নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

আফসোস!! এবারের ঈদে হতদরীদ্র মানুষের জন্য কিছুই করতে পারলামনা..

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১



বেশ কবছর ধরে রমজান মাস এলে গরীব, অসহায়, হতদরীদ্র কিছু পরিবারের জন্য ঈদের খুশীটাকে কিছুটা বাড়িয়ে দিতে সাধ্যানুযায়ী বন্ধু-বান্ধবদের সহযোগিতায় সেমাই,লাচ্চা,চিনি বিতরন করে থাকি সিমিত পরিসরে।কিন্তু এই বছরে শারীরিক এবং মানষিকভাবে দুর্বলতার কারনে

কোন উদ্যোগই নিতে পারলামনা /:) তাই গত বছরের ইভেন্টার স্মৃতি নিয়েই নিজেকে স্বান্তনা দিচ্ছি।



একজন কানাডা প্রবাসী ফেজবুকার (বড়ভাই) যার নাম সোহেল সরওয়ার। তিনি একটি আইডিয়া দিলেন ঈদুল ফিতরের ফিতরার টাকা দিয়ে কিছু গরীব অসহায় পরিবারের ছোট্ট শিশুদের জন্য নতুন জামা কিনে দিতে। আইডিয়াটা ভীষণ ভাললাগলো সাথে সাথে কয়েকজন ব্লগার কাম ফেসবুকার নিয়ে গঠন করলাম একটি টিম। প্রথমে ফেজবুকে একটি ইভেন্ট ক্রিয়েট করা হলো। ইভেন্টটি ক্রিয়েট করেছিলেন ব্লগার মুশাসি ভাই এবং আমরা সার্বক্ষণিকভাবে ব্লগার মিজানুর রহমান মিলন .

ব্লগার ইমরান হাসান, ব্লগার ইমরুল আকতার চৌধুরী, ব্লগার মাহতাব সমুদ্র সহ বেশ কজন ফেজবুকার সেচ্চাসেবী হিসেবে কাজ করি।





গতবছর রমজান মাসটা ছিল জীবনের এক অন্যরকম অভিজ্ঞতার মাস। ফেজবুক থেকে কিছু টাকা এসেছিল বাকীটা আমরা যারা সমন্বয়ক ছিলাম তারাই দিয়েছিলাম।সোহেল সরওয়ার ভাই বেশ কজন কানাডা প্রবাসীর কাছ থেকে কালেকশন করেছিলেন আর মুশাসি ভাই রুয়েটের হল থেকে কালেক্ট করেছিলেন। আমাদের টার্গেট ছিল এক থেকে দেড়শত শিশুকে ঈদের পোষাক কিনে দিব কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে মানুষের সাড়া পাওয়ায় সর্বমোট তিনশত শিশুকে ঈদের জন্য পোষাক দিয়ে তাদের ঈদের আনন্দটাকে বাড়িয়ে দিতে পেরেছিলাম।

এই পোগ্রামের সকল পোষাক বিতরন করেছিলাম গাইবান্ধা জেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রন বাধে আশ্রয় নেয়া গরীব শিশুদের মাঝে।



