![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা জমে আছে শুনে যাও রাত নেমে আসার আগেই
রাতে তোমার লুকিয়ে পড়া আমার কাছে নতুন কিছু নয়।
কিছু কষ্ট পুষে রেখেছি তোমায় বুঝাব কষ্ট পুষতে কতটা কেঁপে ওঠে এই দেহ,
এই রাত আর লুকাবে না।জানি সময়ের শেষ লগ্নে এসে গেছি আমি।
আমি জানি ভয়ের ভার নিতে কতটা ভিজে ওঠে এই দু চোখ...
তোমার এই করুণ শ্লোক শুনেছি হাজার বার। আমি শুনতে চাই না আর এই মৃত উক্তি ।
দেখে যাও তোমার উন্মাদনায় হারিয়েছে কত স্বপ্ন,কত মুখ।
দিতে হবে তোমায় জবাব ,নিতে আসবে আগামীর আলো
উত্তর শেষে আত্মা নিয়ে চলে যাবে তোমারই জীবনের আলো ।
কিছু কথা বলতে দিও আমায় শেষ সময়ে,মৃত্যুর দূত আসার আগেই আমায় দেখিও সত্যির মুখখানি
কিছু অদৃশ্য উপহার রেখেছি সত্যকে জানাব ।তার জয়ের অপ্রকাশিত সত্য।
আসব আমি তোমার বিদায়ের পূর্বক্ষণে জ্বালিয়ে দিব আলো ।
দেখবে তুমি কতটা ছড়িয়েছ তোমার ভুলের প্রতিদান
কতটা যন্ত্রণা সইতে পার আত্মার বিদায় লগ্নে
দেখার খুব ইচ্ছে.....
©somewhere in net ltd.