![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
দির্ঘ দিনের ক্ষতি পুশিয়ে নিতে যখন ব্রয়লার ১ দিনের বাচ্চার দাম একটু কমেছে তখন খামারীরা উৎসাহবোধ করে খামারে বাচ্চা তুলতে শুরু করেছে ঠিক তখনি পোল্ট্রি মুরগীর সরবরাহ কম হওয়ায় পাইকারী বাজার দর বেড়ে যায় কেজি প্রতি ২০-৩০ টাকা আর এতেই মুনাফাখোর হ্যচারী সিন্ডিকেট ২৮ টাকা থেকে বাচ্চার দাম ২ সপ্তাহে ৫০ টাকায় নিয়ে আসে।সরকারের উদাসিনতায় এমন যা ইচ্ছে তাই কান্ড করে যাচ্ছে হ্যচারী সিন্ডিকেট, ফিড মিলার এবং ডিলারদের কারসাজিতে পোল্ট্রি খামারীরা দুর্বিসহ জীবনে পর্যবেশিত হয়েছে। দেশের উত্তরাণ্ঞ্চলের পোল্ট্রি খামারগুলি দিনের পর দিন উৎপাদন খরচ না মিটাতে পারায় বন্ধ হয়েছে অধিকাংশ খামার!!..
একদিন বয়সের ব্রয়লার বাচ্চা।
বেশ কয়েকদিন যাবৎ সংবাদপত্র ঘেটে জানতে পারলাম দেশে প্রায় ৬০% পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে!!
আমাদের দৈহিক আমিষের চাহিদা পূরনে পোল্ট্রির ভুমিকা অপরিহার্য। খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়ায় মাছ দিনের পর দিন চাহিদার অপ্রতুল হয়ে যাচ্ছে। পোল্ট্রি মুরগি ভোক্তার আমিষের চাহিদা পুরন করে যাচ্ছিল।কিন্তু দির্ঘ ৭-৮ মাস যাবৎ হ্যচারী সিন্ডিকেট ১ দিনের একটি ব্রয়লার বাচ্চা ২৮ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত বিক্রী করেছে। যে খামারী ৮০ টাকার বাচ্চা কিনেছিল সে ওই বাচ্চাগুলি লালন পালন করে পুর্ণ মুরগি বানিয়ে কতটাকা বিক্রী করেছিল?..
ধরুন ৮০ টাকার বাচ্চা ২.৫০ কেজি ফিড ৪৫*২.৫০=১১২ টাকা খাদ্য +৮০ টাকা বাচ্চা
+ অন্যান্য খরচ ২৫ টাকা হলে সর্বমোট একটি মুরগির পিছনে খরচ দাড়ায়=২১৮ টাকা। ওইসময় মুরগির পাইকারী বাজার ছিল ১২৮ টাকা হিসাবে একটি মুরগির গড় ওজন ১.৫০ কেজি হলে দাম দাড়ায় ১.৫০*১২৮টাকা=১৯২ টাকা।
তাহলে একজন একটি ব্রয়লার মুরগি পালন করে ২১৮ টাকা বিণিয়োগ করে উৎপাদিৎ মুরগিটি
বিক্রয় করেন ১৯২ টাকায় তাহলে ওই খামারীর লোকসান দাড়ায় ২১৮-১৯২ টাকা=২৬ টাকা প্রতি পিছ মুরগিতে লোকসান!!!.. তাহলে খামারীটি যখন ১০০০ মুরগি পালন করবেন তখন তার লোকসান হয়েছে ২৬০০০ টাকা!!! এভাবে কয়েকবার লোকসান করে পূজিঁ হারিয়ে খামারীরা খামার বন্ধ করে দিয়েছেন যার ফল স্বরুপ বাজারে মুরগির মুরগির সংকট এবং দাম চড়া!! বর্তমানে জেলা ভিত্তিক এক কেজি ব্রয়লার মুরগির দাম ১৪০-১৫০ টাকা। রাজধানীর বাজারে হয়তো ১৬০ টাকার মত কেজি!!
ফিড মিলারদের কারসাজি!!
