![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
এই সেই মাদানী নগর মাদ্রাসা...
কিলাছ সেভেন পাশ কইরা কেবল এইটে উঠছি এইরাম সময় আমার আব্বাজান ২য় বার হজ্জব্রত পালন করিয়া দ্যশে ফিরিলেন
তিনি আসিয়াই বল্লেন এইসব স্কুল ফুল আর চলিবেনা!!
এখুন থিকা দ্বীনি এলেম শিক্ষা করতে হইবে
কি আর করা বাপের হাত ধরিয়া ভর্তি হইলাম পাশের গেরামের হাফেজী মাদ্রাসায়
বছর দুয়েক পড়িলাম তাতে ছয় পাড়া মুখস্ত করিয়াছি
হের মধ্য আব্বাজান তাবলিগে গমন কৈরা তিনচিল্লা সমাপ্ত
কৈরা বাড়িতে আসিয়া নতুন হুকুম জারী করিলেন। কাকরাইলের মুরব্বীরা নাকি কইছেন নেক সহবতের উস্তাদের শিষ্য না ওইলে এলেম কামে দিবোনা!!..
আমার আব্বাজান অনেক খুজিয়া নেক সহবতের আলেমের মাদ্রাসা খুজিয়া বাহির করলেন।
অতঃপর বাড়িতে মা, ছোট ভাই, বোন, বন্ধু, আত্নীয় স্বজনদের থিকা বিদায় লইয়া আব্বাজানের হাত ধইরা নারায়নগন্ঞ্জের কাঁচপুর ব্রিজের আগে মদনীনগর মাদ্রাসায় আমারে সোপর্দ করিয়া আব্বাজান তার ব্যবসাস্হল রংপুরে চৈল্লা গেলেন
বড়ই হতাশার মইদ্দ্যে দিন কাটিতেছিল
শত শত তালবে এলেমের সাথে থাকি পড়ি কিন্তুন নতুন পরিবেশে নিজেরে খাপ খাওয়াইতে পারতাছিলামনা
এই সেই খেলার মাঠ, যেখানে ভলিবল খেলা হইতো..
মাদ্রাসার মাঠ রহিয়াছে তয় খেলাধুলা নিষিদ্ধ শুধুমাত্রর ভলিবল ছাড়া
বিকাল হইলে সিনিয়র তালেবে এলেমমেরা ভলিবল খেলে আর বেবাকে চাইয়া চাইয়া দ্যহে
একদিন হিড়িস কৈরা কোটের মইধ্য ঢুকিয়া বলটাতে কেবল দুইবার ঘুষি মারিয়াছি ওমনি হাউকাউ করিয়া উঠিলো আরেকপক্ষ!!
রায়পুরা হুজুর বেত্র লইয়া আগমন করিলেন
বিশৃংখলার দায়ে শাস্তি প্রদান করিবেন আমাকে
যেইনা বেতখানা উচা করিয়াছেন অমনি ভৌ দৌড় দিয়া দরবেশ হুজুরের পিছনে গিয়া লুকাইছি
রায়পুরা হুজুর কষিয়া বেত মারিলেন অমনি ক্রিকেটিয় ড্রাইভ দিয়া উল্টোদিকে ঘার মেরেছি ফলাফল বেতের বাড়ি দরবেশ হুজুরের গতরে লাগছে!!
রাইতে পীরসাহেব হুজুর মিটিং বসাইছে দরবেশ হুজুররে রায়পুরা হুজুরের বেত্রাঘাতে করনের লাইগ্য
এদিকে আমরা ছাত্ররা খুশিতে ডগমগ!!
রায়পুরা হুজুর বড্ড বাড় বেড়েছিল!! আদ্দব কায়দার নামে ছাত্রদের যেমন খুশি পিডানি দেয়!!
কয়েকখান আদ্দবেন নমুনা দিলাম
১. হুজুরগো সামনে ছাত্ররা ঘড়ি ব্যবহার করবার পারবোনা। হ্যতে নাকি আদ্দবের ব্যঘাত ঘটে!!
২. হুজুরেরা বাহারী রঙের জুব্বা পড়িতে পারে কিন্তু ছাত্ররা সাদা রঙের জুব্বা পড়িবে নচেৎ বেত্রঘাত!!
৩. হুজুরেরা মডেলিং চশমা ব্যবহার করিবে কিন্তুক ছাত্ররা পড়িলেই বেদ্দব ট্যগ মারিয়া বেত্রাঘাত!!
৪. রাত্রী দশটা বাজার সঙে সঙে মশারী টাঙিয়ে শুইয়া পড়িতে হইবে, ঘুম না আসিলেও চোখ বন্ধ রাখিতে হইবো। পাশে শুয়ে থাকা ছাত্রের সাথে কথা বলিলেই পায়ের তলায় রায়পুরা হুজুরের বেতের বাড়ি নির্ধারিত!!
৫. ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থিকা জাগ্রত হইতে হইবেক। যদি কেহ জাগ্রত হইবার না পারে তাহা হইলে তাহার গতরে বেতের নহর বহিয়া যাইবে।
৬. মাদ্রাসার তিনদিকে বাউন্ডারি দেয়া অন্যদিকে লেক। ছাত্ররা যাহাতে পলায়ন না করিতে পারে এজন্য গেটে গার্ড সার্বক্ষনিক মোতায়েন করা থাকে। কেবলমাত্র হুজুরের পারমিশন স্লিপ ছাড়া কেহ গেটের বাহির হইতে পারেনা।
অনেক কষ্টে বারোটাদিন কাটাইয়া ফেলিলাম
ফন্দি ফিকির করিতেছি ক্যমনে এই দুর্গ থাকিয়া নিজেকে মুক্ত করিবো অতঃপর বাড়িতে গমন করিবো
সকালে একজন সিনিয়র ছাত্রের থিকা জানবার পারিলাম মাদ্রাসা ছুটি হয় বছরে একবার রমজান মাসে ক্লাস আরম্ভ হয় শাওয়ালে। শুনিয়া বুকের বামপাশটা কিন্ঞ্চিৎ মোচড়াইয়া উঠিলো!!..
