নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তির পথে এইসব উদ্ভিদ!!!. (আগাছা) এরাও আমাদের প্রকৃতির একটা অংশ!!!... (২য় পর্ব ছবি ব্লগ)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬



১.এটি একটি সরিসা ক্ষেত!! কৃষক সরিসার সাথে মহরী সজ (মশলার) সমন্বিত চাষ করেছেন ক্ষেতে এমনি এমনি বতুয়ার শাক হয়েছে!!..

প্রথম পর্ব



দুর্দান্ত কৈশোরটা আমার গ্রামেই কেটেছে। কখনো খেলাধুলা করে, কখনোবা রঙিন প্রজাপতির পিছু ছুটে!!

রাস্তার পাশে ঝোপঝাড়ে বিভিন্ন প্রজাতীর আগাছা উদ্ভিদ দেখেছি, চোখ ধাধাঁনো রঙিন ফুলে বসেছে বাহারী রঙের প্রজাপতি!! কিশোর আমি প্রজাপতি ধরতে কতযে প্রজাপতির পিছু ছুটেছি তার ইয়ত্তা নেই।

খেলার মাঠে কারো হাতের ষ্পর্শ ছাড়াই গজিয়েছে বিভিন্ন প্রকারের আগাছা। কোনটা লতাজাতীয় কোনটা বা গুল্ম প্রজাতীর। সেইসব আগাছা এবং দেশী প্রজাতীর গাছ আজ অধীক জনসংখ্যার চাপে এবং শিল্প কারখানার কারনে দুর্লভ হয়ে যাচ্ছে। এখনো যে কয়েকটি প্রজাতী দেখা যাচ্ছে হয়তো আগামীতে এগুলির মধ্য থেকে অনেক প্রজাতী বিলুপ্ত হয়ে যাবে!! তখন আফসোস করে একটি কথাই বলতে হবে “এইসব আগাছা উদ্ভিদও আমাদের প্রকৃতির অংশ হয়েছিল একসময়….



২.কলাবতী ফুল!! বাড়ির আনাচে কানাচে এমনিই হতো এই গাছ!! এখন খুজে পাওয়া দুষ্কর!!..





৩.চিরল পাতা নামে গ্রামে পরিচিত!! আসল নাম জানিনা..





৪.[sbঢেকি শাক (]ইলিশ পাতা গ্রাম্য নাম)!! .



ছবি তোলার প্রেক্ষাপটঃ



আমার গ্রামের বাড়ি সিরাজগন্ঞ্জের বেলকুচি উপজেলায়। বেলকুচিতে তাঁত শিল্পাণ্ঞ্চাল এলাকা হওয়ায় এবং শিল্পের দ্রুতবিকাশ হওয়ায়। এইসব প্রজাতীর গাছ আর চোখে পড়েনা। রংপুরে থাকি শহরে জীবনে দেখা পাইনা সেই ছোট্ট বেলার দেখা দেশী প্রজাতীর আগাছাকে… গতকাল সিরাজগণ্ঞ্জের গ্রামের বাড়ি থেকে রংপুরে ফিরছিলাম। বাড়ি থেকে সকালেই বের হলাম তিনটা ১৫০ সিসি মোটরবাইক চেপে গ্রামের ৫ জন বন্ধু সহ।

আমাদের টার্গেট উল্লাপাড়া উপজেলার কিছু গ্রামে মিলবে এইসব উদ্ভিদ!! একটি মোটরবাইক ড্রাইভ করছিলাম আমি YAMAHA FZS বন্ধুদের সাথে চলন্ত বাইকে কথা বলতেছিলাম। ওরা আমাকে হাটিকুমরুল (সিরাজগণ্ঞ্জ রোডে বাসে তুলে দিতে এসেছিল প্লাস ঐতিহ্যবাহী সলপ ষ্টেশনের ঘোল খেতে। বেলকুচি থেকে কামারখন্দ উপজেলার উপর দিয়ে বাইক চালিয়ে ছুটে চলছিলাম ছয়জন আরোহী। আমার চোখ রাস্তার দুপাশে খুজতেছিল সেইসব উদ্ভিদকে….চলতে চলতে উল্লাপাড়া উপজেলার নাম নাজান বেশ কিছু গ্রামে মোটরবাইক ব্রেক দিয়ে মোবাইলের ক্যমেরা দিয়ে তুললাম এইসব ছবিগুলি….