এক বছরের দুরত্বে ৫০ কেজি ব্রয়লার মুরগির ফিডের দাম ১৬৬৫ থেকে বেড়ে দাড়িয়েছে বর্তমানে ২২২০ টাকা তাহলে ৫০ কেজিতে খামারীকে বেশি দিতে হচ্ছে ৫৫৫ টাকা। সে হিসেবে প্রতিটা মুরগির উৎপাদন খরচে শুধুমাত্র খাদ্যতে বেশি ব্যয় করতে হচ্ছে ১২*১.৫০=১৮ টাকা। তাহলে ১ বছরের ব্যবধানে ফিডের দাম বৃদ্ধির কারনে খামারীদের ফিডের জন্য বাড়তী ব্যয় হচ্ছে ১৮০০০ টাকা!!
অথচ এবছরে দেশে ভুট্টার উৎপাদন হয়েছে বাম্পার এবং উৎপাদন বেশি হওয়ায় ভুট্টা চাষীরা ১ বছর আগের চেয়ে প্রতিমণ ভূট্টাতে ৫০-১০০ টাকা কম দামে বিক্রী করতে বাধ্য হয়েছে।
অথচ পোল্ট্রি ফিডে ৮৫% ভুট্টা থাকে সেখানে ভুট্টার দাম কমলো, উল্টো বাড়লো ফিডের দাম!!!
সূদুর অষ্ট্রেলিয়া থেকে ভুট্টা আমদানী করে যদি ১৬৬৫ টাকা বস্তা মুরগির খাদ্য বিক্রয় করে ফিড মিলারদের লাভ হয় তাহলে দেশে উৎপাদিত ভুট্টায় খাদ্য প্রস্তত করে ২২২০ টাকা দাম হবে কেন??..
সরকারের এত উদাসিন হলে চলবে??..
সরকার নির্ধারিত বাচ্চার দাম কার্যকর করছেনা হ্যচারী মালিকেরা!!২০১১ সালের জুন/জুলাইয়ের দিকে যখন পোল্ট্রি বাচ্চার দাম হ্যচারী সিন্ডিকেট হু-হু করে বাড়াচ্ছিল তখন মাননীয় প্রাণীসম্পদ মন্ত্রী মহোদয় হ্যচারী মালিক ফিড মিলার এবং খামারী এসেসিয়েশনদের নিয়ে বৈঠক করে প্রতি পিছ ব্রয়লার বাচ্চা ৩২ টাকা এবং প্রতিপিছ লেয়ার বাচ্চা ৩৪ টাকা ধার্য করেন। উভয়পক্ষ তা মেনে নেন। মাত্র সাতদিনের ব্যবধানে মাননীয় মন্ত্রী মহোদয়ের বিদেশ গমনের সুযোগে হ্যচারী মালিকেরা মাননীয় হাইকোর্ট থেকে ছয়মাসের সময় চেয়ে রিট করেন। মাননীয় আদালত তা মন্ঞ্জুর করেন।
হ্যচারী সিন্ডিকেট পরের সপ্তাহে বাচ্চার দাম একলাফে ৫০টাকা+ করে লুফে নিতে থাকে খামারীদের থেকে কষ্টার্জিত টাকা!! ছয়মাস গিয়ে আরো কতমাস গেল হ্যচারী মালিকেরা তাদের প্রতিশ্রুতি রাখছেনা!! এবিষয়ে সরকার নির্বিকার!! সাধারন খামারীরা কি করতে পারে??..
২৫ দিন বয়সী ব্রয়লার।
শেষ কথা!!
যিনিই হ্যচারী মালিক তিনিই ফিড মিলার!! অধিকাংশ ফিড মিলারদের হ্যচারী আছে, আছে পর্যাপ্ত শেড যা দিয়ে খামারীরা ষ্ট্রাইক করলে ২ সপ্তাহের উৎপাদিত বাচ্চা খাদ্য তারা ব্যবহার করেন এজন্য খামারীদের কথা তারা ভাবেনা!! তাদের নিজেরা আঙুল ফুলে কলাগাছ হতে পারলেই হলো!!...
বর্তমানে দেশে পোল্ট্রি খামারের ৬০% বন্ধ রয়েছে,চালু আছে মাত্র ৪০% খামার!!!
