নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

কিছু দেশী প্রজাতীর বৃক্ষ এবং উদ্ভিদ…একটি মেগা পোষ্ট (ছবি ব্লগ)

৩০ শে মে, ২০১৩ রাত ১:২৪



সোনালু গাছ (বাদর লাঠি)





বাদল দিনের প্রথম কদম ফুল

যদিও এখন গ্রীষ্মকাল কিন্তু এবছর বৃষ্টিপাত একটু বেশি হওয়ার কারনে আগাম বর্ষার আগমন মনে হচ্ছে

যেমনি গাছে দুলছে বাদল দিনের কদম ফুল তেমনি শোভা পাচ্ছে থোকায় থোকায় সুশোভিত বেগুণী রঙা জারুল ফুল।





জারুল গাছ

দৃশ্যটা দেখে মনটা উদাসী হয়ে যায়…বাসে চড়ে যাচ্ছিলাম..সিরাজগন্ঞ্জ জেলার চান্দাইকোনা বাজার পার হয়ে বেশ খানিকটা পথ যেতেই দেখা পেলাম রাস্তার দুপাশে জারুল গাছ!! মহাসড়কে যানবাহনের সৃষ্ট বাতাসে গাছগুলি দুলছিল…হালকা বেগুনি রঙা ফুলগুলি এত ভাল লাগছিল যে এটি বাস্তবের কোন দৃশ্য… প্রায় দু কিলোমিটার পথের ধারে জারুল গাছে ফুল।





কাঠাল গাছে ঝুলছে কাঠাল

এখন মধু মাস জৈষ্ঠ্য… আমাদের জাতীয় ফল কাঠালের মৌসুম এখন।

গাছে গাছে ঝুলছে আম বাজারেও পাকা আমের ঘ্রাণে মৌ মৌ গন্ধ। বিভিন্ন প্রজাতীর আম রয়েছে

তবে ছবিতে যে প্রজাতী সেটি হল সুরমা ফজলী। এই জাতের আম পাকতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমের মধ্য সবচেয়ে বড় আকারের আম হলো ‘সুরমা ফজলী’



আম গাছ





সোনালু গাছ (বাদড় লাঠি)

এই প্রজাতীর গাছ এখন খুব কম দেখা যায়। অধিক জনসংখ্যার কারনে উজার হচ্ছে বনভূমি..তেমনি কেটে ফেলা হচ্ছে এইসব গাছ!!.. হয়তো বছর দশেক পর এই প্রজাতীর গাছ বিলুপ্ত হয়ে যেতে পারে আমাদের প্রকৃতিতে… এই গাছটির ছবি তুলতে আমার ৮৫ কিলোমিটার পথ বাইক চালাতে হয়েছে..





কৃষ্ণচূড়া

চিরল চিরল সবুজ পাতা আর লাল রঙের থোকায় থোকায় ফুল…





রাধাচুড়া এবং কৃষ্ণচূড়া হলুদ ফুল যে গাছটিতে সেটিই রাধাচূড়া..আর লালটা কৃষ্ণচুড়া..

হুমায়ুন আহমেদ স্যরের একটি বইতে পড়েছিলাম গ্রামের একজন স্কুল টিচার রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ লাগিয়েছে…সর্নোজ্জল রোদে এক অপরুপ দৃশ্য…তখন থেকেই রাধাচূড়া গাছের খোজ শুরু করি। অবশেষে কয়েকদিন আগে এই ছোট্ট রাধাচূড়া গাছটিকে ক্যমেরা বন্ধী করতে সক্ষম হই।





হাসনা হেনা

ব্লগটি যখন লিখতেছি তখন বৃষ্টি ভেজা রাতে বাতাসে ভেসে আসছে হাসনা হেনার গন্ধ....বৃষ্টি যত বেশি হয় গাছে ততই বেশি ফুল ফোটে আর সন্ধ্যা নামলেই ছড়াতে থাকে মোহনীয় সৌরভ.....