গাছগুলির সঠিক নাম জানিনা তাই আণ্ঞ্চলিক নামে ছবির ক্যপশন দিলাম। কেউ সঠিক নামটি বললে এডিট করে দিবো।




৫.অর্জুন বৃক্ষ। এটি একটি ও্ষধী গাছ। এই গাছের ছাল দিয়ে অনেক রোগের চিকিৎসা করা হয়।





৬.পলাশ গাছ। এখনো ফুল ধরেনি। গ্রামের লোকজন বলে ক্যদার গাছ!!



৭.





৮.হেলেন্ঞ্চা শাক!! আপনা আপনিই হয়



৯.নাম জানিনা...





১০.এটি কোন ডালিয়া গাছের চারা নয়!! এক প্রকার আগাছা তবে এর ফল দেখতে ছোট এবং টমেটোর মত!! এমন কি খেতে স্বাদও টমেটোর মত!!..





১১. স্হানীয়ভাবে গাছটিকে “আগড়া গাছ বলা হয়” এই গাছে এক প্রকার ছোট ছোট কাটা যুক্ত লম্বাটে ফল হয় যা অনেকটা চুলের ক্লিপের মত।



১২.





১৩.গড়ের গাছ





[sb"শ্বেতদ্রোণ"] এই সেই ভাট গাছ!! যাকে আমরা মধু গাছ বলে জানতাম। ছোট বেলায় সাদা ফুল তুলে চুষে ফুলের মধু খেতাম!!!...





১৪.কাটাখুড়ো গাছ। এই গাছ দুগ্ধবতী ছাগী খেলে তার তার দুধ বেশি হয়।





১৫. [sbএগুলোকে চায়না বাঁশ বলে]এটি কাশবন নয়!! তবে একপ্রকার লম্বাজাতের ঘাসজাতীয় উদ্ভিদ





১৬. কয়েক প্রজাতীর উদ্ভিদ রয়েছে একটিতে হলুদ ফুলও ফটেছে!! সুন্দর না??. এই গাছের নাম নটে কাটা গাছ! .





১৭.





১৮. মহরী গাছ। এক প্রকার সজ (মসলা গাছ)





১৯. বতুয়া শাক





২০.





২১.”ডুমুর” (খোকশা) গাছ।





২২.





২৩.ভেরেন্ডা (ভেন্না) গাছ। আসমানী কবিতায় যে গাছের কথা হয়েছে....

ভেন্নার বীজ দিয়ে এক প্রকার তৈল হয়।




পোষ্ট উৎসর্গ করলাম- কান্ডারী অথর্ব ভাইকে।

তিনি প্রথম পর্বে ব্যপক উৎসাহ দিয়েছেন এবং এ বিষয়ে আরেকটি পোষ্ট দেয়ার অনুরোধ করেছিলেন।

মন্তব্য ৯৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট আপডেট হোক পরে এসে পুরোটা দেখে যাব । আর একটা লাইক আপাতত দিয়ে যাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ফ।ম।হাসান বলেছেন: ভালো পোস্ট কিন্তু সবগুলাই যে হারাইয়া যাচ্ছে টা কিন্তু ঠিক না। কালকেও বাজার থেকে ১৫ টাকা দিয়া এক কেজি বাতুয়ার শাক কিন্না আনলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ফ।ম। হাসান ভাই।
বতুয়ার শাক অনেক যায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় দেখা যায়না। সবগুলি না হলেও বেশ কিছু প্রজাতী হারিয়ে যেতে পারে।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার পোস্ট ! ২য় ভাল লাগা ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

প্রিয়তমেষূ বলেছেন: ++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ প্রিয়তমেষূ আপু।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বাংলার হাসান বলেছেন: অসাধারন সংগ্রহ। +++++++++++++++++++++++++++++++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই।
ভালো থাকবেন
শুভকামনা...

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বাংলার হাসান বলেছেন: পোষ্টে ভাল লাগা রইল।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

যুবায়ের বলেছেন: ভালো থাকবেন
শুভকামনা....

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

প্রিয়তমেষূ বলেছেন: আমার জানা মতে ৪ নং টা ফার্ন আর ২৩ নং কে দেশী ভাসায় ভেন্না বলা হয়...।বেশি ভাগের নাম আমিও জানি না তবে, চেহারা চেনা,,,,,এ রকম আরো পোস্ট হলে ভালো হয়..........