ক্রমাগত লোকসান দিয়ে খামার চালু রাখা এইসব গরীব খামারীদের পক্ষে সম্ভব হচ্ছেনা তাই তারা ধীরে ধীরে পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। খামারীরা যখন একটিবার কিছু লাভের সুযোগ পেল তখনি সিন্ডিকেট সক্রিয় হয়ে ২৮ টাকা থেকে বাচ্চার দাম ৫০ টাকায় নিয়ে গেল!!!!!!!!
এভাবে কি কোন শিল্প চলতে পারে??.. পোল্ট্রিওতো একটা খুদ্র শিল্প?? অথচ পোল্টিকে শিল্প হিসেবে সরকারী অনুমোদন দেয়া সত্তেও তাদের বিদ্যূৎ সংযোগ নিতে হয় বাণিজ্যিক হিসাবে!! বিদ্যূতের দাম দিতে হয় বাণিজ্যিক রেটে!! সরকার যেমন উদাসীন তেমনি সুযোগ সন্ধানী সিন্ডিকেট!! মাঝখান থেকে এদের যাতাকলে পিষ্ঠ হয়ে নিপিড়িত হচ্ছে কিছু স্বশিক্ষিত বেকার যারা খামারী নামে পরিচিত!!!
যদি ৬০% বলকে ৬০০০০ খামার বন্ধ ধরা হয় …প্রতি খামারে যদি গড়ে ৩ জন করে ব্যক্তি কাজ করে থাকে তাহলে ৩*৬০০০০=১৮০০০০ লোক বেকার হয়ে গেছে!!!
এই বেকারত্বের লাইন আর কত দির্ঘ হবে??..
সরকার কি তাদের চাকুরীর নিশ্চয়তা দিতে পারবে??..
(ছবি সংগ্রহ-গুগল থেকে)
পোষ্টটি উৎসর্গ -ব্লগার আবুসিথি
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ভাই।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
মুশাসি বলেছেন: আপনার প্রতিবেদনগুলোর অপেক্ষায় থাকি
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
শুনে খুব খুশি হলাম!!..
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুনেছি ইদানীং খরগোশ এর নাকি ব্যাপক চাহিদা গড়ে উঠেছে এবং ময়মনসিংহ জেলায় বেশ কিছু ছোট বড় খামার গড়ে উঠেছে। স্বল্প পুঁজিতে, স্বল্প শ্রম এবং ঝামেলা মুক্ত এই খরগোশ পালন নাকি অধিক মুনাফা এনে দিতে সক্ষম যা আমাদের বেকারত্ত দূর করতে পারে অনেক টুকু। এই ব্যাপারে যদি কিছু জানা থাকে তবে আমাদের জানালে উপক্রিত হব।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
ময়মনসিংহ যাওয়া হয়না প্রায় ৩-৪ বছর হবে।
আগামীতে যাবো। স্বচক্ষে দেখে সম্ভব হলে
একটা পোষ্ট করবো।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
শিব্বির আহমেদ বলেছেন: +
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শিব্বির আহমেদ
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
সিরাজুল বাবু বলেছেন: পোষ্টে ++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ সিরাজুল বাবু।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার একটি পোস্ট ! ৪র্থ ভাল লাগা ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
মিজানুর রহমান মিলন বলেছেন: এই বেকারত্বের লাইন আর কত দির্ঘ হবে??..
সরকার কি তাদের চাকুরীর নিশ্চয়তা দিতে পারবে??..
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
যুবায়ের বলেছেন: আমারও একই প্রশ্ন ভাই....
বেকারত্বের লাইন আর কত দির্ঘ হবে??..
সরকার কি তাদের চাকুরীর নিশ্চয়তা দিতে পারবে??..
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
মিজানুর রহমান মিলন বলেছেন: ব্লগে এরকম প্রতিবেদন ভিত্তিক নিউজ খুব একটা পাওয়া যায় না । যুবায়ের ভাই আপনাকে সালাম এত সুন্দর একটা প্রতিবেদন দেওয়ার জন্য ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
যুবায়ের বলেছেন: ওয়ালাইকুমুসসালাম মিজানুর রহমান মিলন ভাই।
চেষ্টা করি সবসময় মানুষের দৃষ্টির অগোচরে যে সব খবর লুকিয়ে থাকে তা জানাবার। আমিও অনেকের লেখা পড়ে অনেক কিছু জানতে পারি। এটাই হচ্ছে ব্লগিংয়ের অন্যতম কারন।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: যিনিই হ্যচারী মালিক তিনিই ফিড মিলার!! অধিকাংশ ফিড মিলারদের হ্যচারী আছে, আছে পর্যাপ্ত শেড যা দিয়ে খামারীরা ষ্ট্রাইক করলে ২ সপ্তাহের উৎপাদিত বাচ্চা খাদ্য তারা ব্যবহার করেন এজন্য খামারীদের কথা তারা ভাবেনা!! তাদের নিজেরা আঙুল ফুলে কলাগাছ হতে পারলেই হলো!!...
