![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
১.
আকন্দ গাছ।
ছোট্টবেলায় গ্রামের রাস্তায় হাটতাম বাবার হাত ধরে। রাস্তার দুপাশে আকন্দ বন। ছিটকি গাছ, খোকশা গাছে টুনটুনি পাখির বাসা... নাম নাজানা বিভিন্ন প্রজাতীর উদ্ভিদ দেখেছি। আজ দেশে জনসংখা বাড়ার কারনে যেমনি আবাদী জমি নষ্ট করে গড়ে উঠছে কলকারখানা ও বসতবাড়ি তেমনি আর অক্ষত নেই পরিত্যক্ত ভিটে যেখানে অযত্নে গড়ে ওঠা উদ্ভিদের মত আগাছা ধংস হয়ে যাচ্ছে। কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। অনেক খোজাখুজি করে চোখে পড়লো কয়েকটি আগাছা শ্রেণীর গাছ!! দেরী না করে মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। হয়তো আর বেশি দূরে নেই সেই দিন! যেদিন এইসব আগাছা উদ্ভিদ হারিয়ে যাবে আমাদের মাঝে থেকে!! সেদিন শুধু একটিই কথা মনে পড়বে...”এইসব আগাছাগুলিও আমাদের প্রকৃতির অংশ হয়ে ছিল...”
২.
বুনো ঘাস
৩.
বুনো ঘাস। কিছুটা জুম করে দেখুন কত সুন্দর নীল রঙের ফুল ফুটেছে!!
৪.
আন্ঞ্চলিকভাবে এই গাছটিকে বলা হয় বেড়াটি গাছ। সাধারনত বেড়ার সাথে তরতর করে বেড়ে ওঠে।
৫.
বেড়াটির আরেকটি ছবি।
৬.
ছিটকি গাছ।
৭.
লাল লাল পাতাগুলি!! এগুলি ফুল নয়!! ছিটকি গাছের নতুন পাতা।
৮.
এটি এক প্রকার লতা জাতীয় গাছ। কোন প্রকার বেড়া বা গাছকে অবলম্বন করে উঠে যায় উপরের দিকে!! কেমুন সৌন্দর্য!!!!..
৯.
এটি একটি ঔষধি আগাছা টাইপের গাছ!! এর নাম তেলাকুচো গাছ। যে ফলটি দেখা যাচ্ছে সেই ফলের নাম তেলাকুচো। শুনেছি ফলটি থেতলিয়ে চিনি দিয়ে পান করলে রক্ত আমাশয় ভালো হয় এবং তেলাকুচো গাছের পাতার রস ডায়াবেটিস রোগীদের জন্য ব্লাড সুগার কমানোর চমৎকার ঔষধ!!!
১০.
মধুকুপি গাছ এবং ফুল। এই ফুলে রয়েছে মধু।
ছবিটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগার তাওহীদ ভাই যিনি ফেবুর লিন্কটা দিয়েছেন।
কয়েকটি লতাজাতীয় ফুলগাছের ছবি
১১.
অপরাজিতা...এই গাছটির নাম। কিছুদিন আগে বোনের বাসা ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ একটি বাড়িতে গাছটি চোখে পড়লো ব্যস! ছবি তুললাম এবং চারা সংগ্রহ করে এনে বাসায় লাগিয়েছি।
১২.
বাগান বিলাস এই গাছটির নাম। ছবিটি তুলেছিলাম ঢাকা রংপুর মহাসড়কের পার্শে শেরপুরের ধনকুন্ডি নামক স্হানে অবস্হিত ফুডভিলেজ হোটেল থেকে।
১৩.
এই গাছটির নাম জানিনা।ছবিটি তুলেছিলাম ঢাকা রংপুর মহাসড়কের পার্শে শেরপুরের ধনকুন্ডি নামক স্হানে অবস্হিত ফুডভিলেজ হোটেল থেকে।
১৪.
মাধবীলতা....
(এই পোষ্টে সমস্ত ছবিগুলি আমার মোবাইলের ক্যমেরা দিয়ে তোলা। শুধুমাত্র ১৪ নং ছবিটি গুগল থেকে ধার করা এবং ১০নং ছবিটি ফেবুর একটি পেজের)
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ চারশবিশ।
জ্বি ভাই সাদা রঙের ফুল চিকন চিকন গাড় সবুজ রঙের পাতাওয়ালা গাছ আমরাও ছোট বেলায় মধু খাইতাম ওই গাছগুলি থেকে।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর হইছে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না।
ভালো থাকবেন
শুভকামনা...
