![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
মসজিদে জুম্মার নামাজে আহমাদিনেজাদ
বিশ্বের কতজন প্রেসিডেন্টের নাম জানি ? হাতে গোনা কয়েকজন কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আমরা সবাই চিনি । অনেকেই আহমাদিনেজাদকে চিনেন একজন পশ্চিমা বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর হিসাবে । পশ্চিমা পত্রিকা গুলোতে আহমাদিনেজাদকে ফায়াব্রান্ড লিডার বলা হয় কিন্তু এর বাইরেও আহমাদিনেজাদের আর একটা পরিচিতি আছে। তা হল তার ব্যক্তিগত সহজ সরল জীবন যাপন যা আধুনিক বিশ্বের যে কোন দেশের প্রেসিডেন্টকেও হার মানায়। আসুন এই অসাধারন মানুষটি সম্পর্কে কিছু জানি।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৯৫৬ সালের ২৮ আক্টোবর সেমনান প্রদেশের গারমশার নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহন করেন। খুব গরিব পরিবারে জন্মগ্রহন করেন তিনি।তার বাবা ছিলেন পেশায় একজন কামার আর মায়ের নাম খানম। মায়ের উপাধি ছিল সাইয়েদা যা শুধু মাত্র মুহাম্মদ (সা ) এর বংশধর হলেই এই উপাধিতে ডাকা হয়।
আহমাদিনেজাদের বয়স যখন চার বছর তখন তার বাবা জীবিকার সন্ধানে পরিবারসহ তেহরানে চলে আসেন।সেখানেই আহমাদিনেজাদের স্কুল জীবন শুরু। ১৯৭৬ সালে আহমাদিনেজাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন এবং তিনি ৪০০,০০০০ পরীক্ষার্থীর মধ্যে ১৩২তম স্থান দখল করেন।তিনি ইরান ইউনিভার্সিটি অ্যান্ড টিকনোলোজিতে সিভিল ইন্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ১৯৯৭ সালে তিনি ট্রান্সপর্টেশন ইন্জিনিয়ারিং অ্যান্ড প্লানিংয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
আহমাদিনেজাদ আশির দশকে ইরান ইরাক যুদ্ধে ভলান্টিয়ার যোদ্ধা হিসাবে অংশ গ্রহন করেন এবং বিশেষ কৃতিত্ব দেখান এবং জনশ্রুতি আছে যে আহমাদিনেজাদ ১৯৭৯ সালে ইউনিভার্সিটির ছাত্র কর্তৃক যুক্তরাস্ট্রের দুতাবাস দখলে অংশ গ্রহন করেছিলেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহন করেন।শিক্ষাজীবন শেষে তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন । ডক্টরেট করা অবস্থায় নতুন প্রদেশ আরদেবিলের গভর্নর হিসাবে নিযুক্ত হন কিন্তু খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আহমাদিনেজাদকে অপসারন করেন কারন আহমাদিনেজাদের সাথে খাতামির মতাদর্শে পার্থক্য ছিল। আহমাদিনেজাদ আবার শিক্ষকতায় ফিরে আসেন।
আহমাদিনেজাদ হলেন একজন বাগ্মী, ক্যারিশম্যাটিক নেতা। ২০০৩ সালে তিনি তেহরানের মেয়র নির্বাচিত হন। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট।তেহরানের মেয়র হওয়ার সুবাদে তিনি সারা দেশে একটা পরিচিতি পান। তেহরানের মেয়র হিসাবে তিনি উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে থাকেন। শহরের মিউনিসিপ্যালিটি অফিসগুলোতে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা এলিভেটর স্থাপন, শহরের ট্রাফিক সিস্টেমে পরিবর্তন, গরীবদের জন্য ফ্রি স্যুপের ব্যবস্থা, সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ধর্মীয় মুল্যবোধকে গুরুত্ব দেওয়া, তেহরানের ঝাড়ুদারদের সাথে রাস্তা ঝাড়ু দেওয়া এবং সর্বপরি তার অতি সহজ সরল জীবন যাপনের কারনে তিনি আলোচনায় আসেন এবং আস্তে আস্তে ইরানিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