সরকার করছেটা কি??
সিন্ডিকেটের হোতাদের ধরছেনা কেন!!...
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
কারন হতে পারে ভিন্ন তবে সরকারের দৃষ্টি দেয়া খুবই দরকার!!!.
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
শিপন মোল্লা বলেছেন: অর্থনৈতিক ভাবে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার খুবিই সুযোগ থাকা যেমন আছে তেমনি আমাদের দেশের বেকার জুবসমাজও স্বাবলম্বী হয়ার একটা সেক্টর এই পোলট্রি খামার। খুব সুন্দর করেই আপনার লিখায় এর ভাল ও সমস্যা গুলি তুলে ধরেছেন। কিন্ত কে শুনে কার কথা শুধু সরকারের সুনজর না থাকায় এই সেক্টরটা আজ হতাসার মধ্যে পরে আছে। এই সংক্রান্ত বাংলাদেশ জিন্দাবাদ ভাইয়ের Click This Link এই পোস্ট এ বিস্তারিত আলোচনা করেছেন।
আমাদের দেশে এই পোল্ট্রি খামার করে অতি সাধারন পরিবারদের মাঝেও খাবারের মেনুতে উঠে এসেছিল যে প্রতি সাপ্তায় একবার মুরগী খেতে হবে। এই জিনিসটা আমার কাছে বেশি ভাল লেগেছিল। যাইহোক তারপরও আশাবাদি ইন্সাল্লাহ একদিন সব সমস্যা দুর করে আমাদের পোল্ট্রি খামারীরা গুরে দারাবে।
জুবায়ের ভাই পোস্টটি আমাকে উৎসর্গ দেখে আমার চোখ দুইটি ছানা বড় হয়ে গেছে। কৃতজ্ঞ জানানো্র ভাসা আমার জানা নেই। অনেক ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।
ইতিপুর্বে পোল্ট্রি নিয়ে বিস্তারিতভাবে একটি ব্লগ লিখেছিলাম পোষ্ট দুটি নির্বাচিত পাতায় জায়গা পাওয়ায় ব্লগাররা মতামত দিয়েছেন।
১.http://www.somewhereinblog.net/blog/ZOBAYER007/29688511
তা ছাড়া ধান চাষীদের নায্য মুল্য না পাওয়ায় তারা কতটা ক্ষতির সন্মুখিন হচ্ছে তা নিয়ে একটি ব্লগ লিখছিলামেএখানেও বিস্তারিত পরিসংখ্যান দেয়া আছে।
সময় পেলে ব্লগ দুটি পড়ার অনুরোধ রইলো।
২.http://www.somewhereinblog.net/blog/ZOBAYER007/29684185
এবার আসি পোল্ট্রি খামারী বিষয়েঃ
পোল্ট্রি খামার কারা করেন??.. অধিকাংশ শিক্ষিত বেকার যুবকেরা পোল্ট্রি খামার স্হাপন করে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। সরকারী বেসরকারী চাকুরী দুঃশ্প্রাপ্য হওয়ায় তারা এভাবে জীবিকা অর্জনের পাশাপাশি দেশের আমিষের বড় একটা অংশের যোগান দিয়ে থাকে।
পোল্ট্রি মুরগীর স্বাভাবিক দাম যখন ছিল তখন দেশের আপাময় জনতা তা কিনে খেতে পারতেন। আজ থেকে দুবছর আগেই পোল্ট্রি মুরগি মাত্র ১০০-১১০ টাকা কেজি উত্তরাণ্ঞ্চলের জেলাগুলিতে বিক্রী হয়েছে।
তাতে সাধারন ভোক্তার পাশাপাশি বেকার যুবকদের একটি কর্মসংস্হানের ব্যবস্হা হয়েছিল।
আমার নিজেরও একটি পোল্ট্রি খামার রয়েছে যার মাসিক মুরগি উৎপাদন ক্ষমতা দুইহাজার মুরগি।
এই জন্য সরকারী কত্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এই শিল্পটিকে ধংসের হাত থেকে বাঁচান!!!!!!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
যুবায়ের বলেছেন: লিন্ক মিসটেক!!!