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

যুবায়ের বলেছেন: ঠিক বলেছেন প্রিয়তমেষূ আপু।

একই বিষয়ে পোষ্ট আপাতত দিচ্ছিনা তবে পরে চিন্তা করবো।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মিজানুর রহমান মিলন বলেছেন: এই সব আগাছা নিয়ে এত সুন্দর ব্লগ লিখা যেতে পারে তা কখনো ভাবি নাই । যুবায়ের ভাইকে অনেক ধন্যবাদ বিলুপ্ত হওয়া কিছু আগাছারা সাথে আমাদের পরিচিত ও তুলে ধরার জন্য ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।

এখনো আগাছাগুলি বিলুপ্ত হয় নাই তবে আগে যেমন যেখানে সেখানে দেখা যেত এখন খুজে খুজে বের করতে হয়। হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে!!

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মিজানুর রহমান মিলন বলেছেন: কিছু আগাছার সাথে পরিচিত আর কিছুর সাথে পরিচিত নই । তবে ভেন্ন গাছ দেখে খুব ভাল লাগল । কাজী নজরুলের আসমানী কবিতায় পড়েছিলাম সেই ভেন্না গাছের ছাউনি !

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
আসমানী কবিতাটা পল্লিকবি জসিমউদ্দিনের লেখা...

আসমানীদের দেখতে যদি তোমরা সবাই চাও
রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

অনিকেত বলেছেন: এই সেই ভাট গাছ!! যাকে আমরা মধু গাছ বলে জানতাম। ছোট বেলায় সাদা ফুল তুলে চুষে ফুলের মধু খেতাম!!!...

"শ্বেতদ্রোণ" হবে ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাই।
পোষ্টে সংযুক্ত করে দিয়েছি।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অনিকেত বলেছেন: ২১. খোকশা গাছ। dumur hobe

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

যুবায়ের বলেছেন: এডিট করে পোষ্টে আপডেট করছি ভাই।
সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার পোষ্ট!!!.................
+++++++++++++++++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ভাই।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

অনিকেত বলেছেন: ২৩. ভেন্না গাছ। আসমানী কবিতায় যে গাছের কথা হয়েছে....
ভেন্নার বীজ দিয়ে এক প্রকার তৈল হয়।

"ভেরেন্ডা" হবে ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই এডিট করে দিয়েছি!!!..

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: এই সেই খোকশা গাছ??..
আগের পর্বে পড়েছিলাম কিন্তু ছবি দেখি নাই।

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

যুবায়ের বলেছেন: জি ভাই আগের পর্বে ছবি ছিলনা খোকশা গাছের।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: আবারও মুগ্ধ হলাম ভাইয়া!!!!!!:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
ভালো থাকবেন।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

যুবায়ের বলেছেন: কিছুক্ষণের জন্য বাহিরে যাচ্ছি ফিরে এসে রিপ্লাই দিচ্ছি...

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

যুবায়ের বলেছেন: পোষ্ট আপডেট করা হইলো!!!!!!!!!...

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: চমৎকার পোস্ট ,খুব ভালো লাগলো (Y)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া এক্সপ্রেস।
ভালো থাকবেন
শুভকামনা....

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ইলিশ পাতা গ্রাম্য নাম

এটাকে আমাদের এলাকায় বলে ঢেকির শাক । এটা আসলে এক ধরনের ফার্ন গাছ ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
ইলিশ পাতা বলে গ্রামের লোকেরা ডাকে।
সঠিক নাম ঢেকি শাক। পোষ্টে আপডেট করে দিসি।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ১৫ নং ছবিতে যে গাছ গুলো আছে , এমন একধরনের গাছ আমার সংগ্রহে আছে তবে উচ্চতায় অনেক ছোট । এগুলোকে চায়না বাঁশ বলে। মানে বাশ ঝাড়ের বনসাই সংস্করন । অবাক করার মতো তাই না ? চাইলে সংগ্রহ করতে পারেন ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই আপডেট করে দিয়েছি।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ যুবায়ের ভাই।
+++++++++++++++++++++++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কালা মনের ধলা মানুষ ভাই।
ভালো থাকবেন
শুভকামনা রইলো।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

তামিম ইবনে আমান বলেছেন: নাইস পোস্ট! ++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।
ভালো থাকবেন
শুভ কামনা রইলো।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

গ্রামের মানুষ বলেছেন:
খুব ভাল পোষ্ট!!!!

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ গ্রামের মানুষ।
ভালো থাকবেন
শুভকামনা...

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ্ চমকার পোস্ট!
+++++++++++
একটু পরে আবার এসে দেখে যাবো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আজ আমি কোথাও যাবোনা।
প্লাসের জন্য ধন্যবাদ
ভালো থাকবেন
শুভ কামনা রইলো..