দির্ঘ ১১ মাস জেল খাটিতে হইবে??..
তালেবে এলেম হওনের জন্য??
খ্যতা পুড়ি তালবে এলেম হওনের!! যতসব বন্দিশালায় আগুন জ্বালা!! আগুন জ্বালা!!
রাইতে রান্নাঘরে খাবার আনার সময় একখান রসুন চুরি কইরা লইয়ালাইছি যেন বগলের তলে রাইখা শরীরের টেম্পরেচারডা বাড়ানো যায়
ফজর পইড়া ভাব ধরলাম শইলে জ্বর আইছে
সকালের নাস্তা না খাইয়া
একটু কাহিল হওয়ার চেষ্টা করিলাম
মাথায় সরিষার তৈল মাখিয়া রোগা রোগা ভাব ধরিলাম
১১:০০টার সময় রায়পুরা হুজুরকে বলিলাম আমার জ্বর আইছে বডিংয়ের খাওন খাইবার পারতাছিনা বমি হইয়া যায়…
একখান গেট পাশ দেন চিটাগাং রোডের হোটেল থিকা খাবার কিন্না আনি। চেষ্টা বিফল ওইলো
অতঃপর দরবেশ হুজুরের কাছে গিয়া কইলাম তিনি গেটপাশ দিয়া দিলেন
এবং আব্বাজানের থিকা নেওয়া ৯৬৫ টাকা যাহা জমা রাখা ছিল হুজুরের নিকট সেখান থিকা ৬৫ টাকা লইয়া টিফিন ক্যরিয়ারের বাটিতে একখানা প্যন্ট একখানা সার্ট এবং ঘড়িখানা ভরিয়া গেটপাশ দেখাইয়া মাদ্রাসার চোদ্দশিকের আঙিনা থিকা মুক্তি পাইলাম মাত্র ২০ মিনিটের জন্ন!!
মদনীনগরের মাটিরে সেলাম করিয়া রওনা দিলাম চিটাগাং রোডের দিকে
রিকসাওয়ালারে কইলাম তারতারি যান
এই সেই লেক যাহার পার্শে মাদ্রাসা অবস্হিত পার্শে টট্রগ্রাম হাইওয়ে
গাং রোডে নাইম্যই একটা হোটেলের মধ্য সান্ধাইয়া খাবারের ওর্ডার দিয়া ভিতরে ঢুকিলাম যেখানে রান্না করা হয়
তড়িৎগতিতে পান্জ্ঞাবী পায়জামা খুলিয়া প্যন্ট সার্ট পড়িয়া খাবার খাইয়া বহির ওইয়া দেখি রাস্তার ওইপারে রায়পুরা হুজুর খাড়াইয়া এদিক ওদিক দেখতাছে!!
হেটেলের সামনেই কুমিল্লা থিকা আসা নিহারিকা এক্সপ্রেস নামে একখান বাস দাড়াইলো যাত্রী নামাইতে অমনি চুপ কৈরা বাসে চড়িয়া বসিলাম
বাস ছাড়িলো যখন রায়পুরা হুজুর তখনি দৌড়াদৌড়ি করিয়া মনহরদী থেকে আসা একটা লোকালবাসে চড়িয়া বসিলো
আমার চড়া বাস চলিতেছে পিছনে রায়পুরা হুজুরের চড়া বাস আসতেছে!!
মনে মনে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বোয়ালেমিন পড়তাছি!!..
সানার পাড় আইসা লোকালবাসখান খাড়াইলো আমার চড়া বাসটা একটানে সায়েদাবাদ আসিয়া দাড়াইলো!!
সায়েদাবাদ নামিয়া গুলিস্তানের বাসে চড়িলাম। গুলিস্তান থেকে রিকসা লইয়া সোয়া সোজা ইসলামপুর চইলা গেলাম এই জন্য যে আব্বার পরিচিত ব্যবসায়ীর দোকন থিকা টাকা নিয়ে গেরামের বাড়ি যামু।
হায়!! হায়রে.. ইসলামপুরের সব দোকানই বন্ধ!! ২৬শে মার্চ এজন্য মার্কেট বন্ধ!!..
কি আর করুম আবারো গুলিস্তান আইসা বিআরটিসির বাসে ৫টাকা দিয়া টিকিট কাটিয়া দোতলায় বসিয়া গাবতলী পৌছাইলাম।
গাবতলী টার্মিনালে খুইজ্জা খুইজ্জা শাহজাদপুর ট্রাভেলস নামক কাউন্টারখানা পাইলাম
অতঃপর নুরুন্নবী চাচাকে কইলাম বেতিলের বাসের একখান টিকিট দ্যন।
চাচায় টিকিট দিলো আর জিজ্ঞেস করিলো টাকা পয়সা লাগবো নাকি??
আমি কইলাম লাগবোনা চাচা তয় টিকিটের দাম আব্বাজানের থিকা লইয়েন!! চাচা বললো ঠিকাসে!!
গাড়ি ছাড়িবার তখনো ২ ঘন্টা দেরী। গাবতলী বাসষ্ট্যন্ডে ঘুড়িয়া ঘুড়িয়া সময় কাটাইলাম। পকেটে টাকা মাত্রর ৪০ খানা!!
এদিকে খিদেয় পেট মোচড় দিয়া উঠতাছে!!
চার টাকা দিয়া দুইখান খিরা (শশা) খাইলাম খিদা কমানের জন্য
একহালি কমলা কিনিলাম বাড়িতে ছোট ভাইবোনের জন্য
বাস ছাড়িলো সিরাজগন্ঞ্জের বেতিলের উদ্দেশ্য… আরিচা আইসা বাস ফেরীতে চড়িলো!!