(হাসনা হেনা দিনে ফোটেনা এটি রাতের ফুল)



শেষ কথাঃ

সরকার বৃক্ষরোপন সম্পর্কে উৎসাহিত করতে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারনা চালায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ ধিরে ধিরে গাছ কেটে উজাড় করে ফেলছে...কিছু কিছু গাছও লাগাচ্ছেন তবে অধিকাংশ ক্ষেত্রে তা বিদেশী প্রজাতীর ইউক্যলিপটাস গাছটিই লাগাচ্ছেন যা পরিবেশের জন্য ক্ষতিকর!! তাই সবার সচেতন হওয়া প্রয়োজন....

বৃক্ষরোপনে সকলকে উৎসাহিত করতে হবে এবং দেশী প্রজাতীর গাছ লাগাতে হবে হোক তা ফলজ বা কাঠজ অথবা ঔষধী গাছ।

ক্লাইমেট চেন্ঞ্জ হচ্ছে...দিনে দিনে বাড়ছে কার্বন নির্গমন...

উত্তপ্ত হচ্ছে পৃথিবীর টেম্পারেচার তাই গাছ লাগিয়ে কার্বনের সাথে অক্রিজেনের সমন্বয় ঘটাতে পারলে হয়তো ক্লাইমেট চেন্ঞ্জকে বিলম্বিত করা যেতে পারে...

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৪০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ওয়েলকাম ব্যক যুবায়ের ভাই..

৩০ শে মে, ২০১৩ রাত ২:৩৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই...
কেমন আছেন?..

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৪৫

নূর আদনান বলেছেন: ছবি গুলো খুব ঝাপসা দেখাচ্ছে....
তবে ভালো প্রচেস্টা
দাড়ান আমার কাছে সোনালুর ছবি আছে

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নূর আদনান ভাই।
আসলে ছবির দোষ নেই।
ছবিগুলি অনেক হাই রেজুলেশন।
তুলেছি অনেক কষ্ট করে...কিন্তু সামু
আপলোড অপশনে রেজুলেশন এত কম করেছে যে
এখন আর ছবি ব্লগ দেয়ার সাধ মিটে গেছে!!..
এই ছবিই আমার ফেবু প্রফাইলে আছে...স্পষ্ট এবং নজড়কাড়া।

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: রাধাচূড়া কই?????????
জারুল? :(

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নির্লিপ্ত স্বপ্নবাজ উপ্রে থিকা ৮ নম্বর ছবিডা রাধাচূড়া
আর ৩ নাম্বারডা জারুল।

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫৫

বাংলার হাসান বলেছেন: ওয়েলকাম ব্যক যুবায়ের ভাই.. ।

আপনার পোষ্ট গুলো খুব মিস করি।

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

যুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার হাসান ভাই।
আসলে সামুতে আসার পর অনেককে কেমন যেন আপন মনে হয়।
আবার অনেকে আছেন যারা কয়েকদিন ব্লগ-ফেবুতে না পাইলে ফোন করেন...এত যে ভাললাগে মনটা ভরে যায় তখন..
ক্ষণস্হায়ী দুনিয়ার কিছুই সাথে যাবেনা...
যাবে শুধু সৎকর্ম...
আমি মানুষের ভালোবাসা পেয়েছি এটাইবা কম কিসের..

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ২:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: :( :( সামুর কি হইলো বুঝলাম না :/ ছবি এতো গোলা আহে ক্যা

৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৩

যুবায়ের বলেছেন: হ ভাই আমিও বুজতারতাচিনা...
একই ছবি ফেবুতে পোষ্টাইলাম এক্কারে ঝকঝকে পরিস্কার আর সেই ছবিই সামুতে ঘোলা দেখাইতাছে :( :(

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ২:১৩

যুবায়ের বলেছেন: ছবির দশা দেইখা আমারই কান্না আইতাছে!!..
সামুতে ছবি এত খারাপ আসছে ভাবতেও পারি নাই :( :(

৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৮

যুবায়ের বলেছেন: ওয়াও!!.. নির্বাচিত পাতায় গেছে!!..
১৩ তম নির্বাচিত পোষ্ট..

৭| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: বৃক্ষ রোপণের প্রচারনা যাও চলে সেখানেও আকাশ মনি বা ইউক্যালিপের মত এদেশের প্রকৃতি পরিবেশের জন্য সাংঘাতিক ক্ষতিকর গাছ লাগানোর মহাউৎসব /:)


যাইহোক, যুবায়ের ভাইয়ের পোষ্টে আমিও একটি গাছ যোগ করে গেলাম

জানিনা কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ *কুনোব্যঙ*

পলাশ গাছটা খুব সুন্দর....

৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:০১

গিরিনদী বলেছেন: কাঁঠাল বাদে অন্য সবকটা ফুলই আমার বেশ পছন্দের। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ গিরিনদী
ভালো থাকবেন
রইলো শুভকামনা..

৯| ৩০ শে মে, ২০১৩ ভোর ৬:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জারুল ছাড়া বাকি সবগুলোর সাথেই বিভিন্ন স্মৃতি আছে। ভাল লাগল।

৩১ শে মে, ২০১৩ রাত ১:০১

যুবায়ের বলেছেন: অনেকদিন পরে আসলেন আমার ব্লগে...
স্বাগতম...সুস্বাগতম স্বর্ণাপু।
জারুল কিন্তু খুবই সুন্দর লাগে..
বিশেষ করে বৃষ্টি ভেজা দিনে।

১০| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গ্রামের ছেলে গাছ টাছ ভালই চিনি ।

যাই হউক ভালো লাগলো ।

৩১ শে মে, ২০১৩ রাত ১:১২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
আমার ব্লগে স্বাগতম....

১১| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবিগুলো খুব ঝাপসা দেখাচ্ছে - এটা মনে হয় সামুর টেকনিকাল প্রবলেম

৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাসুম আহমদ ১৪
জ্বি ভাই সামুর টেকনিক্যল সমস্যার কারনে ছবি ঘোলা দেখাচ্ছে..

১২| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৪

মেহেরুন বলেছেন: কদম, জারুল এসব আমার অনেক পছন্দ। চমৎকার পোস্ট ভাইয়া। আপনার ও দেখি আমার মত ছবি ঝাপসা আসছে। কারন কি জানেন কিছু??

০১ লা জুন, ২০১৩ ভোর ৪:২৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেরুন আপু।
ছবি ঝাপসা হওয়ার জন্য সামুর টেকনিক্যল প্রবলেম হয়েছে।
সম্ভবত ছবির সাইজ কমিয়ে স্পেস বাচানোর জন্য এটি করেছে।

১৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

শুভকামনা

০১ লা জুন, ২০১৩ ভোর ৪:২৭

যুবায়ের বলেছেন: আমার ব্লগে স্বাগতম...লাইলী আরজুমান খানম লায়লা আপু।
আমার লেখার তেমন কিছু জানা নেই...মাঝে মাঝে দুএকটি ছবিব্লগ
আর রম্য পোষ্ট করি।

১৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

সোহাগ সকাল বলেছেন: ছবি নিজের মোবাইল দিয়ে তুলেছেন বুঝি?

০১ লা জুন, ২০১৩ ভোর ৪:৩১

যুবায়ের বলেছেন: আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি সোহাগ সকাল ভাই।
মোবাইল দিয়েই তুলেছি ঠিক কিন্তু মোবাইলের ক্যমেরাটা খুব ভালো
৮ মেগা পিক্সেলের ক্যমেরা...ছবিও বেশ সুন্দর আসে।
এই ছবিই ফেবুতে আপলোড করেছি একদম ঝকঝকে..কিন্তু সামুর টেকনিক্যল প্রব্লেমের জন্য ছবির এমন দশা হয়েছে!!..

১৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩

s r jony বলেছেন:
অনেক দিন পরে সুন্দর একটি ছবি ব্লগ দেখলাম। +++++++্

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জনি ভাই
ভালো থাকবেন
শুভকামনা....

১৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪

রেজোওয়ানা বলেছেন: জারুল আমার খুব প্রিয় ফুল! এত প্রিয়ে যে মাঝে মাঝে ইচ্ছে করে কচকচ করে খেয়ে ফেলতে /:)

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আপু।
জারুল আমারও খুব প্রিয় ফুল।
কদম ফুল রান্না করে খাওয়া যায় বলে শুনেছি..
কিন্তু জারুলের বিষয়টা জানা নেই।

১৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

শীলা শিপা বলেছেন: কদম ফুল আমার অনেক পছন্দ। কিন্তু দেখাই যায় না।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০২

