![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে শুরু করেছিলাম। এই পোষ্ট যে এতো বড় সিরিজ হবে বোঝতে পারিনি। এবারের পর্ব নং ৬। এই পোষ্টের সিরিজে অনেকে অনেক ধরনের মন্তব্য ও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন; সবাইকে ধন্যবাদ। যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বলে ভাবছেন তারা করে ফেলুন। বৈধ বা অবৈধ কোন ব্যাপার না। রাজায় যেমনে চালায় আমরাও তেমনি চলি - এই ভাব নিয়ে লাইসেন্সটা নিয়ে নিন। ড্রাইভিং এ যেহেতু জীবন থাকা না থাকার প্রশ্ন, তাই আমি মনে করি সঠিক উপায়ে প্রশিক্ষণ নিয়েই লাইসেন্স নেয়া উচিত। তা না হলে সেকেন্ডের ব্যবধানে আপনার প্রাণপাখি দেহখাঁচা ছেড়ে বাসা বাঁধবে পাশের গাছের ডালে। যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় আসবে বা আসতে পারে তার সবগুলোই আমি এখানে উল্লেখ করেছি।
তো চলুন শুরু করি; পর্ব - ০৬।
প্রশ্ন- ৮১ঃ প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোন যন্ত্রাংশ বা দ্রব্য বিক্রয়ের জন্য রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কী?
উত্তরঃ সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। অনুরুপ মোটরযান বা যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা যাবে।
প্রশ্ন- ৮২ঃ গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী চেক করতে হবে?
উত্তরঃ ফুয়েল বা জ্বালানি আছে কিনা চেক করতে হবে।
প্রশ্ন- ৮৩ঃ পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিষয় চেক করতে হয়?
উত্তরঃ ১. প্লাগ পয়েন্ট ঠিকভাবে স্পার্ক করছে কিনা, ২. কার্বুরেটরে পেট্রোল যাচ্ছে কি না তা চেক করতে হয়।
প্রশ্ন- ৮৪ঃ ফুয়েল ও অয়েল বলতে কি বোঝায়?
উত্তরঃ ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল, ডিজেল, অকটেন, সিএনজি ইত্যাদি বোঝায় আর অয়েল বলতে লুব অয়েল বা মবিল বোঝায়।
প্রশ্ন- ৮৫ঃ লুব অয়েল বা মবিল এর কাজ কী?
উত্তরঃ ইঞ্জিেনের বিভিন্ন ওয়ার্কি পার্টস (যন্ত্রাংশ) সমূহকে ঘুরতে বা নাড়াচাড়া করতে সাহায্য করা, ক্ষয় হতে রক্ষা করা এবং ইঞ্জিন পার্টসসমুহকে ঠান্ডা এবং পরিস্কার রাখা মবিলের কাজ।
প্রশ্ন- ৮৬ঃ কম মবিল বা লুব অয়েলে ইঞ্জিন চালালে কী ক্ষতি হয়?
উত্তরঃ বিয়ারিং অত্যাধিক গরম হয়ে গেলে গলে যেতে পারে এবং
পিষ্টন-সিলিন্ডার জ্যাম বা সিজড হহতে পারে।
প্রশ্ন- ৮৭ঃ লুব অয়েল কেন এবং কখন বদলানো উচিত?
উত্তরঃ দীর্ঘদিন ব্যবহারে ইঞ্জিনের কার্বন, কাষয়িত ধাতু, ফুয়েল, পানি জমার কারণে এর গুনাগুন নষ্ট হয়ে যায়। তাই মবিল বদলাতে হয়। গাড়ি প্রস্তুতকারক প্রদত্ত হ্যান্ডবুকের নির্দেশ মতো মাইল/কিলোমিটার চলার পর মবিল বদলাতে হয়।
প্রশ্ন- ৮৮ঃ ইঞ্জিনি অয়েলের পরিমান কিসের সাহায্যে পরীক্ষা করা হয়?
উত্তরঃ ডিপস্টিক এর সাহায্যে।
প্রশ্ন- ৮৯ঃ টায়ার প্রেসার বেশি বা কম হলে কী অসুবিধা হয়?