ফেরীর নাম কেরামত আলী।
ফেরীর খাবারঘরে ঢুকিয়া ২০ টাকায় ভাত খাইয়া খুধা নিবারন করিলাম
পকেটে অবশিষ্ঠ টাকা রহিলো মাত্র ৮ টাকা
বাস বেতিল আসিয়া পৌছাইলো রাইত পৌনে একটার দিকে।
বাস থিকা নামলাম তয় ডর ডর কর্তাসে!!
২ কিলো রাস্তা একলা যাইতে ওইবো!!.. শিয়ালের ডরই বেশি!!.. হাটিতেছি…
বেতিল স্কুলের সামনে আ্তইসা পড়তেই অনেক লোকজন বাইর ওইয়া আসিতে থাকিলো
রাস্তা ভর্তি মানুষ!!
আমি পিছে পিছে চলতাছি!!
কিছুক্ষণ পর লোক কমতে থাকলো!!
এনায়েতপুর আইসা মাত্রর ৮-১০ জনের দলে পরিনিত হইলো। এরমধ্য দেখি আমগো আউয়াল চাচায়ও আছে!!.. শুনলাম সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিল আইজ স্বাধীনতা দিবস ছিল তাই। রাত যখন দেড়টা তখন বাড়ির গেটে ঠকঠকাইলাম!!..
আম্মা গেট খুলিয়া আমারে দেইখা চমকাইয়া উঠিলো
ঘরে ঢুকিয়া দেখি একমাত্র বোন (দুবছরের ছোট) ফাতিমা আমাকে পেয়ে খুশিতে আত্নহারা!!..
শব্দ শুনিয়া ছোট ভাইও উঠিলো!!.. ওরা বিশ্বাসই করছিলনা আমি একলা ঢাকা থিকা আইছি!!
ওদিকে আম্মায় বহুৎ চিন্তায় পড়িয়াছে!!
আব্বাজান শুনলে না জানি কি বলিবে!! পরদিন সকালে নানারে সব কহিলাম!! আব্বা বাড়ি আসার লগে লগে নানারে খবর দিলাম।
নানা আব্বাকে ঝাড়ি দিলো শক্তমত আমি আর আম্মা হাফ ছাড়িয়া বাঁচিলাম
১৯৯৫ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দীবসে আমি কওমি মাদ্রাসার আওতায় হাফেজী মাদ্রাসার পরাধীনতার শৃংখ্বল ভেঙ্গে স্বাধীন হলাম!! দিনটি আজো স্মরণে আসে…২৬এ মার্চ এলে….
উৎসর্গ-ব্লগার চেয়ারম্যন০০৭
ছবির জন্য কৃতজ্ঞতা-ব্লগার ইখতামিন ভাই।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ সুলায়মান হাসান ভাই।
পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
শুভকামনা...
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
নিয়ামুল ইসলাম বলেছেন: wht the......... sadhinotar suveccha
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিয়ামুল ইসলাম ভাই।
এইটা আমার জীবনে মাদ্রাসা নামক কারাগার হতে মুক্ত হওয়ার ঘটনা।
১৩ দিন প্রায় বন্ধি অবস্হা থেকে মুক্ত হবার স্বাধীনতা।
নতুন বছরের শুভেচ্ছা রইলো..
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল হইছে
+++++ দিলাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ।
ভালো থাকবেন!!
শুভকামনা...
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
মিজানুর রহমান মিলন বলেছেন: ১৯৯৫ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দীবসে আমি কওমি মাদ্রাসার আওতায় হাফেজী মাদ্রাসার পরাধীনতার শৃংখ্বল ভেঙ্গে স্বাধীন হলাম!! দিনটি আজো স্মরণে আসে…২৬এ মার্চ এলে….
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
মাদ্রাসার চার দেয়ালে বন্দিদশা থেকে ওইদিন মুক্ত হয়েছিলাম।
দিনটি ছিল ২৬শে মার্চ স্বাধীনতা দিবস।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ১৯৯৫ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দীবসে আমি কওমি মাদ্রাসার আওতায় হাফেজী মাদ্রাসার পরাধীনতার শৃংখ্বল ভেঙ্গে স্বাধীন হলাম!! দিনটি আজো স্মরণে আসে…২৬এ মার্চ এলে। ভালো লাগলো কথাটা।
আপনার ভাগ্য আপনি নিজে হাতে পরিবর্তন করেছেন। আপনি দুষ্টের সাথে সাথে অনেক সাহসী ছোট থেকেই। স্যালুট আপনাকে।
ভালো লাগলো আপনার লেখা। হুজুরের বেত্রাঘাতের কাহিনীতে মজা লেগেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই দ্বায়িত্ববান নাগরিক।
তার পরও আরেক মাদ্রাসায় পড়তে হয়েছিল আমাকে
সেটার বর্ণনা আরেকটি লেখায় লিখবো।
ধীরে ধীরে প্রতিবাদি হয়ে উঠি এবং মাদ্রাসা থেকে বের হয়ে
কলেজে লেখাপড়া করেছি।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার হাসান।
পাঠে কৃতজ্ঞতা...
ভালো থাকবেন
শুভকামনা..
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
মিজানুর রহমান মিলন বলেছেন: ৫ম ভাল লাগা ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
যুবায়ের বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
শিক কাবাব বলেছেন: দুধের সাধ ঘোলে মিটায়, পড়ছিলাম। ঘোল কি জিনিস ভাই?
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শিক কাবাব।
দুধের সাধ ঘোলে মিটায়, পড়ছিলাম। ঘোল কি জিনিস ভাই?