পোল্ট্রি নিয়ে বিস্তারিত জানতে ...
Click This Link
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
যুবায়ের বলেছেন: ধান চাষীদের দুর্ভোগ নিয়ে এই ব্লগটি লিখেছিলাম।
কৃষকের ফসলের নায্য মূল্য নাই, কৃষক বাঁচবে কি করে??
Click This Link
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
একজন আরমান বলেছেন:
চিন্তার বিষয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজন আরমান।
জ্বি ভাই চিন্তার বিষয়!!..
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G !!!
আপনার রিসেন্ট পোষ্ট গুলো ঝাক্কাস হচ্ছে । অনেক গুরুত্বপূর্ণতার দাবি রাখে এই পোষ্ট ।
ভাল লাগছে খুব ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিয়েল (হিমু)
তাই নাকি!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
যুবায়ের বলেছেন: ভালো থাকবেন নিয়েল (হিমু) ভাই।
শুভকামনা..
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
মিজানুর রহমান মিলন বলেছেন: পোল্ট্রি শিল্প দেশের আমিষেল চাহিদা পুরনের একটা অন্যতম উৎস। সরকার যদি এই শিল্পের প্রতি যত্নবান ও যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে অতি সত্তর এই শিল্পে আরো ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
যুবায়ের বলেছেন: জি ভাই ঠিক বলেছেন।
তাছাড়া খামারীরাও বর্তমানে আগ্রহ হারিয়ে ফেলেছে!!..
এভাবে চলতে থাকলে হয়তো ১ বছরের মধ্য ২০% খামার
টিকে থাকবে কিনা সন্দেহ আছে।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
হাসান মুহিব বলেছেন: ব্লগে এই ধরনের লেখা দেখ তে চাই সব সময়.। ধন্যবাদ লেখক কে .। এই টা নিয়ে কোনও এক টি ভি চানেল এ দেখসিলাম নিউজ টা .। আপনার তত্থ বহুল নিউজ টা দীয়ে খুব উপকৃত করসেন
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ হাসান মুহিব ভাই।
আরেকটি লিখছিলাম বিস্তারিত জানতে পারবেন।
Click This Link
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
যুবায়ের বলেছেন: এখন ঘুমুতে যাচ্ছি...
ইনশাআল্লাহ সকালে এসে
রিপ্লাই দিবো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
যুবায়ের বলেছেন: নির্বাচিত পোষ্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এটা আমার দশম নির্বাচিত পোষ্ট!!..
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সবার আগে সিন্ডিকেট ভাংতে হবে তা না করতে পারলে হয়তো এ শিল্পটি মুখ থুবড়ে পড়বে!!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
যুবায়ের বলেছেন: ঠিক বলেছেন ভাই।
সবার আগে সিন্ডিকেট ভাংতে হবে তা না করতে পারলে হয়তো এ শিল্পটি মুখ থুবড়ে পড়বে!!!!!
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
দিশার বলেছেন: পোস্ট এর সাথে সহমত ১০০%.
ভাই দেশের ভালো অবস্থা বা আসার ালো কোথায় বলতে পারেন? আর তো পারি না ভাই। মানুষ কই যাবে কি করবে?
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ দিশার ভাই।
একটি ভালো খবর দিলাম
পড়ে দেখতে পারেন।
Click This Link
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫
আদিম পুরুষ বলেছেন: সরকার এগ্রো প্রডাক্টের দিকে ঊদাসীন। তাই যে যার মত ফায়দা লুটছে। আমাদের গ্রামে প্রায় ১০ একর জমিতে মৎস্য খামার করেছি এবার। থাইল্যান্ডের হাইব্রিড তেলাপিয়া । এখন ফিস ফিডিং কোম্পানী গুলো মাছের খাবারের দাম জ্যামিতিক হারে বাড়ায়। তাই ব্যাংকক থেকে সরাসরি খাবার, হরমোন এসব আমদানি করতে হচ্ছে। দাম বেশী নিলেও সময়মত সরবরাহটা পাওয়া যায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
যুবায়ের বলেছেন: জ্বি ভাই ঠিক বলছেন।
দেশে তৈরী ফিডমিলাররাও ফিস ফিড তৈরী করে কিন্তু তারা সেখানেও একচেটিয়া কারবার করছে!!
