তবু বিষাদ নিয়ে ছুটে চলি
ফেলে সব পিছুটান।।।।।
©somewhere in net ltd.