ঘোল এক প্রকার তরল পানীয় যা তৈরী করা হয় ১ কেজি দুধে ৩কেজি পানি মিশিয়ে এবং কিছু পরিমান মিষ্টি দই দ্বারা। প্রথমে ১ কেজি দুধ হালকা গরম করে ৩ কেজি পানি দিয়ে এবং কিছু পরিমান দই এবং বিট লবন দিয়ে ডাল ঘুটনির মত বাশের বড় ঘুটনি দড়ি দিয়ে টানা হয়।
এর ফলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। ঘোলের উপর ক্রীম ভাসে এবং রং হয় দইয়ের মত কিন্তু দুধের চেয়ে পাতলা।
ঘোল খুব উপকারী পানীয় বিশেষ করে পেটের জন্য। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য ঘোল খুবই উপকারী। তাছাড়া পেট ঠান্ডা রাখে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
তন্ময় চক্রবর্তী বলেছেন: ১৯৯৫ সাল !! কিন্তু তারপরও ৬৫ টাকায় এতকিছু ক্যামনে করলেন কিছু বুঝলাম না।
মাদ্রাসা থেকে হোটেলের রিকশা ভাড়া + হোটেলের খাবার বিল + ঢাকা আসার ভাড়া + সায়েদাবাদ থেকে গুলিস্তান + গুলিস্তান থেকে ইসলামপুর রিকশা ভাড়া + আবার ইসলামপুর থেকে গুলিস্তান + তারপর গাবতলী = ২৫ টাকা !!!
তারপর ৪ টাকার শশা + এক হালি কমলা = ১২ টাকা !!!
এরপর খাইলেন ২০ টাকার ভাত, পকেটে থাকলো ৮ টাকা।
ক্যামনে কি ম্যানেজ করছিলেন বুঝলাম না !!!
জাউগ্গা লেখনী ভালো লাগছে। +
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
যুবায়ের বলেছেন: রিক্সা ভাড়া ৫ টাকা বাস ভাড়া সায়দাবাদ পর্যন্ত ৮ টাকা। সায়দাবাদ থেকে গুলিস্তান ৫ টাকা বাস ভাড়া গুলিস্তান টু ইসলাম পুর রিকসাভাড়া আপ ডাউন ২০ টাকা গাবতলী বাসভাড়া ৫ টাকা মোট=৪৩ টাকা। ফেরীতে খাবার ২০ টাকা ৪৩+২০=৬৩ টাকা একহালি কমলা ১২ টাকা
৬৩+১২=৭৫ টাকা অবশিষ্ট হাতে ছিল ৮ টাকা তাহলে সর্বমোট ৭৫+৮=৮৩টাকা ৮৩-৬৫=১৮ টাকা নিজের ট্রান্কে ছিল তা দিয়ে মেকাপ করছিলাম।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
তন্ময় চক্রবর্তী বলেছেন: আমার এই পোস্টটি পড়ার আমন্ত্রণ রইলো।
“ধূর ছাই” মার্কা একটি বিকাল, চড়কি ছাড়াই চক্কর খেলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তন্ময় চক্রবর্তী ভাই।
পড়লাম আপনার লেখাটা
কমেন্টও করলাম..
চমৎকার লিখেছেন।
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার লিখেছেন ভাই । মাদ্রাসার এক্কবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমি পত্রিকা ও ভুক্তভোগীর কাছ থেকে যেটুকু জেনেছি তাতে মাদ্রাসার শিক্ষকগণ খুবই নিষ্ঠুর প্রকৃতির হন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
মাদ্রাসার মধ্য প্রকারভেদ আছে।
১. কওমী মাদ্রাসা যা দেওবন্দের(ভারতে) নীতিমালায় চলে।
২. আলিয়া মাদ্রাসা যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এখানে স্কুলের মত লেখাপড়া করানো হয়।
৩. হাফেজী মাদ্রাসা এখানে পবিত্র কুরআন মুখস্ত করানো হয় তবে কওমীর মত মাইর পিট করা হয় ছাত্রদের।
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: মাদ্রাসা হইতে পলায়ন পুরাতন নহে । আপনিও পলায়ন কারি জানিয়া ভালো লাগিলো। আমার এক মিত্র ও পলায়ন করিয়া পরবর্তিতে বিদ্যালয়ে ভর্তি হইয়াছিলো। তাহার বর্ননা আপ্নার বর্ননার চাইতে অধীক ভয়ানক নহে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
আপনার মিত্রর পলায়নের কাহিনী জানিবার মুন্ঞ্চায়
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
বাদল দিনের গান বলেছেন: হুজুররা কালো চশমাও পরে হুজুররা কালো চশমাও পরে
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
যুবায়ের বলেছেন: এইটা এখন হুজুরগো হাল ফ্যশন!!..
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
লোনলিফাইটার বলেছেন: সাবাস বেটা
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
যুবায়ের বলেছেন:
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
সানড্যান্স বলেছেন: মজা পেয়েছি ভাই!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
যুবায়ের বলেছেন:
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
একজন আরমান বলেছেন:
ভাই লিখার ইস্টাইল সিরাম হইছে।
ব্যাফুক মজা পাইছি পইড়া।
+++
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধইন্যা
মজা পাইলে সার্থক হইছি!!..
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০
মুশাসি বলেছেন: মধ্যরাতের বিনুদুন। আলেম কি হৈতার্লেন শেষ পর্যন্ত? পরের কাহিনী শুনবার মঞ্চায়।
পরের কাহিনী নিয়া আরেকটা রম্য চাই।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
যুবায়ের বলেছেন: ভাই আলেম হইতে পারি নাই তয় যতটুকু এলেম শিখেছি তা ধরে রাখার চর্চা করতেছি।
পরের কাহিনী নিয়া লিখবো আরো।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
যুবায়ের বলেছেন: এখন ঘুমুতে যাচ্ছি!!..
আগামীকাল রিপ্লাই দেব ইনশাআল্লাহ..
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
যুবায়ের বলেছেন: নির্বাচিততে গেছে!!!...
এইটা আমার অষ্টম নির্বাচিত লেখা..
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ১৯৯৫ সাল !
তারো এক বছর পরে আমি ইস্কুলে ভর্তিহৈ
লেখা অনেক অনেক ভাল লাগছে ।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
যুবায়ের বলেছেন: তাইলে তো আপ্নে বয়সে অনেক ছোট
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
একা পথিক ০৭ বলেছেন: ভালো হইছে।
অবশেষে স্বাধীন।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ একা পথিক ০৭
জী ভাই স্বাধীন।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: দারুন রম্য হইছে...
