![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোট ভাই প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। যদি কেউ রিপোর্টের বিস্তারিত জানান তবে বাধিত হবো।
২| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিজ্ঞ ডাক্তারের
পরামর্শ আবশ্যক।
৩| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭
আহমেদ জী এস বলেছেন: উরনচণ্ডী,
রোগীর উপসর্গ সম্পর্কে শুধু মাথাধরা ছাড়া আর কিছু বলেন নি। মাথায় কোনও আঘাতের ঘটনা ছিলো কিনা, স্বজ্ঞান কিনা, অঙ্গপ্রত্যঙ্গের কোনও অস্বাভাবিকতা আছে কিনা বলেন নি।
যাই হোক, নন মেডিক্যাল সাধারণ মানুষের কাছে বিষয়গুলো সহজে বোধগম্য নয়। যেহেতু রোগী আপনার ভাই এবং উৎকন্ঠা থাকাটাই স্বাভাবিক তাই আপনাকে বোঝানোর জন্যে বলছি - এক কথায় এটা ব্রেন হেমোরেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ । সাধারণ মানুষ এটাকে "ষ্ট্রোক"বলেন।
রিপোর্ট অনুযায়ী যেখানে যেখানে রক্তক্ষরণ হয়েছে তা দেখাচ্ছি--
মস্তিষ্কে ৩টি আবরন থাকে ছবিতে ১,২,৩ করে দেখানো আছে। দেখানো আছে কোন স্তরে এই রক্তক্ষরণ ঘটেছে।
এই এলাকায় রক্তক্ষরণ হয়েছে সাথে এখানেও ---
ছবির হিসেব করলে মনে হবে বিশাল এলাকাজুড়ে রক্তক্ষরণ হয়েছে, তা কিন্তু নয়। ক্রনসেকশান ধরতে হবে তাহলে বুঝতে পারবেন ঠিক কোন জায়গাটিতে হয়েছে। ভয় পাবার কিছু নেই। এটা হতে পারে মাথায় আঘাত লেগে বা এরকম রক্তক্ষরণ ঘটনার
কোনও পারিবারিক ইতিহাস থাকলে।
সম্ভবত আপনার ভাইয়ের জ্ঞান (সেন্স) রয়েছে তাই ভরসার কথা। ম্যাসিভ রক্তক্ষরন নয়। ক্লোজ অবজারভেশানে থাকতে হবে কয়েকদিন। আপনার ডাক্তার আপনাকে নিশ্চয়ই সব বুঝিয়ে বলবেন।
ভরসা রাখুন মহান সৃষ্টিকর্তার উপর।
২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
উরনচণ্ডী বলেছেন: তার বয়সঃ ৪০, ওজনঃ ৬০ কেজি, উচ্চতাঃ ৫ ফুট ৮ ইঞ্চি, হাই ব্লাড প্রেসার ছিল প্রেসারের ঔষধও খেত। বর্তমান রক্ত চাপঃ ১৫০-১২০।
বাথরুম থেকে উপুর হয়ে পানি তুলতে গিয়ে মাথা ব্যাথা, ক্রমে বাড়তে থাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। ঐ একই সমস্যা। সিটি স্ক্যান করার পর এ রিপোর্ট দিয়েছে। ডাক্তার এখন সিটি এনজিগ্রাম করতে বলেছে। রিপোর্ট পেলে আপনাকে জানাব।
৪| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আল্লাহ সুস্থ করে দিক।
৫| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪
আহমেদ জী এস বলেছেন: উরনচণ্ডী,
উচ্চরক্তচাপ থাকলে হঠাৎ করে মাথা নিচু থেকে উপরে তুললে এর রকম একিউট (তাৎক্ষনিক) রক্তক্ষরণের ঘটনা ঘটতে পারে।
অপেক্ষা করুন। রক্তচাপ নীচেরটা ( ডায়াসটোলিক) ১২০ এর নীচে নামে কিনা।
আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন সব সময়। ধৈর্য্য হারাবেন না।
সৃষ্টিকর্তা মঙ্গলময়....................
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
মস্তিষ্কে রক্তক্ষরন, ব্রেন স্ট্রোক।
বাচানো মুসকিল। যেহেতু ডান বাম প্যারালাইসিস নেই বয়সও কম বেঁচে যাবে হয়তো, আল্লাকে ডাকেন।