উত্তরঃ টায়ার প্রেসার বেশি বা কম কোটাই ভালো নয়। টায়ার প্রেসার বেশি হলে মাঝখানে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কম হলে দুইপাশে ক্ষতি হয় বেশি।
প্রশ্ন- ৯০ঃ কোন নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কিভাবে জানা যায়?
উত্তরঃ টায়ারের আকার, ধরণ ও লোড বহন করার ক্ষমতার উপর নির্ভর করে প্রস্তুকারক কর্তৃক সঠিক প্রেসার নির্ধারণ করা হয়, যা প্রস্তুতকারকের ম্যানুয়ালে লেখা থাকে।
প্রশ্ন- ৯১ঃ টায়ার রোটেশন কী?
উত্তরঃ বিভিন্ন কারণে গাড়ির সবগুলো টায়ারের ক্ষয় সমভাবে হয় না। গাড়ির চাকাগুলোর ক্ষয়ের সমতা রক্ষার জন্য একদিকের টায়ার খুলে অপরদিকে কিংবা সামনের টায়ার খুলে পিছনে লাগানোকে অর্থাৎ টায়ারের স্থান পরিবর্তন করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর পদ্ধতিকে টায়ার রোটেশন বলে। এর ফলে টায়ারের আয়ূ বহুলাংশে বেড়ে যায়। লোয়ার সাইজের স্পেয়ার চাকা কখনো সামনে লাগানো উচিত নয়।
প্রশ্ন- ৯২ঃ ব্যাটারীর কাজ কী?
উত্তরঃ ১. ইঞ্জিনকে চালু রাখতে সাহায্য করা, ২. পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করা, ৩. সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটারসমুহ চালাতে সহায়তা করা, ৪. হর্ণ বাজাতে সহায়তা করা।
প্রশ্ন- ৯৩ঃ নিয়মিত ব্যাটারীর কী পরীক্ষা করা উচিত?
উত্তরঃ পানির লেভেল।
প্রশ্ন- ৯৪ঃ সময় ও প্রয়োজনমতো ডিস্টিল ওয়াটার না দিলে কী হয়?
উত্তরঃ ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে।
প্রশ্ন- ৯৫ঃ ব্যাটারীর টার্মিনাল হতে মরিচা দুর করা হয় কেন?
উত্তরঃ ৯৫ঃ মরিচা প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগে বাধা দেয় এবং পরবর্তীতে টার্মিনালের ভেতর দিয়ে মরিচা পড়ে ও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায়।
প্রশ্ন- ৯৭ঃ মোটরগাড়িতে ব্যবহৃত ব্যাটারীর ভোল্টেজ কত থাকে?
উত্তরঃ ৯৭ঃ ৬ ভোল্ট এবং ১২ ভোল্ট থাকে। বড় বাস এবং ট্রাকে থাকে ২৪ ভোল্ট।
প্রশ্ন- ৯৮ঃ একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা গাড়ি চালাতে পারে?
উত্তরঃ ৯৮ঃ এ নাগাড়ে ৫ ঘন্টার বেশি নয়; অতঃপর আধাঘন্টা বিশ্রাম নিয়ে আবার ৩ ঘন্টা অর্থাৎ ১ দিনে ৮ ঘন্টার বেশি নয় এবং সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি নয়।
প্রশ্ন- ৯৯ঃ ইঞ্জিন কাকে বলে?
উত্তরঃ ৯৯ঃ ইঞ্জিন হচ্ছে এক ধরনের যন্ত্র যেখানে জ্বালানি বা ফুয়েলকে পুড়িয়ে রাসায়নিক শক্তিকে প্রথমে তাপশক্তি এবং পরে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা হয়।
প্রশ্ন- ১০০ঃ ইঞ্জিনের প্রধান প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কী?