যাইহোক, ২০০৫ সালে আহমাদিনেজাদ ৬২% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।নির্বাচনী প্রচারনায় তার স্লোগান ছিল, ”ইহা সম্ভব এবং আমরা তা করতে পারি ।” প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি মন্তব্য করেন ”ইরানের উন্নতির জন্য যুক্তরাস্ট্রের সাহায্যের কোন প্রয়োজন নেই।” তার এই কথা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০০৯ সালে তিনি পুননির্বাচিত হয়েছেন।
ইরানের পরমানু কর্মসুচি নিয়ে আহমাদিনেজাদ বাকযুদ্ধে নেমেছিলেন পশ্চিমাদের সাথে । তিনি পশ্চিমাদের দ্বিমুখী নীতির তুলোধুনো করতে কসুর করেননি। জাতিসংঘে আহামাদিনেজাদের উপস্থিতি মানে পশ্চিমাদের অতংক। তাই তো তারা তার জাতিসংঘের প্রতিটা ভাষনের মাঝখানে ওয়াকআউট করেছ।
আহমাদিনেজাদ বলেছেন, ইরানের সাথে পশ্চিমাদের শত্রুতা হল ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে দিন দিন উন্নতি করছে । তারা চায় না যে আমরা বিজ্ঞান জগতে ওদের মনোপলি ভেঙ্গে দেই।সত্যি আজাকে ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারন উন্নতি করেছে। পরমানু, কৃষি, ওষুধ, মহাকাশ, বায়োটকনোলজি, ন্যানোটেকনোলজি,সামরিক সবক্ষেত্রে ইরানরে চোখ ধাধাঁনো উন্নতি।
আসুন এবার আহমাদিনেজাদের ব্যক্তিগত জীবন যাপন সম্পর্কে কিছু জেনে নেই ।
আহমাদিনাজ নিজস্ব কোন বাসা তৈরি করেননি তবে পৈত্রিকসুত্রে ৪০ বছর আগে যে বাসা পেয়েছেন সেটাতেই তিনি বসবাস করেন।বাড়িটির নাম Peugeot 504.তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে সেখানেই বসবাস করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারনে সরকারের কর্মকর্তাগণের অনুরোধে তিনি প্রেসিডেন্ট ভবনেই বসবাস করতেছেন।
মেয়র থাকা অবষ্থায় তিনি পরিচ্ছিন্নকর্মীদের সাথে রাস্তা ঝাড়ু দিতেন।
তিনি সবসময় ফ্লরে কার্পেটের উপর ঘুমাতে পছন্দ করেন এবং নিয়মিত কার্পেটেই ঘুমান।তিনি কার্পেটেই বসে থেতে পছন্দ করেন কিন্তু কোন ডাইনিং টেবিলে নয়।
৩৪ বছর আগের তার একটি লক্কর ঝক্কর মার্কা গাড়ি ছিল । পিজো ৫০৪ মডেলের পুরোনো গাড়িটি নিলামে ১৫ লাখ পাউন্ডে বিক্রি করা হয়। স্বল্প আয়ের লোকজনের জন্য বাড়ি নির্মাণে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ৩৪ বছরের পুরোনো ওই গাড়িটি নিলামে বিক্রি করা হয়।তার ব্যাংক অ্যকাউন্টে বেতনের কিছু অংশ ছাড়া আার অন্য কোন টাকা নেই ।
প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার ছেলে মাহাদির বিয়েতে মাত্র ৪৫ জন অতিথিকে(২৫ জন নারী এবং ২০ জন পুরুষ)নিমন্ত্রন করেন। তাকে যখন NBC নিউজ চ্যানেলের সাংবাদিক এর কারন জিজ্ঞাসা করেন তখন তিনি অত্যন্ত হাসিমুখে বিনয়ের সাথে বলেন, এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার সামর্থ্য আমার নেই।
তিনি প্রতিদিন নিজ স্ত্রীর রান্না অফিসে নিয়ে যেয়ে কার্পেটে বসে খান।
তিনি কখনো নামাজ বাদ দেন না । এমনকি নামাজের সময় হলে তিনি রাস্তায় নামাজ আদায় করেছেন এরকম নজিরও আছে।মসজিদে কখনো তিনি সামনের কাতারে যাওয়ার জন্য প্রতিযোগীতা করেন না। তিনি সাধারন মানুষের সাথে নামাজ আদায় করতে পছন্দ করেন।
ছবিটি ভাল করে লক্ষ করুন । কিছু কি বুঝতে পারছেন ?