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

একজনা বলেছেন: ভালো লাগল। ছোটবেলায় সবগুলোর নামই জানতাম এখন দেখছি অনেকগুলোর নাম মনে করতে পারছিনা। তবে কয়েকটার নাম এখনও জানি। আমার গ্রামের বাড়িতে এসব উদ্ভিদ আগেও দেখেছি, এখনও দেখি তবে আগের মত আর ব্যাপক দেখা যায়না।

পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজনা।
ঠিক বলেছেন ছোট্টবেলায় বসত বাড়ির আনাচে কানাচে এইসব উদ্ভিদ
প্রচুর পরিমানে দেখা যেত।
বর্তমানে অধিক জনসংখার চাপে এইসব প্রজাতী খুব একটা চোখে পড়েনা
খুজে খুজে বের করতে হয়। জানিনা ভবিষ্যতে উদ্ভিদগুলি দেখতে পাব কিনা!!...

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ভিয়েনাস বলেছেন: প্রথম ছবিতেই নস্টালজিক হয়ে গেলাম। প্রতিটা ছবিই ভীষন চেনা :)

পোস্টে অনেক ভালো লাগা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
ভালো থাকবেন
শুভকামনা রইলো....

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট।প্লাস দিলাম। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
পোষ্ট যথারীতি প্রিয়তে নিলাম ভাই।


আচ্ছা ভাই পলাশ গাছের আরেক নাম কি ঢাক গাছ ? শুনেছি একসময় আমাদের ঢাকায় প্রচুর ঢাক গাছ হত সেখান থেকে নাম করন করা হয় ঢাকা শহর।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।

ভাই আণ্ঞ্চলিকভাবে বিভিন্ন গাছকে বিভিন্ন নামে ডাকা হয়।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

অনিকেত বলেছেন: ৪.ইলিশ পাতা গ্রাম্য নাম!! আসল নাম কি জানিনা...

"ফার্ন" / "ঢেকিশাক" হবে ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

যুবায়ের বলেছেন: জি ভাই ঢেকিশাক হবে।
আপডেট করেছি।

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার পোস্ট।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

যুবায়ের বলেছেন: বেশ কিছু উদ্ভিদ অনেক খোজাখুজি করলাম কিন্তু দেখা পেলামনা!!!!
১. ধুতরা গাছ ২. সেন্ঞ্চি শাক ৩. ঢোল কলমি. হাতকাটা গাছ ৪. জংলী বেলী
এবং নাম না জানা বেশ কিছু পরিচিত গাছ

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

যুবায়ের বলেছেন: জগ ডুমুর নামে একটা গাছ ছিল সেটা এখন দেখতে পাইনা।
জানিনা টিকে আছে কিনা!!

আলোকলতাও আজকাল চোখে পড়েনা!!

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

মাক্স বলেছেন: এইবারের পর্বতো আগেরটার চাইতেও অনেক বেশী সম্বূদ্ধ। পোস্টে ভালোলাগা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।।

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

মাক্স বলেছেন: এইবারের পর্বতো আগেরটার চাইতেও অনেক বেশী সম্বূদ্ধ। পোস্টে ভালোলাগা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

রেজোওয়ানা বলেছেন: ১৬ নম্বারে যেটায় অনেকটা মোরগ ফুলের মতো ছোট ছোট সবুজাভ হলুদ ফুল ফুটেছে, সেটা হলো নটে কাটা গাছ!

ছবি গুলো আরেকটু ক্লিয়ার হলে হয়তো আরও কিছু গাছের নাম জানাতে পারতাম!

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আপু।
পোষ্টে এড করে দিয়েছি।
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস পোষ্ট+

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার।
ভালো থাকবেন
শুভ কামনা রইলো।

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

ইমরুল আকতার চৌধুরী বলেছেন: অতীতে ফিরে গেলাম, সেই শৈশবে যখন এগুলো নিয়মিত চোখে পড়ত, ছিলাম উচ্ছল কিশোর, প্রকৃতির অনেক কাছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইমরুল আকতার চৌধুরী ভাই।
আমরা অতীতটা যে ভাবে কাটিয়েছি নতুন প্রজন্ম এত সুন্দর পরিবেশ পাচ্ছেনা। না পাচ্ছে খেলার মাঠ
না পাচ্ছে প্রকৃতিকে ঠিকভাবে চিনতে
শুধু যান্ত্রিক জীবনে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে!!!..