পিলাচ দিলাম++++
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মুশাসি বলেছেন: মধ্যরাতের বিনুদুন। আলেম কি হৈতার্লেন শেষ পর্যন্ত? পরের কাহিনী শুনবার মঞ্চায়।
পরের কাহিনী নিয়া আরেকটা রম্য চাই।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
যুবায়ের বলেছেন: ভাই আলেম হইতে পারি নাই তয় যতটুকু এলেম শিখেছি তা ধরে রাখার চর্চা করতেছি।
পরের কাহিনী নিয়া লিখবো আরো।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: ১১ লাম্বার পিলাচ ভ্রাতা । অচাম , তয় মাদ্রাসায় পড়া এক হুজুর প্লে বয় রে চিনতাম একদা
+++++++++++++++++++++++
ভালো থাকবেন সবসময়
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভ্রাতা অপূর্ন।
কথাডা খারাপ কননাই ভ্রাতা হুজুরগো এমন কথা মাঝে মধ্য শোনা যায়!!..
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
রনীমামুন বলেছেন: +++++++++++++++++++++
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই রনীমামুন।
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই আপনার কাছ থেকে এমন একটা লেখা পেয়ে সত্যি আমি অভিভুত আপনি যে এত চমৎকার রম্য লেখেন জানা ছিলনা আজ থেকে আমি আপনার রম্য লেখার ফ্যান হয়ে গেলাম আর এমন লেখা আরও চাই ।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
ভালো থাকবেন
শুভকামনা রইলো।
২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
চলতি নিয়ম বলেছেন: ভাল লাগল +
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ চলতি নিয়ম।
ভালো থাকবেন
শুভকামনা..
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
মেহেরুন বলেছেন: ১৩ তম ভালো লাগা রইলো ভাইয়া। আপনার মাদ্রাসা অভিজ্ঞতার বর্ণনা চমৎকার হয়েছে। দারুন ++++++++
শুভকামনা রইলো। ভালো থাকবেন।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেরুন আপু।
ভালো থাকবেন
শুভকামনা..
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠিন এডভেঞ্চার, কঠিন লেখা। একটানে পড়লাম
++++++++++++
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কালা মনের ধলা মনুষ ভাই।
কাহিনী সব কিন্তু আপ্নের বাড়ির সংশ্লিষ্ট এলাকায়...
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
সুখ নাইরে পাগল বলেছেন:
মাদ্রাসায় খুব কম পোলাপানই টিকে
+++++++++++++++++++++
ভাল লিখেছেন
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
টিকবে ক্যমনে ভাই যত অত্যাচার করে ছাত্রদের!!!!!!!!!!!!!
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাস!! খুব ভালো।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
যুবায়ের বলেছেন:
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
মোমের মানুষ বলেছেন: জীবনের একটা যুগ পার করে দিলাম গাজীপুর ও ঢাকার কয়েকেটি কওমী মাদরাসায়।এর মাঝে কত হাসি কত আনন্দ আর রয়েছে অনেক তিক্ত অভিজ্ঞতা। খুব মজা পেলাম। আসলেই এখন এগুলো মনে পড়লে ভাবি মাদরাসা মানেই কি নির্দয় কিছু? তবে আশার কথা হল এখন সবাই সচেতন হচ্ছে, সব কিছুই পরিবর্তন হচ্ছে...........
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
যুবায়ের বলেছেন: মুমের মানুষ ভাই মাদ্রাসা মানে খারাপ কিছু নয় অবশ্যই। তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্হায় বিশেষ করে কওমী মাদ্রাসায় ছাত্রদের আদব এর নামে নির্যাতননের ষ্টিমরোলার চালানো হয়!!!!! তাছাড়া ফাটক আপ্নি অবশ্যই চিনেন?? যে সব ছাত্র একটু দুষ্টু প্রকৃতির হয় এবং মাদ্রাসা পালানোর চেষ্টা করেছে তাদের দু পা ফাটকে আটকিয়ে অমানুষিকভাবে পেটানো হয়!!! এটা কি ইসলাম সন্মত?? আমিতো আলীয়া মাদ্রাসায়ও পড়েছি সেখানেতো কওমীর সিকিভাগও ছাত্রদের নির্যাতন করা হয়না??..
এখন যুগ পাল্টেছে শিক্ষার ক্ষেত্রে ছাত্ররা এখন প্রতিযোগী হয়ে উঠছে সেখানে মধ্যযুগীয় কায়দায় পাঠদানের নামে নির্যাতন অবশ্যই কাম্য নয়??..
ইসলাম সম্পর্কে জানা সবচে গুরুত্বপুর্ণ পবিত্র কুরআনের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন- ”ইকরা বিসমিকাল্লাজি খালাক” অর্থাৎ পড় তোমার প্রভূর নামে।
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
তন্ময়০১৩ বলেছেন: শুনছি কাওমি মাদ্রাসায় হুজুররা পোলগোরে দিয়া ইয়ে করার লাইগা ডিলা বানায়।
++++
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
যুবায়ের বলেছেন: জি ভাই ঠিকই বলেছেন।
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
জাকারিয়া মুবিন বলেছেন: পলায়ন কাহিনী ভাল্লাগছে।
+++
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।।
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
মিজানুর রহমান মিলন বলেছেন: দারুন রম্য অইছে । পিলাচ দিলাম ।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা..
৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কঠিন লেখা, +++++++++++++++++++++
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
যুবায়ের বলেছেন:
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
রীতিমত লিয়া বলেছেন: যুবায়ের ভাইও যে রম্য লিখবার পারে জানতাম না। পড়িয়া পুলুকিত হইলেম।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
যুবায়ের বলেছেন: তাই নাকি!! আপু!!
আসলে ট্রাই করলেম রম্য হইলো কিনা জানিনা!!
বিচেচনা করবেন পাঠকগন!!
