![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বেঞ্চের এক কোণায় বসে রয়েছি।সাথে একটা মেয়ে।বেঞ্চটা একটু ভাঙা।মেয়েটি কত মিষ্টি সুরে মিষ্টি করে আইক্রিম কিনে খাচ্ছে।আমি তাহার দিকে ঠিক মত তাকাতে পারছি না।তারপরো আড় চোখে তাকানোর চেষ্টা করছি।অপরিচিত মেয়েদের দিকে সরাসরি তাকাতে নেই।আমার সংকোচ বোধ হয়।মেয়েটির টানাটানা চোখ।চুল গুলো খোলা।এখানে প্রচুর বাতাস।বাতাসে তার চুল গুলো উড়ছে।তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে।কথা বলা প্রয়োজন।কিন্ত অপরিচিত একটা মেয়ের সাথে কিভাবে কথা বলব তা আমার জানা নেই।ও কি আমায় নিয়ে কিছু ভাবছে?দেখে তো তা মনে হয় না।উদাসী মনে আইসক্রিম খাচ্ছে।নাম টা জিজ্ঞেস করলে কেমন হয়?মনের ভিতরে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে।পৃথিবীতেতো মেয়ের অভাব নেই।এই তো সে দিন এক পত্রিকায় পড়লাম একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে ছেলের তুলনায় মেয়েদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।কিন্ত এই মেয়েটির সাথে কথা বলার জন্য আমার মন এত অস্থির হচ্ছে কেনো?মেয়েটি এখনো আমার পাশে বসে আছে।আমি রফিকের জন্য অপেক্ষা করছি।রফিক আমার ছেলেবেলার বন্ধু।
-আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন?
-জ্বী।একটা বন্ধু আসার কথা। কিন্ত সে মনে হয় না আসবে।(হা করে তাকিয়ে উত্তর টা দিলো)
-ওহ।আমি আমজাদ।
-পুষ্প।
পুরো শরীর ঘামতেছে আর কি বলবো বুঝতেছি না।
-আপনার নামটা খুব সুন্দর।
কিছু না বলেই উঠে চলে গেলো।আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম।কিছু বুঝে উঠার আগেই সামনের দিকে হাটা দিলো।একবারও পিছু তাকালো না।আমি বেঞ্চে বসে রইলাম।
রফিককে একটা খবর দেয়া ধরকার।সে আসবে কিনা?
অস্থিরতা বেড়ে চলছে...
©somewhere in net ltd.