নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহর মানেই গ্রামের গল্প

শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়!

গ্রামের মানুষ

বন্ধু তুই যে আমার ভাদ্র মাসের পূর্ণিমারই চাদ! যতই তরে ভালবাসি মেটে না মেটে না সাধ।

গ্রামের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ড. জামাল নজরুল ইসলাম আর নেইঃ বিদায় প্রফেসর

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১





প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম আর নেই। গতরাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....)। বিশিষ্ট কসমোলজিস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস, ইন্সটিটিউট অফ এপ্লায়েড ম্যাথমেটিক্সের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত সম্মানীয় এই বিজ্ঞানীর প্রতি রইলো অশেষ শ্রদ্ধা।



বাংলাদেশ আরেকজন সুবর্নসন্তান হারালো। বিশ্ব আর কত দিনে আরেক জন জে এন ইসলাম পাবে তা সত্যিই অনিশ্চিত!!



সুত্রঃ বিশিষ্ট নির্ভরযোগ্য তথ্য পাওয়া

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

আলফা-কণা বলেছেন: কেন জানি কয়েক দিন যাবত সার কে খুব mone porlo. উনি আমার class teacher না . উনার সাথে আমার math কনফারেন্স এ পরিচয়, উনার মত এতু বড় মাপের একজন নিরহংকার লোক জীবনে দেখতে পাওয়া যে কতটা ভাগ্যের বাপার. বলে বুঝানো যাবেনা. সি ২০০৮ এ উনার সাথে এক সাথে কনফারেন্স করা, দেন ডিনার করা, ডিনার এর পর, উনার মুখে গজাল শুনা. আহ, এতু গুনি মানুষ, এতু গুনি মানুষ এর জন্ম আবার কবে হবে. আল্লাহপাক উনাকে তুমি বেহ্স্তনাসিব দান কর. আমিন. উনি আসলে, এস ইউজুয়াল ইন্তেলেচ্তুয়াল দের মত সব সময় মিডিয়া তে কথা বলতেন না, কিন্তু কতটা যে, বড় মাপের মানুষ ছিলেন, উনার সাথে না সময় কাটালে, বুঝা যাবেনা. অনেক ইচ্চাহ ছিল, উনার একটা ইন্টারভিউ নেই , নেয়া হয় নাই. খুব কস্ট লাগছে,

২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

এম হুসাইন বলেছেন: বাংলাদেশ আরেকজন সুবর্নসন্তান হারালো।

উনার আত্মার মাগফিরাত কামনা করছি।

পোস্টে মন খারাপ করা ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.