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা
৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
স্পাইসিস্পাই001 বলেছেন: darun likhesen.......porar somoy mone hossilo, jafor iqbal sir er kishor uponyash porsi.............
valo thakben
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
মনের খোরাক তাই লিখি আসলে এগুলি লেখার পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়।
৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
সিরাজুল বাবু বলেছেন: হুম । দারুন ভাই । ভালই তো লাগলো ।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ সিরাজুল বাবু ভাই।
৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: বাপরে!!
এত আদ্দব!!!!
দরকার নাই ভাইয়া।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
যুবায়ের বলেছেন:
৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
যুবায়ের বলেছেন: ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে কেহ ভবিষ্যতে এমন কুকর্ম করার সাহস না পায়।
৪১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: খাইছে ! আফনে দেখি মহা ত্যান্দড় আছিলেন হে হে
এতো সাহস আমার জীবনেও হৈতো না।আমাকেও একবার মাদ্রাসায় পাঠাতে চাইছিলো আব্বু,আম্মু দেয় নাই নাইলে আমিও হয়তো পালাইতাম।আমার বাসার পাশেই এক ছেলেরে মাদ্রাসায় ভর্তি করাইছিলো ওর ফ্যামিলি।২ ডিন পরপর পালায়া আইসা পড়তো আর ওর বাপে হাত পা বাইন্ধা পিটায়া দিয়া আসতো
লেখা খুব ভালো লাগলো,আপনার রম্য লেখার হাত ভালো,চালিয়ে যান ব্রো।আর উৎসর্গের জন্য কৃতজ্ঞতা।ভালো থাকবেন ,শুভকামনা সবসময়ের জন্য।
++
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যন০০৭ ভাই
রম্য লেখা মূলত আপনার এবং ঘুড্ডির পাইলটের লেখা পড়ে অনুপ্রানিত হয়েছি। তাই একটু চেষ্টা করলাম। জানিনা কতদুর কি হইলো। তবে চেষ্টা করবো মাঝে মাঝে রম্য টাইপের লেখার।
৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
রওশন জমির বলেছেন: মাদরাসার ভেতরের পরিবেশ নিয়ে খুব বেশি লেখা পড়ি নাই। এ লেখাটি ভাল লেগেছে খুব। লেখককে ধন্যবাদ। এর পরবর্তী লেখাগুলোর জন্য তাকিয়ে রইলাম।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রওশন জমির।
আমি আসলে ধারাবাহিকভাবে একই বিষয়ে কিছু লিখিনা। কখনো সমসাময়িক বিষয় কখনও গল্প কখনোবা জীবনের ঘটনা আবার মাঝে মধ্য দুয়েকটা রম্য এবং কৃষি বিষয়ক টুকটাক প্রতিবেদনমূলক লেখা।
মন্তব্যর জন্য ধন্যবাদ। দেখি আরেকটি লেখা লিখবো এই বিষয়ে তবে কিছুদিন পরে।
৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
ভিয়েনাস বলেছেন: সবসময় দেখি বেত্রাঘাতের উপরি রাখত
সুন্দর রম্য লিখেছেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
ভালো থাকবেন
শুভকামনা...
৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
মাক্স বলেছেন: রম্য ভালো লেগেছে।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।
৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
মাক্স বলেছেন: ++++
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ
ভালো থাকবেন
শুভকামনা...
৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
আরিফ রুবেল বলেছেন: বিদিক পোস্ট
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
যুবায়ের বলেছেন:
৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
নীড় ~ বলেছেন: মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার লিখেছেন ভাই । মাদ্রাসার এক্কবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমি পত্রিকা ও ভুক্তভোগীর কাছ থেকে যেটুকু জেনেছি তাতে মাদ্রাসার শিক্ষকগণ খুবই নিষ্ঠুর প্রকৃতির হন।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নীড়।
মাদ্রাসার মধ্য প্রকারভেদ আছে।
১. কওমী মাদ্রাসা যা দেওবন্দের(ভারতে) নীতিমালায় চলে।
২. আলিয়া মাদ্রাসা যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এখানে স্কুলের মত লেখাপড়া করানো হয়।
৩. হাফেজী মাদ্রাসা এখানে পবিত্র কুরআন মুখস্ত করানো হয় তবে কওমীর মত মাইর পিট করা হয় ছাত্রদের।
৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
বাংলার হাসান বলেছেন: +++++++++++
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ বাংলার হাসান ভাই।
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
অনিমেষ রহমান বলেছেন: আপনার খবর আছে।
বেহেস্ত মিস কইরা ফেললেন ভাইডি।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
যুবায়ের বলেছেন: ভাই শুধু মাদ্রাসায় পড়লে বেহেস্ত পাওয়া যাইবে এমন কথা সঠিক না।
৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: দারুন ++
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ সাইবার ডেভিলস ডুম।
৫১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মুদ্দাকির বলেছেন: অসাধারন
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুদদাকির ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা..