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
ভিটামিন সি বলেছেন: চারশোবিশ ভাই, সেটা মনে হয় ভাটগাছ। আর একটা গাছ ছিলো হাত পা কেটে গেলে গাছের কচি পাতা থেতলে দিতাম। সেটা বাহস/মটকা গাছ। লেখক যেটাকে তেলাকুচা বলেছেণ সেটাকে আমাদের দিকে বলে কাউয়াঝিঙ্গা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
যুবায়ের বলেছেন: ভিটামিন সি ভাই
অন্ঞ্চল ভেদে বিভিন্ন গাছকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনি যেটাকে ভাট গাছ বলছেন অন্য এলাকায় তাকে মধুকুপি বলে।
ছাতিম গাছকে রংপুরে ছাইতান গাছ বলে।
লাটিম গাছকে সিরাজগন্ঞ্জে গোটা গাছ বলে
রংপুরে বলে ঢ্যবঢেবি গাছ।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
নিরপেক্ষ মানুষ বলেছেন: ঠিক দশটায় ফুটতো বলে দশটার ফুল বলে সুন্দর একটা ফুল ছিল।ফুলগুলো এখন কোথাও দেখি না।লজ্জাবতি ফুলও এখন কোথাও দেখা যায় না
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিরপেক্ষ মানুষ।
দশটায় কোন ফুল ফোটে তা জানিনা ভাই। লজ্জাবতী গাছ আমার বাসাতেই আছে।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
মিজানুর রহমান মিলন বলেছেন: খুব সুন্দর পোস্ট ! ৩য় ভাল লাগা ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
যুবায়ের বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: Great Post!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ দ্বায়িত্ববান নাগরিক।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
বাংলার হাসান বলেছেন: খুবাই ভাল এবং শিক্ষনীয় পোষ্ট।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
বাংলার হাসান বলেছেন: পোষ্টে ++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ বাংলার হাসান ভাই।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
মিজানুর রহমান মিলন বলেছেন: ভাই, আপনার ভাবনাগুলো অনেক সুন্দর । এইসব আগাছা আর পরগাছা নামের উদ্ভিদগুলো হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে । আপনি এই ব্লগের মাধ্যমে এক্কেবারে শিকড়ে টান মেরেছেন ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
শিকড়ে যদি টান দিতে পারি তাহলে বুঝবো লেখাটা স্বার্থক হয়েছে।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার ছবি ব্লগ!!!
পিলাস লন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ আমড়া কাঠের ঢেকি।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: বর্তমানে যে হারে জনবসতি বাড়ছে তাতে সত্যি একদিন
সেদিন শুধু একটিই কথা মনে পড়বে...”এইসব আগাছাগুলিও আমাদের প্রকৃতির অংশ হয়ে ছিল...” সহমত।।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
যুবায়ের বলেছেন: ঠিক কইছেন।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
আসফি আজাদ বলেছেন: laster foltar naam তেলাকুচো naki, jantam na. tobe sei soto belai dekhsi...er pore r dekhi nai
চারশবিশ বলেছেন: আরও কিছু আগাছা ছিল এখ আর দেখা যায়না
একটাতে সাদা ফুল ফুটত ফুল ছিড়ে মধু খেতাম
amio mela khaisi
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আসফি আজাদ ভাই।
আন্ঞ্চলিকভাবে তেলাকুচা বলে। যেটাতে সাদা ফুল ছিল ওটাকে মধুকুপি বা ভাট ঘাছ বলে। আমাদের অন্ঞ্চলে ভাট গাছ বলে। ভাই গাছের ফুল দুই রঙের দেথছি সাদা ও বেগুনি।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
রিমন রনবীর বলেছেন: তেলাকুচো ফলগুলো পাকলে দেখতে অনেক সুন্দর লাগে। একদন টসটসে লাল! এটা প্রধানত কাকের খাবার। তবে এত সুন্দর জিনিস কাকে খায় ভাবতে খারাপ লাগে
পেলাচ
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রিমন রনবীর ভাই।
তেলাকুচো ফল ভিষন তেতো কিন্তু!!!!!
