![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেয়ার ব্যবসা করে সবাই বড়লোক হয়ে যাচ্ছে। আমিও বড়রোক হতে চাই। একটা বিও একাউন্ট খুলবো। কিন্তু কোন ব্রোকারেজ হাউজে খুলবো সেটা বুঝতে পারছি না। এমন কোথাও খুলতে চাই যেখানে অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে ট্রেডিংয়ের সুযোগ রয়েছে। কারো ধারনা থাকলে জানাবেন প্লিজ?
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৪
বীরবাহু বলেছেন: লাভ করতে চাইলে লস সহ্য করার মানসিকতা থাকা চাই। ধন্যবাদ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
বৃষ্টি বিলাস বলেছেন: তফাতে থাকাই শ্রেয়!!!!!!!!!!!!!!!!
৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮
কাঠুরিয়া. বলেছেন: ছিল আমার জরীর পোশাক
কত ঝলমইলা,
মওলা তুমি কাইরা নিয়া
ছালা পিন্দাইলা..
৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮
নাযীর আহমদ বলেছেন: ছিল আমার জরীর পোশাক
কত ঝলমইলা,
মওলা তুমি কাইরা নিয়া
ছালা পিন্দাইলা..
৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২২
নাজমুল নয়ন বলেছেন: যে কোন মার্চেন্ট ব্যাংকে বিও খুলুন ব্রোকারেজ থেকে সুবিধা বেশি পাবেন, তাছাড়া আপনি কোন এলাকায় ট্রেডিং করতে চান সে এলাকায় খুলুন ফোন ট্রেডিং এর পাশাপাশি নিজেও আশাযাওয়া করতে পারবেন সময় পেলে।
শেয়ার ব্যাবসায় নামার আগে দয়া করে অবশ্যই অন্তত একটি ট্রেনিং করে নিন, এসএসই ডিএসই এবং কিছু প্রাইভেট প্রতিষ্ঠান যেমন ষ্টক বাংলাদেশ এসব ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে
আপনার বিনিয়োগ হউক নিরাপদ
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১
বীরবাহু বলেছেন: আমি আসলে এমন কোথাও একাউন্ট খুলতে চাচ্ছি যেখানে অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে ট্রেডিং করা যাবে। সময় পেলে অফিসে যাবো, কিন্তু সেটা সব সময় সম্ভব হবে না। তাই বিকল্প ব্যবস্থা চাচ্ছি। আমার অবস্থান পল্লবীতে।
ট্রেনিং সম্পর্কে বিস্তারিত বলবেন কি প্লিজ? একটা ট্রেনিং করতে পারলে ভালোই হয়।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সব কিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে । ব্যবসা করতে গেলে লাভ-লসকে মেনে নিতে হবে । লাভ-লস মেনে নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে শেয়ার ব্যবসাতে আসুন । আপনার এলাকাতে ব্রোকারেজ হাউজ আছে কিনা দেখুন । যদি থাকে তাহলে সেখানে খুলুন ।
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩
বীরবাহু বলেছেন: এলাকাতে তো কতই ব্রোকারেজ আছে। কিন্তু আমি চাচ্ছি অনলাইন ট্রেডিংয়ের সুবিধা।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬
রাতুল রেজা বলেছেন: এলাকাতে ব্রোকারেজ হাউস থাকলে সেখানেই খুলুন, অনলাইন ট্রেডিং সুবিধা থাকলে আরো ভাল হবে, আপনি বাসায় বসেই ইন্টারনেট এ শেয়ার কিনতে পারবেন আবার বেচতেউ পারবেন, ব্রোকারেজ হাউসে যেতে হবেনা।
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০
বীরবাহু বলেছেন: আমি আসলে এমন কোথাও একাউন্ট খুলতে চাচ্ছি যেখানে অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে ট্রেডিং করা যাবে। সময় পেলে অফিসে যাবো, কিন্তু সেটা সব সময় সম্ভব হবে না। তাই বিকল্প ব্যবস্থা চাচ্ছি। আমার অবস্থান পল্লবীতে।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১২
সুডোকুর ছক বলেছেন: কারওয়ান বাজার stock bangladesh এ গিয়ে hac securities এ খুলেন।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫১
রাতুল রেজা বলেছেন: আমি কাউরানবাজার এর GMF Securities এ ট্রেড করি। এটার অনলাইন ট্রেডিং সুবিধা আছে। ঠিকানা ঢাকা ট্রেড সেন্টার, লিফট এ ১৫, কাউরানবাজার।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৩
পারভেজ রবিন বলেছেন: বিও একাউন্ট না খুলে জিমেইল একাউন্ট খুলেন, ভাল হবে।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
ইউসিবিএল২০১১ বলেছেন: লংকাবাংলা সিকিউরিটিজ অথবা আইডিএলসি সিকিউরিটিজ এ খুলুন
১২| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৫
আসকওয়ানমি বলেছেন: পারভেজ রবিন বলেছেন: বিও একাউন্ট না খুলে জিমেইল একাউন্ট খুলেন, ভাল হবে...................... হাহাপগে.........
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৯
অ্যাডলফ বলেছেন: http://stockbangladesh.com/omos/index এখানে একাধিক সিকিউরিটিজের ঠিকানা আছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৭
আনোয়ার সাদী বলেছেন: শেয়ার ব্যবসা করে সবাই বড়লোক হচ্ছে এটা বোধ হয় ঠিক না। কেউ কেউ ফতুর ও হচ্ছে।
ভালো করে বুঝে নিন ব্রাদার ...তারপর শুরু করুন ...