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক অসঙ্গতি তুলে ধরছেন প্রতিনিয়ত। ধন্যবাদ যুবায়ের ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
চেষ্টা করি সমাজের মানুষের সঠিক অবস্হাটা তুলে ধরতে
সুখ দুঃখের বিষয়গুলি মানুষকে জানানোর।
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: চমৎকার একটি পোষ্ট!!
+++
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া এক্সপ্রেস।
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার একটা পোস্ট।++
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ আজ আমি কোথাও যাবোনা।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা.....
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
টেকনিসিয়ান বলেছেন: চমৎকার পোস্ট+++
তবে এ সরকার পোল্ট্রি সিন্ডিকেট মনে হয় বন্ধ করতে পারবেনা, যেভাবে ঢালাও ভাবে ডিম আমদানীর সুযোগ দিয়েও ডিমের দাম কমাতে সরকার উৎসাহিত হলো না। প্রথম আলো সূত্রে আমদানীকৃত ডিমের দাম হলো ৪.৬০প.। কিন্তু তারপরও তদারকী না হওয়াতে সেই ডিমই দেশী ডিমের সাথে বিক্রি হলো খুচরা ৯.৫-১০ টাকা।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ টেকনিসিয়ান ভাই।
সরকার উসাদীন!!!!!!!! এটিই সমস্যা!!
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: ভাই আপনার এই পোষ্ট টি পরে আমার সেই ছোট বেলার সেই দিনের কথা
মনে পরে গেল।
যে দিন আমাদের সব মুরগি
বিক্রি করে দেয়া হল ।
সেদিন বুঝিনি যে কীজন্য সব মুরগী বিক্রি করা হয়েছিল ।।
আজও আমাদের ফার্ম পরিত্যাক্ত অবস্থায় পরে আছে।
ফার্ম এর ভাঙা পট গুলো বিক্রি করে কট কটি খাইছি
আর ভালো গুলো এক আত্যিওকে দিয়ে দিছি ।
মোটামটি বড়ই ছিল আমাদের ফার্ম দ্বিতীয় তলা বিশিষ্ট
ফার্ম এর নেট গুল ১০ বছরে ক্ষয়ে ক্ষয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে
পরে আছে শুধু বিল্ডিং এর কলাম গুল ।।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
যুবায়ের বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
যুবায়ের বলেছেন: অনেক খারাপ লাগছে তোমাদের ফার্মের ঘটনাটা শুনে।
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
মাক্স বলেছেন: আপনার পোস্টগুলাতে সবসময়ই ভিন্নকিছু পাই।
ভালোলাগা জানিয়ে গেলাম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।
চেষ্টা করি একটু ভিন্নভাবে উপস্হাপনের।
যে সব বিষয় মানুষের দৃষ্টির অগোচরে থাকে
তা হাইলাইট করতে....জানিনা কতদুর পেরেছি!!..
ভালো থাকবেন
শুভকামনা...
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
নিরপেক্ষ মানুষ বলেছেন: +++ কয়েক বছর আগেও আমাদের গ্রামে অনেকগুলো মুরগির ফার্ম ছিল।এখন একটাও নাই
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিরপেক্ষ মানুষ।
এরকম হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে।
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
বাংলার হাসান বলেছেন: চমতকার একটি পোষ্ট!!..
বাস্তবতা সন্মত লেখা...
প্লাস++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা....
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
প্রিয়তমেষূ বলেছেন: ভাই খুব ভালো লিখেছেন। আনেক তথ্য জানলাম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ আপু।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা....
