![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান বাবুর হত্যা পরবর্তী আতংকে আক্রান্ত হয়েছিলো অনন্ত।আজ অনেক কিছু লিখতে ইচ্ছা করতেছে।কিন্তু লিখার মন মানসিকতা হারিয়ে গেছে।অনন্ত তার এই মৃত্যুর কারণ কি? মৌলবাদীরা এমন কেন?এত হিংস্র মন মানসিকতা ও মনুষ্যত্ব হীন মৌলবাদীদের ধিক্কার জানাই।
২| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:১০
আমারনামবিডি বলেছেন: সরকার বলে আনসারুল্লাহ মেরেছে ! আল কায়েদা বলে তারা মেরেছে !! আসল ঘটনা যে কি তা কেউই বলতে পারছে না !! এটা কি করে হয় ? যদি আল কায়েদা করে থাকে তাহলে বলতে চাই যে আল কায়েদা ইউএসএর তৈরি, আর আনসারুল্লার নাম জীবনে এই কয়েকদিন আগেই শুনলাম। মৌলবাদীরা যে আসলেই ঐ সব নাস্তিকদের মেরেছে তার ১০০% সঠিক প্রমাণ কেউ দিতে পারবে না। কারণ আজ কাল যে কেউই ফেবু/ টুইটারে পেজ খুলে যদি খুনের দায় শিকার করা স্টার্ট করে, তবে এটা দিয়ে কিন্তু কোন প্রমাণ হয় না যে আসলে কে করেছে খুনের কাজ। প্রমাণ থাকতেই হবে। আল কায়েদা আগেও নাকি বলেছিল যে ৯/১১ তাদের কথা, কিন্তু বছর আগেই ইউএসএর বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছেন যে ৯/১১ ভিতরের কাজ ! তার মানে এইসব খুনের ক্ষেত্রেও কিছু লুকানো হচ্ছে মাস্ট। আর আমার জানা মতে কোন ধর্মই মানুষ হত্যা বিনাকারণে সাপোর্ট করে না। বিডিআরের ঘটনায় যেমন মিডিয়া বলেছে যে এটা নাকি বিদ্রোহ ! কিন্তু যারা বাস্তববাদী তারা বলে এটা পরিকল্পিত ও বিদেশীদের কাজ। তার মানে দাড়ায় কিছু না কিছু লুকানোর চেষ্টা হচ্ছে। আর প্রকৃত নাস্তিক কোন দিনই অন্য ধর্ম বিরোধী হতেই পারে না। তাদের স্ট্যাটাস দেখে যা বুঝলাম তারা ছিল ইসলাম বিদ্বেষী। মৌলবাদ ভারতেও আছে, আরএসএস, শিবসেনা আছে, তারা মুসলিম খ্রিস্টান হত্যা করে। তবে লাস্টে বলবো যে, যারা মারা গিয়েছে এই সব হত্যাকাণ্ড ইসলামও সাপোর্ট করবেই না ও আমিও করবো না, আর এইসবের বিচার হবে কিনা তা হয়তো সময় বলে দিবে। দেখা যাক কি হয়।
৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ৭:০৪
রামন বলেছেন: ব্লগার ও নাস্তিক ইস্যুটি ছিল চলমান রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও রায় কার্যকর স্থগিত করার জামায়াত -হেফাজতসহ মৌলবাদী ইসলামী দলগুলোর কৌশল। এরা ব্লগার ও নাস্তিক ইস্যুটির সাথে সরকারকে জড়িয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকাদায় ফেলতে চেস্টা করেছিল এবং অনেকখানি সফল হয়েছিল তারা। পরবর্তিতে সরকার দক্ষতার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সামাল দিলেও নাস্তিক বিষয়ক ইস্যু অমিমাংসিত রয়ে যায়৷গুটি কয়েক ব্লগার যারা ধর্ম সংক্রান্ত স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালেখি করে,তাদের কারণে মৌলবাদীরা আবার মাথাচাড়া দিতে পারে সেটা সরকার ওয়াকিবহাল। বিজ্ঞান ও ধর্মের ক্রুটি বিচ্যুতি নিয়ে লেখালেখি করে এমন সকল লেখক/ ব্লগার নিশ্চিন্হ হলে সহসাই মৌলবাদীরা সরকার বিরোধী আর কোন ইস্যু সৃষ্টি করতে পারবে না এটা যেমন জানে মৌলবাদীরা তেমনি জানে সরকার। নিহত হতভাগ্য ব্লগারগন পরিস্থিতির শিকার; হতে পারে তারা বলির পাঠা!
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ রাত ১১:০৫
সাইফুল ফরিদপুর বলেছেন: ধিক্কার জানিয়ে কি হয় ভাই?