এই লোকটি এত সৎ হওয়ার পরেও আর তৃতীয়বারের মত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না । ইরানের আইনে পরপর দু’বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করলে তৃতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ নেই ।
আর মাত্র কিছুদিন!! ইরানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্স...কিন্তু ইরান তথা বিশ্ব উপলব্ধি করবে মাহমুদ আহমাদিনেজাদের কথা....সাধাসিধে সহজ সরল জীবনযাপনকারী একজন প্রেসিডেন্স যিনি মানুষের হ্রদযে থাকবে..
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪৯
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
আপনাদের উৎসাহে প্রেরণা যোগায প্রাণে..
২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪৪
মিজানুর রহমান মিলন বলেছেন: বাহ্ চমৎকার তো ! এরকম প্রেসেডেন্টও যে এই বিশ্বে আছে তা সত্যি বিরল ! হা, আমিও আহমাদিনেজাদ সম্পর্কে অনেক কিছুআ জানি । তিনি সত্যি একজন মহান প্রেসিডেন্ট ! আহমাদিনেজাদকে হাজার সালাম !
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩০
যুবায়ের বলেছেন: জ্বি ভাই আপনার সাথে সুর মিলিযে আমিও বলছি..
এরকম প্রেসেডেন্টও যে এই বিশ্বে আছে তা সত্যি বিরল ! হা, আমিও আহমাদিনেজাদ সম্পর্কে অনেক কিছুআ জানি । তিনি সত্যি একজন মহান প্রেসিডেন্ট ! আহমাদিনেজাদকে হাজার সালাম !
৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫২
মিজানুর রহমান মিলন বলেছেন: এই লোকটি এত সৎ হওয়ার পরেও আর তৃতীয়বারের মত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না । ইরানের আইনে পরপর দু’বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করলে তৃতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ নেই ।
আর মাত্র কিছুদিন!! ইরানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্স...কিন্তু ইরান তথা বিশ্ব উপলব্ধি করবে মাহমুদ আহমাদিনেজাদের কথা....সাধাসিধে সহজ সরল জীবনযাপনকারী একজন প্রেসিডেন্স যিনি মানুষের হ্রদযে থাকবে..
আমার হ্রদয়েও তিনি থাকবেন !
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৪
যুবায়ের বলেছেন: জ্বি ভাই ঠিক বলেছেন...
মানুষের কৃতকর্মই তার কথা স্মরন করিযে দেয।
আধুনিক ইরানের জন্য যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছেন
তিনি মানুষের অন্তরের অন্তস্হলে রযে যাবেন চিরদিন..
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫২
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট ++++++++++
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৫
যুবায়ের বলেছেন:
ধন্যবাদ ডি মুন।
পাঠে কৃতজ্ঞতা..
ভালো থাকুন
এই প্রত্যাশা..
৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫৭
রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল ভাই।
++++++++++++++++++
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই রুপম শাহরিয়ার।
৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্রথমেই প্লাস++
০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ভাই।
৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৮
নিরপেক্ষ মানুষ বলেছেন: পিলাচ দিলাম
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩
যুবায়ের বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
রইলো শুভকামনা।
৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৮
চুক্কা বাঙ্গী বলেছেন: অসাধারন একজন মানুষ। জনগনের প্রতিনিধি হওয়া এদেরই মানায়। পৃথিবীর প্রতিটা ঘরে এরকম সৎচরিত্র মানুষ জন্মাক।
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
যুবায়ের বলেছেন: জ্বি ভাই আপনার সাথে একমত।
এমন নেতার জন্ম হবে কবে
আমার সোনার বাংলাদেশে
সেদিন বাংলা হবে সোনার দেশে
যাবো একশ বছর এগিয়ে...
৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার বিশ্লেষণ করেছেন...