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
রীতিমত লিয়া বলেছেন: বরাবরি আপনার পোস্টগুলো বেশ তথ্যবহুল ও গবেষণাধর্মী। বেশ পরিশ্রমের কাজ। আপনি কি ফিল্ডে গিয়ে তথ্যগুলো কালেক্ট করেন? আপনার কনসেপ্ট প্রশংনীয়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রীতিমত লিয়া আপু।
পোষ্ট লেখার সময় চেষ্টা করি তথ্যসমৃদ্ধ হয় যাতে।
একটি পোষ্ট লেখার আগে সরেজমিনে খোজ খবর নেই।
একটু খাটতে তো হয়ই!!
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ঘুড্ডির পাইলট বলেছেন: আমিও এক বড় ব্যাবসায়ীর থেকে শুনেছি এখন আর পোল্ট্রি খাতে তেমন লাভ করা যায় না ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
লাভ!!! এখন পোল্ট্রির যে দশা!! একবার লাভ হলে তিনবারে লস!!
তারপর তফিল সহ গায়েব!!!!
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
ভিয়েনাস বলেছেন: অনেক গুরুত্বপূর্ন একটা পোস্ট। আমাদের দেশে যেকোন ব্যবসা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে চলে। ফলে সঠিক নিয়মনীতির অভাবে খুব অল্প সময়ে মার খেয়ে যায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস।
সরকারী প্রতিষ্ঠান যখন কোন শিল্পকে শিল্প হিসেবে ঘোষণা করে
তখন ওই শিল্পের দেখভাল করা সরকারের দ্বায়িত্ব।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
মেহেদী হাসান মানিক বলেছেন: খুব গুরুতবপূর্ণ একটি পোস্ট। আমাদের গোশতের চাহিদার সিংহভাগ পুরণ করছে এই পোল্ট্রি। এটাকে একটা লাভজনক শিল্পে পরিণীত করতে দরকার যথোপোযুক্ত পৃষ্ঠপোষকতা এবং নজরদারী।
+++
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান মানিক ভাই।
সুন্দর বলেছেন সহমত।
আমাদের গোশতের চাহিদার সিংহভাগ পুরণ করছে এই পোল্ট্রি। এটাকে একটা লাভজনক শিল্পে পরিণীত করতে দরকার যথোপোযুক্ত পৃষ্ঠপোষকতা এবং নজরদারী।
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
তন্ময় ফেরদৌস বলেছেন: ুরুত্বপুর্ন একটি পোস্ট।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তন্ময় ফেরদৌস ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
তামিম ইবনে আমান বলেছেন: +
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাইড ব্যবসা হিসেবে ৩ হাজারের একটা শেড করেছিলাম ।
৩ জন লোক রেখেছিলাম দেখাশোনার জন্য ।
মনে মনে ভাবতাম , আমাকে দিয়ে দেশের অন্তত ৩ জন বেকারের কর্ম সংস্থান হয়েছে ।
------ যা এখন অতীত ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
আমি করেছি দুইহাজারের শেড!!
শেট চালালেও মাসে ৬ হাজার টাকা খরচ
না চালালেও ৬ হাজার টাকা খরচ!!
১লা বৈশাখে শেষ মুরগি বিক্রী করে ২২ হাজার লাভ করছিলাম
১০ মাস বসিয়ে রেখে ৬০ হাজার টাকা গচ্চা দিলাম!!
একজন লোক পার্মানেন্ট রাখছি মুরগি দুই শেডে তুললে চুক্তিভিত্তিক আরেকজন নিয়োগ দেই!!
৭ দিন হলো ১ হাজার বাচ্চা তুলেছি!!
জানিনা ভাগ্য কিছু হবে কিনা??..
৮ বছর যাবৎ তিলে তিলে বহু পরিশ্রমে ফার্মটি গড়ে তুলেছি
সর্বমোট ৩৪ শতাংশ জায়গা কেনাসহ খরচ করেছি প্রায় ৬ লাখের মত!! ৬ টি টাকাও ক্যশ করতে পারিনি!! উল্টো আরো আমার পকেট থেকে টাকা দিয়ে ফার্মের খরচ মিটাতে হচ্ছে!!
