![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে জেনে সেই কবে থেকে আমি অধীর আগ্রহে
তোমার আগমনী বার্তায় আজ উর্বাশী যেনো সমস্ত পৃথিবী
অবশেষে তুমি এলে,ধরনীর সব সজীবতা আজ পুলকিত
ঘরে ঘরে নেমে এলো খুশির জোয়ার আহা সে কি আনন্দ!
ওহে নববর্ষ নি:শেষ করে দাও বাংলার যত ভ্রান্তি,
অতীতের সব দুক্ষ কষ্ট মুছে বর্ষীত করো শান্তি।
তোমার নৈপূর্ণতায় শুরু হোক আগামীর পথচলা।
প্রতিটা মানব হ্রদয়ের ক্যানভাস হয়ে উঠুক শান্তির বাগান।
আমরা আর দেখতে চাই না ঐ নৈরাজ্য বিপন্ন জন জীবন
তোমার কাছে এই অবুঝ মনের একটাই প্রত্যাশা
তুমি লাল সবুজের বুকে বুন্ধত্বের সুগম যার্তা বয়ে দাও
কালের প্রত্যাবর্তনে নিপাত হোক যত বীভৎস ।
শুভ নববর্ষ
©somewhere in net ltd.