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মুশাসি বলেছেন: আমারতো এইসব আগছা আর অথ্য নিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলতে ইচ্ছা করতেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
বানিয়ে ফেলেন।
আমারও ইচ্ছা আছে গুগলের ব্লগ স্পোট এ একটা সাইট বানিয়ে ছবি তুলে আপলোড করবো।

৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

নিরপেক্ষ মানুষ বলেছেন: ++++ পাথরকুচি গাছও এখন কম দেখা যায়।শুধু একটা পাতা থেকে একটা গাছ জন্মানো বেশ অদ্ভুদ।তুহিন্নে লতা নামে একটা লতা ছিল।কোথাও কেটে ছিঁড়ে গেলে তার পাতা কচলিয়ে লাগিয়ে দিলে ভাল হয়ে যেত।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিরপেক্ষ মানুষ।

পাথরকুচি গাছ আমার বাসার ছাদে বাগানে আছে। বড় কয়েকটি গাছ আছে তাতে টকটকে ফুলের কলি বের হয়েছে। বাগানে বেশ কিছু ফুলের গাছ এবং ক্যকটাস জাতীয় গাছ আছে।

তুহিন্নে লতাকে আমরা হাতকাটা গাছ বলতাম। অনেকদিন হলো গাছটি চোখে পড়েনা।

৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বোকামানুষ বলেছেন: পোস্ট অনেক ভাল লাগলো
অনেকগুলোই চিনি কিন্তু নাম জানতাম না
এধরনের পোস্টের জন্যই ব্লগে আসতে ভাল লাগে

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ বোকামানুষ।

সাথে থাকুন চেষ্টা করবো ব্যতিক্রমী কিছু জানতে এবং জানাতে।
ভালো থাকবেন
শুভকামনা রইলো।

৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

নেকড়ে বলেছেন: ব্লগ এভাবেই লেখা উচিত

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নেকড়ে।
চেষ্টা করছি কিছু বিষয়কে তুলে ধরবার।

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

রীতিমত লিয়া বলেছেন: আগের পোষ্ট টা পড়ে আগ্রহ সৃষ্টি হয়েছিল। পরের পর্বো ভাল লাগল। তবে ভাবছি কত্ত অজানারে.......... আমি গাছ খুব কম চিনি। প্রায় গাছই চিনি-ই না।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ রীতিমত লিয়া।
ভালো থাকবেন শুভকামনা...

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

রীতিমত লিয়া বলেছেন: পোষ্টে ভাল লাগা দিয়ে গেলাম। এরকম আরো পোষ্ট চাই।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

যুবায়ের বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ।

৪২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

দি সুফি বলেছেন: ছোটবেলার অনেক কিছু মনে পরে গেল আপনার এই ছবিগুলো দেখে। সবগুলোর সাথেই পরিচিতি ছিল। আরো বেশ কিছু ছিল, যেমনঃ ঢোলকল্‌মি, লজ্জাবতী, ফটকা গাছ ( পেকে যাওয়া ফটকার ভেতরের অংশটা খেতে অনেক মজা ছিল), দুন্দুল গাছ, কাউফল গাছ, ডেউয়া গাছ, মোরগফুল, কচু গাছ আরো কত কি!
পোষ্টে +++ দিয়ে গেলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ দি সুফি।

ঢোলকলমি অনেক খুজলাম কিন্তু পেলামনা। মোরগফুল গাছ এখনো পাওয়া যায় তবে অনেক খুজতে হয়।

প্লাসের জন্য ধন্যবাদ।

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

কালোপরী বলেছেন: চমৎকার পোস্ট :)


++++++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কালোপরী।
ভালো থাকবেন
শুভকামনা রইলো..

৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শান্তা273 বলেছেন: চমৎকার পোস্ট!
++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শান্তা273
ভালো থাকবেন
শুভকামনা...

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয়তে রাখলাম। শ্বেতদ্রোণ বা ভাট গাছের সাদা ফুল চুষে খেতাম ছোটবেলায়! :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার।
ভালো থাকবেন
শুভকামনা..

৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর সংগ্রহ !

প্রিয়তে নিলাম।


ভালো লাগা রইলো অনেক।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ
ভালো থাকবেন
শুভ কামনা.....

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ই এইচ মািনক বলেছেন: আপনার বাড়ি কোন গ্রামে?????

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

যুবায়ের বলেছেন: ভাই এনায়েতপুরে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.