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: একদিন বয়সী বাচ্চাগুলোকে দেখে এত্ত ভালো লাগছে কিন্তু এমন করে গাদাগাদি করে রাখা হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
ওদেরতো মা নেই এজন্য ব্রুডারের নিজে ইলেকট্রিক বাতির তাপে নিজেদের শরীর উষ্ণ করার জন্য গাদাগাদি হয়ে আছে। তাপমাত্রা হয়তো ৯০ ডিগ্রী ফারেনহাইডের নিচে আছে এজন্য গাদাগাছি করে আছে।
৯৫ ডিগ্রি ফারেনহাইট উঠলে সব ছড়িয়ে ছিটিয়ে যাবে। পোল্ট্রি মুরগীর বাচ্চারা এই নিয়মেই বড় হয়।
৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: গত পরশু আমার এক ফ্রেন্ডের সাথে দেখা। তার সাথে কথা বলে বুঝলাম লেয়ার মুরগীর খামার দেয়ার ব্যাপারে তার পরিকল্পনা প্রায় চুড়ান্ত। তাকে বললাম যে মুরগীর খামার বাদ দিয়ে সে জায়গায় ব্যাঙের ফার্ম কর তাতে লস খাওয়ার সম্ভাবনা কম থাকবে। পোল্ট্রির যে অবস্থা শুনছি তাতে মনেহচ্ছে এখন পোল্ট্রি খামার দেয়া মানে নিজের পায়ে কুড়াল মারা।
পোষ্টে প্লাস
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ *কুনোব্যঙ*
আপনি সঠিক কথাই বলেছেন।
একহাজার লেয়ার মুরগি বড় করতে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে।
লেয়ার মুরগি ডিম দিবে সাড়ে চারমাস বয়স থেকে একটান ১৮ মাস। তাহলে সাতে তেরমাস ডিম দিবে।
প্রতিদিন দুইবস্তা ফিড খাবে যার দাম ২৩৫০*২=৪৭০০ টাকা
১০০০ মুরগী গড়ে ৯২৫টা ডিম দিবে।
প্রতিদিন গড়ে ৩০০ টাকা বিভিন্ন মেডিসিন দিতে হবে।
মাসে একটা ভ্যকসিন করতে হবে যার খরচ পড়বে চার হাজার টাকার মত।
ইলেকট্রিক খরচ দৈনিক ১০০ টাকা
যাকে কর্মচারী রাখবে তার বেতন দৈনিক ১৫০ টাকা।
তাহলে মোট ৪৮০০+৩০০+১৩৫+১৫০=৫৩৮৫ টাকা।
দৈনিক ডিম থেকে আয় ৮৫০* ৯২৫=৭৮৬২টাকা।
৭৮৬২-৫৩৫৮=২৫০৪ টাকা লাভ দৈনিক
কিন্তু একটু রোগাকান্ত হলেই মুরগি মারা যাবে প্রচুর পরিমানে এবং এন্টিবায়েটিক ব্যবহার করলে ডিমের উৎপাদন ৫০% নেমে আসবে।
আর ইনভেষ্ট করতে হবে কমপক্ষে লাখ ছয়েক টাকা
আল্লাহ না করুক যদি একবার রানীক্ষেত রোগ ধরে তাহলে প্রতিদিন গড়ে ৫০+ মুরগি মারা যাবে।
ষ্ট্রাকচার এবং খাচা তৈরীর খরচ ধরলে ইনভেষ্ট দশ লাখ ছাড়িয়ে যাবে!!
যার বিনিময়ে মাসে ৬০ হাজার লাভ আসবে বাহ্যিক কিন্তু তের মাস পরে দেখা যাবে সমস্ত ইনভেষ্ট মানি বাদ দিলে ষোল মাসে দুলাখের বেশি টিকবেনা
আর যদি রোগ বালাই ধরে!! তাইলে ‘আম-ছালা দুটোই শেষ’।।
৩৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল
অনেক তথ্য জানা হল।
পোস্টে প্লাস:+++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কবি বাঁধনহারা
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা..
৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
পথ-হারা এক পথিক বলেছেন: দারুন পোস্ট। +++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ পথ-হারা এক পথিক ভাই।
ভালো থাকবেন
শুভকামনা রইলো..
৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
কালোপরী বলেছেন: +++++++++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কালোপরী।
ভালো থাকবেন
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমতকার একটি পোষ্ট!!..
বাস্তবতা সন্মত লেখা...
প্লাস++++