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
যুবায়ের বলেছেন: পোষ্ট নির্বাচিত পাতায়!!..
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
যুবায়ের বলেছেন: এটি আমার নবম নির্বাচিত পোষ্ট!!..
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: আজ ক্লাসে অনেক রকম ঘাসের নাম জানলাম! মধুকুপি ঘাসের নাম শুনেছেন?
পোস্টে ভাললাগা রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা।
১ নং কমেন্টে যে গাছ এবং ফুলের কথা বলা হয়েছে সেটাই মধুকুপি গাছ!!
ছোচবেলায় মধুকুপির ফুল থেকে অনেক মধু খেয়েছি।
আবার গ্রামে যাবো কিছুদিন পর শুনেছি মধুকুপি গাছ এখনো দেখা যায় শীতের শেষের দিকে আমাদের গ্রামে। পাইলে ছবি তুলে নিবো।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
মিজানুর রহমান মিলন বলেছেন: হয়তো আর বেশি দূরে নেই সেই দিন! যেদিন এইসব আগাছা উদ্ভিদ হারিয়ে যাবে আমাদের মাঝে থেকে!! সেদিন শুধু একটিই কথা মনে পড়বে...”এইসব আগাছাগুলিও আমাদের প্রকৃতির অংশ হয়ে ছিল...”
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
যুবায়ের বলেছেন: আসলেই হারিয়ে যাবে ভাই। হয়তো বিশ বছর পর এইসব ছবির মধ্য যে সব গাছ আছে তার বেশ কিছুই হারিয়ে যেতে পারে।
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
ভিয়েনাস বলেছেন: বড় বড় গাছ গুলোকে আকড়ে বড় হয় কিছু আগাছা যার ফুল গুলোর রং খুবি মন কাড়া হয় সেগুলোর কিছু ছবি সংযোগ করতে পারেন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
আমার কাছে যে কয়টা ছবি তোলা ছিল পোষ্টে তাই দিয়েছি।
একটা ডিএসএলআর ক্যমেরা কেনার ইচ্ছা আছে। কেনার পর ঘুরে বেড়াবো গ্রামে গন্ঞ্জে, নদী,পাহাড়,সমুদ্র এবং বনে।
তখন পারবো ভালো কিছু ছবি দিতে।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
রীতিমত লিয়া বলেছেন: আমাদের হারিয়ে যাওয়া বৃক্ষগুলো ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। আপনার তথ্যমূলক পোস্টে ভাল লাগা দিলাম
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রীতিমত লিয়া আপু।
তা কি আর সম্ভব হবে!! এত জনসংখ্যা এবং ঘনবসতীপুর্ন দেশে!!..
তবে যে টুকু টিকে আছে তা রক্ষা পাক।
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
রীতিমত লিয়া বলেছেন: ১১ নং টা আমার
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ রীতিমত লিয়া আপু।
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
অপরাজিতা অনেক সুন্দর!!
আর অন্য গাছগুলোও!!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
তামিম ইবনে আমান বলেছেন:
সেরকম পোস্ট !
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।
২২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর পোষ্ট।
পোষ্টে ভালো লাগা রইল।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার।
ভালো থাকবেন
শুভকামনা রইলো..
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
শের শায়রী বলেছেন: দৃষ্টি শুখকর পোষ্ট। ভাল লাগা জানিয়ে গেলাম
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
যুবায়ের বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ শের শায়রী।
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মাক্স বলেছেন: আমাদের স্কুলের বাগানে অপরাজিতা ছিল। ফুলগুলা দেখতে অসাধারন। নাইস পোস্ট।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।
অপরাজিতা আমারও প্রিয় ফুল। এজন্য ঢাকা থেকে চারা এনে বাসায় লাগিয়েছি।
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বুনো ঘাস বলে যেটা দিলেন এর বাংলা না জানি না, সায়েন্টিফিক নেম
Commelina benghalensis
Click This Link
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ৮ নম্বরের টা হলো জার্মান লতা
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
যুবায়ের বলেছেন: ভাই বাংলায় কি বলে সেইটাই জানিনা আন্ঞ্চলিকটা জানি শুধু..