যুবায়ের বলেছেন: গ্রামের দিকে কদম গাছ দেখা যায় ।
ইট পাথরের শহরে এইসব গাছ খুব কমই দেখা মিলে।
মন্তব্যর জন্য ধন্যবাদ শীলা শিপা।

১৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

মুশাসি বলেছেন: সুন্দর ছবি পোষ্টে ++++

কিন্তু সামুর এই দশা কবে ঠিক হইবো, সুন্দর সুন্দর ছবিগুলান আপ্লোডের পর ঝাপসা হইয়া যায় :(

০২ রা জুন, ২০১৩ রাত ১১:২৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
সামুর টেকনিক্যল প্রবলেম চলছে একথা জানলে ছবি ব্লগ দিতামনা..

১৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: আমার বাড়ির চারপাশ থেকে প্রস্রাবের গন্ধ পেলেই বুঝতে পারি যে, কদম ফুল ফুটেছে। তবে ফুলটি দেখতে অতি চমৎকার।

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৯

যুবায়ের বলেছেন: জহুরুল ইসলাম ভাই কদমের গন্ধকে প্রস্রাবের সাথে তুলনা করলেন!!..
আমার কাছে কদম ফুল পচঁলে মহুয়ার মত গন্ধ এইরাম মনে হয়।

২০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

অপ্‌সরা বলেছেন: আমাদের বাসায় রাধাচূড়া গাছ আছে আর হাসনাহেনা আমার সবচাইতে প্রিয় ফুল সেটাও আমার বেডরুমের জানালার ধারে......:)

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ অপসরা আপু।
হাসনা হেনা গাছ আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকেই দেখছি।
একবার মরে গেলে আমার মা আবার চারা কিনে এনে লাগায়।
তা ছাড়া আরেকটি সুন্দর ঘ্রানের ফুলগাছ আছে তার নাম কামিনী গাছ এবং বেলী গাছও আছে।

২১| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ইখতামিন বলেছেন: অনেক ভালো লাগা একটা ছবি ব্লগ
কিন্তু লোড হয় না কেনো

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই।
সামুর টেকনিক্যল প্রবলেম!!..

২২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ইখতামিন বলেছেন: :(

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০৭

যুবায়ের বলেছেন: :(

২৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার বাসার সামনে একটা জারুল গাছ আছে ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১১

যুবায়ের বলেছেন: একদিন আসুম আপ্নের বাসায়।

২৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৬

শিপন ব্লগার বলেছেন: ঘাচ পালায়া পোস্ট য়ামারর কুব বালু লেগেচে । বালু তাকবেএন ।




( পেচবুক চেরে চিপন একন য়াপনাদের কাচে। বলগ কাপানো লেকক চিপন বলগার। এডিট করুন )

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শিপন ব্লগার।।

২৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১:২৯

জালিমের দুশমন বলেছেন: ্পিলাচ দিলাম

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৬

যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ জালিমের দুশমন।।

২৬| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

মনিরা সুলতানা বলেছেন: +++++ চমৎকার উদ্যোগ :)

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২০

যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ মনিরা সুলতানা আপু।

২৭| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কদম গাছে বসে কোঁচড়ে ভরে , কত যে চাল ভাজা খেয়েছি -----

( সামুতে ছবি খুব ঝাপসা দেখাচ্ছে )

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩১

যুবায়ের বলেছেন: ভাই আমাদের বাড়িতে দুটি কদম গাছ আছে কিন্তু কদমফুল পাড়তে পারিনা পিপড়ার ডরে!! গাছে লাল পিপড়ের বাসা..

২৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুন যুবায়ের ভাই। ফিরে এসেই চমক ++++++

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই...
মনে রাখার জন্য..

২৯| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১২

ধূসরধ্রুব বলেছেন: আসল কথা এটাই যে মানুষ কে বৃক্ষরোপনে উৎসাহী করতে হবে

গুড জব ম্যান ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ধূসর ধ্রুব।
অবশ্যই বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।
তবে ইউক্যলিপটাস এবঙ আকাশমনি গাছকে নাবলতে হবে।
বেশি বেশি দেশী প্রজাতির গাছ লাগাতে হবে এবঙ এবিষযে সচেতনতা গড়ে তুলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.