৫২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সোহাগ সকাল বলেছেন: অই মিয়া! ফজর নামাজের সময় উঠলে সবক দিতেন কোন সময়? ফজরের পরে সবক দিলে সাত সবক কখন দিতেন? মাদানী নগর মাদ্রাসায় তো দুই দিকে ফারা ওয়ালা পাঞ্জাবী পড়তে দিতনা।
মক্কী নগর মাদ্রাসা আপনে হয়তো চিনবেন না। আপনে মাদ্রাসা থেইকা যাওনের অনেকদিন পর ওইটা হইছে। পাশের এলাকাতেই। খুব বড় মাদ্রাসা। চিটাগাং রোড, হিরাঝিল। আমি ওইখানে ছয়-সাত বছর পড়ছি। অতঃপর সাতাশ পাড়া মুখস্থ করিয়া বাসায়(দোহারে) যে আসিয়াছি, আর যাইনাই।
এখন আর ইয়াদ ও নাই।
পোষ্টে পিলাচ+++
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল ভাই।
ফজরের নামাজ পড়েই সবক দিতাম। তারপরে সাতছবক দিতাম। বাদ যোহর থেকে আমোক্তা শুনাতাম। আমি সব মিলে দশপারা পড়ছিলাম।
এখনও নিয়মিত তেলায়াত করি ইয়াদ রাখার জন্য।
৫৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সোহাগ সকাল বলেছেন: অই মিয়া! ফজর নামাজের সময় উঠলে সবক দিতেন কোন সময়? ফজরের পরে সবক দিলে সাত সবক কখন দিতেন? মাদানী নগর মাদ্রাসায় তো দুই দিকে ফারা ওয়ালা পাঞ্জাবী পড়তে দিতনা।
মক্কী নগর মাদ্রাসা আপনে হয়তো চিনবেন না। আপনে মাদ্রাসা থেইকা যাওনের অনেকদিন পর ওইটা হইছে। পাশের এলাকাতেই। খুব বড় মাদ্রাসা। চিটাগাং রোড, হিরাঝিল। আমি ওইখানে ছয়-সাত বছর পড়ছি। অতঃপর সাতাশ পাড়া মুখস্থ করিয়া বাসায়(দোহারে) যে আসিয়াছি, আর যাইনাই।
এখন আর ইয়াদ ও নাই।
পোষ্টে পিলাচ+++
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
যুবায়ের বলেছেন: মক্কীনগর মাদ্রাসা দেখি নাই ভাই।
৫৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
এস বাসার বলেছেন: পুরাই মিনি টাইপের স্বাধীনতা যুদ্ধ!
দিন তারিখও সেইরাম
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
যুবায়ের বলেছেন: খ্রাপ কন নাই ভাই..
ধন্যবাদ এস বাশার ভাই।
পাঠে কৃতজ্ঞতা।
৫৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
রীতিমত লিয়া বলেছেন: পিলাচ
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ রীতিমত লিয়া আপু।
৫৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
অতনু কুমার সেন বলেছেন: মিয়াভাই তো দেখতাছি জব্বর মাল । পুষ্ট ভালাপাইছি
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
যুবায়ের বলেছেন: তাই নাকি ভাই!!
পাঠে কৃতজ্ঞতা..
৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
প্রভাব বলেছেন: আমিও এক ইমাম সাহেব হুজুরের হাত ধরে মাদ্রাসায় ভর্তি হই। তবে কওমী নয়, আলীয়া মাদ্রাসায়। ঢাকা থেকে চাচা এসে ‘মাদ্রাসায় পড়বি, খাবি কি?’ বলে মাদ্রাসায় পড়ার ইতি টানলেন। পরে তিনি ঢাকায় ভর্তি করে দিলেন। দুনিয়াভী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হয়েছি অর্থাৎ পিএইচডি অর্জন করেছি। কিন্তু এখন আফসোস হচ্ছে, হায় কেন মাদ্রাসায় পড়লাম না! আপনার এরকম বোধোদয় হবে কিনা আল্লাহ তা’য়ালাই ভাল জানেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ প্রভাব ভাই।
আমি প্রথমে স্কুলে লেখাপড়া করি ক্লাস সেভেন পর্যন্ত তারপর আব্বা আমার ইচ্ছার বিরুদ্ধে হাফেজী মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে দশপাড়া হেফজ করার পর কওমী মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে মাত্র ১২ দিন থেকে শিক্ষকদের অত্যাচারে পলায়ন করি।
এরপর আলিয়া মাদ্রাসায় দাখিল পাশ করে সরকারী কলেজে চান্স পাই সেখন থেকে ইন্টার মিডিয়েট কমপ্লিট করি। তারপর আব্বা মারা যান যার কারনে ব্যবসার হাল ধরতে হয়েছে।
ব্যক্তিগতভাবে নিয়মিত সালাত আদায় করি তাছাড়া কুরআনুল কারিম তেলায়াত করি ইয়াদ রাখার জন্য... যতটুকু জাকাত আসে আমার সম্পদের তা আদায় করি। হালাল উপার্জন করি। ইচ্ছা আছে প্রবলভাবে হজ্জে গমন করার তবে বর্তমানে একটু আর্থিক সমস্যার কারনে যেতে পারছিনা। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্রুত হজ্জ করার তৌফিক দান করেন।
৫৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
প্রিয়তমেষূ বলেছেন: অসাধারন লিখেছেন...এক নিঃশ্বাস এ শেষ করলাম +++
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ আপু।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
৫৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
আমি বাঁধনহারা বলেছেন:
মাদ্রাসার ধরাবাঁধা নিয়ম আমার পছন্দ না
মাদ্রাসা আজ মাদ্রাসা নাই...
হয়েছে বোমা,আর জিএমবির কারখানা।
হুজুররা মুখে যা বলে তা করে না
তাই আমি তাদের বিশ্বাস করি না!!
শাস্ত্র বলে এক কথা;তারা বলে ভিন্ন
তাই আমি তাদেরকে করি না মান্য!!
অনেকে আমাকে দিয়েছে:
তাবলীগের দাওয়াত।
আমি বলেছি:আগে মন পরিষ্কার করো
তারপর পড়ো সালাত।
কেউ আমাকে বলে কাফের
কেউ বলে কমিউনিস্ট,নাস্তিক...।
আমি তাদের বলেছি:
আমাকে জ্ঞান দিতে হবে না!
আমি জানি:আমি খুব ভালো করে জানি
কোনটা ঠিক আর কোনটা বেঠিক।।
ভালো লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কবি বাঁধনহারা।
আপ্নি দেখতাছি আমার মনের কথাটাই বলেছেন..
মাদ্রাসার ধরাবাঁধা নিয়ম আমার পছন্দ না
মাদ্রাসা আজ মাদ্রাসা নাই...
হয়েছে বোমা,আর জিএমবির কারখানা।
হুজুররা মুখে যা বলে তা করে না
তাই আমি তাদের বিশ্বাস করি না!!
শাস্ত্র বলে এক কথা;তারা বলে ভিন্ন
তাই আমি তাদেরকে করি না মান্য!!