২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: ওটাকে মধুকলস বলতো সম্ভবত। মধুকূপি ঘাস গোছা গোছা হয়েউঠে আসে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
যুবায়ের বলেছেন: আপু মধুকুপি গাছের ছবি দিয়েছি পোষ্টে।
ভাট গাছের ছবি রেজওয়ানা আপুর কমেন্টে আছে।
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
জাকারিয়া মুবিন বলেছেন: ভাবনাগুলো ছড়িয়ে দিচ্ছেন, এটাই উচিৎ।
সচেতনতা বাড়ানোর বিকল্প আসলেই কিছু নেই।
চমৎকার পোস্টে প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
ভাবনাগুলো ছড়িয়ে দিচ্ছেন, এটাই উচিৎ।
সচেতনতা বাড়ানোর বিকল্প আসলেই কিছু নেই।
সহমত জানাচ্ছি
২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
আদিম পুরুষ বলেছেন: জনসংখ্যা বৃদ্ধিজনিত কারনে অনেক উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হচ্ছে। নতুন নতুন বিদেশি গাছ বনায়নের নামে প্রকৃতিতে সম্পৃক্ত হচ্ছে। আমাদের গ্রামে স্বাভাবিক ভাবে শিশু গাছ জন্মায়। আমাদের দক্ষিন - পূর্বাঞ্চলে এক মাত্র এন্ডেমিক প্রজাতির বৃক্ষ। এখন মানুষ অর্থনৈতিক কারনে প্রচুর ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে। শিশু গাছ ধীরে বাড়ে। ইউক্যালিপ্টাস গাছ ৩/৪ বছরের মধ্যেই দৈত্যাকার হয়ে যায়। নগদ লাভের দিকটা বেশি গুরুত্ব পাওয়ায় পরিবেশের ভারসাম্য হারানোর ঝুঁকিটা গৌণ হয়ে যাচ্ছে। ইউক্যালিটাস গাছ অস্ট্রেলিয়ার এন্ডেমিক। ওখানকার শুষ্ক মরুভুমি এবং ঊপকূলীয় অঞ্চলের গাছ। বন বিভাগ নব্বই দশকের শুরুতে ওই গাছ চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে এবং পাহাড়ে পরীক্ষামূলক বনায়ন করে। এই গাছ যে দেশী না সেটা আমি বুঝেছিলাম ক্লাস ৭ এ। নতুন প্রজন্ম এটাকে ভুলে এটাকে দেশি গাছ হিসেবেই চিনছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
যুবায়ের বলেছেন: ইউক্যলিপটাস বিদেশী প্রজাতীর গাছ।
ইউক্যলিপটাসের ক্ষতিকর দিক নিয়ে একটি লেখা লেখার তাগিদ অনুভব করছি।
৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
নিয়েল ( হিমু ) বলেছেন: খুব ভাল একটা আর্টিক্যাল লিখছেন যুবায়ের ভাই ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিয়েল (হিমু) ভাই।
শুভকামনা রইলো...
৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
ক্যাপ্টেন জুক বলেছেন: ১০, ১১ এবং ১৩ নং আমার নানার বাড়িতে দেখেছি। আর কয়েকটা আজই প্রথম দেখলাম। পোস্টে প্লাস এবং প্রিয়তে
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ক্যপ্টেন জুক ভাই।
আরেকটি পোষ্ট দিব আগামীতে সেখানে প্রায় বিলুপ্তির কাছাকাছি প্রজাতীর উদ্ভিদ নিয়ে ছবি থাকবে।
৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: অপরাজিতা আর বাগান বিলাস খুব ভালো লাগে।+
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যন ০০৭
অপরাজিতা এবং মাধবীলতা আমার খুব পছন্দ তাছাড়া সাদা মুসুন্দা খুব পছন্দ গোলাপের মধ্য তাজমহল জাতের ঘিয়া কালার এবং মিডিয়াম গোলাপী প্রিয় ফুল।
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
শিপন মোল্লা বলেছেন: চমৎকার জুয়াবের ভাই। পোস্টের ৯নাম্বার ছবি আর তেলাকুচো ফলটা দেখে আমার ছেলেবেলার খেলার নস্টালজিয়ায় পরে গেলাম। ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই।
এইসব গাছ দিনের পর দিন বিলুপ্তির পথে...
অনেক গাছ দেখেছি ছোটবেলায় যেগুলি আজকাল চোখে পড়েনা।
৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
shfikul বলেছেন: অন্যরকম একটা পোস্ট।মনে হলো ঝগরা ঝাটি মারামারি থেকে অনেক দুরে।খুব ভালো লাগলো।পোস্টে+++
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শফিকুল ভাই।
ভালো থাকবেন
শুভকামনা...
৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
ঘুড্ডির পাইলট বলেছেন: অসাধারন পোষ্ট আজকাল এমন গাছপালার খবর কে রাখে বলেন ? আপ্নার আগে এক পোষ্টে মনে হয় এমন কিছু বনজ উদ্ভিদ এর ছবি দেখেছিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
এইসব গাছপালা আমাদের প্রকৃতির অংশ হয়ে আছে।
কিন্তু অতিঃ দুখের বিষয় দিনের পর দিন বিলুপ্তির পথে দেশি প্রজাতীর গাছপালা সেখানে দখল করে নিচ্ছে বিদেশী জাতের ইউক্যলিপটাস জাতিয় গাছ।
৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: ঢাকা মিরপুর ১ এ ন্যাশনাল হাইবেরিয়ান এ এক লোক পরিচিত আছে । প্রয়োজনে তার হেল্প নিতারবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই প্রয়োজন হলে হেল্প নিবো।
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম+++
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ জনৈক গন্ডমূর্খ।
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আরজু পনি বলেছেন:
তেলাকুচোটাকে আমরা ছোটবেলা কাকের কাঠাল ডাকতাম।
আর, মাধবীলতাতো অসাধারণ!
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি।
তেলাকুচো কাকের প্রিয় খাবার সম্ভবত। টকটকে লাল রঙ হওয়ায় কাক আকর্ষিত হয়ে খায়। তবে তেলাকুচো্ ভিষণ তেতো!!
৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর পোস্ট
++++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কালা মনের ধলা মানুষ ভাই।
ভালো থাকবেন
শুভ কামনা....
৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর পোস্ট ভাই
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ আপু।
৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
প্রিয়তমেষূ বলেছেন: ++++++
এমন পোস্ট আরো চাই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আপু।
আমি ধরাবাধা নিয়মে লিখতে পারিনা তবে চেষ্টা করি দেশীয় ইতিহাস ঐতিহ্য সমসাময়িক বিষয় নিয়ে লিখতে। কবিতা লেখা ভুলেই গেছি এখন। অনেকদিন যাবৎ না লিখতে লিখতে অবস্হা হয়েছে এই। তবে কিছু ছবি দিয়ে পোষ্ট দেয়ার চিন্তা আছে তার আগে ডিএসএলআরটা কিনে নেই।
৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
তাওহীদ বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
যুবায়ের বলেছেন: ছবির জন্য ধন্যবাদ তাওহীদ ভাই।
৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
তাওহীদ বলেছেন: মধুকুপি ফুল
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
যুবায়ের বলেছেন: লিন্কের জন্য ধন্যবাদ তাওহীদ ভাই।
ছবিটি মূল পোষ্টে এ্যড করে দিলাম।
৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
লোনলিফাইটার বলেছেন: +++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ লোনলিফাইটার।
ভালো থাকবেন
শুভকামনা রইলো।
৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
রেজোওয়ানা বলেছেন: ভিটামিন সি ভাই যেটাকে ভাটগাছ আর যুবায়ের ভাই যেটাকে মধুকুপি বলছেন, সম্ভবত সেটা চারশোবিশ ভাইয়ের কাংখিত সাদা ফুলের গাছটা না!
মধুকুপির বা রক্তদ্রোনের ফুল লাল থেকে গা গোলাপী, ঐটা হলো দন্ডকলস বা শ্বেতদ্রোন ! আমরাও ছোট বেলায় এই ফুলের মধু খাইসি, এর পর ফুল গুলো একটা পিছনে আরেকটা জোড়া দিয়ে কানের দুল বানাইতাম!
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
যুবায়ের বলেছেন: রেজোওয়ানা আপু অনুমতি দিলে ছবিটি মুল পোষ্টে এড করে দিতাম।
এই ফুল থেকে আমরা ছোটবেলায় মধু খেতাম। আমরা বলতাম মধুগাছ আর বড়রা বলতো ভাট গাছ।
৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
রেজোওয়ানা বলেছেন: ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, ১৪ নাম্বারের এই ফুলটা আসলে মাধুরীলতা, মাধবীলতা অন্য ফুল!