জানিনা আহমাদিনেজাদের যোগ্য উত্তরসুরী ইরান পাবে কিনা!!..
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
যুবায়ের বলেছেন: জ্বি ভাই আমারও একই ভাবনা “জানিনা আহমাদিনেজাদের যোগ্য উত্তরসুরী ইরান পাবে কিনা!!..”
১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২০
নৈঋত বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই নৈঋত
১১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২১
মেহেদী হাসান '' বলেছেন: মিজানুর রহমান মিলন বলেছেন: এই লোকটি এত সৎ হওয়ার পরেও আর তৃতীয়বারের মত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না । ইরানের আইনে পরপর দু’বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করলে তৃতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ নেই ।
আর মাত্র কিছুদিন!! ইরানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্স...কিন্তু ইরান তথা বিশ্ব উপলব্ধি করবে মাহমুদ আহমাদিনেজাদের কথা....সাধাসিধে সহজ সরল জীবনযাপনকারী একজন প্রেসিডেন্স যিনি মানুষের হ্রদযে থাকবে..
আমার হ্রদয়েও তিনি থাকবেন !
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান ভাই।
হয়তো নির্বাচনে নতুন প্রেসিডেন্ট খুজে নেবে ইরানবাসী
কিন্তু আহমাদিনেজাদ সবার হৃদয়ের কুঠুরীতে থাকবেেএমন সৎ চরিত্র নেতার আজ প্রতিটা দেশেরই প্রয়োজন।
১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৫
মিজানুর রহমান মিলন বলেছেন: ৪র্থ ভাল লাগা দিলাম, ভাই ।
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।
বিশেষ কৃতজ্ঞতা পোষ্টের বিষয়ে সহযোগিতার জন্য।
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৮
মো: আজিজ মোর্শেদ বলেছেন: প্রিয়তে না নিয়ে পারলাম না।
আর আমাদের দেশপ্রেমিক! নেতারা কেমন???
এদেশে একজন আহমাদিনেজাদের বড়ই প্রয়োজন।
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১০
যুবায়ের বলেছেন: জ্বি ভাই ঠিক বলেছেন...
আপনার সাথে সহমত।
এদেশে একজন আহমাদিনেজাদের বড়ই প্রয়োজন।
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আহাঃ তার ১০ ভাগের এক ভাগ গুণ সম্পূর্ণ নেতা যদি অহন আইতোও দেশে তাইলে মোরা কিন্তু সেভেন হর্স গতিতে থাকতাম ...... ব্রাজিল যেমত্তে দৌড়াইতাছে ইন্ডিয়া যেমত্তে দৌড়াইতাছে
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৫
যুবায়ের বলেছেন: এক্কারে খ্রাপ কন নাই ভাই..
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:১৭
যুবায়ের বলেছেন: আজ আর রিপ্লাই দিতে পারছিনা...
ঘুম পাচ্ছে খুব...
ইনশাআল্লাহ আগামীকাল রিপ্লাই দিব।
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
যুবায়ের বলেছেন: আজকের মত উঠছি...
ইনশাআল্লাহ আগামীকাল
বাদবাকী কমেন্টের রিপ্লাই দিবো।
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:৩০
বাংলার হাসান বলেছেন: তাদের দেশেও ভোট এর মাধ্যমে নির্বাচন হয় আমাদেরও। পার্থক্য তারা পায় দেশ প্রেমিক নেতা বা প্রেসিডেন্ট। আর আমরা পাই কিছু দালাল ।
০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬
যুবায়ের বলেছেন: ভাই কথা একদম মন্দ বলেননি তবে আমাদের দেশেও সৎ নেতা আছে
তবে তারা সংখ্যায় খুবই কম এবং প্রচার বিমুখ।
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: খুবই চমতকার একটি পোষ্ট !!!
কিছু তথ্য আগে জানতাম এখন অনেক তথ্য নতুন ভাবে যোগ হলো ।
০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।
পাঠে কৃতজ্ঞতা..
ভালো থাকুন
রইলো শুভকামনা..
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা
++++++++++++++
আপনি কি এখন সুস্থ্য আছেন ?
ভালো থাকবেন সবসময়
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভ্রাতা অপূর্ন।
আলহামদুলিল্লাহ...