অনেকে আমাকে দিয়েছে:
তাবলীগের দাওয়াত।
আমি বলেছি:আগে মন পরিষ্কার করো
তারপর পড়ো সালাত।
কেউ আমাকে বলে কাফের
কেউ বলে কমিউনিস্ট,নাস্তিক...।
আমি তাদের বলেছি:
আমাকে জ্ঞান দিতে হবে না!
আমি জানি:আমি খুব ভালো করে জানি
কোনটা ঠিক আর কোনটা বেঠিক।। সহমত
৬০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রম্যে চমৎকার জিবনালেখ্য ।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
৬১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
পথ-হারা এক পথিক বলেছেন: তন্ময় চক্রবর্তী বলেছেন: ১৯৯৫ সাল !! কিন্তু তারপরও ৬৫ টাকায় এতকিছু ক্যামনে করলেন কিছু বুঝলাম না।
মাদ্রাসা থেকে হোটেলের রিকশা ভাড়া + হোটেলের খাবার বিল + ঢাকা আসার ভাড়া + সায়েদাবাদ থেকে গুলিস্তান + গুলিস্তান থেকে ইসলামপুর রিকশা ভাড়া + আবার ইসলামপুর থেকে গুলিস্তান + তারপর গাবতলী = ২৫ টাকা !!!
তারপর ৪ টাকার শশা + এক হালি কমলা = ১২ টাকা !!!
এরপর খাইলেন ২০ টাকার ভাত, পকেটে থাকলো ৮ টাকা।
ক্যামনে কি ম্যানেজ করছিলেন বুঝলাম না !!!
জাউগ্গা লেখনী ভালো লাগছে। +
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
যুবায়ের বলেছেন: রিক্সা ভাড়া ৫ টাকা বাস ভাড়া সায়দাবাদ পর্যন্ত ৮ টাকা। সায়দাবাদ থেকে গুলিস্তান ৫ টাকা বাস ভাড়া গুলিস্তান টু ইসলাম পুর রিকসাভাড়া আপ ডাউন ২০ টাকা গাবতলী বাসভাড়া ৫ টাকা মোট=৪৩ টাকা। ফেরীতে খাবার ২০ টাকা ৪৩+২০=৬৩ টাকা একহালি কমলা ১২ টাকা
৬৩+১২=৭৫ টাকা অবশিষ্ট হাতে ছিল ৮ টাকা তাহলে সর্বমোট ৭৫+৮=৮৩টাকা ৮৩-৬৫=১৮ টাকা নিজের ট্রান্কে ছিল তা দিয়ে মেকাপ করছিলাম।
৬২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
সরোজ রিক্ত বলেছেন: এলাকার পোলা দেহি।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
যুবায়ের বলেছেন: হ ভাই!! আপনাগো এলাকাতেই ছিলাম তয় হুজুরগো অত্যিআচারে ১৩দিনও টিকবার না পাইরা পলায়ন করছি।
৬৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
শামীম আরা সনি বলেছেন: হাসতে হাসতে আমি শেষ!!!
মাদ্রাসার মাঠ রহিয়াছে তয় খেলাধুলা নিষিদ্ধ শুধুমাত্রর ভলিবল ছাড়া:
কিন্তু কেন??
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শামীম আরা সনি আপু।
খুশি হলাম হাসাতে পেরে..
ভলিবল খেলাটাও শুধু সিনিয়র ছাত্রদের জন্য...
নতুনেরা বন্ঞ্চিত খেলাধুলা থেকে।
৬৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
লিন্কিন পার্ক বলেছেন:
আমারে মাদ্রাসায় দিলে মারাই যাইতাম
ভাগ্যিস আমার বাপ মায় ছোটকাল থেকে স্কুলে পড়াইছে
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ লিনকিন পার্ক।
কওমী মাদ্রাসা একপ্রকার জেলখানা বটে!!
৬৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
ইখতামিন বলেছেন:
এই মন্তব্যটি লেখককে উৎসর্গ করছি
উক্ত চৌদ্দ শিকের ঠিকানা >>> http://darululoommadaninagar.com
এই সেই ১৪ শিক
এই সেই মাঠ
উল্লেখিত লেকের পাড় ঘেষা দূর্গ
এই সেই লেক: দক্ষিণে ঢাকা-চিটাগাং হাইওয়ে
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
যুবায়ের বলেছেন: ছবি দেয়ার জন্য ধন্যবাদ ভাই।
তবে অনুমতি দিলে ছবিগুলি মুল পোষ্টে এড করে দিতাম!!..
৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
ইখতামিন বলেছেন: আপনাকে অনুমতি দেওয়া হইল.
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
যুবায়ের বলেছেন: কৃতজ্ঞতা ইখতামিন ভাই।
৬৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
যুবায়ের বলেছেন: মাদানী নগর মাদ্রাসার ছবি পোষ্টে দেয়া হলো।
কৃতজ্ঞতা ব্লগার ইখতামিন ভাই।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
যুবায়ের বলেছেন: পোষ্ট আপডেটেড!!..
৬৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
বাংলার হাসান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই।
৬৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পুরাই ঝাক্কাস!
পিলাস লন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
যুবায়ের বলেছেন: পিলাসের জন্য ধন্যবাদ
আজ আমি কোথাও যাবনা।
৭০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
খায়ালামু বলেছেন: আপনার বাড়ি রংপুর নাকি??????
+++++++++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
যুবায়ের বলেছেন: জি ভাই রংপুরের কাছাকাছি।
জন্মস্হান সিরাজগন্জ্ঞ।
৭১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: বড়ই বিনুদিত হইলাম
তয় কিছুডা বান্দরের নমুনা পাইলাম
৭২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মৃন্ময় বলেছেন: ভাই আমিও বিনুডিত হইলাম...।কবি বাধনহারার কবিতাটা ভালো লেগেছে,
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
সুলাইমান হাসান বলেছেন: জটিল লিখছেন ভাইজান