বিস্তারিত আমার একটা পোস্টে আছে View this link
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আপু।
আপনার পোষ্টে ফুলের ছড়াছড়ি দেখলাম!! চমৎকার সব ছবি!!
আমাদের এলাকায় মাধুরীলতাকে মাধবীলতা বলে।
মাধবীলতা নামটির প্রতি দুর্বলতা সমরেশের সাতকাহন, কালবেলা,কালপুরুষ এইসব বই পড়ে।
ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপু.....
৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
রুদ্র মানব বলেছেন: সত্যিই খুব সুন্দর
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রুদ্র মানব ভাই।
৪৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
এমজেডআই বলেছেন: ১. এটা বড় আকন্দ বা গুরআকন্দের ফুল। এর বৈঙ্গানিক নাম Calotropis gigantia
২,৩. বুনোঘাসটি আসলে "কানচিরা"র একটি প্রজাতি। আমাদের দেশে ২-৩ ধরনের কানচিরা সচরাচর দেখা যায়। ছবিতে ফুল স্পষ্ট নয়। তবে মনে হচ্ছে এটি Commelina benghalensis বা Commelina diffusa একটি হবে।
৪,৫. বেড়াটি গাছটি ঠিক চিনতে পারছিনা। তবে বেড়াটি নামে যে গাছটির নাম রেফারেন্স বইগুলোতে আছে সেটি অন্য একটি গাছ যার বৈঙ্গানিক নাম Panicum paludosum (Huq AM. 1986. Plant Names of Bangladesh, Bangladesh National Herbarium, page 23.).
৮. এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছেনা। তবে মনে হচ্ছে এটি আসামলতার গাছ (Mikania cordata.
১০. এটি রক্তদ্রোন ফুল (Leonurus sibiricus).
১৪. এটি মাধুরিলতা বা মধুমন্জরী (Quisqualis indica).
আর সাদা যে ফুলের মধু খাওয়ার কথা বলা হচ্ছে সেটি শ্বেতদ্রোন হওয়ার সম্ভাবনা বেশি (Leucas aspera).
শুভেচ্ছা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ এমজেডআই।
অনেক কিছু জানতে পারলাম আপনার মন্তব্য থেকে।
আমি ছবির ক্যপশনে যে নামগুলি ব্যবহার করেছি তা আণ্ঞ্চলিক ভাবে শোনা নাম। বোটার্নীর ছাত্র ছিলামনা ছিলাম ইকোনোমিক্সের এজন্য বৈজ্ঞানিক নাম জানিনা।
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি
৪৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগা
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।
৫০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
ফারজুল আরেফিন বলেছেন: ২২++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
যুবায়ের বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ ফারজুর আরেফিন ভাই।
ভালো থাকবেন
শুভ কামনা...
৫১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
যুবায়ের ভাই যদি কষ্ট না হয় তবে এমন একটি পোস্টের ধারাবাহিকতা আশা করি আপনার কাছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
আপনিতো জানেন আমি একজন দ্বায়িত্ব জ্ঞানহীন ব্লগার। নির্দিষ্ট কোন বিষয় নিয়ে লিখতে আগ্রহবোধ করিনা। যখন যে বিষয়ে ভাবনা আসে তাই নিয়ে লিখি। তবে সবচেয়ে স্বাচ্ছন্দবোধ করি সমাজের অভ্যান্তরে মানুষের দৃষ্টির অগোচরে যে সব বিষয়াদি থাকে সেটাকে তুলে ধরতে। কৃষক এবং কৃষি নিয়ে লিখতে সবচেয়ে আগ্রহবোধ করি।
তারপরও আপনার জন্য এই বিষয় নিয়ে একটা পোষ্ট দিবো ইনশাআল্লাহ।তবে তার আগে একটা ডিএসএলআর কিনে নেই।
ঘুরে বেড়াবো গ্রামে গণ্ঞ্জে, বন বাদাড়ে ছবি তুলবো মনের মাধুরী মিশিয়ে.....পোষ্টটি আপনাকে উৎসর্গ করবো।
৫২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
যুবায়ের বলেছেন: প্রথমে সবার কাছে ক্ষমা চাচ্ছি এজন্য রিপ্লাই দিতে দেরী হয়ে গেল।
আমার ছোট ভায়ের স্ত্রীর ডেলিভারীর টেনশনে ছিলাম এজন্য নেটে বসি নাই।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
যুবায়ের বলেছেন: আমি জেঠা (বড় আব্বু) হলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন।
দীর্ঘ প্রতিক্ষার পর আমার ছোট ভায়ের (মেঝ) ঘর আলোকিত হয়ে এসেছে এক ফুল!!
