নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তির দ্বারপ্রান্তে এই সকল উদ্ভিদ!!.. ছবি ব্লগ। (তৃতীয় পর্ব)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০



১. কাটা বেগুন (লাল)



সেই ছোট্ট বেলার কথা...

গ্রামের পথে,খেলার মাঠে, জমির আইলে কিংবা পরিত্যক্ত ভিটায় আপনা আপনিই জন্ম নিত এই সকল উদ্ভিদ। কখনো খেলা করতাম এইসব গাছের রঙিন ফুল অথবা ফল দিয়ে।



জনসংখ্যা যতই বাড়ছে ততই উজার হচ্ছে বন এবং ব্ন্য প্রাণী ও উদ্ভিদ। শুধু বনেই নয় মানুষের বসতি র্নিমানের স্হান সংকুলান হওয়ান বিলিন হচ্ছে আবাদী জমির পরিমান। শিল্পায়নের জন্যও কমে যাচ্ছে আমাদের আবাদী জমি। সাথে সাথে ঝোপ-ঝাড় কেটে ফেলা হচ্ছে যাতে করে এইসকল উদ্ভিদ হারিয়ে যেতে বসেছে আমাদের পরিবেশ থেকে।

হয়তো এমন একদিন আসবে যেদিন পুরনো স্মৃতি মন্হস্ত করতে বলে এইসব ছবি দেখে বলতে হবে

”একটা সময় ছিল যখন এইসমস্ত আগাছাও আমাদের পরিবেশের একটি অংশ হয়ে ছিল!!..”



২. ধুতরা গাছের ছবি।

ধুতরা ফল কাটা যুক্ত শুনেছি এই ফলের রস পান করলে নাকি মাথায় গন্ডগোল হয়। তবে কাউকে প্রমান স্বরুপ দেখিনি। ধুতরা দুই প্রকার। ১. সাদা ধুতরা ২. কাল ধুতরা। ছবিতে সাদা ধুতরা গাছ এটি।



৩. কাটা বেগুন (হলুদ) লাল কাটা বেগুনের চাইতে হলুদ কাটা বেগুন সাইজে অনেক বড়। আস্ত একটা লেবুর সমান। এর সমস্ত গায়ে কাটা এমন কি গাছের পাতা,ফল এবং কান্ডেও কাটা বিদ্যমান।





৪. বেত গাছ (বেত্তুল গাছ) বেত দিয়ে বিভিন্ন প্রকারের পাত্র এবং আসবাব পত্র তৈরী করা যায়। বেত গাছের ফলকে বলা হয় বেত্তুল ফল। খেতে বেশ ভালোই লাগে। ছোট্ট বেলায় একবার টাইফয়েট হয়েছিল খাবারের রুচি একদমই ছিলনা। ডাক্তার বলেছিলেন বেত গাছের কচি ডগা ভর্তা করে খেলে মুখে স্বাদ আসবে। অবশেষে কচি বেতের ডগা ভর্তা খেয়ে খাবারের স্বাদ ফিরে পেয়েছি।।





৫. ভূতরাজ (আলিমদ্দন) এই গাছের রস চিনি দিয়ে খেলে পেটের পীড়া ভালো হয়। তাছাড়া পুরাতন আমাষয়ে চমৎকার ঔষধ।।







৬. সোনালী লতা/আলোকলতা/স্বর্ণলতা ছাড়াও বিভিন্ন নামে ডাকা হয়। এটি একটি পরগাছা উদ্ভিদ। অন্যসব গাছে জন্মায়। এর একটি লতাকে যে কোন গাছে ছুড়ে দিলেই ব্যস!!





৭. সরা গাছ।।

এই গাছের ডাল, পাতা..মাছেদের প্রিয় খাদ্য। বন্যার সময় পুকুরে সরা গাছের ডাল কেটে ফেলে দিলে ওই পুকুরু দেশী প্রজাতীর মাছের আর অভাব হবেনা।।





৮. পাঁচতারা ফুল গাছ।

একসময় জমির আইলে অসংখ্য পাঁচতারা ফুল গাছ দেখা যেত। সাদা আর গোলাগী রঙের ফুলে সুশোভিত থাকতো।





৯. ছাতিম গাছ।।

হুমায়ুন আহমেদের অনেক বইয়ে এই গাছ অর্থাৎ ছাতিম গাছের নাম অনেকবার বর্ননা করা হয়েছে। ছাতিম গাছ দেখতে অনেকটা ছাতিার মত।ছায়াদার বৃক্ষ। শীতল বায়ু সন্ঞ্চালকও বটে।

কিন্তু; নির্মানাধীন বিল্ডিংয়ের সাটারিং এর কাঠের জন্য প্রয়োজন হচ্ছে কম দামের কাঠ আর এই কম দামের কাঠ হিসেবে ছাতিম এবং শিমুল গাছ গনহারে কাটা পড়ছে..