উত্তরঃ ১. সিলিন্ডার হেড, ২. সিলিন্ডার ব্লক, ৩. পিস্টন, ৪. ক্র্যাংকশ্যাফট, ৫. ক্যাম ও ক্যাম শ্যাফট, ৬. কানেকটিং রড, ৭. বিয়ারিং, ৮ ফ্লাই হুইল, ৯. অয়েল প্যান ইত্যাদি।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
ভিটামিন সি বলেছেন: ভালো তো, ভালো না, ভালো।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
আলম দীপ্র বলেছেন: চমৎকার চালিয়ে যাচ্ছেন ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১০
ভিটামিন সি বলেছেন: আপনারা পড়েন আর কমেন্ট করেন বলেই চলছে। কোন কাজে আসে নাকি আমার এই লেখা?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২
মামুন রশিদ বলেছেন: কাজটা অসাধারণ । সিরিজের শেষ পোস্টে সবগুলো পোস্টের লিংক দিয়ে দিবেন ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমিও তাই ভাবছি যে শেষ পোষ্টেই সব লিংক দেবো।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
এহসান সাবির বলেছেন: লাইসেন্সের আমার একটা আছে
সেবার আমরা ৬৮ জন লিখিত পরীক্ষা দিয়েছিলাম, ১১ জন পাশ আমি ৭ম
যেদিন মাঠে গেলাম ফিল্ড টেস্ট দিতে যেয়ে দেখি ৬৪ জন হাজির, জানতে চাইলাম পাশ নাকরে কেমনে কি? ওনারা কেউ কেউ বল্ল আরে ধুর লিখিত পরীক্ষা দিতে গেছিলাম তাই কত
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭
ভিটামিন সি বলেছেন: ভালো তো, ভালো না? ভালো।
প্রতিদিনই পত্রিকার পাতায় অকাল মৃত্যুর খবর পাই যার বেশির ভাগই সড়ক দূর্ঘটনার। যারা লিখিত পরীক্ষায় ফেল করেও লাইসেন্স পায়, আমার মনে হয় না তারা এইসব দূর্ঘটনায় পতিত হন। আপনি কি কন?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
এনামুল রেজা বলেছেন: উপকারি পোস্ট।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৮
ভিটামিন সি বলেছেন: রেখে দিন। কারও কাজে লাগতে পারে।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১০
কারুিণক বলেছেন: চমৎকার
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
ভিটামিন সি বলেছেন: আপনার নামের বানান ভুল। ভালো থাকবেন। আচ্ছা ভাইজান, আপনার গার্লফ্রেন্ড বা আমার ভাবী আপনারে কিভাবে ডাকে আমার খুব জানতে ইচ্ছে করে।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৫
পড়শী বলেছেন: এখানেও প্রশ্ন ফাঁস?
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২০
ভিটামিন সি বলেছেন: ফাঁস না ফাস। ফাঁস হইলে তো ঝুলতো, কই ঝুলে না তো। যে পরিমান প্রশ্ন দিছি, এই পরিমান যদি ফাস মনে কইরা পড়ে, তাইলে হেরে ঠেকায় কোন হালায়?
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
লিরিকস বলেছেন: কেমন আছেন ভাইয়া?
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৫
ভিটামিন সি বলেছেন: ভালো তো, আপুনি। আপনি কেমন আছেন?
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
মুহিব জিহাদ বলেছেন: প্রশ্ন ফাস দেইখা গাড়ী কিনতে মনেচায়, উপায় কি এখন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৭
ভিটামিন সি বলেছেন: মন চাইলে কিনবেন। টাকা না থাকলে বুদ্ধি নেন কেমনে গাড়ীর মালিক হইবনে। প্রাকটক্যিাল বুদ্ধি চাইলে বাংলা নাটক টেকনিক্যাল চোর দেখুন। হেরপরে গাড়ির মালিক হইতে আপনার সময়ের ব্যাপার মাত্র। ওই নাটকে গাড়ির মালিক হওয়ার দুইটা উপায় দেয়া আছে।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০
কলমের কালি শেষ বলেছেন: বেশ কাজের পোষ্ট । কৃতজ্ঞতা ।
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
আহলান বলেছেন: আমাদের লিখিত পরীক্ষার সময় বলে দিয়েছিলো যে প্রশ্নে উত্তর জানা থাকবে না সেটার উত্তরের ঘর ফাকা রেখে খাতা জমা দিতে, ভুল উত্তর দিতে নিষেধ করেছিলো .....