কন্যাসন্তান!! পরিবারের সকলের আনন্দমাখা মুখ অনেকদিন পর দেখছি।
আমার ঘরে আল্লাহ পাক দিয়েছেন সাদকে মেঝ ভাইকে দিলেন কন্যা সন্তান।
আমি পেলাম একটি বাবা এবং একটি ”মা”
আমার সর্ব কণিষ্ঠ ভ্রাতা Jayed Ahmed ১ জন ভাতিজা এবং ১ জন ভাতিজি পেল।
৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
লাবনী আক্তার বলেছেন: মধুকুপি গাছ থেকে ফুল নিয়ে ছোট বেলায় মধু খেয়েছি অনেক।
সুন্দর পোস্ট। ++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার আপু।
আমরাও ছোটবেলায় ভাটগাছের সাদা ফুল থেকে মধু খেতাম।
ব্লগে স্বাগতম....
ভালো থাকবেন
শুভকামনা..
৫৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: খুব ভাল একটি পোষ্ট
অনেক টি আগাছার (উদ্ভিদ) এর সাথে পরিচিত হলে পারলাম
কারন ১০টার মত গাছ এর নামও শুনিনি আগে
ধন্যবাদ যুবায়ের ভাইকে সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া এক্সপ্রেস।
ভালো থাকবেন
শুভকামনা....
৫৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
মাক্স বলেছেন: ২৩তম ভালোলাগা।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।
৫৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শিপু ভাই বলেছেন:
তেলাকুচি ফলকে আমরা বলি কাউয়ার পান্তাভাত!!!
তা কবিরাজ সাব, আছেন কেমন???
পোস্ট ব্যপক হইছে!!!+++++++++++++++
এধরনের তথ্যসমৃদ্ধ পোস্টে পূর্ণ হোক বাংলা ব্লগস্ফিয়ার!!!
হ্যাপি ব্লগিং!!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
ভাই ভালো আছি। আপনি কেমন আছেন?..
৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
শিপু ভাই বলেছেন:
ছিটকি গাছের কান্ড দিয়ে দাত মাজতাম ছোটবেলায়!!!
গাছের সাথে এর কিছু গুনাগুন উল্লেখ করলে পোস্ট আরো পূর্ণতা পাবে!!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
যুবায়ের বলেছেন: মওটা গাছের কান্ড দিয়ে দাত মাজতাম ছোটবেলায়।
এখন মওটার গাছ দেখা যায়না তেমন।
৫৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭
দি সুফি বলেছেন: ১০ নং ছবির ফুলের মধু খেতাম। অনেক মিষ্টি ছিল। মাধবিলতা দিয়ে প্রচুর মালা গেথে গলায়, হাতে-পায়ে, কোমরে পরতাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ দি সূফি ভাই।
ছোটবেলায় আমরাও ফুলের মধু খেতাম।
ফুলের মালা গাথতাম তবে শিইলি অথবা বকুল ফুলের।
৫৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
ফুলের মালা গাথতাম তবে শিইলি অথবা বকুল ফুলের।
আবার জিগায়! বকুল ফুলের মালাও গাথতাম। কাঠবাদাম গাছ থেকে পেড়ে খেতাম, চালতে গাছে ঢিল মেরে চালতে পাড়তাম, কাঠালের মুচি খেতাম, ছাগলকে কাঠাল পাতা খাওয়াতাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
যুবায়ের বলেছেন: জি ভাই আপনার মতো আমিও করতাম
৬০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ভালো লাগা রইলো, দারুন পোস্ট। আপানার সৌন্দর্য পিপাসু মনকে অভিনন্দন।
শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ।
আমার ব্লগে াআপনাকেও অভিনন্দন!!
ভালো থাকবেন
শুভকামনা রইলো...
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
চারশবিশ বলেছেন: আরও কিছু আগাছা ছিল এখ আর দেখা যায়না
একটাতে সাদা ফুল ফুটত ফুল ছিড়ে মধু খেতাম
বিধি তো এখন প্রায় দেখাই যায়না