১০. জগডুমুর। এই ফলগুলি খুবই পুষ্টিকর খাদ্য...

তাছাড়া পাখিদেরও খুব পছন্দের খাবার এটি।





১১.







১২. সোনালু গাছ (বাদর লাঠি)

এই গাছে এক ধরনের লাঠির মত লম্বা ফল হয় সেই ফল বাঁদর প্রজাতীর ভিষণ পছন্দ এজন্য হয়তো এই গাছকে বাদর লাঠি নামে ডাকা হয়।







১৩. বাঁশ বাগান।

ক্রমান্বয়ে উজার হয়ে যাচ্ছে বাশবাগান। একসময় বিঘার পর বিঘা বাঁশবাগান ছিল কিন্তু বর্তমানে কমে যাচ্ছে বাঁশবাগানের সংখ্যা।

উৎসর্গ ব্লগার-আরজুপনি আপু।।



ছবি-আমার মোবাইলে তোলা..

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

যুবায়ের বলেছেন: পোষ্ট আপডেটিং চলছে....
আরো বেশ কিছু ছবি সংযোজন করা হচ্ছে..

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

যুবায়ের বলেছেন: নেটের স্পিড খুবই কম!!
বেশ কটি ছবি আপলোড করতে পারছিনা!!

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

যুবায়ের বলেছেন: ওয়াও!!...পোষ্ট দেখি নির্বাচিত পাতায়!!..

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪

যুবায়ের বলেছেন: ৪১ টি ব্লগের মধ্য ১৪ টি নির্বাচিত পাতায় জায়গা পেল!!
এটি ১৪তম নির্বাচিত ব্লগ।।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: মনোরম ছবি
হারিয়ে যাওয়া স্মৃতি কে তুলে অভিধানে
দৃষ্টিনন্দন ভিন্নমাত্রা যোগ হল
আসলেই এসব দেখা মিলে বাংলার কাননে ।।

পোষ্টে
ভাললাগা >

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
ভালো থাকবেন
শুভকামনা...

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষন।।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার সব ছাব এবং লেখা...
পিলাচ++

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ভাই।।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২

সানড্যান্স বলেছেন: হারবাল পোস্ট!!!
নাহ, খুব একটা বিলুপ্ত কিন্তু না, শহরের দিকে এদের আধিক্য কম, আমার মতামত নিতান্তই!!

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ সানড্যান্স।
পুরোপুরি বিলুপ্ত এখনো হয়নি তবে ধীরে ধীরে এদের সংখ্যা কমে যাচ্ছে। গ্রামে গিয়ে দেখলেও অনেক কম দেখতে পারবেন। আগে যেমন সবখানেই দেখা মিলতো এখন আর তা পাবেননা খুজে খুজে বের করতে হবে।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই এহসান সাবির।।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার পোষ্ট জুবায়ের ভাই।
কেমন আছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
আলহামদুলিল্লাহ... বেশ ভালই আছি।
আপনি??.. ভাবী বাচ্চা কেমন আছে??..

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

আরজু পনি বলেছেন:

৮/৯ বার লগইন/ অটো লগআউট হয়ে আমার জানে পানি নাই :(
পরে আসবো আবার ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

ভিয়েনাস বলেছেন: স্বর্ণলতা পরগাছা হলে কি হবে ভাবখানা দেখলে মনে হয় নিজের রাজ্যে নিজে রাজা :D যে গাছে বেড়ে উঠে সেই গাছকে কিভাবে জড়িয়ে ফেলে দেখলে গাছের জন্য মায়া লাগে /:)

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২০

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট!



পোস্টে ভাললাগা +

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুন দারুন! আশি আশ্চর্য হয়ে খেয়াল করলাম ধুতরা গাছ আমাদের বাসায় আছে! অথচ আমি চিন্তামই না! B:-) B:-) B:-)

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

বাংলার হাসান বলেছেন: চমৎকার সব ছাব এবং লেখা...

১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মিজানুর রহমান মিলন বলেছেন: জটিলস পোস্ট ! ভাল লাগা রইলো ।এক কথায় বলব গোবর থেকে পদ্মফুল তুলে নিয়ে এসেছেন কারন এইসব নিয়ে কেউ চিন্তিত নয় ।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক দিন পর একটি চমৎকার পোস্টে ++++++++ রইল

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

নিরপেক্ষ মানুষ বলেছেন: চমৎকার সব ছাব
এবং লেখা.

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

আরজু পনি বলেছেন:

কবে যে আপনার থ্রিডি কানেকশান চালু হবে :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.