নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উরনচণ্ডী

উরনচণ্ডী

জীবন বহতা নদীর মত

উরনচণ্ডী › বিস্তারিত পোস্টঃ

প্রোগ্রামার হতে চাই

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

আমার ছোট ভাই ডিগ্রি সেকেন্ড ইয়ার এ পড়ে। আগার গাঁ এলাকায় বসবাস করে। ও একজন ভাল প্রোগ্রামার হতে চায়। যেহেতু সে একটা ৯-৫টা চাকুরী করে তাই আগার গাঁ এলাকার আশে পাশে কোন ভাল প্রতিষ্ঠান থেকে প্রোগ্রামিং শিখতে চায়। যদি এ এলাকায় কারো ভাল কোন প্রতিষ্ঠান পরিচিত থাকে তবে জানালে উপকৃত হবো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কম্পিউটার প্রোগামিং যারা নতুন শুরু করছো তাদের অনেক জিজ্ঞাসা থাকে। তাই তাদের জিজ্ঞাসা গুলো উত্তর সংকলন করার জন্য এই ডক টা খোলা হলো। বিভিন্ন প্রশ্নের জন্য উত্তর ও প্রয়েজনীয় লিঙ্ক এখানে ধাপে ধাপে দেওয়া হবে।

প্রশ্ন ১: আমার কিছু দিক নির্দেশনা দরকার, কিছুই বুঝতে পারতেছি না। কি করবো? প্রোগ্রামিং কি শিখবো? শিখে কী হবে? কেমনে শিখবো?
উ: এই লেখা দুইটা পড়ো প্রথমে।
১। http://goo.gl/5PHEeH
২। http://goo.gl/M1DeIZ

প্রশ্ন ২: সি প্রোগ্রামিংয়ের ভালো কোনো বাংলা বই-টই আছে নাকি? থাকলে কই পাবো?
উ: কম্পিউটার প্রোগ্রামিং (১ম খন্ড), তামিম শাহরিয়ার সুবিন। পাওয়া যাবে রকমারি ডট কম এ। http://rokomari.com/book/10053

প্রশ্ন ৩: বইটার কোনো পিডিএফ নাই?
উ: আছে। পিডিএফ এর দাম ২৫ টাকা। পিডিএফ পাওয়া যাবে এইখানে। http://cpbook.subeen.com/p/blog-page_6.html

প্রশ্ন ৪: ভাই আমার কাছে তো ২৫ টাকা নাই, আর আমার বিকাশ অ্যাকাউন্টও নাই, আমি তাইলে কী করবো?
উ: বইটা এইখানে ফ্রি পড়া যাবে অনলাইনে। http://cpbook.subeen.com/

প্রশ্ন ৫: ভাই প্রোগ্রামিংয়ের কোনো বাংলা ভিডিও টিউটোরিয়াল নাই? থাকলে ভালো হইতো।
উ: ভিডিও টিউটোরিয়ালও আছে। এই ওয়েবসাইটে প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়াল আছে। https://dimikcomputing.com/

প্রশ্ন ৬: টাকা নাই, কোর্স করতে পারছি না, কোথাও কি মাগনা কোর্স করা যাবে?
উ: এই লিঙ্কে যাও এবং রেজিস্ট্রেশন করো। কোনো পয়সা লাগবে না। Click This Link

প্রশ্ন ৭: ভার্সিটি তে তো ইংলিশ বই পড়ায়। কোনটা ভালো? কোনটা পড়বো?
উ: সবগুলাই ভালো। যারা একদম নতুন তারা এই বইটা পড়তে পারো। Teach Yourself C, Herbert Schildt.