এখন বেশ ভালো আছি।
আপনি??..
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৪২
হাসিব০৭ বলেছেন: আমার খুব পছন্দের একজন মানুষ। তাকে নিয়ে অবশ্য আমার খুব হিংসে হয় কেননা তার জন্ম তো আমাদের দেশেও হতে পারত। আসলে আমরা এইরকম একজন নেতার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছি কিন্তু জানিনা দেখে যেতে পারব কি না। ++++++++++++++
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫২
যুবায়ের বলেছেন: ধন্যবাদ হাসিব০৭
আপনার মত আক্ষেপটা
অনেকাংশে আমিও অনূভব করি।
সৎ চরিত্রবান এবং নির্ভিক নেতা
আজ আমদের ভীষণ প্রয়োজন।
২০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৪৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: আর মাত্র কিছুদিন!! ইরানে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্স...কিন্তু ইরান তথা বিশ্ব উপলব্ধি করবে মাহমুদ আহমাদিনেজাদের কথা....সাধাসিধে সহজ সরল জীবনযাপনকারী একজন প্রেসিডেন্স যিনি মানুষের হ্রদযে থাকবে..
আমার হ্রদয়েও তিনি থাকবেন !
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মোঃ আবূ সাঈদ ভাই।
আমারও একই উপলব্ধি...
.সাধাসিধে সহজ সরল জীবনযাপনকারী
একজন প্রেসিডেন্স যিনি মানুষের হ্রদযে থাকবে..
আমার হ্রদয়েও তিনি থাকবেন !
২১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১৮
রাঙ্গাকলম বলেছেন: সেয়ার করার জন্য ধন্যবাদ
১৪ ই জুন, ২০১৩ রাত ১:১১
যুবায়ের বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ”রাঙ্গাকলম”
২২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫১
s r jony বলেছেন:
আহা, যদি আমাদের দেশে এইরকম একজন নেতা/প্রেসিডেন্ট পাইতাম!!
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩১
যুবায়ের বলেছেন: ঠিক কইছেন জনি ভাই..
আহা, যদি আমাদের দেশে
এইরকম একজন নেতা/প্রেসিডেন্ট পাইতাম!!
২৩| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
মাইন রানা বলেছেন: ওনি কি আর প্রেসিডেন্ট পার্থী হতে পারবেন?
নাকি নতুন কেউ হবে?
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাইন রানা।
ইরানের সংবিধানিক বাধ্য বাধকতা হচ্ছে যে কোন
প্রেসিডেন্ট প্রার্থী দুইবারের বেশি নির্বাচনে দাড়াতে পারবেননা।
ইরানের নির্বাচন হয় ৪ বছর পর পর।
আহমাদিনেজাদ দুই ট্রামেই নির্বাচিত হয়েছেন তাই এখন আর তিনি
প্রার্থী হতে পারবেননা।
২৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৩৭
অরন্য জীবন বলেছেন: s r jony বলেছেন:
আহা, যদি আমাদের দেশে এইরকম একজন নেতা/প্রেসিডেন্ট পাইতাম!!
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ অরন্য জীবন।
জি ভাই জনী ভাই ঠিক কথাই বলেছেন।
সহমত।
২৫| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বোকামন বলেছেন:
সম্মানিত যুবায়ের ভাই,
চমৎকার একটি পোস্ট উপহার দিলেন। কৃতজ্ঞতা জানবেন।
আশাকরি খুব ভালো আছেন।
শুভকামনা রইলো :-)
আস সালাম আলাইকুম
১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৯
যুবায়ের বলেছেন: আসসালামু আলাইকুস ওয়ারাহমাতুল্লাহ...
আলহামদুলিল্লাহ..
এখন বেশ ভালো বোধ করছি।
আপনি কেমন আছেন ভাই??..
২৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
আরজু পনি বলেছেন:
পোস্টটা পড়ে মনটা ভরে গেল।
সাথে নিজের দেশের কথা ভেবে আফসোস
২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি।
ঠিক বলেছেন আপু।
সহমত।।
২৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন মহান প্রেসিডেন্ট সম্পর্কে অনেক না জানা তথ্য জানলাম। আহমাদিনেজাদকে হাজার সালাম !