২৪ শে রমজান মুশাসি ভাই এলেন আমার বাসায়। পরিচয় পর্ব শেষ হলে বিতরনের বিষয়াদি নিয়ে আলোচনা করলাম এবং ২৪০টা টোকেন দিয়ে সাথে একজন স্হানীয় লোক দিয়ে পাঠিয়ে দিলাম টোকেন বিতরনের জন্য। মুশাসি ভাই সন্ধ্যার পড়ে এসে বিশ্রাম নিয়ে রাত দশটায় আমরা দুজনে একটি পাইকারী দোকানে গিয়ে আমাদের কালেকশন করা টাকা থেকে তিনশত সেট জামা-কাপড় কিনলাম যার মধ্য ১৫০ সেট ছেলে শিশু এবং ১৫০ সেট নারী শিশুর জন্য। পরদিন রংপুর থেকে মাহতাব সমুদ্র রাজশাহী থেকে ইমরান হাসান ক এবং ইমরুল আকতার চোধুরী ভায়েরা এলে আমরা কাপড় বিতরন করতে কাইয়ারহাট প্রাথমিক বিদ্যালয়ে পোগ্রমের সকল কাপড় বিতরন করি। টোকেন অনুযায়ী ২৪০ সেট বিতরন করার পর দেখে শুনে বাদবাকী ৬০টি পোষাক বিতরন করে সবাই আমার বাসায় এলেন। কিছুক্ষন বিশ্রাম নিয়ে রওনা হলেন যার যার বাড়ির উদ্দেশ্য।। ব্লগার মিজানুর রহমান মিলন ভাই আপ্রান চেষ্টা করেছিলেন বিতরনে অংশ নিতে কিন্তু বাসের টিকেট কেটে ফেরার পথে অটোবাইক এক্সিডেন্ট করে তার পা মচকে যায়!! যার কারনে তিনি আসতে পারেননি।

ইভেন্টের নাম ছিল “শিশুর হাসি-ঈদের খুশী..”

আমাদের ইভেন্টের পোষাক বিতরন শেষে ৭,৯৭৩ টাকা থেকে

৩,০৬০ টাকা (৬০ টাকা কুরিয়ার চার্জসহ) “একটি মানবিক আবেদন” এই শিরোনামে টিউনারপেজ (http://www.TunerPage.com) আয়োজিত অসহায় বয়স্ক মানুষের জন্য ঈদের উপহার সামগ্রী বিতরনে প্রদান করা হয়েছে,

এবং ৪,৯১৩ টাকা – একজন অসহায় বিধবা নারীর অপারেশনের খরচ বাবদ প্রদান করা হয়েছে।

। কয়েকটি ছবি দিলাম ইভেন্টের।





(ইভেন্টের জন্য কেনা পোষাকের ছবি)





(পোষাক বিতরনের দৃশ্য)

























বিস্তারিত জানতে লিন্ক দুটিতে ক্লিক করুন।

লিন্ক ১ http://thesirat.com/archives/3061



লিন্ক ২ http://www.shodalap.org/zubayer-ahmed/14077/



ছবি তুলেছিলেন ব্লগার মাহতাব সমুদ্র।





মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

যুবায়ের বলেছেন: এই পোষ্টে কমেন্টের রিপ্লাই এখন দিতে পারছিনা। ইনশাআল্লাহ ঈদের পরে দিব কারন ব্যবসায়িক কারনে বর্তমানে ভীষণ ব্যস্ততার মধ্য দিন কাটাচ্ছি।

২| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৯

আরজু পনি বলেছেন:

এরকম উদ্যোগ নিয়মিত নেয়া দরকার।

শুভকামনা রইল।।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।
এরকম উদ্যেগ নিয়মিত করা দরকার সাথে অন্যরা যাতে উৎসাহিত হয়ে এরকম উদ্যেগ নিতে পারে সেরকম প্রচারনা করাও দরকার। বিশেষ করে সামাজিক যোগাযোগ সাইটগুলিতে।

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: হাসি মুখ হাসি মুখ

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: এই শিশুদের মুখে হাসি দেখে খুবই ভালো লাগছে ।


আপনাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকুক । শুভকামনা ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বাংলার হাসান বলেছেন: আরজুপনি বলেছেন:

এরকম উদ্যোগ নিয়মিত নেয়া দরকার।

শুভকামনা রইল।।

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ কামনা রইল।

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: এরকম উদ্যোগ নিয়মিত নেয়া দরকার।

শুভকামনা রইল।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

মুশাসি বলেছেন: পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো ভাই, এই ঈদেও কিছু করার চেষ্টা করেছি, দেখেছেন নিশ্চয়ই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.