প্রশ্ন ৯: এই বইয়ের তো দেখি ম্যালা দাম (১০ ডলার)। এইটার কোনো পিডিএফ নাই?
উ: পিডিএফ খুঁইজা লাভ নাই। ঢাকার নীলক্ষেতে এই বইয়ের পুরানো কপি পাওয়া যায়, ১৫০-২০০ টাকা দাম। আরো কমেও পাইতে পারো।

প্রশ্ন ১০: কোনো ভালো প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন, যারা কিনা ভালো শেখায়?
উ: আমাদের নিজেদেরই একটা প্রতিষ্ঠান আছে। নাম হচ্ছে দ্বিমিক কম্পিউটিং। আমরা কোর্স করাই সব অনলাইনে। আমাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে অনলাইন কোর্স করতে পারো।
ওয়েবসাইট:
দ্বিমিক কম্পিউটিং, http://dimikcomputing.com/

প্রশ্ন ১১: প্রোগ্রামিং তো টুক-টাক শিখছি, এখন প্র্যাকটিস করবো কই? কিছু প্রোগ্রামিং সমস্যার পাইলে সমাধান করে প্র্যাকটিস করতে পারতাম।
উ: এই ওয়েবসাইটে বাংলায় প্রোগ্রামিং সমস্যা দেওয়া আছে। এইখানে মোট ৭১ টা প্রোগ্রামিং সমস্যা আছে। এইগুলা সব সমাধান করে ফেলো। http://cpbook.subeen.com/p/blog-page_11.html

প্রশ্ন ১২: প্রোগ্রামিং সমস্যা কয়েকটা সমাধান করছি, কয়েকটা পারতেছি না, আর কয়েকটা ঠিকমত বুঝতেছি না। একটু হিন্টস পাইলেই পারতাম, মনে হয়।
উ: ৫২ টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান নামে একটা বই আছে। ওইটাতে ৫২ টা প্রোগ্রামিং সমস্যার সমাধান সম্বন্ধে আলোচনা করা হইছে। কয়েকটা পুরোপুরি সমাধান করে দেওয়া হইছে, কয়েকটা বুঝায়ে দেওয়া হইছে আর কয়েকটা হিন্টস দেওয়া হইছে, ওইগুলা দেখতে পারো। এই বইটাও রকমারি ডট কম-এ পাওয়া যায়। https://www.rokomari.com/book/112234/

প্রশ্ন ১৩: এইগুলাতো সব সহজ সমস্যা। এইগুলা সবই সমাধান করে ফেলছি। আরো অ্যাডভান্সড কিছু নাই? অথবা, আমি প্রোগ্রামিং কনটেস্টের জন্য প্রস্তুতি নিতে চাই। আরো একটু অ্যাডভান্সড লেভেলের কোনো বাংলা বই আছে?
উ: প্রোগ্রামিং কনটেস্ট ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম - মো: মাহবুবুল হাসান বইটা দেখতে পারো। এই বইটাতে প্রোগ্রামিং কনটেস্টের সমস্যা সমাধানের জন্য অনেক অ্যালগরিদম আর বিভিন্ন ডেটা স্ট্রাকচার আলোচনা করা হইছে। খুবই কাজের বই। এইটাতে অনেক প্রোগ্রামিং সমস্যার লিস্ট ও দেওয়া আছে, যাতে করে থিওরী পড়ার পরে প্র্যাকটিস করা যাবে।
এই বইটাও রকমারি ডট কমে পাওয়া যায়। https://www.rokomari.com/book/117663

প্রশ্ন ১৪: আপনাদের কি আর কোনো বই আছে নাকি?
উ: আমাদের প্রকাশনীর একটা ওয়েবসাইট আছে। এইখানে আমাদের সব বইয়ের লিস্ট আছে।
ওয়েবসাইট:
দ্বিমিক প্রকাশনী - http://dimik.pub/

আরো কোনো প্রশ্ন যদি থাকে এই গ্রুপে পোস্ট করো। এছাড়াও আমাদের আরেকটা প্রশ্নোত্তেরর ওয়েবসাইটও আছে। ঔইখানেও তোমার প্রশ্ন পোস্ট করতে পারো।
ওয়েবসাইট
প্রোগ্রামাবাদ - http://programabad.com/


সবার জন্য শুভকামনা।
Happy Coding!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখাটির source

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.