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই।
পাঠে কৃতজ্ঞতা
আহমাদিনেজাদকে হাজার সালাম ! সহমত
২৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
ঝটিকা বলেছেন: পোস্টের সব মন্তব্য পজেটিভ,আমি আর কি বলব। তবে আহমেদিনেজাদ যে অতি উচ্চ মানের মুখোষধারী ভন্ড, এমন কি বাংলাদেশের হাসিনা খালেদা উনার থেকে হাজার গুন ভালো। বেশি কিছু বললাম না।
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঝটিকা।
ব্যতিক্রমী মন্তব্যর জন্য স্বাগতম।
আপনার মন্তব্য অনুযায়ী তার দু চারটে প্রমান উপস্হাপন করুন
তাহলে বুঝতে পারবো তিনি কি আসলেই মুখোশধারী??
না তার বিরোধীদের চক্ষুশূল!!..
২৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:২০
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮
যুবায়ের বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ একজন ঘূণপোকা।
৩০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৫
একজন ঘূণপোকা বলেছেন: ঝটিকা বলেছেন: পোস্টের সব মন্তব্য পজেটিভ,আমি আর কি বলব। তবে আহমেদিনেজাদ যে অতি উচ্চ মানের মুখোষধারী ভন্ড, এমন কি বাংলাদেশের হাসিনা খালেদা উনার থেকে হাজার গুন ভালো। বেশি কিছু বললাম না।
বলদ
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
যুবায়ের বলেছেন:
৩১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩২
খেয়া ঘাট বলেছেন: ঘুমানোর ছবিটি আর কোলাকুলির ছবিটি দেখে নির্বাক হয়ে গেলাম।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট।
আসলে খাঁটি ইসলাম অনূনারীরা এমনই।
তারা কখনো নিজেকে রাজা বাদশা হিসেবে জাহির করেননা।
তারা নিজেকে আল্লাহর একজন গোলাম এবং জনগনের সেবক
হিসেবে মনে করেন।
এজন্যই আহমাদিনেজাদের তুলনা হয়না..
৩২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৮
নষ্ট ছেলে বলেছেন: আশা করি, ইরান আবারো আহমাদিনেজাদের মত প্রেসিডেন্ট পাবে।
আহমাদিনেজাদের মত এত ধার্মিক না হলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সাদাসিদা জীবন যাপন করত। যদিও খালেদা, তারেক, কোকোর মধ্যে তার ছিটাফোটাও নাই!
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ নষ্ট শয়তান।
আহমাদিনেজাদের মত এত ধার্মিক না হলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সাদাসিদা জীবন যাপন করত। যদিও খালেদা, তারেক, কোকোর মধ্যে তার ছিটাফোটাও নাই!
আপনার মন্তব্যর সাথে একমত।
তবে সামান্য মত বিরোধ আছে...
তারেক কিন্তু একজন দক্ষ সংগঠক।
৩৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:৫০
গান পাগল মন বলেছেন: একজন ঘূণপোকা সহমত
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ গান পাগল মন।
৩৪| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ব্যান্ড পার্টি বলেছেন:
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
যুবায়ের বলেছেন: আপনি আবার কি কইবার চান ভাই??..
৩৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:১৫
আহসান২২ বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন, আহমেদিনেজাদ যে অতি উচ্চ মানের মুখোষধারী ভন্ড, এমন কি বাংলাদেশের হাসিনা খালেদা উনার থেকে হাজার গুন ভালো।
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
যুবায়ের বলেছেন: আসলে খাঁটি ইসলাম অনূনারীরা এমনই।
তারা কখনো নিজেকে রাজা বাদশা হিসেবে জাহির করেননা।
তারা নিজেকে আল্লাহর একজন গোলাম এবং জনগনের সেবক
হিসেবে মনে করেন।
এজন্যই আহমাদিনেজাদের তুলনা হয়না..
৩৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
আধখানা চাঁদ বলেছেন: অনেক কিছু জানলাম। সুন্দর পোস্টের জন্যে প্লাস এবং অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল একটি পোস্টের জন্য ধন্যবাদ যুবায়ের ভাই।